আবেগী কবিতা: "হ্যাপি নিউ ইয়ার" !! (১০% @shy-fox এর জন্য)

in hive-129948 •  2 years ago 

নমস্কার - আদাব


হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

sylvester-7669293_640.jpg
কপিরাইট ফ্রি ইমেজ

প্রথমে জানাই আমার বাংলা ব্লকবাসীর সকল সদস্য ভাই বোন বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা ও অভিনন্দন ৷ আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন ২০২৩৷ দেখতে দেখতেই একটি বছর চোখে নিমেষে চলে গেল৷ আর সেই সাথে আনন্দ দুঃখ বেদনা কত স্মৃতি প্রতিটাই যেন রয়ে গেল মনের মনিকোঠায় যা রয়ে যাবে চিরজীবন৷

যাই হোক আমার প্রিয় বন্ধুগণ প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ৷ নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ মূলত আজকে আপনাদের মাঝে এই কবিতা আবৃত্তি করবো৷ যদিও কবিতাটি গতকাল দিতে চেয়েছিলাম কিন্তু কিছু টিপস অর্থাৎ সম্পূর্ণ না হওয়াতে কালকে দেওয়া হয় নি ৷ তাই ভাবলাম যে আজকে এই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন আর প্রথম দিনটাকে স্মরণীয় করে রাখতে আজকেই শেয়ার করছি৷ আশা করি সবার অনেক ভালো লাগবে এমনটাই প্রত্যাশা করি৷

যাহোক প্রথমেই সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি ৷ এই নতুন বছরে সবার দিনগুলো যেন সুখের মধুর আনন্দের হয় এবং কি সবার প্রাপ্তি আশা-আকাঙ্ক্ষা যেন পূর্ণতা পায় ৷ এমনটাই সেই পরমেশ্বর ঈশ্বরের প্রতি প্রার্থনা করি৷ আসলে জীবনে যতদিন আছি ততদিনই এভাবেই এক একটি করে বছর কাটিয়ে জীবনের শেষ পর্যন্ত দেখতে পারবো বা অতিবাহিত করতে পারব কিন্তু আসলে এই পুরনো বছরের দিনগুলো এই দিনগুলোতে কাটানো মুহূর্ত প্রতিটি ক্ষণ তা শুধু স্মৃতি হয়েই রয়ে যাবে যতদিন জীবন বেঁচে রবে৷

যা আসলে বলাই যায় যে এ জীবন হলো যাওয়া আসার একটা মেলা ৷ আসবে যাবে শেষ হবে শুরু হবে আর এই শেষ শুরুর মাঝে রবে দুঃখ ,কষ্ট, বেদনা ,আনন্দ ,সুখ , এসবই ৷ আর এসবই হলো জীবনের এক বড় অংশ৷

যা হোক বিগত দিনের সমস্ত গ্লানি মুছে যাক নতুন বছরে জীবন যেন হয় রঙ্গিন ময় মধুর আনন্দদায়ক এমনটাই প্রত্যাশা ৷ আর এ প্রত্যাশা রেখেই শুরু করছি আজকে আমার আবেগি কবিতা : হ্যাপি নিউ ইয়ার


কবিতা

❤ হ্যাপি নিউ ইয়ার ❤

দেখতে দেখতে একটি বছর কেটে গেল
একটা জীবনকে পিছনে ফেলে
অচেনা নতুনের সাথে বেঁধে দিলাম
যাপিত জীবনের সমস্ত প্রাপ্তি ব্যর্থতা, শূন্যতা, বিষাদ, সমস্ত কিছু রয়ে গেল
জীবনের একটা বড় অংশ জুড়ে ৷

ধুলোময় পৃথিবীতে পঙ্কিলতা
বহুবার ছেয়ে নেয় জীবনকে
তবুও সমস্ত নীতিবাচকতার শুদ্ধতাকে খোঁজা
আর সেই শুদ্ধতাকে জীবনে
মেখে নেবার অবিরাম প্রয়াস করা
স্মৃতির বিষবাষ্প কে বুকে নিয়ে
হয়তো নিঃশ্বাস ভারী হয়ে আসবে
তবুও জীবনকে এগিয়ে নেওয়াই ঈশ্বর প্রদত্ত ধর্ম৷

ভালো থাকুক আমার অতীতগুলো
বেঁচে থাকুক আমার স্মৃতিগুলো
অনাগত ভবিষ্যতের কাছে অনেক প্রত্যাশা রেখে সবাইকে জানাই নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা
হ্যাপি নিউ ইয়ার ২০২৩

সমাপ্ত

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা নতুন বছর আপনার ভালো কাটুক এই কামনা করি।নতুন বছরের শুরুতে নতুন দিনে নতুন চমক নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন অনেক সুন্দর হয়েছে।আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ কবিতাটি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু যে আমার লেখা কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে ৷

আমাদের স্মৃতির পাতায় অনেক কিছুই থাকে ভাইয়া আয় গত বছরটিও সারা জীবন আমাদের স্মৃতির পাতায় থাকবে। আশা করছি জীবনে অপ্রাপ্তি গুলো পেয়ে যাবেন এ বছরে। খুব ভালো ছিল আপনার কবিতাটি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য টি পড়ে মনকে অনেকটা সস্তি দিচ্ছে ৷ ঠিক তাই যেন হয় ৷ আসলে আপু অপ্রাপ্তি প্রাপ্তি এগুলো জীবনে থাকবেই ৷

প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অসাধারণ কবিতা লিখলেন। এখন তো কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। বিশেষ করে নতুন বছরের কবিতা হলে তো আরো অনেক ভালো লাগে পড়তে। কবিতার লাইনগুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করলেন। আমার কাছে এটি বিশেষ করে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকেও জানাই শুভেচ্ছা ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার ৷

নতুন বছর সবার জীবনে ভাল কিছু বিয়ে নিয়ে আসুক এই কামনা করছি। আপনি ২০২৩ সাল নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ঠিকই বলেছেন অতীত গুলো যেন ভাল থাকে আর আগামী যেন আনন্দময় হয়ে উঠে। আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আশা করি নতুন বছরে সব গ্লানি মুছে যাবে। ধন্যবাদ ভাইয়া ।

নতুন বছরে জীবনের ভালো কিছু বয়ে আসুক এমনটাই কামনা ৷ সেই সাথে অতীত ভুলে শুরু হোক নতুন করে ৷

  ·  2 years ago (edited)

আপনাকে প্রথমে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, হ্যাপি নিউ ইয়ার।

কবিতাটি বেশ চমৎকার হয়েছে। আসলে সত্যি দেখতে দেখতে কেমন যেন একটি বছর চলে গেলো। একটি বছরে কত আনন্দের মুহূর্ত জড়িয়ে আছে জীবনের সাথে সবগুলো আজ স্মৃতি হয়ে রয়ে যাবে জীবনের পাতায় । নতুন বছরে যেন আমাদের সকলের ভালো ভাবে কাটে এটাই কাম্য । এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জি ভাই নতুন বছর যেন সকলের ভালো ভাবে কাটে এটাই কাম্য ৷ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ৷

image.png

নতুন বছরে যেন সবার জীবন খুবই আনন্দে এবং হাসিখুশিতে কাটুক সে কামনা করি সব সময়। আপনি দেখছি হ্যাপি নিউ ইয়ার নিয়ে খুবই ভালো একটি কবিতা লিখেছেন। যা পড়ে মনটা ভরে গেল একেবারে। আমাদের অতীত কিভাবে কেটেছে? আমরা যদি তা মনে না রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন খুবই সুন্দরভাবে সাজিয়ে নিতে পারব। যাইহোক এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

চেষ্টা করেছি এতটুকুই ৷ তবে ঠিক বলেছেন যে অতীত কিভাবে কেটেছে তা মনে না রেখে ৷ নতুন করে শুরু করাই সবচেয়ে বুদ্ধি মানের কাজ ৷
ধন্যবাদ আপু

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। পুরনো বছরের যে সব কষ্টগুলো পেয়েছেন সে গুলোকে দূর করে নতুন বছরের নতুন করে সব কিছু শুরু করার মানেই হচ্ছে নতুনত্ব। যাইহোক আপনার কবিতাটি অসাধারণ ছিল।

আপনাকেও অনেক শুভেচ্ছা ভাই ৷ ঠিক বলেছেন পুরনো বছরের সমস্ত কিছু মুছে যাক ৷ নতুন বছর শুরু হোক নতুন করে ৷
ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷

জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের এই কবিতাটি। আমার মনে হয় আপনার এই কবিতাটি আমি দুই থেকে তিনবার পড়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। এরকম কবিতা গুলো পড়তে কার না ভালো লাগে বলুন। কবিতার মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশ ঘটে। আপনার অনেক দক্ষতা রয়েছে এটা কিন্তু বলতেই হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা খুবই সুন্দর ভাবে লিখে তুলে ধরার জন্য।

সত্যি শুনে অনেক টা প্রাপ্তি পাচ্ছি ৷ যে আমার কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা ৷

প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দাদা। আশা করি নতুন বছর আপনার এবং সকলের অনেক ভাল কাটবে।নতুন বছর নিয়ে লেখা কবিতাটি দারুন হয়েছে।কবিতায় যে আশা গুলো ব্যক্ত করেছেন সেই আশা গুলো পূর্ণ হোক।ধন্যবাদ দাদা দারুন কবিতাটি শেয়ার করার জন্য।

জি দাদা নতুন বছর যেন অনেক ভালো কাটে এমনটাই প্রতার্শা ৷ ধন্যবাদ মতামতের জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই কামনা করি ৷

আপনাকে নতুন বছরের অভিনন্দন জানাই। পুরনো বছরের যতসব গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে যাক এবং নতুন এক সূর্য উদয় হোক আপনার জীবনে এই কামনা করি। যাইহোক খুব ভালো লিখেছেন কবিতাটি, আমার খুব ভালো লেগেছে।

আপনাকেও অভিনন্দন দাদা ৷ ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ৷