✴পৌষ সংক্রান্তি নিজ বাসভবন ✴gopiray28[10℅ beneficiaries for @shy-fox](৩০ শে পৌষ ১৪২৮)

in hive-129948 •  3 years ago  (edited)

আমার বাংলা ব্লগ**

সবাইকে স্বাগতম
প্রথমেই জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ৷ এবং ধন্যবাদ জানাবো আমার বাংলা ব্লগকে আমাকে নতুন সদস্য হিসেবে গ্রহন করার জন্য ৷
আশা করছি সবাই ভালো আছেন? ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি ৷
আজ ৩০শে পৌষ হিন্দু ধর্মলম্বীদের পিঠা পুলির উৎসব (অথাৎ) পৌষ সংক্রান্তি ৷
আজ আমি আপনাদের মাঝে বাঙালিদের অন্যতম উৎসব ৷পিঠা-পুলি ও কিভাবে বাঙালিরা এই উৎসব পালন করে ৷কিভাবে তৈরি করে সবকিছু আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব ৷আশা করছি ভালোই লাগবে ৷

চলুন তাহলে শুরু করি

              **দৃশ্যপট**

PicsArt_01-14-06.28.21.jpg
কোথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন ৷পৌষ সংক্রান্তি বা মকর সক্রান্তি ৷বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন ৷
এই উৎসব বাংলা পৌষ মাসের শেষে কনকনে শীত ঠিক এই সময়ে পালিত হয় ৷

             **দৃশ্যপট**

PicsArt_01-14-08.54.18.jpg
ঢেকিতে করে চাল গুড়ো করার সময়

PicsArt_01-14-08.53.00.jpg

✴এই দিনের বাঙালি অথাৎ গ্রামের রমনি গুলো বাড়ির উঠানে সবাই মিলে পিঠার চাল গুড়ো করে৷
দেখতে ভালোই লাগে✴
এখনো বাংলার ঘরে ঘরে ঢেকি দেখা যায়৷

তারপর চাল গুড়ো করার পর পিঠা তৈরি কারার পালা৷ বাঙালিরা একে অপরকে আন্তীয় স্বজন বন্ধু বান্ধবদের নিমন্ত্রন করেন এই পিঠা পুলি উৎসবে৷
হরেক রকমের পিঠা তৈরি করে৷ ভাবা পিঠা,পাটি সাপটা পিঠা,পুলি পিঠা,দুধ পিঠা ইত্যাদি ৷ কিন্তু এই দিনে বেশি দেখা যায় পুলি পিঠা অথাৎ তেলে ভাজা পিঠা বলা হয় ৷

চলুন এবার দেখা যাক পিঠা কিভাবে তৈরি করা হয়
**
![PicsArt_01-14-06.20.27.jpg](

PicsArt_01-14-06.21.46.jpg

✴প্রথমে পিঠা তৈরির জন্য গরম পানি বা জল তারাপর গুড় বা চিনি প্রয়োজন ৷
এবার গুড় পানি আটা একসাথে সংমিশ্রন করতে হবে যাকে ঘোল বা মাঘন বলে✴
তারপর পিঠা তৈরির কাজ ৷পিঠা ভাজতে একটা কাড়াই অন্য ভাড়া লাগবে ৷
চুলায় কড়াই বসিয়ে তেল ঢালতে হবে যাতে তেল গরম হয়_
**
PicsArt_01-14-06.24.48-01.jpeg**
পিঠা তৈরি করার মুহূতে*

PicsArt_01-14-06.14.50-01.jpeg

প্রিয় আমার বাংলা ব্লগ আজ এই পযন্ত আশা করছি ভালো লেগেছে ৷ সেই সাথে আমার বাড়িতে বাংলা ব্লগের সকল বন্ধুদের নিমন্ত্রণ রইল ৷
ভালো থাকেন সুস্থ থাকেন ৷

আনুষ্ঠানিক নাম: পৌষ সংক্রান্তি
তাৎপর্য:ফসল তোলার উৎসব
উৎযাপন:পুলি পিঠা

সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই, পোস্টটি কপি করে নতুন করে আবার পোস্ট করুন। আগে পোস্ট করার আগে বেনিফিসিয়ারী সেট কিভাবে করতে হয় পড়ে নিন।

https://steemit.com/hive-129948/@hafizullah/or-or-how-to-add-beneficiary-or-or-amarbanglablog-tutorial

ধন্যবাদ ভাই ,ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব ভালো ভাবে দেওয়ার ধন্যবাদ

পোস্টে অবশ্যই বেনিফিসিয়ারী সেট করতে হবে। নিচের লিংক থেকে ধারণা নিতে পারেনঃ

https://steemit.com/hive-129948/@hafizullah/or-or-how-to-add-bএনেফিচিয়ার‍্য-অর-অর-আমারবাংলাব্লগ-তুতরিয়াল

নতুন ভাবে আবার পোস্ট টি করুন। ক্লাসের মাধ্যমে মার্ক ডাউন এর কাজ শিখে নিন। ধন্যবাদ।

ধন্যবাদ আপু ভুল ধরিয়ে দেওয়ার জন্য ৷আমি চেষ্টা করব