আজ - ১লা, চৈত্র ১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
কিন্তু দিনশেষে সেই স্বপ্নটা পূর্ণতা পায় ৷ হয়তো কারো কারো জীবনের সেই স্বপ্ন পূর্ণতা পেলেও কারো জীবনে সেটা কখনোই সম্ভবপর হয় না৷ এমন কি পরবর্তী জীবনটা তার কাটে হতাশায় দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে৷
ওই যে একটা কথা বলে না যে প্রেমের আরেক নাম কাটার জালা বা প্রেমের আরেক নাম বেদনা ৷ সত্যিই যেন ঠিক তাই এই প্রেম ভালোবাসা এমন একটি জিনিস যেটাকে আমরা প্রতিনিয়ত উপভোগ করি ৷ বা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় পাশে থেকে আর যেটার মাধ্যমে মানুষ তার জীবনের সাথে আরেকটি জীবন জড়িয়ে নিয়ে বাকিটুকু পথ বয়ে নিয়ে চলি ৷ কিন্তু এই প্রেম ভালোবাসার মধ্যেই রয়েছে আনন্দ দুঃখ বেদনা সবই৷
ধরুন একটা সম্পর্ক গড়ে উঠতে অনেক সময় লাগে ধৈর্য ধরতে হয় ৷ কিন্তু একটা সময় যখন এই সম্পর্কটা নিমিষেই চুরমার হয়ে তার অস্তিত্ব আর থাকে না ৷ তখন আসলে এই প্রেম ভালবাসা যে কতটা দুঃখ কষ্ট বেদনা মনে হয় ৷ একমাত্র সেই বুঝে যে এই ব্যথার ভাগিদার হয়েছে৷
যে মানুষটাকে নিয়ে ছিল হাজারো জল্পনা-কল্পনা যাকে নিয়ে জীবনের একটি সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করেছি ৷ সে মানুষটা আমার জীবনে কিংবা আপনার জীবনে না থাকে ৷ তাহলে সে জীবনের মূল্যটা খুঁজে পাওয়া খুবই কষ্টদায়ক৷
আর হঠাৎ একটা দমকা হাওয়া এসেই যে ভালোবাসাটাকে নষ্ট বিনষ্ট করে দেয় ৷ তখন আসলে জীবনকে নিয়ে বেঁচে থাকার যে আনন্দ মুহূর্ত সেটা হয়ে ওঠে বাস্তব চরম সত্য৷
জানি না কেন যেন আজ এই প্রেম ভালোবাসার প্রতি অনেকটা ধিক্কার এবং কি সবচেয়ে কষ্টের নাম মনে হয়৷ তুমি একটা সময় এই প্রেম ভালবাসাক অনেকটা মনের আনন্দ মেটাতে অনেকটাই কাজে লেগেছে ৷ যাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখতাম যাকে নিয়ে ভবিষ্যৎ জীবনের সুন্দর একটি পরিকল্পনা করছে ৷ কিন্তু বাস্তবিক অর্থে ভাগ্যের নিম্ন পরিবেশে যখন সে মানুষটি হারিয়ে যায় ৷ তখন আসলে কিছু করার থাকে না৷
জানিনা আপনারা সবাই ভালবাসাকে কতটা ভালো বা মন্দ চোখে দেখবেন ৷ তবে হয়তো সবাই এই প্রেম ভালোবাসায় লিপ্ত হয়েছেন বা আছেন তবে ছেড়ে যাওয়ার যন্ত্রনা তা কিংবা ছ্যাকা খাওয়ার যন্ত্রণা তা কতটা কষ্টদায়ক তা হয়তোবা সবাই বোঝেন নি৷
একমাত্র সেই জানে বা বোঝে যে এমন হতাশায় ভারাক্রান্ত হয়েছে ৷ যে পায় নি তার প্রিয় মানুষটি কে ৷ যাকে নিয়ে জীবনে বাকিটুকু পদ অতিক্রান্ত করা করার কথা ছিল ৷ কিন্তু সেটা আর বাস্তবে রূপ নিতে পারে নি ৷
তাই আমি মনে করি এই প্রেম ভালোবাসা জীবনে বেঁচে থাকার নতুন স্বপ্ন যোগায় ৷ আর একদিকে জীবনের সবথেকে নিকৃষ্ট কষ্ট বেদনা এবং কি জীবনের চলার পথটুকুও ধ্বংস করে দেয় ৷
তাই সর্বোপরি এই প্রেম ভালোবাসার প্রতি আকৃষ্ট হওয়ার আগে এর গভীরতা মাপকাঠি জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ৷ নয় তো জীবনের অন্ধকার ডেকে আনবে তা নিশ্চিত ৷
তবুও সর্বোপরি বলতে চাই যে ভালোবাসার সবার জীবনে আনন্দ রঙ্গিনময় করুক ৷ কেউ যেন কারো প্রিয় মানুষকে হারিয়ে না ফেলে এমনটা আশা প্রত্যাশা প্রতিনিয়তই দিনশেষে ভালোবাসার জয় হোক৷
আপনি ঠিক বলছেন একটা সম্পর্ক গড়ে তুলতে অনেক কষ্ট স্বীকার করতে হয় অনেক কষ্টের বিনিময়ে এসে ভালোবাসার মানুষটাকে সান্নিধ্যে পাওয়া যায়। তবে একটা কথা আছে না সুখ তো সবার কপালে থাকে না। আরেকটা কথা আছে কপালে যা লেখা থাকে তাই ঘটে যাবে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি কপালে না থাকলে কখনো সেটা সম্ভব না। একটা কথাই বলব সেটা হচ্ছে যে যেটা হয়েছে সেটা আপনার মঙ্গলের জন্য হয়েছে। সেটা ভুলে গিয়ে নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আপু কপালে না থাকলে যা হয় ৷ তবে ভালোবাসা টা সত্যি মন থেকে ছিল ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit