আজ - ০৫ই , মাঘ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
সুপ্রিয় ,বন্ধুগণ আজ কয়েকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ।আসলে বিগত তিন দিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে কমিউনিটির সাথে অনেকটা দূরে ছিলাম বলা যায় ।তথাপিও এই নতুন সপ্তাহে আবার নিজেকে মেলে ধরার সুবর্ণ প্রচেষ্টা করার ধারায়। আজকে আবারো আমার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যা হোক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এমনটাই প্রত্যাশা করি।
যদিও সারা বাংলাদেশের প্রায় বিভিন্ন অঞ্চলে শীতের যে প্রবণতা তা আসলে সবাই অনুভব করছে । তথাপিও কিছু কিছু জায়গায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি যা আসলে বলে প্রকাশ করার মতো নয়।
এই যেমন ধরুন যদি আমার এদিকেরই কথা বলি। তবে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় অনেকে হিমালয় কন্যা নামেও চিনে থাকে ।বিগত ১০ দিন যাবত এই অঞ্চলে সূর্যের আলো নেই বললেই চলে । প্রতিদিন কুয়াশা আর বাতাসের তীব্রতা যার ফলে শীত আরো বেশি তীব্র থেকে তীব্র করছে ।মানুষজন বের হলেও অনেকটা কষ্টের মাঝেই বের হচ্ছে। আসলে আর যা হোক প্রকৃতির উপরে তো আর কারো হাত নেই। তাই মেনে নিতেই হবে।
তাই সবাইকে সচেতন আর সুরক্ষিত থাকার জন্য সর্বাত্তক চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ । কারন এই শীতে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে।
যা হোক বন্ধুরা এবার আসি আজকে ব্লগের মেইন দাঁড়ায়। আজকে আমি আপনাদের মাঝে গ্রাম বাংলার সবুজ শ্যামলা প্রকৃতির কিছু আলোচিত্র তুলে ধরছি ।আসলে বর্তমান সময়ে সবুজ প্রকৃতির সান্নিধ্য পেতে যে কতটা আনন্দ আর মধুর লাগে তা আসলে বলে বোঝানো যাবে না। যারা গ্রামে বসবাসরত একমাত্র তারাই গ্রাম বাংলার সবুজ প্রকৃতির সান্নিধ্য পায় তথাপিও যারা শহর থেকে এ গ্রামে আসে তারাও এই সবুজ প্রকৃতির প্রেমে হাবুডুবু খায় । ঠিক আজকে তেমনি বিকেল বেলা ঘোরাঘুরি করার মুহূর্তে সবুজ প্রকৃতির গ্রাম বাংলার সুদৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরছি ।
গ্রামীন পরিবেশের বর্তমান অবস্থা হলো গ্রামের কৃষকগণ এই শীতের মাঝেও তাদের কর্মের ব্যস্ততায় দিনযাপন করছে। বিশেষ করে হেমন্তের শেষে নতুন ধান কাটার পর সেসব জমিতে আবার নতুন ফসলের উৎপাদন। ঠিক বর্তমান সময়ে সরিষা ভুট্টা আলু প্রচুর পরিমাণে চাষাবাদে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামের কৃষক।
সেই সাথে আরও বিভিন্ন রকম সবজির চাষ। যেমন ধরুন লাল শাক, মূলা, বেগুন আবার লাভা শাখ ধনিয়া পাতা পিয়াজ রসুন ইত্যাদি। আবার বিভিন্ন রকমের সবজির চাষাবাদ যা আমরা এই শীতের মৌসুমে নতুন নতুন তরকারি বা শাক খাইতে পারি।
আবার এই নতুন ধানের চারা জন্য ধানের বীজ বপণের জন্য কৃষকগন ব্যস্ততায় দিনযাপন করছে।
শহরের মানুষ যেমন চাকরি ব্যস্ততায় দিনযাপন করছে। ঠিক তেমনি গ্রামের মানুষজন তাদের চাষাবাদ নিয়েই ব্যস্ত সময়ের দিন যাপন করছে ।সবাই ব্যস্তময় দিনের মধ্যেই এই জীবনকে অতিবাহিত করে চলেছে।
আসলে গ্রাম বাংলা সবুজ প্রকৃতি আমাদেরকে নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয৷ আর এজন্যই হয়তো গ্রাম বাংলার এই দৃশ্যপট বা প্রকৃতির রূপ সৌন্দর্য দেখে৷ কবি লেখকগণ সাহিত্য কবিতা লিখেছে৷ আর এটা সত্য প্রকৃতির রূপ বড়ই বিচিত্র৷
তো সর্বোপরি এই ছিল আমার আজকের ব্লগ গ্রাম বাংলার সবুজ প্রকৃতির রূপ সৌন্দর্য সেই সাথে বর্তমান সময়ে গ্রামের মানুষের ব্যস্ততার দিন যাপন এবং এই গ্রাম বাংলার আলোকচিত্র৷
প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷*
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | realme 12 |
https://twitter.com/gopiray36436827/status/1748356409937576205?t=lV8LTetsbJUrU_OgWfDyFA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। গ্রামীণ প্রকৃতি আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম বাংলার সৌন্দর্য অপরুপ সৌন্দর্য ভাই ৷ মন প্রান সজিবতা এনে দেয় ৷ আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে গ্ৰামীন সৌন্দর্য অনেক পরিমাণে বৃদ্ধি পায়। শীতকালে গ্ৰামের মাঠে ঘাটে নতুন নতুন শাক সবজি চাষ করা হয় এবং তার সাথে সরিষা আবাদ করা হয়, এই সব ফসল গ্ৰাম এলাকার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করে থাকে। আপনি আজকে আমাদের মাঝে গ্ৰামের মাঠ ঘাটের কিছু ফটোগ্রাফী শেয়ার করেছেন।আপনার প্রতিটি ফটোগ্রাফী গ্ৰামের সৌন্দর্যের প্রতীক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলিছেন যে শীতকালে গ্রাম বাংলার সবুজ প্রকৃতির রুপ সৌন্দর্য সেই ফসল মাঠ প্রান্তর সবিকছু মিলে গ্রাম বাংলার সৌন্দর্য বৃদ্ধি করে ৷ আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পঞ্চগড় হিমালয়ের কন্যা নামে পরিচিত। আসলে এই হিমালয়ের কন্যা তার অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিয়ে আমাদের মুগ্ধ করেছে। ভাইয়া আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। দারুন সব ফটোগ্রাফি দেখে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রর্তাশা করি ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit