খেলায় বাঙালিরা মাতোয়ারা বিজয় উদযাপন রাস্তায় শোভাযাত্রা!! (১০% @shy-fox এর জন্য)

in hive-129948 •  2 years ago 

IMG20221219170739_01.jpg

নমস্কার,

হ্যালো, আমার বাংলা ব্লকবাসি৷ আশা করি আপনারা সবাই অনেক ভালো এবং কি সুস্থ রয়েছেন ৷ তো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ব্লগ নিয়ে ৷ যদিও আজকের ব্লগটা একটু ভিন্নধর্মী হবে বিশেষ করে যারা এই ফুটবল খেলাকে নিয়ে বেশি আগ্রহতা . তাদেরকে ঘিরেই৷ তবে হ্যা সবার আগেই আমি সবার কাছ থেকেই ক্ষমাপ্রার্থী এবং কি যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷ তবে কথাগুলো আমার বিবেক বা জ্ঞানের যেটুকু প্রকাশ পেয়েছে ৷ সেটুকুই প্রকাশ করছি আপনাদের সাথে ______

এইতো কদিন আগেই ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল৷ দেখতে দেখতে খেলার শেষ পর্যায়ে এসে ফাইনাল নির্ধারণও শেষ হলো৷ এমনকি গতকালকে তো ফাইনাল ম্যাচ দেখলামই৷ বেশ উত্তেজনা টানটান মধ্যকার দিয়েই এবারের 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত বিজয় হলো৷

এই খেলা শুরুর আগ থেকেই কত নাচানাচি চিল্লাচিল্লি এমনকি নানা কিছুর মধ্য দিয়ে চলছিল প্রায় একটি মাসের মতো৷ আমাদের বাংলাদেশ প্রিয় দলদের নিয়ে নানা রকম কূটনৈতিক কথাবার্তা মূলক কথা একে অপরকে খোঁচা মেরে কথা বলা৷ প্রায় প্রতিনিয়ত এগুলো ঘটনা আমাদের আশেপাশেই ঘটছে ৷

ঠিক কালকের ঘটনা বলা যাক সারাটা রাত বাংলাদেশের চারদিকে একপ্রকার শব্দ দূষণ বলা যায়৷ বাঁশি বাজনা বক্স সব মিলিয়ে যেন সারাটা রাত গেছে যেটা সবচেয়ে বাজে রাত আমি মনে করি ৷ আমার চিন্তাধারা বা আমার বিবেক যেটা বলে৷ হ্যাঁ আমি খেলাকে ভালবাসি ফুটবল খেলা দেখতে পছন্দ করি৷ প্রিয় দলকে সমর্থন করি সবাই ভালো কথা!! কিন্তু তাই বলে একে অপরকে খোঁচা মেরে কথা বলা কিংবা অশ্লীল ভাষা প্রয়োগ করা৷ এগুলো কি ভালো মন মানসিকতা মানুষের প্রকাশ পায়৷ না কি আমরা বাঙালি বলে এসব করি ৷

আজকে বিকেল বেলা ঠিক পাঁচটা সময় হয় তো ৷ বাজারে যাওয়ার সময় দেখতে পেলাম রোড দিয়ে প্রায় ৮০ থেকে ১০০ মোটরসাইকেল এর মত গোটা রাস্তা বুক করে৷ আর্জেন্টিনার জার্সি গায়ে পতাকা উড়িয়ে মোটরসাইকেল হর্ন বাজিয়ে এক বিশাল শোভাযাত্রা৷

আমি রাস্তা থেকে ওপারে অর্থাৎ বাজারের দিকে যাব৷ প্রায় পাঁচ মিনিট দাঁড়ি থাকা সত্ত্বেও রাস্তা যেন ফাঁকা হচ্ছে না৷ চিন্তা করুন সম্পূর্ণ রাস্তাটা দিয়ে চলার কি দরকার ছিল? আর কোন দুর্ঘটনাও তো হতে পারে৷ যেটা একটি পরিবারের কতটা ক্ষতি করতে পারে একটি দুর্ঘটনা৷

আরে ভাই গত কালকে রাত্রে খেলা দেখেছি চিল্লাচিল্লি নাচানাচি সবই করছি৷ প্রিয় দল জিতেছে আনন্দ সবই ঠিক আছে৷ তাই বলে মোটরসাইকেল বের করে শোভাযাত্রা রাস্তার মধ্যে হর্ন বাজিয়ে৷ একটা বার সবাই চিন্তা করেন তো যে দলের জন্য আমরা এত সাপোর্টার এত কিছু করছি৷ তারা কি আমাদের দিকে কখনো চিনবে বা আমাদেরকে চিনবে যে আমরা কারা৷

সেই ইউরোপীয় দেশের কত দূরে অবস্থিত ৷ আর আমরা বাংলাদেশ কোথায় অবস্থিত৷ তবুও আমরা বাঙালিরা যেন মাতাল ৷

IMG20221219170734_01.jpg

IMG20221219170737_01.jpg
লোকেশন
IMG20221219170741_01.jpg

IMG20221219170743_01.jpg

IMG20221219170745_01.jpg
লোকেশন

যা হোক যদিও আমার এ বিষয়ে লেখার কোন ইচ্ছে ছিল না তবুও আজকেরে বিকেল বেলার ঈদ দৃশ্যটি দেখে মনের মধ্যে কেমন যেন একটি অদৃশ্য গাতা সাফ করছিল তাই ভাবলাম যে আজকে আপনাদের মাঝে এই বিষয় নিয়েই উপস্থাপন করি৷

একটা সত্য যা বলে আমরা বাঙালিরা অল্পতেই মাতোয়ার হয়ে উঠি ৷ আমরা অন্যের জন্য জীবন দিতে পারি কিন্তু নিজের জন্য আর এজন্যই তো বাংলাদেশি এখনও সেই পুরনো দিনের কিছু রাজাকারের মতো মানুষও রয়েছে৷

যাহোক সর্বোপরি সবার কাছে ক্ষমা প্রার্থনা ৷ এখানে অনেক ব্লগার ভাই বা বোনেরা খেলার প্রতি প্রবল আকর্ষণ এবং প্রিয় দলকে অনেক ভালবাসেন৷ তাদের হয়তোবা এই কথাগুলো মনের মধ্যে আঘাত করতে পারে৷ তার জন্য সবার নিকট ক্ষমা প্রার্থনা চাইছি ৷ তবে আমি এটা বলছি না৷ আমিও খেলা কে পছন্দ করি আমিও ভালোবাসি ফুটবল কে ৷

দিন শেষে আমাদের একটা কথা চিন্তা করা উচিত ৷ যে আমরা বাঙালি দিন শেষে আমরা সবাই একসাথেই থাকবো একটি দেশে৷ তবে এই সামান্য কয় দিনের খেলার মধ্যকার নিয়ে ই কেন হিংসা বিরোধ কিংবা অশ্লীল কিছু ঘটনা৷

আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!!

@gopiray

🙏সবাইকে ধন্যবাদ🙏


4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

cio98SvSTP7KwxDTCZi3Et6bxMTGkLskG96JpPLJnwjMsESEnZQ2ga27gLpzNPRDeUoBL6W7zj4KYEZjgKeBjTsHy3VkabjzMN53MwbHG5...m3Y1ys5Webegda7CxBZoCeus34F6226kVqwUD9cpWQPa9zEzhi8rowSFHUQmPHbbfpPv45GLnLfB1cbv41VkZGVUKna5mMqSb3rvJgdrHCYELagX7kw7vRPcuc.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

প্রথমেই অভিনন্দন জানাই, গতকাল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। আমিও একজন আর্জেন্টিনার সাপোর্টার। আপনাদের মতোই আমাদের এলাকায় বিজয় মিছিল বের হয়েছিল এবং খেলার আগেও এ ধরনের মিছিল বের হয়েছিল। খেলার পরেও অনেকেই পিকনিক করেছিল। এই বিষয়গুলো অনেক আনন্দদায়ক, অনেক চমৎকার একটি সময় কাটিয়েছেন আপনারা।

আসলে পোষ্টটি করেছি একটু অন্য বিষয়ে ৷ যা হোক ধন্যবাদ মন্তব্য করার জন্য ৷

ভাইয়া কি যে বলবো বাঙ্গালীদেরকে নিয়ে সেটাই বুঝি না। আর্জেন্টিনা কোথায় আর কাতার কোথায় আর বাংলাদেশ কোথায়। বাঙ্গালীদের আবেগ এত বেশি যে তারা হাজার হাজার মাইল দুরের একজনকে নিয়ে বা একটি দেশকে নিয়ে এত মাতামাতি করে। যায়হোক বেচে থাকুক তাদের আবেগ গুলো। ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ৷ ঠিক বলেছেন কোথায় আর্জেন্টিনা আর আমরা কোথায় ৷ তবুও আমরা দলের সার্পোট নিয়ে মাতামাতি ৷

আসলে বাঙালি অনেক আবেগী তারা আবেগ ধরে রাখতে পারেনা। বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে তাদের যে আবেগ এবং ভালোবাসা সেটা একদম অন্যরকম সকল কিছুর ঊর্ধ্বে। সত্যি বলতে আমিও নিজের মধ্যে আবেগ ধরে রাখতে পারিনি আর্জেন্টিনা বিশ্বকাপ ে এভাবে যে চ্যাম্পিয়ন হবে সেটা হয়তো অনেকে ভাবতেই পারেনি। আশি থেকে ১০০ টা মোটরসাইকেল নিয়ে তারা এরকম রেলি করে নিজেদের মনের ভাব প্রকাশ করেছে ব্যাপারটা সত্যিই অনেক বেশি রোমাঞ্চকর।

ভাই মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ৷ তবে আমি পোষ্টটি করেছি অন্য বিষয়ে ৷