আজ - ২৮ ই, আশ্বিন | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল | |
নমস্কার- আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Pixabay
যাহোক সবাই হয়তো শিরোনামটা দেখেছেন ৷ যে আজকের পোষ্টের শিরোনামের লেখাটি৷ হয়তো আমার কথাটা শুনে কেউ হাসছেন!! যে বিদ্যুৎ আবার সোনার হরিণ হয় নাকি আমি বলছি হ্যাঁ বিদ্যুৎ বর্তমানে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ৷জি হ্যাঁ এটা হয়তো সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন ৷ আপনাদের নিজ নিজ জায়গায় ঠিক কিরকম প্রভাব ফেলেছে তা জানি না ? তবে আমাদের এদিকে বর্তমান লোডশেডিং যেন জনজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে৷ সত্যি বলতে এখন ফোনটা চার্জে দেওয়া বড়ই মুশকিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷
আর এ জন্য কাজ করাও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে৷ ২৪ ঘন্টার মধ্যে অর্ধেক সময় যেন বিদ্যুৎ নেই৷ জানিনা ঠিক এমনটা কিভাবে হয়ে গেল৷ যদি রাতে থাকে তো দিনের বেলা নেই আর যদি দিনের বেলা থাকে তো রাতের বেলা নেই বলতে গেলে যদি ১২ ঘণ্টার মধ্যে ৫ ঘণ্টাই বিদ্যুৎ নেই ৷ যেটা সত্যি জনজীবনের জন্য মারাত্মক প্রভাব ফেলেছে ৷ আর বিশেষ করে আমাদেরকে গ্রামাঞ্চল থাকায় বিদ্যুৎ না থাকায় নেটওয়ার্কের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ জানিনা এ সমস্যা আর কতদিন থাকবে ৷
আর তাইতো খবরে পাতাগুলোতে দেখছিলাম৷ যে বিদ্যু নাকি এখন সোনার হরিণ হয়ে গেছে ৷ ব্যাপারটা ঠিক সত্যি যেন তাই এই বিদ্যুৎ সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ৷ কিছুক্ষণ এসে আবার কিছুক্ষণের মধ্যে চলে যায় ৷ আপনার বিশ্বাস করবেন কিনা জানি না ! গতকালকে ফোন চার্জে দিতে ভুলে গেছিলাম ৷ আজকে সকাল থেকেই দুপুর পর্যন্ত কোন কারেন্ট বা বিদ্যুৎ নেই ৷ ফোনের মাত্র ১০% চার্জ নেই কাজ করা তাহলে বুঝতেই পারছেন যে বিদুৎ কতটা মূল্যবান হয়ে দাঁড়িয়েছে ৷
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Pixabay
একটা সময় গ্রামাঞ্চলের প্রায় প্রতি বাড়িতেই বিদ্যুৎ ছিল না৷ যারা সৌরবিদ্যুৎ ব্যবহার করে চলতো ৷ কিন্তু দেশ নাকি হয়েছে ডিজিটাল গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া সরকারের ছিল প্রথম পদক্ষেপ ৷ আর সেটা ২০২১ সাল নাগাদ বাস্তবায়ন হলো ৷ কিন্তু ২০২২ এ এসে কেমন যেন সব কিছু উল্টো পাল্টা হয়ে গেল৷ একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পৃথিবী কে যেন এক বড় সংকটের মুখে এনে দিয়েছে৷ প্রতিটি মালামাল জিনিসপত্রে যে হারে দাম তা আসলে সাধারণ জন মানুষ যে কত কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে৷ তা আসলে সে মানুষগুলোই ভালো হবে জানে৷ যাহোক কয়েকদিন আগে খবরের শিরোনামে দেখলাম ৷ যে অক্টোবর মাসে নাকি বিদ্যুতের ঘাটতি টা অনেকটাই কমে আসবে৷ কিন্তু এই অক্টোবর মাসে এসে যেন আরো বড় বিপদ এসে হাজির হলো এখন নাকি প্রায় বিদ্যুৎ কেন্দ্রই বন্ধ ৷ বিদেশ থেকে নাকি তেল আমদানি করতে পারছেন ৷ জানিনা আসলে এর প্রতিকার আমরা কবে পাবো ৷ দেশ আজকে অনেক দূরে গিয়েছে এটা মানতে হবে ৷ কিন্তু আসলে ডিজিটাল হয়েছে কিনা সেটা নিয়ে আমার সংশয় রয়ে গেল৷
জানি না দেশ আসলে কোন পথে যাচ্ছে ৷ আবার গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে দেখা যাচ্ছে সামনের বছর নাকি আর্থিক বড় ক্ষতির দিকে এগোচ্ছে সারা বিশ্ব ৷ যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যেগুলো দেশ আর্থিকভাবে লোন নিয়েছে অর্থাৎ ঋণ নিয়েছে৷
যদি ও আজকে আমার অন্য একটি পোস্ট করার কথা ছিল৷ কিন্তু মনে আজকে এই বিদ্যুৎ বিভ্রান্ত নিয়েই অনেক চিন্তা ধারা করেছিলাম৷ আর তাই আমার মনে এই বিদুৎ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম ৷আশা করি আপনারা সবাই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন ৷ আর আপনাদের ওই দিকে বিদ্যুৎ লোডশেডিং কি রকম চলছে তা কমেন্ট করে জানাবেন ৷ আজ সত্যি বিদুৎ এখন সোনার হরিণ হয়ে দাড়িয়েছে ৷
বন্ধুরা এই ছিল আমার আজকের বিদ্যুৎ লোডশেডিং নিয়ে কিছু আলোচনা ৷ আর আজকে আমি সত্যি ফোনটা ভালো করে চার্জ দিতে পারি নি ৷ একটু করে চার্জ আবার কারেন্ট নেই কাজ করছি এইভাবে চলছে৷
তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমনটাই প্রতার্শা ৷ আবারো হাজির হবো অন্য কোন নতুন একটি ব্লগ নিয়ে ৷ সেই আশা সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে এখানেই বিদায় নিচ্ছি ৷
ভুল ত্রুটি মার্জনীয়
@gopiray
🥀সবাইকে ধন্যবাদ🥀
🥀সবাইকে ধন্যবাদ🥀
https://twitter.com/gopiray36436827/status/1580557949436510214?t=LNoP38kV-19QQ8cFahUGfg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বর্তমান সময়ে চলমান যে সমস্যাটা সেটা নিয়েই আমাদের মাঝে কিছু কথা বলেছেন যে কথাগুলো চিরন্তন সত্য। তবে সত্যি বলতে আমি প্রথমে আপনার টাইটেল দেখে একা একা অনেকটা সময় হেসেছি। আগে জানতাম সরকারি চাকরি পাওয়া মানে সোনার হরিণ আর এখন বিদ্যুৎ মানে সোনার হরিণ ব্যাপারটা অনেক বেশি হাস্যকর লেগেছে আমার কাছে। যাইহোক প্রতিদিন আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি এই লোডশেডিং এর কারণে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে। জানিনা কবে থেকে মুক্তি পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিদ্যুৎ নিয়ে খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি। কথাগুলো একদম সঠিক এবং বাস্তবতা। ২০২১ সালের মধ্যে সকল বাড়িতে বিদ্যুৎ পৌঁছাবে সরকার তাদের প্রথম পদক্ষেপ। কিন্তু ২০২২ এ এসে বিদ্যুৎ নিয়ে এত টানাফেচা খুব কষ্টকর। আপনার টাইটেলটি দেখে হাসি আসলো আমার। বিদ্যুৎ এখন সোনার হরিণ লিখলেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit