আজ থেকে প্রায় অনেকদিন কোথাও যাওয়া বা ঘুরতে যাওয়া হয় না ৷ একটু পারিবারিক সমস্যা এবং কয়দিন ধরে অসুস্থতা ও ছিলাম ৷ আর একটা বিষয় যাওয়া হবে কি করে প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টি ৷ সারারাত কোন বৃষ্টি নেই আর যা সকাল হলো একটু পর পর বৃষ্টি আর বৃষ্টি ৷ সারাদিন ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না ৷ আবার আরেক দিকে বন্ধু প্রায় প্রায় ফোন দিয়ে বলে কিরে কি খবর তোর একটু কথা ঘুরে আসি বাড়িতে তো আর ভালো লাগে না বসে বসে৷
তো ভাবলাম একটু ঘুরে আসি ৷
তো ঠিক দুপুরের পর বৃষ্টিটা থেমে গেল ৷বন্ধুকে ফোন দিলাম চলো একটু ঘুরে আসি ৷ বিকেল পাঁচটার দিকে সাইকেল নিয়ে দুজনেই ঘুরতে বেড় হলাম ৷ বেশ ভালই লাগছিল বিকেল বেলা আবহাওয়া চমৎকার ছিল ৷ রাস্তার পাশের জমিগুলোতে পাওয়ার টিলার দিয়ে চাষ করছে৷ আবার কৃষকগণ অন্য দিকে বোরো ধানের চারা রোপণ করতেছে বলতে গেলে মোটামুটি বেশ সুন্দর পরিবেশ ৷
এরপর সাইকেলে করে চলতে চলতে আমরা একটি চা-বাগানে গেলাম ৷ চা বাগানে গিয়ে আবার মনটা অনেক ভালো হয়ে গেল ৷চারদিকে সবুজ আর সবুজ আর চা-পাতাগুলো নতুন পাতা দিয়েছে ৷ আর যাই বলুন আমার সবুজ প্রকৃতি অনেক ভালো লাগে নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে করে৷
চা বাগান দেখার পর ঠিক তার কিছু দূরে নদী বয়ে গেছে৷ নদীটি র নাম করতোয়া নদী৷ সত্যি বলতে নদী আমার অনেক ভালো লাগে ৷আর নদীতে গেলে এক অন্যরকম অনুভূতি জাগে মনে৷ সুন্দর ফুরফুরি বাতাস মন কেন একটা চাঙ্গা করে তোলে৷
তখন মনে পড়ে সে ভাটিয়ালী গানের সুর বেজে ওঠে মনে পড়ে সেই গানটি৷
সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধা বল আমারে তোর কিনারে ৷ কুল কিনারা নাই রে নদী কুল কিনারা নাই ৷
গানটি মনে পড়ে কারণ নদীতে গেলে চোখে পড়ে ভাঙ্গনের দৃশ্য ৷একদিকে চোর তো আরেক দিকে সবকিছু ভেঙ্গেচুরে বিলীন হয়ে গেছে ৷ মাঝে মাঝে ভাবি নদী এরকম কেন ?কিন্তু তার পরক্ষণেই বুঝি যে নদীর ধর্মই তো তা একদিকে চোর তো আর একদিকে সবকিছু নিয়ে চলে যাবে ৷
লোকেশন
ঘাটে বাঁধানো ডিঙ্গি নৌকা
লোকেশন
ডুবন্ত নৌকা
এরপর দেখতে দেখতে সময় যেন ঘনিয়ে এলো পশ্চিম দিকে সূর্যাস্ত যায় যাই ৷ তো আমরা আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ৷ সত্যি বলতে বিকেলের এই সময়টুকু ঘুরে নিজেকে অনেক ফুরফুরে লাগছিল ৷ঘুরাঘরি অনেকটা মনকে আনন্দ দেয় ৷ কোন খারাপ চিন্তা মাথায় আসে না ৷যাই হোক বিকেলের সময় টুকি অনেক সুন্দর কেটেছে ৷এবং পরিশেষে বন্ধু মিলে একটা সেলফি ৷
লোকেশন
তো বন্ধুরা এই ছিল আমার বিকেল বেলা ঘুরতে যাওয়া কিছু আলোকচিত্র ৷ আজকের মতো এখানেই শেষ করছি ৷আবারো হাজির হব অন্য কোন নতুন পোষ্ট নিয়ে সেই আশা ব্যক্ত রেখে আমি আমার ব্লগ জানিয়ে শেষ করছি
৷ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন৷
@gopiray
ভাইয়া আপনি বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। ঘুরতে যেতে সবাই পছন্দ করে আমারও বাইরে ঘুরতে যেতে অনেক ভালো লাগে। ঘুরতে গিয়ে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং ফটোগ্রাফি করেছেন। সবুজ সবুজ চা বাগানের ফটোগ্রাফি দেখতে অনেক চমৎকার লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আপু বিকেল বেলা ঘুরার মজাই আলাদা ৷ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিকেল বেলা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আজকে আপনি খুবই সুন্দর একটি সময় কাটিয়েছেন আপনার বন্ধুদের সাথে। এছাড়াও আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই আপনি সারাদিন ঘরে বসে থাকতে আর ভালো লাগেনা। বাড়িতে বিদ্যুৎ থাকলে একটু ভালো লাগে। বন্ধুদের সাথে ঘোরাফেরা দেখে আমার অনেক ভালো লেগেছে আসলে বন্ধুদের সাথে ঘোরাফেরা করার মজাই আলাদা। ধন্যবাদ এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্ট দেখেই বোঝা যাচ্ছে বিকেলবেলা অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে ঘুরাঘুরির সময় কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ।শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit