আবেগী কবিতা " ভালো থাকতে পারি না" !! (১০% @shy-fox এর জন্য)

in hive-129948 •  2 years ago 

নমস্কার,

সুপ্রিয়, আমার বাংলা ব্লগবাসি৷ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ৷ আমিও পরমেশ্বর ভগবানের কৃপায় ভালোই আছি৷ তো যা হোক প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম একটি ভিন্ন ধরনের নতুন ইউনিক ব্লগ নিয়ে৷

people-1492052_640.jpg
Images

হ্যালো, আমার বাংলা ব্লগবাসী আশা করছি সবাই পরমেশ্বর ঈশ্বরের কৃপায় অনেক ভালো ও সুস্থ আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো যা হোক বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ইউনিক ভিন্ন ধর্মী ব্লগ নিয়ে৷ আর আসলে প্রতিনিয়ত ব্লগ লেখাটা একটা নেশায় পরিণত হয়েছে ৷ তাই তো প্রতিনিয়ত এতো ব্যস্ততার মাঝেও কখনো ভুলতে পারি না ৷ আর প্রতিনিয়ত ই এই কমিউনিটির সাথে থাকতে পারি এমনটাই প্রত্যাশা করি৷

জীবন বড় অদ্ভুত ৷ আর এ জীবনকে বোঝা বড়ই কষ্টকর বিষয় ৷ যদিও আমরা জীবনটাকে সবাই এক এক ভাবে উপলব্ধি করি , বা একেক আঙ্গিকে দেখে থাকি ৷ তবে জীবন মানেই হলো এক বিশাল যুদ্ধের ময়দান যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকতে হয়৷

এ জীবনে কখনো সুখের জোয়ার৷ কখন দুখের জোয়ার কখনো বা দ্বিধাদ্বন্ধে প্রতীক্ষন প্রতি মুহূর্ত বড় নিশ্বাস নিয়ে বেঁচে থাকতে হয় ৷ আর এ জীবনে কিছু সোনালী অতীত যেগুলো খুব তাড়াতাড়ি জীবন থেকে বিতাড়িত হয়়৷ অর্থাৎ সুখের সময়টা খুব একটা দীর্ঘস্থায়ী হয় না ৷ আর আমরা সেই সুখের জন্যই কত কিছুই না করি ৷ কিন্তু বাস্তবতা সবকিছু যেন পাল্টে দেয়৷

আসলে আমরা জীবনটাকে যেভাবে দেখি জীবনটা আমাদের সেভাবে দেখে না৷ আমার জীবনটা কে যেভাবে উপলব্ধি করতে চাই যেভাবে উপভোগ করতে চাই ঠিক সেভাবে আর হয়ে যাবে উঠে না ৷ বাস্তবতা নিয়ে যায় আমাদের অনেক অনেক দূরে৷ যেখান থেকে আসলে শুধু উপলব্ধি করা ছাড়া আর কিছু করার থাকে না৷

আর ঠিক তখনই মনের সেই ছোট্ট ছোট্ট ইচ্ছে গুলোকে প্রকাশ করার সাহস হয়ে ওঠে না৷ আচ্ছা জীবন কি এটাই? মাঝে মাঝে এ বিষয়গুলো খুবই মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ৷ আর এ নিয়েই আজকের আবেগী মন নিয়ে কিছু লাইনের কবিতা
লেখার চেষ্টা ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ এমনটাই আশা প্রত্যাশা রেখে আমার কবিতাটি শুরু করছি ৷ ভালো থাকতে পারি না


কবিতা:

ভালো থাকতে পারি না

জীবনের সোনালী দিনগুলো কখন পেরিয়ে গেছে ঠিক বুঝতে পারিনি ৷
ঠিক যেভাবে উপভোগ করার কথা ছিল সময় গুলোকে সেভাব হয় নি৷
হয়তো কখনো ভাবিই নি , কিংবা ভাবলেও নিরুপায় হয়ে দাঁড়িয়ে গেছি বাস্তবতার কাছে৷
বাস্তবতা ঠিক আমাকে সেভাবে চলতে দেয় নি৷
দেয়নি মনের ছোট্ট ইচ্ছে গুলোকে প্রকাশ করার সাহস৷

কোন করুন মুখে কথা স্মরণ করে৷ হৃদয়ে চাপা দিতে হয়েছিল ৷
অনেক চাওয়া পাওয়া গুলোকে৷
হয়তো প্রীতি কর ছিল না জীবন আমার৷

তবুও কেন যেন মনে হয়
সেই সময় গুলোই ভালো ছিল
তখন সমস্ত চাওয়া-পাওয়া গুলো
চাপা রেখেই সন্তুষ্টি থাকার চেষ্টা করতাম ৷

আর এখন শত চেষ্টা করার মাঝেও সন্তুষ্টি থাকতে পারিনা৷
এখন কেবল নিজের শান্তিতে থাকার কথা নয়৷
বরং সময়ের দাবি আর প্রিয় মানুষগুলোর অধীর আশা আকাঙ্ক্ষা আমাকে প্রতিনিয়ত তাড়া করে৷
আমি আর ভালো থাকতে পারিনা৷
আর হয়তো আর ভালো থাকাও হবে না৷

সমাপ্ত

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একবার জীবন থেকে যা চলে যায় তা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। এই যে আমাদের প্রত্যেকের জীবন থেকে যে সোনালি দিনগুলো হারিয়ে গিয়েছে তা আমরা চাইলেও কখনো ফিরে পাবনা। একেক মানুষের জীবনে চলার পথ একেক রকম। যাই হোক খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার পর।

চেষ্টা করেছি আপু বাস্তবিক নিয়ে লেখার জন্য ৷ ধন্যবাদ ষে আপনি সুন্দর মতামত দিয়েছেন ৷ যে মানুষের জীবন একেক রকম ৷

আসলে জীবনের সোনালী দিনগুলো হারিয়ে গেলে সেই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। পরবর্তীতে শুধুই আফসোস হয়। আসলে সেই দিনগুলো সত্যিই আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অতীত হয়ে থাকে। আর সেভাবে কখনো ফিরে পাওয়া যায় না। বাস্তবতার নিরিখে লেখা আপনার কবিতাটি সত্যি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ।

একদম ঠিক বলেছেন আপু ৷ বাস্তবতা নিরিখে লেখেছি ৷ ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য ৷

ঠিক বলেছেন ভাইয়া সোনালী দিনগুলো যে আমরা কোথায় হারিয়ে ফেলেছি তা আসলে খুঁজেই পাওয়া যাবে না খুজে পাওয়া যাবে না। মনে হচ্ছে খুব কম সময় সোনালী দিনগুলো কাটিয়েছি, আসলে সুখের সময় গুলো এভাবেই কেটে যায়। আপনার পুরো কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে দেওয়ার জন্য।

সত্যি বলতে সুখের সময় গুলো বেশিদিন থাকে না ৷
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য ৷

সুখ-দুঃখ মিলিয়ে তো মানুষের জীবন।আপনি বেশ সুন্দর একটি আবেগি কবিতা ভাল থাকতে পারিনা লিখেছেন।আপনার কবিতা আমার কাছে বেশ ভাল লেগেছে।আপনি এভাবে এগিয়ে যান কবিতা লেখা নিয়ে।আপনার লেখা কবিতা বেশ ভাল হয়েছে।

অসংখ্য ধন্যবাদ যে আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে ৷

খুব অর্থসম্পন্ন একটি কবিতা লিখেছেন। আমি মনে করি যেই দিনটি পার করছি সেটাই সোনালী দিন হয়ে যায়। আর এই সোনালী দিন চলে গেলে আর ফিরে আসে না। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

একদম যথার্থ বলেছেন ভাই ৷ পিছনের সোনালী দিনগুলো কখনো ফিরে আসবে না ৷

image.png

আপনার কবিতাটি খুব গভীর অর্থ বহন করে। আপনি ঠিকই বলেছেন আমাদের জীবনের সোনালী দিনগুলো আমরা আর কখনোই খুঁজে পাব না। আমাদের সম্পূর্ণ জীবনই একটা যুদ্ধ ক্ষেত্র।

আমি আর ভালো থাকতে পারিনা৷
আর হয়তো আর ভালো থাকাও হবে না৷

এই লাইনগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

যথার্থ বলেছেন আপু সম্পুর্ণ জীবন একটা যুদ্ধের ময়দান ৷

আসলেই জীবনের সোনালী দিন গুলো হারিয়ে গেছে কথাও ৷ যেভাবে জীবনটাকে উপভোগ করার কথা সেভাবে উপভোগ করা হয়নি বাস্তবতা কারণে ৷ যাই হোক জীবনে কষ্ট দুঃখ থাকবেই , এভাবেই সব মানিয়ে নিয়ে ভালো থাকতে হবে ৷

হুম বন্ধু আর তাই তো প্রতিনিয়ত চেষ্টা করছি মানিয়ে নিয়ে ভালো থাকতে ৷

আসলেই আমরা যদি জীবনে যুদ্ধ না করি তাহলে জীবনে টিকিয়ে থাকা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। আমাদের জীবনে কখনো সুখ আবার কখনো দুঃখ আসে এই নিয়েই তো আমাদের জীবন। পড়ে কিন্তু ভীষণ ভালো লাগলো আপনার কবিতাটি। ছন্দের সাথে ছন্দ মিলিকে খুবই সুন্দরভাবে কবিতাটি লিখেছেন। এরকম কবিতা গুলোর মাধ্যমে অনেক কিছুই তুলে ধরা হয়। আমার কাছে এরকম কবিতা ভীষণ ভালো লাগে পড়তে। বিশেষ করে এরকম আবেগি কবিতাগুলো। ধন্যবাদ আপনাকে।

জি ভাই জীবনে আসলে যুদ্ধ না করলে টিকে থাকা যায় না ৷ চেষ্টা করেছি ভাই বাস্তবিক নিয়ে লেখার জন্য ৷ ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য ৷

আপনার এই কবিতার প্রত্যেকটি কথাই মন ছোঁয়া ছিল। তাইতো এত মনোযোগ সহকারে আপনার কবিতাটি পড়েছি আমি। আসলেই ঠিকই বলেছেন আপনি জীবন বড় অদ্ভুত। এই জীবনে সবাইকে যুদ্ধ করেই বাঁচতে হয়। যুদ্ধের মাধ্যমেই তো আমরা জয়ী এবং সফল হতে পারব। যুদ্ধ না করলে তো আমরা জীবনে এগিয়ে যেতেই পারবো না। ঠিকই বাস্তবতা নিয়ে যায় আমাদের অনেক অনেক দূরে। কবিতাটি পড়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে। কবিতার মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশ ঘটে। কথাগুলো কিন্তু একদম ঠিকই বলেছেন।

কবিতাটি যে আপনার ভালো লেগেছে এতেই আমি অনেক কিছু ৷ আর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপু

আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

টেষ্টা করেছি আপু আপনার উৎসাহ মূলক মন্তব্য টি দেখে ভালো লাগলো ৷
ধন্যবাদ আপু