দেশে কতটুকু শ্রমিকের অধিকার ৷ ৷

in hive-129948 •  7 months ago  (edited)

আজ ১৮ই, বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ, |গ্রীষ্মকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

workers-5708691_1280.jpg

সোর্স

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ ।


আজকের ব্লগে শুরুতেই প্রথমে সবাইকে জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ।সেই সাথে প্রতিটি পেশার মানুষের প্রতি হোক শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস সম্মান আর এই অঙ্গীকারনামা নিয়েই আজকের ব্লগটির শুরু করতে চলেছি ।

সুপ্রিয়, বন্ধুগণ প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ।হয়তো বা আজকের ব্লগের টপিকটা পড়ে বুঝতে পেরেছেন কোন বিষয়ের উপর ভিত্তি করে আজকের ব্লগ টি উপস্থাপন করতে চলেছি। আজকে হঠাৎ করে ইচ্ছে করলো একটি জেনারেল রাইটিং লিখার । যদিও প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করি তবে আজকে মনের অনুভব অনুভূতি বাস্তবতার প্রেক্ষিতে নিয়ে লিখতে চলেছি । যেহেতু আজকে শ্রমিক দিবসের কর্মজীবন ধারা নিয়েই আজকে ব্লগটি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি ।আশা করছি সবার কাছে অনেক ভালো লাগে।


প্রথমতই বলতে হয় যে , আমরা মানুষ জাতি হলো কর্মজীবন মুখী । অর্থাৎ আমরা যে পেশাই অন্তর্ভুক্ত হই না কেন প্রতিটি মানুষকে কর্ম করেই জীবন যাপন করতে হয়। হয়তো আমাদের পেশাদার দিক থেকে ভিন্নতা। কিন্তু প্রতিটি মানুষ শ্রমের বিনিময়ে টাকা উপার্জন থেকে শুরু করে পারিবারিক সব দিক দিয়ে কিছু না কিছু কর্মজীবনের সাথে অন্তর্ভুক্ত রয়ে গেছে। হয়তো কেউ চাকরিজীবী ,কেউ কৃষক, কেউ মজুরি ,করে দিনযাপন আবার অনেকে নানা রকম কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িত করেছে । শুধুমাত্র এই জীবনটাকে সুন্দর অতিবাহিত করার জন্য্য ।

কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো গিয়ে আমরা মানবজীব কেন জানি? এই এ পেশাদার দিক থেকে মানুষকে অনেকটা ছোট করে দেখি । এই ধরুন সামান্য কিছু উদাহরণ যদি বলা হয়। তবে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে কেউ দরিদ্র ,কেউ গরীব, কেউ ধনী, কেউবা আবার বিত্তশালী বড় মানুষজন বা ব্যক্তিবর্গ । এসব মানুষের মধ্যে যারা বিত্তশালী ধনসম্পত্তির মালিক বড় বড় ব্যবসায়ী তারা জানি না কেন জানি ? সেই দরিদ্র গরিব মানুষদের প্রতি খুব একটা ভালোবাসার আগ্রহতা প্রকাশ করে না। প্রতি সময়ে তারা প্রতি সময়ে তাদেরকে ছোট চোখে বা নিজ চোখে দেখে। অথচ দেখুন তাদের সেই বড় বড় ব্যবসা-বাণিজ্য শিল্প কারখানায় সব জায়গায় এই সাধারণ দরিদ্র পরিবারের মানুষজনগুলোই কাজ করছে । আর তাদের বিনিময়ে সেই বৃত্তশালী বা বর বড় ব্যবসায়ী মানুষজনগুলো তাদের ব্যবসাকে আরো উন্নত থেকে উন্নত দেখে নিয়ে যাচ্ছে । অথচ দেখুন তারাই সেই সব মানুষগুলোকে অবহেলা অবজ্ঞা চোখে দেখছে।

তবে দিনশেষে আর যাই হোক আমাদের মানুষ হিসেবে প্রতিটি মানুষকে সম্মান শ্রদ্ধা করা উচিত । সেই সাথে তাদের পেশাদারিত্ব তাদের শ্রমের মূল্য সঠিকভাবে দেওয়া উচিত। আবার যদি সামান্য কিছু উদাহরণ বলা হয়। তাহলে এখনো আমাদের সমাজে শ্রম মূল্যের দাবি নিয়ে অনেক কিছুই হয়ে থাকে। এই ধরুন কাউকে বেশি কিংবা কাউকে কম আবার সঠিক মূল্যের কথা বলে কাজ শেষে আবার সে মূল্যের কম নির্ধারণ। এসব নিয়ে অনেক ঘটনা ঘটে থাকে আমাদের সমাজে। কিন্তু দিনশেষে সেই সব শ্রমজীবী মানুষগুলোই হার মেনে নিয়ে সয়ে যায় জীবনে অবিরত । এখনো চলছে এরকম বাস্তবিক ঘটনাগুলো। তবুও সেসব শ্রমজীবী মানুষ তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এখনও শ্রমের বিনিময়ে উপার্জন করে তাদের জীবনকে নির্ভর করে চলছে।


তাই দিনশেষে আসুন আমরা সবাই সকল পেশার মানুষকে শ্রদ্ধা করি সম্মান করি । সেই সাথে শ্রমের যথার্থ মূল্যায়ন করে স্রমের সঠিক মূল্য প্রদান করি । কারণ দিন শেষে আর যাই হোক আমরা সবাই মানুষ এ পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতিটি মানুষের প্রয়োজন ।সেটা ধনী-দরিদ্র, গরিব ,আবার সেই সাথে সকল পেশাদার মানুষের প্রয়োজন। নয়তো এই পৃথিবী অচল হয়ে যাবে সেই সাথে পৃথিবীর মানুষগুলো।

হ্যাঁ মানুষের মধ্যে পেশাদারিত্ব নিয়ে বিভেদ থাকবেই ।আর এ বিভেদ আছে বলেই আমরা এত সুন্দর পৃথিবীতে বসবাস করছি । কারণ সবার কাজ সবকিছুর দ্বারা হয় না। আর এজন্যই হয়তো আমাদের সমাজের বিভিন্ন পেশাদারিত্বের মানুষ বসবাস করছি একে অপরকে কাজে লাগবে বলেই।

তাই আমাদের সবার উচিত সকল পেশার মানুষকে শ্রদ্ধা করা সম্মান করা সেই শ্রমের সঠিক মূল্য প্রদান করা । কারণ দিনশেষে সবাই তার নিজ নিজ জীবনের একজন জীবন যোদ্ধা ।

steelworkers-1029665_1280.jpg

সোর্স



প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
বিষয়জেনারেল রাইটিং
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের সমাজে এই প্রথা এখনো চালু আছে, যারা দিনমজুর বা শ্রম বিক্রি করে তাদেরকে নিচু চোখে দেখা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অবহেলা করা হয়। আমার মনে হয় প্রতিটা কাজের ক্ষেত্রেই সম্মান থাকা উচিত। ঠিকই বলেছেন মানুষের পেশাগত ভিন্নতা আছে বলেই আজকে পৃথিবী সুন্দর।