ডাই প্রজেক্ট ৷৷রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি ৷ ৷

in hive-129948 •  7 months ago 

আজ ১লা, চৈত্র | ১৪৩০ বঙ্গাব্দ, | বসন্ত-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

সুপ্রিয় , আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ । প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ।তবে আজকের ব্লগটি একটু ভিন্ন ধর্মী । যদিও এর আগে কয়েকবার এরকম ডাইপ্রজেক্ট পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করে ছিলাম। তবে অনেকদিন ধরে এসব থেকে দূরে রয়েছি । আসলে এসব কাজ করতে গেলে বেশ সময়ের প্রয়োজন । আর এই সময়টা যা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না ।তবে আজকে জানি না কেন হঠাৎ করে যেন এসব ডাই- প্রজেক্ট অর্থাৎ রঙিন কাগজ দিয়ে কিছু একটা বানানোর ইচ্ছা পোষণ করছিলাম । ঠিক তখনই এ প্রজাপতি বানানোর প্রচেষ্টা । জানি না কতটা পেরেছি তবে অনেক চেষ্টা করার পর বানিয়েছিলাম । যদি এসব কাজ করার খুব একটা অভিজ্ঞতা নেই তবুও চেষ্টা করলাম। তাই তো ভাবলাম আজকের ব্লগে রঙ্গিন কাগজের নিয়েই করা যাক।

আশা করছি আপনাদের কাছে আমার আজকের ডাই প্রজেক্টটি ভালো লাগবে।

রঙিন কাগজের প্রজাপতির সর্বশেষ ফটোগ্রাফি

IMG_20240315_183942.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • তিন প্রকার রঙিন কাগজ
  • কাচিঁ
  • স্কেল
  • আঠা

IMG20240315185927.jpg


ধাপ-১:

প্রথমত রঙ্গিন কাগজ থেকে স্কেলের সাহায্যে একদিকে ১৪ সেমি ।আর আরেক দিকে ৮ সেমি নিয়ে কেটে নিলাম। এরপরে মাঝখান বরাবর নৌকা বানানোর মতো ভাঁজ করে নিলাম ।

IMG_20240315_185000.jpg

IMG_20240315_185106.jpg


ধাপ-২:

ভাজঁ করে নেওয়ার পর আবার মাঝখান বরাবর ছোট ছোট করে শাড়ি কুচি করার মতো ভাজঁ করে নিলাম ।

IMG20240315143114.jpg


ধাপ-৩:

এভাবে করে মাঝখান বরাবর দুই পাশের কাগজ থেকেই শাড়ির আঁচলের মতো কুচি করে ভাঁজ করে নেওয়ার পর । মাঝখানে বরাবর আবার দুই ভাগ করে নিলাম যাতে প্রজাপতির দুইটা অ্যান্টেনার মতো বোঝা যায়।

IMG20240315143242_01.jpg

Picsart_24-03-15_18-52-55-518.jpg


ধাপ-৪:

তারপর আরেকটি রঙ্গিন কাগজকে ৬ সেন্টিমিটার নিয়ে আবার শাড়ির আঁচলের মতো কুচি করে ভাঁজ করে নিলাম। নিচের অংশে অর্থাৎ আগের বানানো কাগজটা সাথে লাগানোর জন্য।

IMG20240315143917_01.jpg

IMG20240315143823_01.jpg


ধাপ-৫:

আর সর্বশেষ বানানোর পর আঠা দিয়ে জোড়া লাগানো । যাতে করে ভাজ গুলো অনেক সুন্দর হয়ে থাকে এবং কি এন্টেনা গুলো ঠিকঠাক করে থাকে ।আর এজন্যই আঠা ব্যবহার করলাম।

IMG_20240315_184831.jpg

IMG_20240315_184610.jpg



আর এভাবে করেই আরো দুইটি রঙ্গিন কাগজ ভিন্ন রঙের প্রজাপতির তৈরি করলাম


IMG_20240315_195708.jpg

IMG_20240315_195637.jpg

IMG_20240315_195554.jpg

IMG_20240315_183942.jpg

তো সর্বপরি এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। রঙিন কাগজের প্রজাপতি তৈরি ৷ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন ডাই প্রজেক্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল

শুভেচ্ছান্তে : @gopiray
💕💕


🙏সবাইকে ধন্যবাদ 🙏



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর দেখতে কিউট কিউট প্রজাপতি তৈরি করেছেন দেখে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। প্রত্যেকটা প্রজাপতি তৈরি করার পদ্ধতি ছিল অনেক বেশি সুন্দর। আর উপস্থাপনাটা দেখে যে কেউই চাইলে এই প্রজাপতিগুলো তৈরি করে নিতে পারবে। এরকম ভাবে অনেকগুলো প্রজাপতি ছোট বড় ভাবে তৈরি করে যদি দেয়ালে লাগানো হয়, তাহলে ঘরের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। আপনি ভিন্ন তিনটা কালারের প্রজাপতি তৈরি করেছেন। যার কারণে তিনটা প্রজাপতি খুব সুন্দর লাগতেছে।

জি ভাই আসলে প্রজাপতি গুলো অনেক কিউট ছিল ৷ আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ এভাবেই পাশে থেকে উৎসাহিত করবেন এমনটাই প্রতার্শা করি ৷

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর প্রজাপতি তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আপনি এখানে মোট তিনটি প্রজাপতি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে তৈরি কোন কিছু দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি প্রজাপতি তৈরির প্রক্রিয়া খুব সুন্দরভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য।

হুমমম আপু এটা ঠিক রঙিন কাগজ দিয়ে এসব জিনিস দেখতে ভালোই লাগে ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

অনেকগুলো সুন্দর সুন্দর প্রজাপতি তৈরি করে দেখিয়েছেন আপনি। আপনার এ প্রজাপতি তৈরি করা দেখি আমি মুগ্ধ হয়েছি। পাশাপাশি শিখতে পেরেছি কিভাবে এমন সুন্দর প্রজাপতি তৈরি করতে হয় রঙিন কাগজ দিয়ে। বেশ চমৎকার হয়েছে আপনার কাজ।

যাগ ভাই আমিও মুগ্ধ হলাম আপনার সুন্দর মতামত পেয়ে ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷

আসলেই কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় ৷ দীর্ঘদিন পর নতুন কিছু করার চেষ্টা করেছিস দেখে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে রঙিন কাগজের তৈরি প্রজাপতি গুলো ৷ খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে প্রজাপতি অরিগ্যামি তৈরি করেছিস ৷ ধাপ গুলো বেশ সুন্দর ভাবে তুলে ধরেছিস ৷ সব মিলিয়ে দারুণ হয়েছে ৷ ধন্যবাদ ভাই

Posted using SteemPro Mobile

হুমমম বন্ধু এসব কাজ করতে সময় দিতে হয় ৷ তবে অনেক দিন ইচ্ছে করলো তাই আর কি চেষ্টা করলাম ৷ ভালো লেগেছে শুনে খুশি হলাম বন্ধু ৷

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। এজন্য আমি মাঝে মাঝে এই রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি।

জি রঙিন কাগজ দিয়ে এসব বিভিন্ন ডাই প্রজেক্টে করতে ভালোই লাগে৷ তাই তো ভালো লাগা থেকে প্রজাপতি গুলো তৈরি করা ৷

রঙিন কাগজ দিয়ে তৈরি তো প্রজাপতি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিটি প্রজাপতির কালার আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

প্রজাপতি কালার গুলো আসলে অনেক ভালো ছিল ৷ ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ ধন্যবাদ ভাই ৷

সব সময় ভাই আমি ড্রাই প্রজেক্ট কাজগুলো বেশ পছন্দ করি। এই কাজগুলো করার জন্য বেশ দক্ষতার প্রয়োজন হয় ও সময় লাগে। আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে প্রজাপতি তৈরি করেছেন এবং আমি জানি এই কাজটির পিছনে কত প্রচেষ্টা চালাতে হয়, কখনোই খুব সহজে সম্ভব হয় না। সবাই সুন্দর মন্তব্য করে তখন ভীষণ ভালো লাগে। প্রজাপতিটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন,বিভিন্ন কালার কম্বিনেশন এর মাধ্যমে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

জি ভাই এসব কাজ করতে সময় লাগে একটু ৷ তবে এসব ডাই প্রজেক্টে দেখতে বেশ ভালো লাগে ৷ আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের প্রজাপতি তৈরি করা ধাপ গুলো দেখে খুব সহজে শিখে নিলাম। আর প্রজাপতিগুলো অনেক সুন্দর হয়েছে। তাই পোস্টটি শিখে নিয়েছি পরবর্তীতে তৈরি করব।

Posted using SteemPro Mobile

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি বেশ অসাধারণ হয়েছে। আসলে প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রজাপতি তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। নিজের দক্ষতা থাকলে কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। এত সুন্দর প্রজাপতি তৈরি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রজাতি ভালো লাগে বলেই তো ৷ রঙিন কাগজ দিয়ে তৈরি করেছি ৷ এসব কাজ দক্ষতা নয় একটু চেষ্টা করলে হয়ে যায় ৷ যা হোক অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

সত্যি তো দেখে মু গ্ধ হয়ে গেলাম। যেহেতু আপনার প্রথম প্রচেষ্টা অনেক ভালো হয়েছে। আশা করি এইভাবে চেষ্টা করতে থাকলে অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবেন সার্থকতা আসবে। যেহেতু প্রথম বার অনেক সুন্দর কিছু তৈরি করতে পেরেছেন। আশা করি এভাবে চর্চা করতে থাকলে অনেক সুন্দর কিছু তৈরি করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল। প্রজাপতি দেখতে খুবই সুন্দর হয়েছে।

চেষ্টা করলে যে পারা যায় সেটা বুজলাম ৷ আপনার উৎসাহিত মন্তব্য পেয়ে খুশি হলাম ৷ এভাবেই পাশে থাকবেন আপু ধন্যবাদ ৷

বাহ! কি চমৎকার করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছ দেখে খুবই ভালো লাগলো রঙিন প্রজাপতিগুলো।অনেক অনেক শুভকামনা তোমার জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতি গুলো বেশ কিউট লাগছে। আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ডাই প্রজেক্টটা অসাধারন হয়েছে ভাইয়া,রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে মেধার পরিচয় দিয়েছেন। লাল প্রজাপতিটা বেশি সুন্দর লাগে। তবে সব গুলোই সুন্দর হয়েছে। ধন্যবাদ।