হাতের রেখায় ভাগ্য লেখা!!!steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Picsart_23-03-03_10-07-23-965.jpg



৩রা, মার্চ ২০২৩ইং

নমস্কার,🙏

সময় বড় অদ্ভুত আর সময়ের সাথে থাকা বদলে যাওয়া দিনগুলো বড়ই অদ্ভুত ৷ আর সেই সাথে বদলে গেছে মানুষের জীবনে আচরণ ব্যবহার এবং কি মানুষের ভিতরে থাকা যে মনুষ্যত্ববোধ ৷ সেটা ওঅনেকটা মূল্য স্থিতির মত নিচে নেমে পড়েছে৷ জানি না আমি কথাগুলো কতটুকু সত্য কিংবা কতটা যুক্তিযুক্ত বলছি ৷ তবে আমি যতটা মনে করি বর্তমান চারদিকের আবহাওয়া আর চারিদিকে বিরাজমান কিছু চারিত্রিক গুণাবলী আর বাস্তবে কিছু উদাহরণ বারংবারই চোখে পড়ছে ৷ আর যেগুলো থেকে অনুভব করছি যে আসলে সময়ের সাথে সবকিছু যেন অনেকটাই বদলে যাচ্ছে৷

তো যা হোক সে বিষয়ে আর যাব না ৷ আজকের বিষয়ের মূল টপিক হলো গিয়ে ভাগ্য নির্ধারণ। ইতিমধ্যেই প্রথম হেডলাইন প্লাস ছবি দেখেই বুঝতে পারছেন ৷ বিগত কয়েকশো বছর আগে যখন ছিল না কোন এরকম আধুনিক প্রযুক্তিগত জিনিস ৷ যে সময়কার মানুষগুলো কোন ভাল ,মন্দ, কাজ কিংবা বিচার করার জন্য জ্যোতিষী বিদ্ধের পরামর্শ নিতেন৷

কিন্তু এখন তেমন আর এসবের প্রচলন নেই বললেই চলে ৷ তবে মাঝে মধ্যেই এসব চিত্র চোখে পড়লে ভাবি যে আসলে আগের মানুষের জীবনকাল আর তখনকার তাদের মেধা ,শক্তি ,বা সৃজনশীলতা ছিল কতটুকু৷ যতটা আমি গল্পে বা বইয়ে শুনেছিলাম একটি সন্তান জন্মগ্রহণ করার পর একজন জ্যোতিষী শাস্ত্রীর মাধ্যমে তার ভবিষ্যৎ জীবন নিয়ে পর্যালোচনা করতেন৷ যে এই সন্তান ভবিষ্যৎ জীবনে কতটা সুখময় এবং কি বড় হয়ে কোন পথে ধাবিত হবে ৷ এসব নানা জীবন বৃত্তান্ত জ্যোতিষ শাস্ত্রী বলতেন৷

কিন্তু এটা কি আজও সম্ভব একজন মানুষ কিভাবে অন্যজন মানুষের ভবিষ্যৎ দেখতে পারেন ৷ তাহলে তো এত সুন্দর পৃথিবীর বুকে আমরা থাকতেই পারতাম না ৷ যেখানে সৃষ্টিকর্তা আমাদেরকে এই সুন্দর পৃথিবীর বুকে একটি মানুষ রূপে পাঠিয়েছেন৷ তিনি আমাদের সবকিছু নির্ধারক অথচ সেই আগের মানুষের জীবনধারা ক্ষুন্ন ছিল একবার চিন্তা করে দেখুন তো ৷ এটা কি আজও সম্ভব যে ভবিষ্যৎ নিয়ে কোনো মানুষ বলতে পারবে৷

আর যদি ভবিষ্যৎ সম্পর্কে মানুষ জানতেই পারতো তাহলে তো আর জীবনের জন্য আমি এত কিছু করতই না ৷ যতটা না আমি মনে করি যে আসলে আমারই কথা বলা যাক যে আমি ভবিষ্যতে এটা করতে পারবো না৷ কিন্তু ওটা করতে পারবো না তাই বলে আমি বসে থাকবো৷ যেহেতু আমার ভাগ্য নির্ধারণ নেই অর্থাৎ ভবিষ্যৎ জীবন আমার অন্ধকার ৷ তাই বলে কি জীবনটাকে উপভোগ করার জন্য আমি কিছুই করতে পারবো না৷

আগের মানুষের ভুল সিদ্ধান্ত কিন্তু সেই ভুলের সমাধান এখন অনেকটাই পরিবর্তন কারণ এখন সময়ের সাথে সবকিছুই পরিবর্তনশীল হয়েছে৷

IMG20230219174456.jpg
লোকেশন
এ বিষয়ে লেখার কোন আগ্রহতা ছিল না ৷ তবে কিছুদিন আগেই হঠাৎ করে ফুটপাতে এমন একজন ব্যক্তিকে দেখলাম যে একটি ছোট্ট সাইনবোর্ড টাঙ্গিয়ে মানুষের ভাগ্য নির্ধারণ দেখছেন অর্থাৎ ভাগ্যের লিখন৷ দেখে অনেকটাই অবাক হলাম৷

অবাক হলাম এই কারনে আজও এই ডিজিটাল যুগে আধুনিক প্রযুক্তির যুগে এখনো কি মানুষের ভাগ্যের নির্ধারণ লক্ষ্য করে বিশ্বাস করে৷ বিষয়টা ঠিক আপনাদেরও মনে একই প্রশ্ন জাগবে হয়তো৷ তো আমি দেখেই থমকে গেলাম এবং কি সেই জ্যোতিষী শাস্ত্রীর সাথে পাশে ছোট্ট সাইনবোর্ডটি ছবি তোলার চেষ্টা করলাম৷

হ্যাঁ ভাগ্যকে বিশ্বাস করি তবে এই ভাগ্যকে পরিবর্তন করতে পারে একমাত্র মনুষ্য জীবই কারণ ভাগ্য নির্ধারণ করার একমাত্র চাবিকাঠি হল পরিশ্রম ,বিশ্বাস, আর ধৈর্য , ৷ আজ পৃথিবী এমনি এমনি এতটা দূর আধুনিক প্রযুক্তির যুগে আসতো না ৷যদি না মানুষ পরিবর্তনশীল না হতো৷

তাই ভবিষ্যৎ ভাগ্য না দেখে দেখে আমরা প্রতিনিয়তই আমাদের নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতেই পারি ৷ কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে কখনো বিজয় অর্জন করা যায় না ৷ তাই প্রতিযোগিতায় সবার আগে অংশগ্রহণ করাটাই বড় বিষয় বিজয় নির্ধারণটা পরের ব্যাপার ৷

IMG20230219174440_01.jpg
লোকেশন

তো যা হোক ভাগ্য নির্ধারণ নিয়ে আপনাদেরও মনে হয়তো বা অনেক প্রশ্ন বা ভাবনা চিন্তা থাকতেও পারে ৷ তাই সবার প্রতি আমার আকুল আবেদন যে আপনাদের মনের চিন্তাধারা ভাবনাটা কতটুকু ৷ সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ৷ তাহলে হয়তোবা ব্লগ টি লিখে আমারও অনেকটাই সার্থকতা হবে৷



অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আপনার সাথে আমি একমত। ভাগ্যকে বিশ্বাস করি কিন্তু কেউ যে ভাগ্য পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করিনা।যদি তাই হতো মানুষের জীবনে কোনো সমস্যাই থাকতোনা।একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কার ভাগ্যে কি আছে মানুষ নন।আমাদের উচিত কর্ম দিয়ে নিজেকে পরিবর্তন করা।আগেকার মানুষ গুলো এগুলোতে বেশি নির্ভরশীল ছিল কথাটা ঠিক,বর্তমানে এগুলো কমেছে।ধন্যবাদ ভালো লিখেছেন,সুন্দর লেখনি পড়ে অনেক ভালো লাগলো।

একদম যথার্থ বলেছেন ভাগ্য বিশ্বাস করি ৷ তবে কেউ আগে জানতে পারে এটা কখনো বিশ্বাস করি না ৷

অবাক হলাম এই কারনে আজও এই ডিজিটাল যুগে আধুনিক প্রযুক্তির যুগে এখনো কি মানুষের ভাগ্যের নির্ধারণ লক্ষ্য করে বিশ্বাস করে৷

এই ব্যাপারগুলোতে আমার একদমই আগ্রহ বা ইন্টারেস্ট নেই। আমি মনে করি মানুষ ভাগ্য সে নিজের হাতেই তৈরি করে।

তবে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো একটু প্যারানরমাল। অনেকে নাকি হাত দেখিয়ে তার ভবিষ্যৎ দেখে নিয়েছে এবং বাস্তবে সেটাই হয়েছে এটা অনেক সময় হতে পারে। তবে আমি একদমই বিশ্বাস করি না এই ব্যাপার গুলো।

জি দাদা আমিও এটাকে বিশ্বাস করি না ৷অনেক সুন্দর মন্তব্য করেছেন ৷

আসলে আমিও অনেক অবাক হলাম এই কারণে। ঠিকই তো এই ডিজিটাল যুগে আধুনিক প্রযুক্তির যুগে এখনো কি মানুষের ভাগ্যের নির্ধারণ লক্ষ্য করে বিশ্বাস করে। আপনি কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই সুন্দর ভাবে লিখেছেন। আপনার লেখালেখি পড়ে ভীষণ ভালো লাগলো আমার কাছে। ফুটপাতে এভাবে লোকজন বসে অনেক রকমের কাজ করে। এই লোকটি তো দেখছি একেবারে সাইনবোর্ড নিয়ে বসেছে। যাইহোক দেখে ভালো লাগলো ভীষণ।

হ্যাঁ আমিও তো অবাক আর ভাবছি এই ডিজিটাল যুগে এমন কিছু সম্ভব ৷ তবে বিষয়টি অনেক ভালো লেগেছে৷

ভাগ্যকে আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু অন্য কেউ আমাদের ভাগ্য গণনা করতে পারে এটা কখনো বিশ্বাস করতে মন চায় না। আসলে অনেকেই হয়তো নিজের বিশ্বাসের জায়গা থেকে অনেক কিছুই বিশ্বাস করে। শুধুমাত্র নিজের অনুভূতিটাই বললাম। ভিন্ন ধরনের একটি লিখা পড়লাম ভাইয়া। ভালো লাগলো।

ঠিক বলেছেন আপু ভাগ্য বিশ্বাস করি ৷ তবে আগাম কখনো ভবিষ্যৎ দেখা যায় না ৷ কিন্তু এখনো কিছু আগের পুরনো মানুষ এসব বিশ্বাস করে ৷

রাস্তার পাশে বসে হাত দেখা এই সব জ্যোতিষী আমার কাছে তো কখনোই বিশ্বাসযোগ্য মনে হয় না। তারা যদি এতই ভবিষ্যৎ দেখতে পারতো তাহলে তারা নিশ্চয়ই নিজেদের ভবিষ্যৎও দেখতে পারত। আর তাদের নিজেদের ভবিষ্যৎ এরকম কি করে হতে পারে, রাস্তার পাশে বসে মানুষের হাত দেখবে! মানুষ নিজেই নিজের ভাগ্য বদলাতে পারে পরিশ্রম ,বিশ্বাস আর ধৈর্য এর মাধ্যমে। আর সময়ের সাথে সবকিছু পরিবর্তন হচ্ছে। বর্তমান যুগে এসেও মানুষ যদি এইসব বিশ্বাস করে তাহলে সেটা হতাশা জনক।

জি দাদা এসব হলো ধোকা ছাড়া কিছু নয় ৷ একটা কথা সেটা হলো ভাগ্য বদলাতে কেউ পারবে না ৷ আর নির্ধারন তো অসম্ভব ৷

আপনার এই কথাটির সাথে আমি একেবারেই একমত। আসলে ঠিকই বলেছেন আপনি ভাগ্যকে বিশ্বাস করি কিন্তু কেউ যে ভাগ্য পরিবর্তন করতে পারে সেটা বিশ্বাস করিনা। এভাবে ফুটপাতে সাইনবোর্ড টা নিয়ে বসে ভাগ্য নির্ধারণ করা যাইহোক সম্পূর্ণটা কিন্তু খুবই সুন্দর ভাবেই তুলে ধরেছেন আপনি। আপনার আজকের পুরো বিষয়টা পড়ে ভীষণ ভালো লাগলো।

হুম আপু এসব কিছু আমিও বিশ্বাস করি না ৷ তবে সেদিন হঠাৎ করে ফুটপাতে দেখে ছবি তুলে নেই ৷আর তাই তো এটা নিয়ে লিখলাম ৷

দাদা আপনার ধারনায় একটু ভুল আছে।সেটা হল এরা ভাগ্য নির্ধারণ করে না,নির্ণয় করে। যদিও আমি এদের বিশ্বাস করি না। মানুষ এর ভাগ্য সম্পূর্ণ অনিশ্চিত তা কেউ আগে থেকে বলতে পারে না। আশা করি পোস্টের ভুল টুকু সংশোধন করে নেবেন।আর অনেক ভাল লিখেছেন।ধন্যবাদ।