আজ ২রা, চৈত্র | ১৪৩০ বঙ্গাব্দ, | বসন্ত-কাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।
সুপ্রিয়, আমার বাংলা ব্লগের সকল ইউজার বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন । প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে । যেহেতু ব্লগ লেখাটাই নেশা পেশা হয়ে দাঁড়িয়েছে । তাই ব্যক্তিগত জীবনের শত ব্যস্ততার মাঝেও আরেকটা সময় অতিবাহিত করি এই আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই। যাই হোক প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধর্মীয় কিছু উপস্থাপন করার ।আর তাই তো আজ একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আমাদের ব্যক্তিগত জীবনে চলার পথে আমরা অনেক কিছুই অভিজ্ঞতার পেয়ে থাকি। হয়তো কিছু অভিজ্ঞতা ব্যর্থতা হওয়ার পর কিংবা কিছু অভিজ্ঞতা আবার পারিবারিক বা আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি দেখে। দিনশেষে জীবনে চলার পথে এসব ভালো-মন্দ দিক থেকেই আমরা অনেক কিছু সুখে থাকি বা বুঝে থাকি এবং যা নিয়েই জীবনের পরবর্তী ধাপ এগিয়ে চলি । আজকে ব্লগের টপিক টা নিশ্চয়ই সবাই বুঝে গেছেন। একদা একটা প্রবাদ বলেছে না যে, বড় যদি হতে চাও ছোট হও তবে। কথাটির পরিপেক্ষিতে অনেক কিছুই বোঝায় কিন্তু বাস্তবতা আমরা কতটুকু বুঝতে পারি সেটাই দেখার বিষয় ।
তবে দুঃখের বিষয় আজকাল কার দিনে কেউ নিজেকে ছোট ভাবে না । নিজেকে সব সময় প্রতি মুহূর্ত বড় মনে করে সেটা যে কোন সময় বা যে কোন মুহূর্তে । কিন্তু আমার নিজেদের কে বড় মনে করি সবচেয়ে বড় মূর্খতা বা ভুল করে থাকি । আসলে নিজেকে বড় ভেবে কোন লাভ বা কোন কিছুই পাওয়া সম্ভব নয়।
আসলে বড় আমরা সবাই হতে চাই কিন্তু এ বড় হওয়ার পেছনে যে কতিপয় কিছু শর্ত সাপেক্ষ দরকার সেগুলো আমরা কোনদিনই মেনে চলি না।
যাহোক যদি সামান্য উদাহরণ দিয়ে তুলে ধরি তাহলে বলবো আজকালকার আমাদের সমাজে বেশ কিছু ধনী বা সম্পদশালী ব্যক্তিবর্গ রয়েছে। তার প্রতিনিয়ত নিজেদেরকে সমাজের একটা বড় অংশ মনে করে হ্যাঁ এটা মানে তাদের অর্থ সম্পদ অনেক রয়েছে। তারা বড় মনের মানুষ কিংবা বড় হতে পেরেছে তা কিন্তু নয় ।
বড় হওয়ার পিছনে পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা থাকাটা অতি আবশ্যক। ধনসম্পদ টাকা করি থাকলেও নিজেকে কখনোই বড় ভাবা যায় না তথাপিও যদি না আমার চরিত্র ঠিক না থাকে। চরিত্র মানুষকে সবচেয়ে বেশি বড় বা সম্মানের পদে নিয়ে যায় সে যে ব্যক্তি হোক না কেন। ধনী-দরিদ্র গরিব এসব দেখে বড় হওয়া যায়।
বড় হতে গেলে মানবতা মনুষত্ব বিবেক এসব জাগ্রত হওয়া উচিত আবশ্যক বলে আমি মনে করি।
মাঝেমধ্যে আমাদের জীবনের চলার পথে এমন কোন ঘটনা ঘটে না বিশাল তর্কের মধ্যে জড়িয়ে পড়ি। কখনো তর্কের মাঝে নিজেকেই সবচেয়ে বেশি বড় মনে করি। সেটা কথার মাঝে হোক কিংবা যে কোন বিষয় হোক। কি দরকার নিজেকে সত্যিকার অর্থে প্রমান করার জন্য । কারণ সত্যিকার অর্থে কোন কিছু প্রকাশ করলেও সেটা সবার সামনে উন্মোচিত হয় না। মিথ্যে তাকে নিয়ে মানুষ সত্যি ভেবে নেয় । কিন্তু সে মিথ্যের আড়ালে বড় সত্যিটা লুকিয়ে রয়েছে ।তাইতো আমি মনে করি কি দরকার আমিই সত্য আমি সঠিক।
দিন শেষে একজন সৃষ্টিকর্তা ধরেছেন তিনি তো অন্তত সবকিছুই স্বচক্ষে দেখছেন। কারণ বড় কখনো বলে হওয়ার যায় না বড় হতে হয় নিজের কাজের মাধ্যমে নিজের দক্ষতার মাধ্যমে যা অন্যের মনে জাগ্রত করবে ।তোমার নিজেকে বড় হওয়ার পেছনে কোন ভূমিকা ।
দিনশেষে আমার মতামত এতটুকুই নিজেকে বড় হওয়ার পেছনে খুব বড় কিছু করার দরকার নেই । নিজেকে সাধারণ ভাবে জীবনে চলার পথে মানুষের পাশে দাঁড়ানো সুখের সারথী হিসেবে নয় আমি দুঃখের সাথী হিসেবে মানুষের পাশে দাঁড়াতে দাঁড়াতে চাই সেই সাথে।
যা হোক এই ছিল আমার আজকের মনের অনুভব অনুভূতি নিয়ে লেখা ছোট্ট একটি জেনারেল রাইটিং। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এবং কি আবারও এমন নিত্য নতুন ইউনিক কোন ভালো উদ্দেশ্য বা মনের অনুভব অনুভূতি নিয়ে বাস্তব কিছু শেয়ার করার চেষ্টা করবো ।এমনটাই আশা প্রত্যাশা রেখে আজকের মত আমার ব্লগ এখানেই শেষ করছি।
আবারো হাজির হবো অন্য কোন নতুন ইউনিক ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।
অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এটা সত্য কথা যে, বড় যদি হতে চাও ছোট হও তবে। একটা মানুষ তখনই বড় হয় যখন সে সবার কাছে নত হয় কিন্তু যে মানুষটি সব সময় নিজেকে বড় ভাবে সে কিন্তু মানুষের কাছে আরো ছোট হয়ে যায়। প্রতিটা মানুষ নিজেকে বড় ভাবে এটাই খুব খারাপ লাগে। নিজেই মূর্খতার পরিচয় দেয়। জীবনে যদি ভালো জায়গায় পৌঁছাতে চাওয়া হয় তাহলে সব সময় নিজেকে নত রাখতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই ঠিক আসলে নিজেকে নিজে বড় ভাবা মুর্খতা করা ছাড়া কিছু নয় ৷ খুব সুন্দর মতামত দিয়েছেন ৷ ভালো লাগলো৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই পৃথিবীতে বড় মানুষ হতে গেলে মনটাকে বড় করতে হবে। কারণ যাদের মন বড় তাদেরকেই এই পৃথিবীতে সবাই ভালোবাসে। আর তাদের অর্থ এবং সম্পত্তির যতই কম থাকুক না কেন তারা কিন্তু সবার কাছে অনেক ভালোবাসার একটি মানুষ হয়ে দাঁড়ায়। আসলে আপনার এই জেনারেল রাইটিং অনেক বেশি ভালো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি দাদা দারুন বলেছেন ৷ বড় হতে বড় মনের প্রয়োজন ৷ অর্থ সম্পদ দিয়ে বড় হওয়া যায় না ৷ যা হোক গুছিয়ে মন্তব্য করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ দাদা এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন বেশ ভালো লেগেছে আপনার লেখা সুন্দর এই পোস্ট পড়তে গিয়ে। আসলে আমাদের এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন আর সচেতন দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। সঠিক পথে পা বাড়াতে নিচু হলেও কোন যায় আসে না। আর যুগে যুগে যারা বড় হয়েছে বাহ বড় পর্যায়ে উঠেছে তারা কিন্তু ছোট থেকে বড় হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ ভালো বলেছেন সঠিক পথে পা বাড়াতে নিচু হতে হয় মাঝে মাধ্যে ৷ কিন্তু বর্তমান মানুষ তা কখনই করে না ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেই ছোটবেলা থেকে ই পড়ে আসছি বড় যদি হতে চাও ছোট হও তবে।আমরা কজনাই বা ছোট হতে চাই বলুন তো?? সবাই চায় বড় হতে হতে আকাশটাকে ছুঁতে। ছোট কেউ হইনা।অথচ ছোট থেকেই বড় হওয়া ভালো। এক লাফে বড় হলে সেই বড়ত্ব বেশীদিন টিকে না।বিন্দু বিন্দু জল থেকে যেমন মহাসাগর হয়।তেমনি ছোট থেকেই একদিন বড় হতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজেকে বড় করতে হলে আস্তে আস্তে তাও আবার সবার ভালোবাসা পেয়ে ৷ ঠিক যেমন ছোট থেকে পরিবার পরিজন বড় করেছে ৷ বেশ ভালো বলেছেন বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর হতে হয় ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো৷ আসলে ছোটবেলায় এরকম বিষয় নিয়ে অনেই ভাব-সম্প্রসারণ পড়া হয়েছিল৷ এখন তা বাস্তবেই বুঝতে পারছি৷ আসলে কেউ কখনো হুট করে বড় হয়ে যেতে পারে না৷ আর কেউ যদি নিজেকে বড় দাবি করে তাহলে সে কখনোই বড় হবে না৷ তার কাজের মাধ্যমে তাকে বড় হতে হবে। এভাবে কাজ করলে তাকে সবাই ভালবাসতে থাকবে। যদি সে ভালো কাজের মাধ্যমে সকলের মন জয় করে নিতে পারে তাহলে সে মানুষের মনের মধ্যে একটি উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে৷ তেমনি সে তার নিজস্ব জীবনেও অনেক বেশি পরিমাণে সফলতা অর্জন করতে পারবে৷ অন্যদিকে সে যদি কোন ধরনের সফলতা অর্জন না করে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে কিন্তু সে নিজেকে নিজ থেকে বড় দাবি করতে থাকে তাহলে সে কখনোই বড় হতে পারবেনা৷ মানুষ যখন বলবে যে সে সফল হয়েছে এবং সে উচ্চশিখরে পৌঁছে গিয়েছে তখনই সে উপলব্ধি করতে পারবে যে সে বড় হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ একটি পোস্ট শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই সেই মাধ্যমিক থেকে ভাব সম্প্রসারণ পরেছি ৷ এখনো পরছি কিন্তু এ বড় হওয়ার পেছনে আমরা তেমন কিছু করছি না ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম। আপনার এই পোস্ট পড়ে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার একটি টপিকস নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টে লেখাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে জীবনে বড় কিছু হতে হলে প্রথমে ছোট তো হতে হয় পাশাপাশি প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করতে হয়। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই বেশ ভালো বলেছেন যে বড় হওয়ার পেছনে বড় ভূমিকা সেটা হলো ছোট হতে হবে এবং ধৈর্য তো বড় অবদান ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ভাই ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টের সাথে আমি নিজেও একমত। এখনকার অনেক মানুষ আছে নিজেকে অনেক বড় মনে করে। আর এই লোকগুলো অনেক বেশি ভুল করে। শুধু টাকা পয়সা হলে বড়লোক বা নিজেকে বড় মনে করলে হবে না। একটি মানুষের সবদিক ভালো হলে তখন তাকে ভালো মানুষ বা বড় মনে করে। বর্তমান সময়ে হিংসা এবং অহংকারের কারণে মানুষের বেশি পতন হয়। তারপরও যদি বড় হতে চাও নিজেকে ছোট হতে হবে। শিক্ষনীয় একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিনশেষে সবাই এখন ভালো বোঝে ৷ কিন্তু জ্ঞান বিবেকের অভাবটা অনেক যার জন্য মানুষ এমনটা ভাবে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে অনেক মানুষ নিজেকে বড় মনে করে। আসলে মানুষের মধ্যে এখন হিংসা এবং খারাপ চিন্তা বেশি থাকে। অনেক মনে করে টাকা পয়সা বেশি থাকলে সেই বড়। তবে গুণী লোক গুলো কখনো নিজেকে বড় মনে করে না। লোকে যখন আপনাকে বড় মনে করবে তখন আপনি বড়। খুব সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই খুব সুন্দর গুছিয়ে মন্তব্য করেছেন ৷ আসলে বর্তমান প্রেক্ষাপট দেখে লেখার চেষ্টা করেছি ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit