সেদিন রাতে রেল স্টেশনে!! @shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago 

আজ - ১০ই, অগ্রহায়ণ |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |


নমস্কার - আদাব ৷ মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন

IMG_20221121_184711_095.jpg


সুপ্রিয় , আমার বাংলা ব্লগবাসীর সকল সদস্যবৃন্দ ভাই-বোন বন্ধুগণ আশা করি৷ আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন এখন কি সুস্থ রয়েছেন ৷ যদিও বর্তমান এই আবহাওয়ার সিজন পরিবর্তন হওয়াতে ৷ কম বেশি সবাই অস্ততায় ভুগছে আর আমিও তার ব্যতিক্রম নই৷

যাহোক প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি ৷ নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে আর আসলে ব্লগ লেখা টা এমন একটি নেশা হয়ে গিয়েছে৷ যে প্রতিদিন আপনাদের মাঝে উপস্থাপনা করলে নিজেকে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি লাগে৷ আর আসলে আমি বাংলা ব্লগের প্রতি যে প্রেম ভালোবাসা তা সত্যি অতুলনীয় ৷ এবং কি এভাবেই থাকবে চিরদিন সবাই এভাবেই একটি পরিবারের মতো কাঠামো সুখে-দুখে পাশে সবাই থাকবো ৷ এমনই আশা প্রত্যাশা প্রতিনিয়তই করি ৷
আসলে কয়েকদিন আগে আপনাদের কাছে একটি ব্লগ উপস্থাপন করেছিলাম৷ যেখানে মোবাইলের কেনার একটি পোস্ট ছিল ৷ সে মোবাইল কেনার পরেই ডোমার রেলস্টেশন কাটানোর কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করছি ৷

IMG_20221121_184721_066.jpg
লোকেশন
তো সেদিন আমার জানা ছিল না যে ফোন কেনার জন্য আমাকে ডোমার যেতে হবে ৷ তবে প্ল্যানটি ছিল সম্পূর্ণটাই হঠাৎ করেই৷ আপনাদের বলেছিলাম যে বাড়ির পাশেই এক ছোট্ট ভাইকে ফোন কিনে দিতেই হবে ৷ অর্থাৎ অনেক চাপের মধ্যে পড়ে সেদিন হঠাৎ করেই যেতে হয়েছিল৷ যারা গত পোষ্টটি পড়েছিলেন তারা হয়তো সবাই বেশ ভালোভাবেই জানে বিষয়টি৷

তো যাহোক সেদিন সন্ধ্যে সাতটা নাগাদ বাড়িতে থেকে রওনা দিয়েছিলাম৷ দেবিগঞ্জ শহরে বাড়ির পাশে মূলত বাজার সেখানেই একটি বড় মোবাইল শোরুম রয়েছে শোরুম বলতে দোকান রয়েছে ৷ আর সেখান থেকেই বেশ কয়েকবারে ফোন কেনা হয়েছিল ৷ তবে সেদিন হঠাৎ করে কেন যেন দোকানটি বন্ধ ছিল৷ আর যে কারণেই দেবীগঞ্জ থেকে আবার ডোমারের উদ্দেশ্যে রওনা ৷ আর আমরা যেতে যেতে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল৷ তো যা হোক তার পরে আমরা পুষ্প টেলিকমে গিয়ে ফোনটি কিনলাম৷ আর এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা খুব বেশি দেরি করি নি৷ আর এই বাড়ির রওনা হতেই হঠাৎ করেই শুনতে পেলাম ট্রেনের শব্দ ৷ অর্থাৎ ট্রেন আসার যে একটি বড় হর্ন সেই শব্দটি ৷ আর এরপরেই তখনই ভাবলাম যে তাহলে একটু রেল স্টেশনে গিয়ে ঘুরে আসা যাক৷ যেহেতু ট্রেন এসেছে তাহলে একটু ঘুরে আসা যাক৷ তো তখনই আমরা পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট পায়ে হাঁটার পরে পৌঁছে গেলাম ৷ ডোমার রেল স্টেশন যদিও বাজারে কাছেই৷

সত্যি আর বাস্তবতা হলো যে আমি কখনো ট্রেনে উঠিনি বা কোথাও ট্রেনে ভ্রমণ করে নি৷ এখন পর্যন্ত ভাবুন যে কতটা বসে থাকা মানুষ৷ বলতে গেলে বাড়ি থেকে খুব একটা কথা বেড়াতে যাওয়া হয়নি৷ বলতে গেলে সময়টা বড়ই চাপের মধ্যে যাচ্ছে৷ তো যাওয়া মাত্রই ট্রেন এসে থামলো রেলস্টেশনে ৷ যদিও অনেকবার এই রেল স্টেশনে এসেছিলাম ৷ তবে বর্তমান অনেক উন্নত এবং কি লাইট আলোকসজ্জা সবকিছুই এক ভরপুর রেল স্টেশন বানিয়ে দিয়েছে ৷ কয়েকদিন আগে এরকম ছিল না৷

IMG_20221121_184623_236.jpg

IMG_20221121_184640_031.jpg

IMG_20221121_184604_569.jpg
লোকেশন

ট্রেন থামা মাত্রই সকল যাত্রীগণ নিজ নিজ তাদের মালামাল ও ব্যাগ পত্র নিয়ে ট্রেন থেকে নামছেন ৷ অনেকের কাঁধে অনেক কিছু মালামাল ব্যাগ পত্র ইত্যাদি৷ আর এর মাঝে আমি কিছুক্ষণ এদিক সেদিক ও ঘোরাঘুরি করলাম এবং কি ছবি তোলার চেষ্টা করছিলাম৷ বিশেষ করে সবচেয়ে ভালো লাগলো ট্রেনের লাল টকটকে যদি লাইট টি ৷ সত্যিই অসাধারণ শব্দটা অনেক বিকট শব্দ হলেও শব্দটা কানে এসে লাগেনা ৷ আর ট্রেনের শব্দ তো সবারই ভালো লাগে কম বেশি মনে হয় ৷ সুন্দর একটা ঝিক ঝিক ঝিক শব্দ তবে খুব আর বেশিদিন নেই ৷ কিছুদিনের মধ্যেই হয়তোবা ট্রেন জার্নি করতে পারবো৷ কারণ একদিন চিলাহাটি যেতে হবে আর চিলাহাটি যাওয়ার জন্যই ট্রেনে করে যাবো৷ যেহেতু ডোমার থেকে চিলাহাটি এই ট্রেনটি যাতায়াত করে প্রতিনিয়তই দিনে দুবার করে ৷ তাই একদিন চিলাহাটি যাবো ৷ সেদিন এই ট্রেনে করে যাবো এমনটাই প্রত্যাশা করছি ৷ আর সেদিন আরো ভালো হবে আপনাদের মাঝে ট্রেন ভ্রমণ কাহিনী শেয়ার করবো৷ এমনটাই প্রত্যাশা করি ৷

IMG_20221121_184613_390.jpg
এই হলো সেই ছোট্ট ভাই যে কিনা ক্লাস এইটে পরে ৷ আর তাতেই ফোন কেনার জন্য পাগল হয়ে পড়েছে ৷

IMG_20221121_183612_384.jpg

IMG_20221121_182102_594.jpg
লোকেশন
IMG_20221121_182055_973.jpg
লোকেশন

যাহোক এরপরই আমরা আর বেশি দেরি করলাম না ৷ ট্রেনে ছেড়ে দিলেও তার নিজ গন্তব্যের দিকে৷ আর আমরাও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম ৷ আর আসার পথে পথেই লাইটের আলোক সজ্জায় ট্রেনের রাস্তাগুলোর ছবি তোলার প্রচেষ্টা করলাম ৷ কি বরাবর সোজা রাস্তাপাথর দিয়ে রাখা ৷ যদিও হটতে একটু কষ্ট হচ্ছিল৷ তবে এই রাতের ঝকঝকে রেলস্টেশনের আলোক সজ্জায় বেশ সুন্দর একটি পরিবেশ উপভোগ করেছিলাম ৷

আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসরিয়েলমি সি বারো

❤ সবাইকে অসংখ্য ধন্যবাদ❤


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি এখনো ট্রেনে জার্নি করেননি এটা জেনে খুবই অবাক হলাম। অবাক হওয়ার একটাই কারণ যে আপনি রেল স্টেশনে গিয়েছেন কিন্তু কখনো ট্রেনে ওঠেননি। যাই হোক আপনার পোস্টটি পড়ে বেশ ভালই লাগলো। দেখলাম খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। আর হ্যাঁ ট্রেনের আওয়াজ আমার কাছে মোটামুটি ভালই লাগে। তবে বেশিক্ষণ কানের কাছে বাজতে থাকলে থাকলে মাথা ধরে যাবে এটাই স্বাভাবিক। যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে স্টেশনে কাটানো এই সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য।

অবাক হওয়ার কিছু নেই ৷ কখনো যাওয়া হয় নি ৷ এটাই ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

আপনি তো মনে হয় এ পর্যন্ত একবারও ট্রেন ভ্রমণ করেননি। ইনশাল্লাহ একদিন দেখবেন আপনি খুবই সুন্দর ভাবে ট্রেন ভ্রমন করছেন। আপনি একদিন চিলাহাটি যাবেন এবং সেখানে যাওয়ার সময় ট্রেন ভ্রমণ করবেন এটা জেনে ভীষণ ভালো লাগলো। আপনি একটি দোকানে গিয়েছিলেন মোবাইল কিনার জন্য কিন্তু সেই দোকানটি বন্ধ থাকার কারণে আর একটি দোকানে গিয়ে মোবাইল কিনলেন। আবার ট্রেনের আওয়াজ শুনে সেখানে চলে গেলেন। আপনার এই গল্পটি পড়ে খুবই ভালো লাগলো।

জি ভাই কোনো একদিন তো অবশ্যই ট্রেন ভ্রমন করবো ৷ অনেক ধন্যবাদ ভাই মতামতের জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই আশা করি ৷

আপনার ছোট ভাইয়ের জন্য মোবাইল কেনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো। দেবীগঞ্জে দোকান বন্ধ থাকায় ঝামেলা হয়ে গিয়েছিল তা না হলে ডোমার যাওয়ার চিন্তা করতে হত না। আপনি খুব শীগ্রই চিলাহাটি ট্রেন এ করে ঘুরে আসুন এই কামনা করছি। ধন্যবাদ ভাইয়া।

আসলে দেবীগন্জে দোকান বন্ধ থাকায় ডোমার যেতে হয়েছিল ৷ আর তাই তো রেল স্টেশনে ঘুরতে গেছিলাম ৷

সত্যিই অবাক হলাম যে আপনি এখনো ট্রেনি চড়েননি জানতে পেরে। ট্রেন আমার খুবেই পছন্দের একটি বাহন। আর রেল ষ্টেশন ও আমার পছন্দের জায়গা। আশাকরি আপনার প্রথম ট্রেন ভ্রমন কাহিনী খুব শীঘ্রই জানতে পারব।

না ভাই এখনো পযন্ত চড়ি নি ৷ আপনি ট্রেন ভ্রমন করতে ভালোবাসেন শুনে ভালো লাগলো ৷

ট্রেন জার্নি আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপনি এখনো ট্রেন জার্নি না করে থাকলে, ট্রেন জার্নির মজাটা থেকে বঞ্চিত হয়ে আছেন। তাই খুব দ্রুতই ট্রেনে চড়ে মজাটা উপভোগ করুন। আর হ্যা ট্রেনের হুইসেলটি আমার কাছেও প্রচন্ড রকম ভালো লাগে। যত জোরে বাজুক না কেন তা আমার কাছে কখনোই খারাপ লাগে না। রাতের বেলায় আলোকিত রেল স্টেশনটি দারুন লাগছে। সেদিন রাতে রেল স্টেশনের সুন্দর পরিবেশের উপভোগ্য সময় টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

হুম খুব তাড়াতাড়ি এবার ট্রেন ভ্রমন করবো ৷আর তখন আপনাদের সাথে অনুভুতি টা শেয়ার করবো ৷
ধন্যবাদ ভাই মতামতের জন্য ৷