আজ হঠাৎ একটু ঘরাঘুরি ও কিছু আলোকচিত্র (10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school)

in hive-129948 •  3 years ago 

আমার বাংলা ব্লগ

২৬শে চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৯ মার্চ ২০২২ ইং

বিকেল বেলা একটু ঘুরাঘুরি

Picsart_22-04-09_18-26-39-729.jpgছবি লোকেশন




হ্যালো,

নমস্কার-আদাব[আমার বাংলা ব্লগ]কমিউনিটির সকল এপার ওপার সকল সকল বন্ধুরা কেমন আছেন সবাই?আশা রাখছি ভালো আছেন ৷ বন্ধুরা আমি গত দুই দিন ধরে একটু অসুস্থ বোধ করছি ৷যদিও আজকে একটু ভালো অনুভব করতেছি ৷ তাই তো আর দেরি না আপনাদের মাঝে চলে এলাম ৷ আসলে বাংলা কমিউনিটিকে অনেক ভালোবাসি ৷আজ শরীরটা একটু ভালো লাগার জন্য বিকেল বেলা একটু বাড়ির আশে পাশে ঘরুতে বের হয়েছি আর বেড়াতে বেড়াতে কিছু ছবিও তুলেছি ৷তাই আর দেরি না ঘুরে ফিরে বাড়িতে এসেই ফ্রেশ হয়ে ব্লগ লিখতে করেছি ৷
তো বন্ধুরা তাহলে শুরু করছি আজকের ব্লগ

Picsart_22-04-09_18-28-12-370.jpg
ছবি লোকেশন

আসলে গত দুইদিন ধরে একটু অসুস্থ ছিলাম আর আজকে একটু ভালো অনুভব করলাম ৷ আর আজ ঘুম থেকে উঠি অনেক দেরি করে ৷ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করলাম তারপর ওষুধ খাইলাম ৷ এরপর দুপুর বেলা স্নান করলাম আসলে অসুস্থ থাকার কারনে দুইদিন ধরে স্নান করি নি ৷তাই আজ স্নান করে অনেক ফুরফুরে লাগছিল ৷ স্নান করে ভাত খেয়ে আবার দুপুর বেলার ওষুধ খাইলাম ৷

Picsart_22-04-09_19-30-12-440.jpg
ছবি লোকেশন

এরপর বিকেল বেলা একটু হাটি হাটি পা পা করে একটু বাড়ির আশে পাশে ঘুরলাম ৷আমার বাড়ির পাশেই কিছু দুরে একটি সাধারন রোটের বা পাকা রাস্তা যেখান দিয়ে সাধারন কিছু গাড়ি চলে রাস্তাটা কয়েকদিন আগে দিল বলতে এখনো নতুন ৷আর রাস্তার দুই ধারে কি সুন্দর করে গাছ লাগিয়েছে ৷এই তো কয়েকদিন আগেই গাছগুলো লাগিয়েছিল অর্থাৎ যখন রাস্তার কাজ চলছিল ঠিক তখনি সরকারি ভাবে রাস্তার দুই ধারে গাছগুলো লাগিয়েছিল ৷আসলে অনেক যত্ন করেছিল গাছের প্রতি তাই তো আজ গাছ তারাতারি বড় হয়েছে ৷যাই বলেন পাকা রাস্তা আর দুই ধারে গাছগুলো আবার তার সাথে বিকেল বেলা সত্যি সবমিলে পরিবেশটা বেশ সুন্দর লাগছিল ৷

Picsart_22-04-09_18-29-49-525.jpg
ছবি লোকেশন

রাস্তার দুই পাশে গাছ আবার তার চারপাশে শুধু সবুজ আর সবুজ অর্থাৎ ধান ক্ষেতের জমি বা রোয়ার জমি ৷আবার রাস্তার পাশেই আমাদের ধান ক্ষেতের জমি ৷আমি তখন আমাদের ধানের জমিতে গেলাম রোয়ার গাছ দেখতে ৷আমার বাবা একজন কৃষক আর আমি একজন কৃষকের ছেলে ৷রোয়া গুলো এখন অনেক সুন্দর দেখাচ্ছে মানে রোয়ার গাছে ধান জন্ম নিয়েছে ৷ আবার কিছু কিছু গাছ থেকে নতুন ধানের র্শিষ দিয়েছে৷ যে কৃষক গুলো তাদের কষ্ট করে লাগানো এই ধানের ক্ষেত আর কয়েকদিন পর সোনার ফসল আনবে তাদের ঘরে ঘরে৷ সত্যি চারদিক সুবজ সোনালী ধানের ক্ষেত দেখে কি যে ভালো লাগছিলো ৷

Picsart_22-04-09_18-34-15-513.jpg
ছবি লোকেশন

এই জন্যই তো কবি গুলো এদেশ কে কত কিছুই না লিখেছেন কবিতা গান

এমন দেশটি কোথাও খুজে পাবে না কো তুমি সকল দেশের রানী আমার জন্মভূমি ও সে আমার জন্মভূমি৷

আরো লিখেছেন!!
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে সে যে সকল দেশের সেরা৷
কৃষক আবার সেই ধানের জমির আলের ঘাস কাটতেছেন ৷ঘাস কেটে বাড়ি নিয়ে গরু ছাগলকে দিবে ৷সত্যি কৃষক যে অনেক পরিশ্রম করে তা বলার অপেক্ষা রাখে না ৷আমি শ্রদ্ধা ও ভালোবাসি এই কৃষকদের যারা এতো পরিশ্রম করে দেশের খাদ্য চাহিদা পূরন করছেন৷

Picsart_22-04-09_20-02-41-763.jpg
ছবি লোকেশন
Picsart_22-04-09_20-00-03-340.jpg

এরপর সন্ধা হওয়ার আগ মূহুর্তে আমি বাড়ির দিকে হাটতে শুরু করি ৷আর বাড়ি এসে ফ্রেশ হয়েই ব্লগ লিখতে শুরু করি ৷

ছবি লোকেশন
Picsart_22-04-09_20-10-41-551.jpg

Picsart_22-04-09_20-09-25-625.jpg

ছবি লোকেশন

বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি ৷সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে চলুন ৷হাজির হবো আরো অন্য কোনো নতুন ব্লগ এই প্রতয় আজকের মতো শেষ করছি ৷
আশা রাখছি ব্লগটি শেষ পযন্ত পরবেন এবং মন্তব্য করবেন ৷

@gopiray

ছবির বিবরণ

মোবাইলফটোগ্রাফি
ডিভাইসrealme C12
ছবি লোকেশনhttps://w3w.co/
তারিখ৯/৪/ ২০২২ইং
ছবির ক্লিক@gopiray

ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G (1).png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

2qM6R7emm7dUzqimiCUWALVV5Azjzuxs9rpmpFFPRJaLmdohUqB6kp4YL944YiourLu5AZ6Qr6oqkdqSfxc7Xq8mAGPVKxDSsdiew74MLR...iwkAgvYEzmYSST8DyNUvARfVHi817Kui6K3LAMUfTNjGyfb8skvWpChEnpc8jhy7qCGjqU7LHDVMeTuRJVgevX2S4cwbBmpUsLDLU5BK4y3Aj77xmXMFwrHhE6.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ভাই তো খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার তোলা প্রতিটি ছবি দেখতে অনেক সুন্দর লাগছে। ফটোগ্রাফির মাধ্যমে আপনি আপনার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফটোগ্রাফি সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আপনি। ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার খুব ভালো লাগে। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য

অসুস্থতা থেকে মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন এতে আমরা অনেক খুশি।
ঘোরাঘুরির পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আর সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

আপানাকেও অনেক ধন্যবাদ দাদা

আপনার সুস্থতা কামনা করি। আশাকরি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাইরে গেলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। বাইরে সুন্দর কিছু সময় কাটিয়েছেন। এবং ফটোগ্রাফি গুলো ভালো ছিল। সবুজ ধানক্ষেত একেবারে পাগল করে দেওয়া রুপবৈচিএ।।

ধন্যবাদ ভাই

বাহ ভাইয়া আপনি তো অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। ফটোগ্রাফির মাধ্যমে আপনি আপনার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন শুনে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য
ভাইয়া । আপনার জন্য শুভেচ্ছা রইল।

অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য শুভকামনা

ভাইয়া, আমিও আপনার মতো ঘুরে বেড়াতে অনেক অনেক ভালোবাসি। তাই সময় সুযোগ হলেই আমি প্রায় সময়ই আশেপাশের এলাকা হোক আর বিশেষ কোন জায়গায় হোক ঘুরে বেড়িয়ে আসি। ঘোরাফেরা করার সময় আপনি যে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির মধ্যে রাস্তার দুই পাশে সবুজ গাছ গুলো দাঁড়িয়ে আছে আর মাঝ দিয়ে পিচঢালা রাস্তা বইয়ে চলেছে তা দেখতে আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ

ভাইয়া আপনার মতো আমিও ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আপনার এই ঘুরে বেড়াতে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এর জন্য অনেক ধন্যবাদ। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

মাঝে মাঝে বাইরে কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার এই ফটোগ্রাফি গুলো করেছেন এবং আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য আর রইল শুভকামনা

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। যা দেখে অনেক ভালো লাগলো। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে ধান গাছের ছবিগুলো অসাধারণ লাগতেছে। আপনি খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার ফসলের মাঠের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে ।চারিদিকে সবুজ আর সবুজ দেখলে মনটা ভরে যায় ।দারুন ফটোগ্রাফি করেছেন আপনি ।প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফির নিচের বর্ণনা খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ফিরেছেন এ জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সুস্থ হয়ে করাকরি করতে গিয়ে অনেক সুন্দর সময় উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো কিন্তু ভালই ছিল। ধন্যবাদ ভাই।

ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন প্রকৃতির মাঝে। মাঝে মাঝে এরকম ঘোরাঘুরি করতে সকলেরই অনেক বেশি ভালো লাগে আমিও মাঝে মাঝে বিকেল বেলা আনমনে ঘুরতে বের হয়ে যাই। আপনারা সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

হঠাৎ ঘোরাঘুরি আমারও খুব ভালো লাগে।। আমিও সময় পেলে বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যাই।। আপনার ঘোরাঘুরির কাহিনী টা পড়ে খুবই ভালো লাগলো এবং খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।। শুভকামনা রইল আপনার জন্য।।

হঠাৎ করে ঘরের কিছু আলোকচিত্র আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ভাবে বুঝতে পারা যায়। গ্রাম বাংলার রাস্তার দু'পাশে গাছের সারি থাকার কারণে সেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।