✡লেভেল ওয়ান হতে আমার অর্জন ✡-By@gopiray28 [10% beneficiaries for @shy-fox]২৯ জানুয়ারি ২০২২

in hive-129948 •  3 years ago  (edited)

আমার বাংলা ব্লগ

লেভেল ওয়ান হতে আমার অর্জন

PicsArt_01-29-09.58.39.jpg

হ্যালো

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করছি ভালোই আছেন
আমিও ভালো আছি ৷আমি @gopiray28 বাংলাদেশ থেকে ৷আজ আমি লেভেল ওয়ান হতে কি অর্জন করেছি তা শেয়ার করব৷
আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য ৷ তাই লেভেল ওয়ান হতে আমার অর্জন পোষ্টি শেয়ার করতেছি৷
এর আগে ধন্যবাদ জানাতে চাই মডারেটর @brishti আপুকে তিনি আমাকে অনেক কিছু সাহায্য করেছেন৷
তিনি আমাকে discore চ্যানেলের লিংক বা ডাউনলোড করতে বলেন৷তারপর লেভেল ওয়ানের ক্লাস করি

আজ জানুয়ারি মাসের ২৯ তারিখ রোজ শনিবার৷ আমি লেভেল ওয়ানের দুটি ক্লাস গত সপ্তাহে করেছিলাম৷কিন্তু পোষ্টটি করা হয় নি৷ আবার গতকাল ২৮ তারিখ রোজ শুক্রবার ও করেছি৷ সেখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি৷ এছাড়াও লেভেল ওয়ান অর্জনের জন্য @abb-school হতে লেভেল ওয়ান লেকচার শিটটা ভালো ভাবে পড়েছি৷
আবার @rme দাদার [আমার বাংলা ব্লগ] নিয়মাবলী ও সর্বশেষ আপডেট পোষ্টিও ভালো ভাবে পড়েছি ৷
সেখানে @rme দাদা লেভেল ওয়ানের সব কিছু নিয়ে আলোচনা করেছে ৷
সবকিছু পড়ে বুঝলাম আমার বাংলা ব্লগে কাজ করার জন্য ৷ লেভেল ওয়ানের সবকিছু জানা প্রয়োজন ৷ এছাড়াও একজন ভালো ইউজার বা ব্লগার হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ

আমি বাংলা ব্লগ হতে কি শিখলাম বা কি বুঝলাম তা এখন শেয়ার করব ৷প্রশ্ন গুলো শিয়াল পন্ডিতের পাটশালা থেকে নেওয়া হয়েছে৷

১৷কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য হয় ?

এক্টিভিটিস স্প্যামিং বলতে বোঝায় অপ্রসাঈিক অবাঞ্চিত বিষয় ৷ এক্টিভিটিজ স্প্যামিং কয়েক ধরনের
যেমন:একই ঘটনাকে বার বার বিভিন্ন ভাবে বনর্না দেওয়া৷ আবার একই জায়গার ছবি বিভিন্ন ভাবে পোষ্ট করা ৷এছাড়া কাউকে বারাবার মেনশন করা ৷ এক কোথায় বিরক্তিকর
কোনো কিছু করাকে এক্টিভিটিজ স্প্যামিং বলে

২৷ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

অন্যের ছবি বা লেখা কবিতা ইত্যাদি নিজের বলে চালিয়ে বলে চালিয়ে পোষ্ট করা ৷
অথাৎ:কোনো ওয়েবসাইট থেকে বা কোনো মাধ্যম থেকে অন্যের ছবি কোনো কবিতা নিজের বলে চালিয়ে দেওয়াকে ফটো কঁপিরাইট বলে

যদি কোনো লেখা বা কবিতা যার জন্য এমন ছবি প্রয়োজন ৷ সে ক্ষেত্রে ফ্রি কঁপিরাইট ওয়েবসাইট থেকে নেওয়া যাবে*

৩৷ তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

১. https://pixabay.com
২. https://www.pexels.com/
৩. https://www.freeimages.com

৪৷ প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

এটা অনেকটা কপিরাইটের মতোই ৷প্লাগারিজম লেখার ক্ষেত্রে প্রযোজ্য হয়৷
অন্যের লেখাকে বা ছবি কে নিজের লেখা বলে চালিয়ে দেওয়াকে ৷অথবা কিছুটা পরিবর্তন করে৷
যাকে চুরি বলা যায়

৫৷ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গরুর মাংসের রেসিপি ,শুকুনের মাংসের রেসিপি শেয়ার করা নিষিদ্ধ ৷ এছাড়াও অশ্লীল, অসামাজিক ,নারী নির্যাতন,পুশু নির্যাতন ,ধর্ম বিষয়ক , রাজনৈতিক বিষয়ক এবং পর্নোগ্রাফি পোষ্ট করা নিষিদ্ধ রয়েছে

৬৷ re-write আর্টিকেল কাকে বলে?

এমন কোনো কিছু লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থেকে নেওয়া গেলেও সেক্ষেত্রে নিজের থেকে ৭৫-৮৫% এবং বাকি তথ্য অন্য জায়গা থেকে সংগ্রহ করা কে re-write আর্টিকেল বলে

৭৷ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

আমরা যদি কিছু তথ্য অন্য কোনো ওয়েবসাইট থেকে ধারণা নিয়ে থাকি তাহলে , সে ওযেবসাইটের সোর্স দিতে হবে ৷ এবং আমরা যদি ছবি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ফ্রি ফটো ওয়েবসাইট থেকে নিতে হবে এবং তার সোর্স দিতে হবে

৮৷প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

একজন ব্লগার ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিন টি পোষ্ট করতে পারবে

৯৷পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

ট্যাগ ব্যবহার করা হয় পোষ্ট বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার জন্য ৷যে বিষয়ের উপর পোস্ট করব সেই বিষয়ের উপর ট্যাগ ককরতে হবে ৷ যাতে পোষ্টটি খুজে পাওয়া যায় ৷ যদি কোনো জায়গায় ভ্রমনে যাই তাহলে ভ্রমন বিষয়ে ট্যাগ করতে ৷ যেনো সার্চ করলে পাওয়া যায়

১০৷ একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

একটি পোষ্ট করার সময় যখন একটি ছবি এবং একশটির কম আর্টিকেল ব্যবহার করে পোষ্ট করা হয় তখন সেই পোষ্টটিকে ম্যাত্রুো পোষ্ট হিসেবে গণ্য করা হয়


তো বন্ধরা এই ছিলো আমার লেভেল ওয়ান হতে অর্জন
পরিশেষে ধন্যবাদ জানাতে চাই [আমার বাংলা ব্লগের মডারেটর ভাই ও বোনদের কে যারা এতো সুন্দর করে ইউজার দের সাহায্য করছেন ৷

সবাইকে ধন্যবাদ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি লেভেল ওয়ানের'বিষয়গুলো গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সেটা জানতে পেরে ভালো লাগলো। নতুন কিছু ধারনা পেয়ে আপনার কাজ করার ইচ্ছা বেড়ে যাবে। এগিয়ে যান ভাইয়া।

ধন্যবাদ ভাই