আমার বাংলা ব্লক কমিউনিটি দ্বিতীয় বছর উপলক্ষে আমার করা ডাই প্রজেক্ট
প্রথমেই সবাইকে আমার বাংলা ব্লক কমিউনিটির দ্বিতীয় বছর পূর্ণতা পাওয়ার জন্য জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই রয়েছেন।
যাহোক আজকে আমার বাংলা আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তবেই দুই বৎসর পূর্ণতা পাবে । অর্থাৎ প্রায় দীর্ঘ পথ চলা এবং এই দীর্ঘ পথ চলার পথে অনেক বন্ধুবান্ধব বলা যায় একটি পরিবারের মত সংগঠন তৈরি করেছে। যার মূলকর্তা বা অধিরায়ক হিসেবে ছিলেন আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদা । তিনি যে একজন মহান এবং কি সব মনের মানুষ অধিকারী সেটা আমরা বাংলা ব্লগ কমিউনিটির এই দীর্ঘ পথ চলার এক বড় উদাহরণস্বরূপ । যেখানে অন্যান্য কমিউনিটি খুব বেশিদিন পথ চলতে পারেনি। কিন্তু সেখানে স্টিমিট প্ল্যাটফর্মের সবার উপরে এই আমার বাংলা ব্লগ কমিউনিটি । যেখানে প্রায় আর কিছুদিন পরেই দুই বছর যেটা আমার বাংলা ব্লক পরিবারের সকল সদস্য তথা বাঙালি জাতির এক বিশাল অনন্য গর্ব বলে আমি মনে করি।
কারণ এই স্টিমমেট প্ল্যাটফর্মে বাংলায় মনের ভাব প্রকাশ করে বিশ্বের বুকে তুলে ধরা সত্যি এটা আসলে এর মত মহান কাজ আছে কিনা তা আমার জানা নেই। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাপন করছি কারণ পরীক্ষার জন্য অনেক ব্যস্ত সময় আছি । তারপরও এই ব্যস্ত সময়ের মাঝেও আমার বাংলা ব্লগ কমিউনিটি ২ বছর পূর্ণতা পাওয়ার উপলক্ষে দাদার দেয়া কনটেস্টের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক অনেক ভালো লাগছে।
যদিও প্রথমে অংশগ্রহণ করতে চাইনি। তবে আজকের শেষ দিনে এসে মনটা অনেকটাই আগ্রহ প্রকাশ করছিল । ভাবছিলাম যে প্রায় এক বছর এই কমিউনিটির সদস্য হিসেবে কাজ করছি। সে জায়গা থেকে ভালোবাসা ভালোলাগা অনেক কিছুই অনুভব করি ।সে জায়গা থেকে হঠাৎ করেই সন্ধ্যা থেকে ছোট্ট আইডিয়া নিয়েই আমার এই প্রজেক্ট বানানো।
জানিনা আপনাদের কাছে কতটা ভালো লাগবে। তবে আশা করছি আমার এই ছোট্ট প্রজেক্টটি সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা রাখি।
তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসা যাক ।আমার আজকের বাংলা ব্লগ কমিউনিটি দুই বছর
উদযাপন উপলক্ষে আমার করা ছোট্ট একটি দায়ী প্রজেক্ট।
- A4 সাইজ সাদা কাগজ
- দুটি রঙিন কাগজ
- কাচি
- স্কেল
- গাম আঠা
- প্রথমে দুটি রঙিন কাগজ কে ১৪.৬ করে কেটে নিলাম ৷ এরপর দুই দিকে উল্ট করে ভাজ করে নিলাম ৷
- দুটি রঙিন কাগজ ভাজ করে নেওয়ার পর ৷ চার ভাগের এক ভাগ অর্থাৎ নিচের অংশটায় গাম আঠা দিয়ে লাগিয়ে নিলাম ৷ যাতে সুন্দর করে কাগজ টি ভাজ থাকে ৷
- এরপর A4 সাইজ সাদা কাগজে দুই পাশে দুটি রঙিন কাগজ দিয়ে মাঝখানে ২০২৩ লিখলাম ৷ এবং কি তারপর আমার বাংলা ব্লগ কমিউনিটি নাম ৷
সর্বোপরি এই ছিল আমার ছোট্ট প্রচেষ্টা। আসলে সন্ধ্যায় কাজটি করার জন্য অনেকটাই শীঘ্রই করা হয়েছিল। খুব একটা ভালো হয়েছে তা নিজেই বলতে পারব না। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় । সেই সাথে অনেক বন্ধুগণ অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট উপহার দিয়েছে। যেগুলো চোখ ধাঁধানো এবং কি অসাধারণ।
আমার শেষ পর্যায়ে আজকের এই শেষ দিনে বাড়িতে দুটি রঙিন কাগজ ছিল বলেই হঠাৎ করে মনে পড়ছে ।তাইতো হুট করেই এমন সিদ্ধান্ত নিয়েই চেষ্টা করেছি।
বিষয় | ডাই প্রজেক্ট |
---|---|
পোষ্ট তৈরি | @gopiray |
ডিভাইস | Realme c12 |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
https://twitter.com/gopiray36436827/status/1666841327764643840?t=At019ARAgrOwlkIGiFbd2A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি ডাই প্রোজেক্ট তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে তৈরি এ ধরনের শুভেচ্ছা কার্ড গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার তৈরি ডাইপ্রজেক্ট এর মাঝখানে হার্টের দৃশ্যটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার ছোট্ট ডাই প্রোজেক্টটি দারুণ হয়েছে ভাই। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুব নিখুঁতভাবে সম্পূর্ণ প্রোজেক্টটি তৈরি করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit