পুজোর পুষ্পাঞ্জলী বৃষ্টি বিঘ্নিত || শারদীয়া কনটেস্ট -১৪২৯" @shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago  (edited)

IMG20221002202312_01.jpg



নমস্কার -আদাব

হ্যালো আমার বাংলা ব্লগের সবাইকে অষ্টমী পূজোর শুভেচ্ছা ও অভিনন্দন৷ দেখতে দেখতে পুজোর দিনগুলো যেন চলে যাচ্ছে ৷ কখন কিভাবে চলে যাচ্ছে তা নিজেও বলতে পারছি না৷ ষষ্ঠী গেল সপ্তমী গেল আজ অষ্টমী৷ এভাবেই দশমী পর্যন্ত আমরা মায়ের পূজো আরাধনা করতে পারব৷ আর এরপরই মা আবার স্বর্গলোকে ফিরে যাবে৷ যা হোক আজ শুভ অষ্টমী আর এই অষ্টমী পূজো পুষ্পাঞ্জলী দিতেই পাড়া গ্রামে আজকে অনেকটাই আনন্দ উল্লাসে মেতে উঠেছি৷ আসলে যেখানে যত বড়ই পুজো হোক না কেন ৷নিজ গ্রামে পাড়ার পুজো করার আনন্দ টাই আলাদা ৷ এই সকাল ছয়টায় ঘুম থেকে উঠেছি উঠেই ফ্রেশ হয়ে স্নান করে পুজোতে যাওয়ার জন্য রেডি হচ্ছি৷ আর এদিকে সকাল থেকে বক্স মাইকের বাজনা আর মাইক দিয়ে যেন ডাকছে তাড়াতাড়ি পুজোতে আসার জন্য৷ যাহোক ফ্রেশ হয়ে স্নান করি মন্দিরের উদ্দেশ্যে রওনা এদিকে পুরোহিত মশাই পূজোর প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ পুজোর সামগ্রিক জিনিসপত্র ফলমুল প্রসাদ ভোগ সবকিছুই পুজোর জন্যই প্রস্তুত করছে৷ আর এদিকে পাড়ার সবাই ছোট বড় নারী-পুরুষ ছেলে-মেয়ে বলতে গেলে পাড়ার সবাই এসে হাজির হচ্ছে মন্দিরে পুষ্পাঞ্জলি যাওয়ার জন্য আর এই সকালে এই মুহূর্তটা বেশ ভালোই লাগে৷

Picsart_22-10-03_14-56-20-435.jpg

যাহোক পূজা সব কিছু উপকরণ প্রস্তুত হওয়ার পরই পরিচয় মাইক দিয়ে বলে দিলেন সবাই যার জন্য প্রস্তুতি হন এর মধ্যে সব মহিলা গণ অর্থাৎ মা-বোনেরা জন্য বসে পড়লেন ৷কারণ নদীতে জায়গাটি স্বল্প থাকায় কম পরিমাণে ভক্তবৃন্দ নিয়ে পুষ্পাঞ্জলি দিতে হয় ৷ নায়ক সবাই হাতে হাতে বেল ফুল নিয়ে দুহাত করে মায়ের দেশে মুখ করে বসলাম ৷
আর পুরোহিত মশাই মন্ত্র বাক্য পাঠ করতে শুরু করলেন৷ একে একে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিলাম৷ আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের চ্রনামৃত গ্রহণ করলাম ৷পুজো শেষে অনেক আন্তীয় স্বজনদের সাথে আড্ডা ৷বেশ আনন্দের সাথে সকালের পুজো টা কাটে ছিলাম ৷

পুজো সম্পূর্ণ করতে না করতেই এক বিঘ্নিত বৃষ্টি৷ হঠাৎ করে কোথায় যেন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল চারদিক টা ৷এরপর বৃষ্টি আর বাতাস সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা ৷ মন্দিরের আশপাশে যত প্যান্ডেল সব কিছু যেন লন্ডভন্ড হয়ে গেল৷ এরপর যত ভক্তবৃন্দ জন সবাই একসাথে জড়ো হয়ে থাকা ছাড়া আর কিছু উপায় ছিল না ৷প্রচুর পরিমাণে বৃষ্টি৷ জানিনা বাকি পুজোটাও আসলে বৃষ্টি হবে তার কোন নিশ্চয়তা নেই৷ যেহেতু আকাশের অবস্থা খুব বেশি ভালো না৷

IMG20221003110646_01.jpg

IMG20221003095845.jpg

আর বৃষ্টি হওয়ার কারণে প্রসাদ গ্রহণ করা হলো না ৷ আমি থাকতে থাকতে বাধ্য হয়ে ভিজে ভিজেই বাড়িতে ফিরলাম ৷ আজ আবার বিকেলে শেষে সন্ধী পুজো ৷ তাই ভাবছি কি পোস্ট করব পরে ভাবলাম যে অষ্টমী পুজোর দেওয়ার মুহূর্ত টুকুই আপনাদের মাঝে শেয়ার করি৷ আসলে সত্যি বলতে অষ্টমী পুজো টা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারিনি ৷যেহেতু বৃষ্টিতে সবকিছু আনন্দ টা নষ্ট করে দিয়েছে৷৷

সর্বোপরি পুজোতে ব্যস্ত সময় থাকার জন্য আসলে পোস্ট লেখাটা সত্যিই বড় কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ৷আসলে সব কিছু লেখার বা সব জিনিসের সাথে কনফিডেন্স বা সময় দরকার ৷ যেটা খুব তাড়াতাড়ি হয়ে উঠতেছে না যা হোক তবু ও পোস্ট লেখার চেষ্টা ৷ আসলে মূলত পূজার আনন্দটা শুরু হয় অষ্টমী থেকেই৷ আর এই সন্ধ্যার পর আজকে আবারো পুজো বের হব নতুন নতুন আলোচিত্র নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হব ৷এমনই প্রত্যাশা রেখে আজকের দিনের মত আমার পোস্ট এতটুকুই ৷
আর পুজোর শেষে অবশ্যই পুজোতে সমস্ত কাটানো মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন শেয়ার করব ৷এমনটাই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ৷

Picsart_22-10-03_14-58-02-920.jpg

Picsart_22-10-03_14-55-04-358.jpg

IMG20221002202142_01.jpg

IMG20221002202147_01.jpg

IMG20221003094615_01.jpg

IMG20221003102607_01.jpg

IMG20221003102638_01.jpg

সর্বোপরি আবারো সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷ সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এমনটাই কামনা করি৷

ফটোগ্রাফার@gopiray
লোকেশনhttps://w3w.co/

@gopiray

সবাইকে ধন্যবাদ
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!