আমার বাংলা ব্লগ
নার্সারীর কিছু আলোকচিত্র
হ্যালো
তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ব্লগটি৷
ঠিক বিকেল চারটা কয়েকদিন আগ থেকে ভাবছি যে এবার কিছু পাপিয়া বা পেপের গাছের লাগাবো ৷তাই তো আর দেরি না করে চলে গেলাম আমার বাড়ির কিছু দুরেই একটা নার্সারীতে৷ কিন্তু গেলাম দুঃখের সাথে বলতে হয় পেপের চারা না কি শেষ ৷সত্যি মনটা খারাপ হয়ে গেল কি আর কারার ৷তখন ভাবলাম যেহেতু নার্সারী আসছি তাহলে একটু চারদিকটা ঘুরি৷সত্যি বলতে নার্সারীর পরিবেশটা এতো সুন্দর আর ভালো লাগছিলো ৷লোকেশন
লোকেশন
নার্সারীতে অনেক গাছের চারা ছোট বড় মাঝারি সব চারা গাছ ৷আবার বিভিন্ন ধরনের ফলের গাছ সারি সারি করে রোপন করেছে ৷ নার্সারীতে বেশ কয়েকজন মানুষ কাজ করে ৷কেউ নার্সারীর গাছ গুলো দেখতেছে যে কোনো কাজ কিছু হয়েছে কি না ৷আবার কেউ ঘাস পরিষ্কার করছে পানির সেচ দিচ্ছে ৷আসলে সহজ ভাষায় বলতে গেলে গাছকে সুস্থ রাখা ৷যেন প্রতিটি গাছ অনেক যত্নের সাথে পরিচর্যা করছে ৷নার্সারীর চারপাশে ঘেরা দেওয়া আছে ৷আল বেধে আলাদা করে রোপন গুলো লাগিয়েছে ৷ সারা নার্সারী সবুজ আর সবুজ সত্যি অনেক ভালো লাগছিলো ৷
লোকেশন
লোকেশন
দুইটা লোক মাটির হাড়ি ও প্লাস্টিকের ভিতরে মাটি দিয়ে গাছের চারা বুনতেছে ৷আর প্লাস্টিক ও মাটির হাড়ি থেকে আসতে আসতে চারা বড় তখন সেই চারা বিক্রি করে ৷ আবার যখন গাছটি কিনে আবার রোপন করে তখন সেই প্লাস্টিক ও মাটির হাড়ি টা ভেঙ্গে রোপন করে ৷ আবার,
নার্সারীতে বেশ কিছু ফুলের গাছও লাগিয়েছে৷ যদিও এখন শীতকাল নেই তেমন কোনো ফুলও নেই ৷তবে বসন্তের কিছু ফুলের চারা গাছ লাগিয়েছে ৷ তবে আমার গোলাপ ফুলটি ভালো লেগেছে ৷ সাদা গোলাপি ফুল কোটপ দিতেছে আর একটি ফুল ভালো ভালো ফুটেছে ৷
লোকেশন
লোকেশন
সবমিলে বিকেল বেলার সময়টা নার্সারীতে অনেক ভালো কেটেছে তার সাথে পরিবেশটা অনেক ভালো ছিলো ৷ভালো লেগেছে যে মানুষ গুলো কত যত্ন করে গাছ গুলো কে পরিচর্যা করতেছে আর সেই বীজ থেকে চারা তারপর একসময় বড় এরপর সেই গাছ বিক্রি৷ বলতে গেলে একটি মা যেমন একটি তুমি সন্তানকে কোলে পিঠে যত্ন করে মানুষ করে৷ ঠিক তেমনি করে গাছ গুলোকেও ছোট থেকে বড় করতেছে ৷
তাই আমি বলবো আসুন আমরা গাছ লাগাই পরিবেশ বাচাই ৷কারন গাছ আমাদের পরম বন্ধু গাছ হলেও তার প্রান আছে ৷আর গাছ আছে বিধায় আমাদের অস্তিত্ব আমার নিঃশ্বাস নিচ্ছি৷ আর আমরা যে নিঃশ্বাস ত্যাগ করছি সেটা গাছ নিচ্ছে ৷একে অপরের পরম বন্ধু আর যার জন্য আমরা বেঁচে আছি ৷ তাই আসুন একটি গাছ কাটবো একশ গাছ লাগাবো গাছের যত্ন নিবো ৷
বন্ধুরা আজ এতটুকুই ছিল আমার বাড়ির পাশের নার্সারীর কিছু আলোকচিত্র ৷
আশা করছি সবাইরে ভালো লেগেছে আর অঙ্গীকার করি গাছ লাগাই পরিবেশ বাচাই ৷
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে চলুন ৷হাজির হবো আরো অন্য কোনো ব্লগ নিয়ে এই প্রতয় রেখে আজ এখানেই শেষ করছি ৷
নার্সারিতে গিয়ে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। আমাদের সকলের উচিত নার্সারি থেকে বেশি বেশি গাছ ক্রয় করে রোপন করার। কারণ গাছপালার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। নার্সারি থেকে গাছ কেনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নার্সারিতে গিয়ে চারাগাছ কেনার অনেক সুন্দর একটি অভিজ্ঞতার গল্প আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অভিজ্ঞতার গল্প থেকে আমরা কিছুটা হলেও অভিজ্ঞতা নিলাম এবং পরবর্তীতে বাস্তব জীবনে এপ্লাই করতে পারব বলে আশা রাখি। সেই সাথে আপনিও গাছের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গাছ কিনে রোপন করা আমার খুবই শখ। আজকে আপনি নার্সারিতে গাছ কিনতে গিয়েছিলাম শুনে খুবই ভালো লাগলো। সাথে আমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit