শীতের সকাল বেলা ভাপা পিঠে খাওয়ার অনুভুতি!! (১০% @shy-fox এর জন্য)

in hive-129948 •  2 years ago 

আজ - ১৫ই, পৌষ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

Picsart_22-12-30_20-37-38-872.jpg
লোকেশন

প্রিয়, আমার বাংলা ব্লগের সকলের সদস্য ভাই বোন বন্ধুগণ ৷ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা ও অভিনন্দন ৷ দেখতে দেখতে একটি বছর অতিক্রান্ত ৷ আসলে দিন সময় যে কখন কিভাবে চলে যাচ্ছে তা আসলে বোঝাই যাচ্ছে না৷ তবে দিনশেষে যখন আর সময় থাকে না তখনই আমরা বুঝতে পারি যে, আর সম্ভব না কাছে পাওয়া বা ফিরে পাওয়া ৷ ঠিক সেরকমই দেখতে দেখতে এই বছরটি চলে গেল ৷

আশা করি সবাই ভালো মন্দ সবমিলেই আছেন৷ জানিবনা হয়তো কেউ অনেক কষ্টের মধ্যে আছেন ৷ কিংবা অনেকে আছেন সুখের মধ্যে জীবনটাকে উপভোগ করছেন৷ তো যা হোক যে যেভাবেই জীবনটাকে উপভোগ করছেন৷ বা যেভাবে ভালো আছেন ৷ সেভাবে থাকার চেষ্টা করুন এমনটাই প্রত্যাশা করি৷ আসলে দিনশেষে জীবনে দুঃখ কষ্ট ভালো মন্দ এসব থাকবেই ৷ তাই আসলে এসব থেকে পালিয়ে কোন লাভ নেই ৷ থাকুক না আমাদের এগুলো জীবনের সাথেই৷

যাহোক একটা দুঃখের কথা না বললেই নয় মূলত গত দুইদিন ধরে নেটওয়ার্ক প্রবলেম টা খুব বেশি দেখা দিচ্ছে ৷ যদিও ফেসবুক ইউটিউব সবকিছু ঠিক তবে ক্রোম ব্রাউজার কোন মতেই কাজ করছে না৷ যদিও করছে তাও তো অনেক ধীর গতি৷ তাই কাল থেকেই খুব একটা একটিভ থাকতে পারছি না৷ কিংবা কমেন্ট মন্তব্য কিছুই খুব একটা ভালোভাবে করতে পারছিনা৷

যা হোক অনেক মনের কিছু অভ্যন্তরীণ কথা আপনাদের মাঝে উপস্থাপন করলাম ৷ তো চলুন এবার ফিরে যাই আজকের ব্লগের মেইন ধারায় ৷

চলছে শীতের মৌসুম আর শীতের দিন গুলো গ্রামের পরিবেশ গ্রামের জনপদ গ্রামের মানুষের কাটানো মুহূর্ত সকালের আলোকচিত্র৷ন বেশ অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করেছি ৷ গত পোস্ট গুলোতে ৷ তবে আজকের ব্লগটি একটু ভিন্নধর্মী আমরা সবাই জানি যে শীতকালীন সময়টাতে নতুন চালের গুঁড়ো দিয়ে বানানো হয় নানান ধরনের পিঠা-পুলি ৷ আর এসব পিঠাপুলির মধ্যে অন্যতম হলো ভাবা পিঠে৷ আর আজকে সেই ভাপা পিঠে খাওয়ার অনুভূতি টাই আপনাদের মাঝে উপস্থাপন করবো৷

IMG20221227092851_01.jpg

IMG20221227093653_01.jpg

গতকাল হঠাৎ করেই সকাল বেলা ভাপা পিঠে খেতে খুব ইচ্ছে করছিল৷ আর তাইতো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম চৌরাস্তার মোড় ৷ বাড়ি থেকে যেতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট
লাগে আর সেখানেই সকাল বেলার পিঠে পুলি খাওয়ার জন্য অনেক লোকের সমাগম৷ সকাল বেলার কুয়াশার আর গরম গরম ভাপা পিঠে সত্যি যেন অসাধারণ লাগে৷ যা আসলে বলে বোঝানো সম্ভব নয়৷ তবে গতকালকে কুয়াশাটা অনেক কম পরিমাণে ছিল৷ আসলে সব দিন একই কুয়াশা পড়ে না ৷
IMG20221227093300.jpg

IMG20221227093258_01.jpg

তবে আমি যেতে অনেকটাই দেরি করে ফেলেছি ৷গিয়ে দেখি প্রায় শেষের দিকে৷ অর্থাৎ যতগুলো চালের গুড়ো নিয়ে এসেছে দোকানদার কাকু সবগুলোই শেষ করেছে৷ আর পাশের কয়েকজন বসে খাচ্ছে৷ সত্যি বলতে অনেকটাই খারাপ লাগলো ৷ যে আসলে ১০-১৫ মিনিট পায়ে হেটে এসে পেলাম না ৷ তো যাই হোক তবুও দোকানদার কাকু কে বললাম পাওয়া যাবে কী না৷ উত্তরে বলল আর দুটি আছে তবে দুটি অর্ডার দিয়েছে৷ অর্থাৎ বসে থাকা একজন ব্যক্তি খাচ্ছে এবং কি দুটি বাড়িয়ে নিয়ে যাবে৷ তো আর কী!!!

তো আর কি করার এবার ফিরে আসার পালা৷ তবে ভাগ্যক্রমে স বসে থাকা ব্যক্তিটি যে দুটি পিঠে বাড়ি নিয়ে যাবে৷ আমি না পাওয়াতে তার আর দুটি পিঠের মধ্যে একটি আমাকে দিতে বলে ৷ আর ঠিক তখনই দোকানদার কাকু আমাকে একটি দিল৷ তো যা হোক তখন অনেকটাই ভালো লাগলো৷ যে আসে আসলে খালি মুখে ফিরে গেলে কি রকম লাগে৷ যা হোক ভাগ্যক্রমে পেয়ে গেলাম৷

IMG20221227093227_01.jpg

IMG20221227093250_01.jpg
লোকেশন

আর এর পরে পিঠে খতে বসে পড়লাম ছোট্ট একটি টুলে৷ আর খাওয়ার আগে দুটি ছবি ক্যাপচার ৷ কী গরম গরম আর কি যে স্বাদ ৷ এরপর খাওয়া শেষ করে দশ টাকা দিয়ে বাড়ি চলে আসলাম ৷ তবে ভাগ্য ভালো যে শেষমেষ একটা পিঠে পেয়েছি ৷ নয়তো পেতাম না ৷
তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভাপা পিঠে খাওয়ার অনুভুতি ৷

আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

সবাইকে ধন্যবাদ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শীতের সকাল বেলা ভাপা পিঠে খাওয়ার অনুভুতি পড়ে ভীষণ ভালো লাগলো। আমি যখন গ্রামে থাকতাম। তখন শীতকাল এলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে। ভাপা পিঠা খেতাম ভীষণ ভালো লাগে সকালে ভাপা পিঠা খেতে। পিঠা খেয়ে রাস্তার হাটতাম খুব ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

জি সেই ভোর বেলা রাস্তা দিয়ে হাটা আর ভাপা পিঠে আর কি লাগে ৷

ভালো-মন্দ মিলেই তো মানুষের জীবন তবে নতুন বছরে নতুন করে শুরু হোক নতুন আনন্দে এই কামনা করি।শীতকালে গ্রামের দৃশ্য গুলো বেশ ভালো লাগে কুয়াশাচ্ছন্ন পরিবেশে।আপনি অনেক দূরে হেঁটে যেয়ে একটি মাত্র পিঠা ফেলেন দেখে অনেক খারাপ লেগেছে তাও আবার ভাগ্যক্রমে অনেকক্ষণ অপেক্ষা করার পর।সকাল সকাল ধোঁয়া ওঠা ভাপা পিঠা খেতে আমারও বেশ ভালো লাগে।

একদম ঠিক বলেছেন ভালো মন্দ মিলেই তো জীবন ৷ সত্যি আপু মাত্র একটি পেয়ে ৷ অনেক খারাপ লেগেছিল ৷ এটা সত্যি যে সকাল বেলা ধোয়া ওঠা ভাপা পিঠে অনেক স্বাদ লাগে ৷
ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য

গত দুদিন থেকে সব জায়গাতেই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কাজ করতেও সবার অনেক সমস্যা হচ্ছে। তবে যাই হোক খুব দ্রুতই একটি বছর চলে যায়। বছর ঘুরে আবার নতুন বছর আসে। শীতের সময় ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। ভালো লাগলো ভাইয়া এই পোস্ট পড়ে।

আসলেই নেটওয়ার্ক প্রবলেম অনেক ৷ মাঝে মধ্যে বিরক্ত লাগে ৷ শীতের সময় ভাপা পিঠে অনেক ভালো লাগে ৷

কন কন শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার অনুভূতি সত্যি খুবই অন্যরকম। আপনি পিঠা খাওয়ার জন্য অনেক দূর হেঁটে গিয়েছেন যেতে যেতে নিশ্চয় আপনার খিদে আরো বেড়ে গিয়েছে। তবে একটি মাত্র পিঠা পেয়েছেন জেনে সত্যি খুবই খারাপ লাগলো। যাইহোক অন্য সময় আরো সুন্দরভাবে পিঠা খাবার অনুভূতি পাবেন নিশ্চয় ‌। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জি ভাই রাস্তা বেশ দুরে৷ তবে সকাল বেলা হাটতে খুব. একটা কষ্ট লাগে না ৷ জি মাত্র একটি পেয়েছি ৷ যদি পেতাম তাহলে তো আরেকটি নিতাম ৷ যা হোক যেটাই পেয়েছি ৷
ধন্যবাদ ভাই

আমার শ্বশুর বাড়ির এলাকাতে দেখি সন্ধ্যায় সবাই ভাপা পিঠা খায় এবং বিক্রি হয়। কিন্তু আমার বাবার বাড়িতে সব সময় দেখেছি ভোরবেলায় কুয়াশা থাকতে থাকতে ভাপা পিঠা বানানো হয় এবং সবাই আমরা ঘুম থেকে উঠে ভাপা পিঠা খাই। নতুন বছরের জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।

এখন তো সকাল সন্ধা সবসময় ভাপা পিঠের দোকান বসে ৷ তবে সকাল বেলা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ৷ অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য ৷

image.png

গত কয়েকদিন ধরে নেটে বেশ প্রবলেম করছে, কাজ করতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। যাইহোক শীতের সকালে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা অসাধারণ লাগে। আপনার ভাপা পিঠাগুলো দেখে বেশ লোভণীয় লাগছে। লোকটি নিশ্চয়ই খুব ভালো যার কারণে অনার থেকে আপনাকে একটি ভাপা পিঠা দিয়ে দিল।

জি আসলেই লোকটি অনেক ভালো মনের মানুষ ছিল বলেই তো ৷ তার অর্ডার দেয়া বা কেনা একটা ভাপা পিঠে আমাকে দিয়েছিল ৷
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷

আপনার ভাগ্য ভালো ছিল তাই তো একটি পিঠা খেতে পেরেছেন। আপনার এতদূর এসে খালি হাতে ফিরে যেতে হয় নি। একটি পিঠা খেয়ে গেছেন। আসলে গরম গরম ভাপা পিঠা খেতে আমারও ভীষণ ভালো লাগে। পিঠার মধ্যে ভাপা পিঠা আমার অন্যতম পছন্দ। আমি তো প্রথমে ভেবেছিলাম এত কষ্ট করে এসেছেন কিন্তু পিঠা পেলেন না খুবই খারাপ লেগেছিল। কিন্তু ভাগ্যক্রম একটি পিঠা পেয়ে গেলেন তা দেখে ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

ঠিকি বলেছেন আমিও তো অনেক খারাপ লেগেছিল৷ ভাগ্য ক্রমে একটি পেয়েছি ৷ আসলে সকাল বেলা ধোঁয়া ওঠা ভাপা কি স্বাদ না ৷
ধন্যবাদ মতামতের জন্য আপু ৷

আসলেই দেখতে দেখতে বছরটা চলে গেলো ৷ কিভাবে যে সময় গুলো যাচ্ছে টেরও পাওয়া যায় না ৷ যাই হোক তোকেও নতুন বছরের শুভেচ্ছা ৷ শীতের দিনে ভালোই ভাপা পিঠা খেয়েছিস ৷ ভালো লাগলো তোর কাটানো কিছু সুন্দর মুহূর্ত দেখে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

ধন্যবাদ বন্ধু সুন্দর মতামতের জন্য ৷

আপনার মত ঠিক আমিও যখনই পিঠা খেতে ইচ্ছে করে তখনই এভাবে চলে যাই পিঠা খাবার জন্য। ভাপা পিঠা কিন্তু আমারও বেশ প্রিয়। আমি তো ভেবেছিলাম খালি মুখে চলে আসবেন পরে দেখি একটি হলেও পিঠা পেয়েছেন। মনে হচ্ছে অনেক খুশি হয়েছিলেন পিঠা পেয়ে। খুশি হওয়ারই কথা এভাবে তো আর খালি মুখে দেওয়া যায় না। পড়ে কিন্তু বেশ ভালোই লাগলো। যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

সত্যি বলতে প্রথমে তো অনেক খারাপ লাগলো যে গেলাম আশা করে কিন্তু পেলাম না ৷ ভাগ্যিস পরে একটা পেলাম ৷ নয়তো আরও একটি খেতাম ৷

বর্তমান সময়ে মনে হচ্ছে প্রায় সকলের ফোনের নেটওয়ার্কের অবস্থা তেমন একটা ভালো না আমার ফোনে গত এক সপ্তাহ যাবত তেমন একটা নেট পাচ্ছে না কিন্তু কি সমস্যা হয়েছে সেটাই বুঝতে পারছি না। যাই হোক শীতের সকালে ভাপা পিঠা খেতে সত্যিই অনেক বেশি ভালো লাগে গ্রাম অঞ্চলে যদিও রাস্তার পাশে এই ধরনের দৃশ্য দেখা যায় না কিন্তু শহর অঞ্চলে সন্ধ্যে বেলায় এরকম দৃশ্য অনেক দেখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পিঠা খাওয়ার উদ্দেশ্যে রওনা করেছেন এবং পিঠা খেয়েছেন দেখেই বোঝা যাচ্ছে সকালটা অনেক ভালোই কেটেছে আপনার। সুন্দর এই মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

জি ভাই শীতের সকাল বেলা ভাপা পিঠে খাওয়ার মজাই আলাদা ৷ ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য ৷