ইন্ডিয়া🇨🇮 বনাম 🇧🇩বাংলাদেশ মধ্যকার খেলা !! @shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago 

আজ - ১৭ই, কার্তিক |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল ||



নমস্কার - আদাব । মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

IMG_20221102_193131.jpg
ছবি স্ক্রিনশর্ট


নমস্কার,

ভারত বনাম বাংলাদেশের মধ্যকার প্রতিটি ক্রিকেট ম্যাচ টান টান উত্তেজনার মধ্যে থাকে ৷ আর তাইতো ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেট খেলা হলেই আমি মিস করি না ৷ বলতে গেলে ক্রিকেট খেলা আমার সেই ছোট্টবেলা থেকেই অতীত প্রিয় একটি খেলা।ছোটবেলা থেকেই প্রতি ক্রিকেট ম্যাচে আমি দেখে থাকি ৷ সেটা যে কোন দেশের সাথেই হোক না কেন ৷ তবে যেহেতু বাংলাদেশ এখানে জন্মগ্রহণ করেছি মাতৃভূমি সেখান থেকে বাংলাদেশের তো একটু বেশি অগ্রাধিকার থাকবেই৷ তবে সব থেকে ভালবাসি ক্রিকেট কে৷ ______

যাহোক প্রথম থেকে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশ হেরে যাওয়ার পর থেকেই খেলা দেখতে অনেকটা অনিচ্ছা বোদ লাগতেছে ৷ তবে শেষ ম্যাচটা জিমবাবুয়ের সাথে একটা নাটকীয় ঘটনার জন্ম দিয়ে জয় তুলে নিয়েছে৷ আর এরপরে ম্যাচ পড়ে গেল৷ ভারতের সাথে এটা সত্যিই আমি মনে মনে কল্পনা করেছি যে টপ সেমিফাইনালে যাওয়ার জন্যই ভারতের সাথে তাদের খেলা পড়বেই৷ আজকে খেলাটি হবে বলে আমি সকাল থেকেই বেশ কিছু স্টিমিটে কাজ করছিলাম ৷ কারণ আমি আগে থেকেই কিছু পোস্ট পড়ে কমেন্ট করে রেখে দিয়েছি ৷ কারণ হয়তোবা দুপুরের পর তার বিকেল পর্যন্ত কোন সময় পাবো না আর তাইতো আগেভাগেই নিজের কাজ এগিয়ে রেখেই ৷ স্নান করে খাওয়া দাওয়া করার পরে ঘরে বসে টিভি অন করলাম৷ আর তখনই ডিস্কোর্ডে দেখলাম যে আরিফ ভাই এনাউন্সমেন্ট দিয়ে দিল কে কে খেলা দেখবে ৷ তাহলে সবাই মিলে দেখবো আসলেই তো সবাই মিলে খেলা দেখার মজাই আলাদা ৷ তো সেখান থেকে আমি খেলা দেখছি আর অন্যদিকে স্টিম রুমেও সরাসরি লাইফ খেলা দেখতেছি সবাই মিলে বেশ ভালোই লাগছিল৷ তবে নেটওয়ার্ক প্রবলেমের কারণে মাঝে মাঝে আটকে যাওয়ার ফলে আশা দেখা হলো না৷

IMG_20221102_193059.jpg
ছবি স্ক্রিনশর্ট

তো প্রথমেই ব্যাট করতে মাঠে নামলো ৷ যদিও বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া অনেকটাই টপ দল৷ কারণ তারা সেরা তিন নম্বর পজিশনে আছে ৷ তাহলে বোঝা যাচ্ছে যে আসলে তাদের খেলার মান কতটা উন্নতমানের ৷ আর বাংলাদেশ টি-টোয়েন্টিতে সবচেয়ে তলা নিতে পড়ে আছে ৷ যদিও বাংলাদেশ টি-টোয়েন্টি খুব একটা পারদর্শী নয় ৷ তবে ভারতের সাথে প্রতিটি ম্যাচ থাকে টান টান উত্তেজনার মধ্যে হয় ৷ যদিও আজকেরটা ম্যাচটা গত দশটি ম্যাচের মধ্যে একটি
জয় পেয়েছে বাংলাদেশ আর নয়টি তে ইন্ডিয়া ৷

তো যাই হোক প্রথমে ব্যাট করতে নেমেই ৷ বেশ মার্কেটে অবস্থায় রয়েছিল রোহিত শর্মা কিন্তু তার ইনিংস আর বড় করা হলো না আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন৷ যদিও প্রথম থেকেই বাংলাদেশের প্লেয়ার ক্যাচ মিস করে৷ আর যার কারণেই তাদের ইনিংসটা বেশ লম্বা হয়েছে ৷ যদি এই ক্যাচ গুলো মিস না করতো তাহলে হয়তোবা এত বড় একটি রানের টার্গেট দিতে নাও পারতো৷ যাই হোক খেলা অনিশ্চয়তার খেলা ক্যাচ মিস হবে , রান আউট মিস হবে, আউট হবে,, রান হবে ,এটাই হলো ক্রিকেট ৷ আর যে দলুই এগুলো পারফেক্ট কাম্বিনেশন করবে তারাই ম্যাচে জয়লাভ করবে ৷

যাহোক সবকিছুর পরেও ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ১৮৪ রানের টার্গেট বা লক্ষ ছুড়ে দেয় বাংলাদেশ বিরুদ্ধে ৷

IMG_20221102_193215.jpg

এই টার্গেটের লক্ষ্যমাত্রা দেখে প্রথম ভেবেছিলাম যে আজকে হয়তো বাংলাদেশ জিততে পারবে না ৷ কারণ ইন্ডিয়ার প্রতিটি বলার বিশেষ করে ভুবনেশ্বর কুমার অনেক পুরনো এবং কি সিনিয়র খেলোয়াড় ৷ এর আগেও বাংলাদেশের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছিল ৷ কিন্তু ওই যে কথায় বলে না যে খেলা হলো অনিশ্চয়তার খেলা৷ কারণ কখন কিভাবে খেলার মোড় ঘুরে যাবে তা আসলে বলে বোঝানো সম্ভব নয় ৷ তাই এই খেলা দেখার জন্য চোখ রাখতে হবে খেলার মাঠে কিংবা টিভির পর্দায় তাই না৷
আর আর এরই ধারাবাহিকতায় ইন্ডিয়ার দেয়া ১৮৪ রানের লক্ষ্যমাত্রা রেখেই ব্যাট করতে নামলো বাংলাদেশ যদিও প্রথমে পাওয়ার প্লে অফারটা বেস্ট ভালোভাবেই কাজে লেগেছে লিটন দাস যে কিনা দিনাজপুরের সন্তান৷ অল্প বল খেলে অর্ধ শত রান তুলে নেন ৷ কিন্তু কোথায় বলে যে কপাল যেদিন যার খারাপ৷ খেলা বেশ ভালো ই চলছিল কিন্তু সবকিছু নষ্ট করে দিলো বৃষ্টি ৷
আর এই বৃষ্টি থামতেই সময় অনেক বিলম্ব হয়ে গেল ৷ আর যার কারণেই খেলাটিকে ছোট করিয়ে কিছু অফার কমিয়েও রানের সংখ্যা কমিয়ে লক্ষ্যমাত্রা স্থির করলো ১৫১ ৷ আর এই লক্ষ্যমাত্রা রেখেই খেলতে শুরু করলো বাংলাদেশ কিন্তু শেষমেষ আর জয়ের সাধ পেল না ৷ যদিও মাঝে মাঝে কিছু আশা জেগে আবার নিরাশার হাতছানি দিচ্ছে ৷ সবকিছুর পরে ও শেষ অফারে ২০ রান যদিও টি-টোয়েন্টিতে সম্ভব কিন্তু তার হয়ে উঠল না শেষ মেস লাস্ট বলে লাগে। ৬ রান কিন্তু তা আর হলো না ৷ পাঁচ রানে ইন্ডিয়া জয় পেলো ৷

IMG_20221102_193151.jpg

IMG_20221102_204452.jpg

ছবি স্ক্রিনশর্ট

Screenshot_2022-11-02-14-45-51-01_f598e1360c96b5a5aa16536c303cff92.jpg

যদি অনেক ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ এই ম্যাচটি অবশ্যই জিতবে ৷ কিন্তু তা আসলে আর হয়ে উঠলো না৷ আসলে খেলা তো খেলায় তাইনা মাঠে যে ভালো খেলবে জয় তারাই হবে৷ তবে হ্যাঁ এটা মানতেই হবে যে খেলায় হার-জিত থাকবেই যে যতই ভালো খেলুক না কেন ৷ কোন এক দলকে হারতেই হবে এটাই বাস্তব ৷ তবে এটা ঠিক যে ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যকার প্রতিটি ম্যাচ উত্তেজনার মধ্যে থাকে ৷ আর বাংলাদেশ যে ম্যাচগুলো ইন্ডিয়ার কাছ থেকে হেরেছে তা প্রতিটি ম্যাচ নাটকীয় ঘটনার জন্ম দিয়েই হেরেছে৷ বিশেষ করে আমার খেলা দেখার পর থেকে আমি অনেক খেলা দেখেছি যে ম্যাচগুলোতে মাত্র দুটি একটি রানের জন্যেই হেরেছে ৷ যেটা বাংলাদেশের আফসোস প্রস্তাতে হচ্ছে এখনও ৷ আর হয়তোবা সেটা থেকেই যাবে কারণ আমার দেখার প্রতিটি ম্যাচ ঠিক এরকম ঘটনাই ঘটেছে ৷
তবুও আসলে খেলাটি দেখে বেশ ভালো লেগেছে ক্রিকেট খেলাটা এমন ই দিনশেষে যে ভালো কিছু দেখাবে তারাই জয়লাভ করবে ৷ অভিনন্দন টিম ইন্ডিয়া আমার প্রিয় দল এটাও ৷



ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!!

অভিবাদন্তে:

@gopiray

🇧🇩সবাইকে ধন্যবাদ🇧🇩


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভাই আপনি এটা কি পোস্ট করলেন বাংলাদেশ হেরে যাওয়ার ব্যথা কখন থেকে আমার বুকের ভিতর জলে যাচ্ছে। আবার আপনার পোস্ট দেখে পুনরায় জ্বলে উঠলো। সত্যি ভাই আমাদের কপাল খারাপ ছিল। তাই আমরা হেরে গেলাম। বারবার নৌকা তীরে এসে শুধু ডুবে যাচ্ছে।

জ্বলে উঠে লাভ নেই ভাই বাস্তবটা কে মানতে হবে ৷ আসলে ই নৌকা তারে এসে ডুবে গেছে ৷ সবই কপাল

ইন্ডিয়া-বাংলাদেশ খেলা থাকলে টান টান উত্তেজনা থাকে। তবে কিছু বছর আগে আমি যতটা পাগলের মত খেলা দেখতাম, এখন আর হয়ে ওঠে না। তবে টিম ইন্ডিয়া মাঝে যতটা খারাপ পার্ফরমেন্স করেছিলো, এখন আবার ফর্মে ফিরছে। আর বাংলাদেশ টিম ধীরে ধীরে আরো ভালো হচ্ছে।খেলাটা কে খেলা হিসেবে নেওয়াই ভালো।পুরোটাই বিনোদন। তাহলেই রাগ ক্ষোভ থাকবে না।

আসলেই তো আমার দেখা প্রতিটি ম্যাচ অনেক টান টান উত্তেজনা ছিল ৷ শেষ মেষ বাংলাদেশ হেরে যায় ৷ আর আমি তো ক্রিকেট কেই ভালোবাসি ৷

জি ভাই সময় সল্পতার কারণে পুরো খেলাটি দেখতে পারিনি কিন্তু আপনার পোস্টটি পড়ে পুরো খেলা দেখার স্বাদ পেয়ে গেলাম। তবে আফসোস বাংলাদেশ জিততে পারল না যাই হোক এটা মেনে নিতে হবে হার-জিত থাকবেই এই হারজিত নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু বাংলাদেশ ক্রিকেট দল আমাদেরকে উপহার দিতে পারবে। ধন্যবাদ ভাই সুন্দর ভাবে পোস্টটি তুলে ধরার জন্য।

ভাই আমার বিশ্বাস বৃষ্টি না হলে বাংলাদেশ জিতে যাইতো ৷ কি আর করার দিনশেষে হার মেনে নিতেই হবে ৷

ইন্ডিয়া বাংলাদেশের খেলায় এমনিতেও সবসময় টানটান উত্তেজনা থাকে। তবে আমি খেলা একদমই দেখি না এবং খেলার বিশেষ কিছু বুঝিও না। ইন্ডিয়া যে পাঁচ রানে জিতেছে এটা আপনার পোস্ট পড়েই জানতে পারলাম। তবে আপনার উপস্থাপনা কিন্তু অসাধারণ ছিল।

ভাই আপনি ক্রিকেট খেলা দেখেন না ৷ তবে খেলা দেখবেন অনেক ভালো লাগবে ৷ অনেক মজার খেলা ক্রিকেট ৷

আমি খেলাধুলা দেখতে খুব একটা আগ্রহী নয়। কিন্তু মাঝখানের সময়টা ক্রিকেট খেলা হলে দেখতাম। কিন্তু এখন আর সেরকম ভাবে দেখা হয় না। বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচটা এমনিতে ভালোই লাগে। ইন্ডিয়া নয় টি ম্যাচ জিতেছে আর বাংলাদেশ একটি। আসলে আমি মনে করি ক্রিকেট কিংবা যেটাই হোক খেলাধুলা বিনোদন হিসেবে নেয়াটাই ভালো।

ইন্ডিয়া আর বাংলাদেশ প্রতিটি ম্যাচ এ রকম হয় অল্প রানে হেরে যায় ৷ আসল তো বিনোদন তবে নিজের দেশ জিততে না পারলে কেমন যেন লাগে ৷