পুজোর কেনাকাটা ভাই বোনদের জন্য || @shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago 

আজ- ১৫ই আশ্বিন , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||


নমস্কার-আদাব।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি
আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

IMG20220928180115_01.jpg
লোকেশন

আপনারা সবাইকে শারদীয় দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ৷ দেখতে দেখতে একটি সপ্তাহ পার হয়ে গেল যদিও এ সপ্তাহটা অনেক আনন্দ ও রোমাঞ্চকর ভাবে কেটেছে ৷ একদিকে টিনটিন বাবুর জন্মদিন৷ তার জন্য হ্যাংআউট ভিডিও কনফারেন্সে জন্মদিন পালন সবমিলে অনেক ভালো সময় কেটেছে৷ আবার কাল থেকে দুর্গাপুজো আশা করছি বেশ ভালই কাটবে সময় গুলো৷ সবকিছুই আপনাদের মাঝে শেয়ার ও উপস্থাপন করবো এমনটাই প্রত্যাশা৷

তো যা হোক পূজো মানেই আনন্দ উল্লাস বলতে গেলে বছরে একবার মায়ের আগমন৷ আর এই পুজোতে কত কিছু কেনাকাটা শপিং বলতে গেলে নতুন নতুন লাগে৷ যদিও আমি প্রায় কয়েকদিন আগেই কেনাকাটা শপিং করে ফেলেছি ৷ তবে এবার প্রায় কয়েকদিন ধরে ভাই ও বোন বাহানা ধরেছে তাদেরকেও শপিং করে নিয়ে দিতে হবে ৷ যদিও পরিবার থেকে অলরেডি কেনাকাটা হয়ে গেছে ৷ আমার কাছ থেকে বড় ভাই হিসেবে তাদেরকে তো কিছু দিতেই হবে ৷ আসলে ভাই বোনের সম্পর্কটা এমন একটা না সত্যিই যা আসলে বলে বোঝানো সম্ভব না ৷এক ভাই এক বোন আমিই পরিবারের বড় ছেলে ৷ বোনটা এবার ক্লাস টু তে পরে আর ভাই ক্লাস সিক্স ৷ যা হোক বাহানা ধরছে তাদের কিছু কিনে দিতে হবে ৷ তো আর কি করার বড় ভাই হিসেবে তো দিতেই হবে ৷তাই গতকাল গিয়েছিলাম তাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য৷

IMG20220928173632_01.jpg

IMG20220928175554_01.jpg
লোকেশন

গতকাল বিকেল বেলা অর্থাৎ সন্ধ্যের নাগাদ বাজারের এক পরিচিত দোকান সেখানেই গেলাম৷ আর পুজোর সময় একটু ব্যস্ত আর অনেক মানুষের সমাগম সবাই পুজোর কেনাকাটা নিয়ে ব্যস্ত৷ আমি সেখানে গেলে আমাকে একটু বসার জন্য অনুরোধ করলো ৷ আমি বিষয়টি বুঝতে পেরে একটু সময় করে বসে পড়লাম ৷আর অন্যদিকে দোকানদার ভাই অন্যদিকে সামলাচ্ছে৷ আর এর ফাঁকে ফাঁকে কিছু ছবি তোলার চেষ্টা বেশ সুন্দর সুন্দর ওয়ান পিস নাকি বলে যদিও মেয়েদের পোশাকের সম্বন্ধে আমার তেমন কোন ধারনা নেই ৷ কারন কখনো নেই নি ৷ দোকানের চারদিকে ঝুলিয়ে রেখেছে দেখতে বেশ ভালো লাগছে ৷অনেক রঙের কালারের ডিজাইনের বলতে গেলে সব পুজোর নতুন নতুন মডেল৷ আর আমি এখান থেকেই চয়েস অর্থাৎ পছন্দ করার চেষ্টা করেছিলাম ৷

যাহোক কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিড় অনেকটাই কমে গেল ৷তারপর বসে ভালো করে কাপড় দেখার চেষ্টা করলাম৷ দেখতে দেখতে একটা পছন্দ হয়ে গেল যদি ও আমি ভাই বোন কিংবা কাউকে নিয়ে যায় নি ৷ছোট হবে বা বড় হবে সেটা আমার একটু আইডিয়া করার জন্যই কেনাকাটা করতে এসেছে একটি মেয়ে তার বাবা মার সঙ্গে৷ দেখতে বেশ আমার বোনের মতই একই সাইজ তাই পছন্দ করা কাপড়টি তার গায়ে পরিয়ে দিলাম৷

IMG20220928175018.jpg

IMG20220928175427_01.jpg

IMG20220928175554_01.jpg
লোকেশন

বোনের জন্য পছন্দ হয়ে যাওয়ার পর এবার ভাইয়ের জন্য শার্ট প্যান্ট নেওয়ার জন্য দেখলাম ৷ যদিও ছেলে মানুষের সম্পর্কে বেশ ভালো ধারনা ৷যেহেতু আমিও একজন ছেলে তাই তার জন্য কাপড় নিতে খুব একটি অসুবিধা হয়নি৷ খুব সহজেই আর বলা মাত্রই তারা বের করে দিল৷ আর আমি সেখান থেকেই চয়েস বা পছন্দ করে নিলাম৷ যা হোক সবকিছু কেনাকাটার পর সর্বমোট বিল এসে দাঁড়াল. ১৮০০ টাকা৷ আর আমার কাছে ছিল ১৫০০ টাকার মতো৷ তখন কি করলাম আমার কাছে টাকা তো নেই ৷ পরে দোকানদার ভাইয়ের সাথে কথা বলে নিলাম ৷ যে বাকি টাকা টা কাল এসে দিয়ে যাবো ৷ কারন আমি আর টাকা নিয়ে আসি নি ৷ এরপর কিছু টাকা বাকি রেখে কাপড় গুলো আনলাম ৷

আসলে আমি কয়েক জনকে টিউশনি পরাই মাস শেষ কিছু টাকা পেয়েছি ৷ আসলে এ টিউশনি দিয়ে ই আমি আমার পড়ালেখা টা চালিয়ে যাই ৷ যা হোক পুজো বলে কথা বড় ভাই হিসেবে তো কিছু দিতেই হয় ৷ আসলে পরিবারে বড় ছেলে সবমিলে বেশ বুঝে শুনে চলতে হয় ৷ ব্যাপারটা নিশ্চই বুঝেছেন? ৷
জীবনে যাই হোক দিনশেষে তবুও ভালো থাকতে চাই ৷ কারন আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই ৷ কারন ভালো মন্দ সবকিছু তেই থাকবে আমার পরিবার ৷ আর ভাই বোন সে তো এক অমূল্য বন্ধন ৷ ভাই বোনের ভালোবাসা থাকবে চিরদিন ৷আর এভাবেই ভালোবাসতে চাই ৷

IMG20220929174955.jpg

IMG20220929175000_01.jpg
লোকেশন

সত্যি বলতে কাপড় গুলো বাড়িতে আনার পর ৷ তাদের মনে কি যে আনন্দ সত্যি বলতে তা বলে বোঝানো সম্ভব না ৷ আসলে আমি তাদের আনন্দ দেখে আমি নিজেই অনেক আনন্দে পেয়েছি ৷ আসলে সেটা হয়তো বড় ভাই না হলে বুঝতাম না ৷ আমি মনে মনে ভাবছি যে আজ আমার বড় ভাই হওয়া সার্থক হয়েছে ৷

তো বন্ধুরা আজ আমার ব্লগ এতোটুকুই ৷ কাল থেকে পুজো আর পুজোয় কাটানো সকল মূহুর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করবো ৷এই আশা ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি ৷ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ চলুন ৷
আবারও সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন ৷

সমাপ্ত

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

@gopiray
সবাইকে ধন্যবাদ


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিজের কেনাকাটার চেয়ে অন্য কাউকে কিছু দিতে পারলে আমার কাছে বেশি ভালো লাগে। আপনি নিজের পড়াশুনার খরচ নিজে চালান জেনে খুব ভালো লাগলো।নিজের টিউশনের টাকা দিয়ে ছোট ভাই বোনদের জন্য কেনাকাটা করেছেন দেখে খুব খুশি হলাম। এভাবে যাতে আজীবন ছোট ভাই বোনদের আবদার পূরন করতে পারেন সেই কামনা করি। ভালো থাকবেন।

ঠিক বলেছেন আপু অন্য কাউকে দিলে তাদের আনন্দ দেখে অনেক ভালো লাগে ৷ ভাই বোনের ভালোবাসা গুলো অটুট থাকুক ৷

নিজে না কিনে নিজের পরিবারের জন্য কেনাকাটা করলে তবুও মনের ভেতর অন্য রকম ভালো লাগে। আপনি ঠিকই বলেছেন ভাই বোন সে তো এক অমূল্য বন্ধন। ভাই বোনের ভালোবাসা থাকবে চিরদিন। ভাই বোনরা যখন বায়না ধরে কোন কিছুর জন্য তখন ফেলে দেওয়া যায় না। তাদেরকে কিছু একটা কিনে দিলে তারা যখন খুশি হয় তখন নিজের কাছেও বেশ খুশি লাগে।

জি ভাই ভাই বোনের আবদার পূরন না করে কি উপায় আছে ৷ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

আমিও টিউশনের টাকা থেকে বোন কে মার্কেট করার জন্য টাকা দিলাম।ছোট ভাই বোনের খুশি দেখলে স্বর্গীয় সুখ পাওয়া যায়।অনেক ভাল লাগল আপনার পোস্ট পড়ে।আপনার আর আপনার ভাই বোনের পুজা অনেক ভাল কাটুক।

আমিও শুনে মুগ্ধ ৷ দাদা শুনে খুবই ভালো লাগলো বোনকে মার্কেট করার জন্য টাকা দিয়েছেন ৷
ভালো থাকুক ভাই বোনের ভালোবাসা গুলো ৷

আপনাকেও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। সত্যিই ভাই গত সপ্তাহ টিনটিনের জন্মদিনের জন্য অনেক সুন্দর কেটেছে।বাসায় ছোট ভাই বোন থাকলে গিফটের আবদার চলে আসে। বাসা থেকে কেনাকাটার পরও আপনি বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য আবার কিনে দিয়েছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ ভাইয়া।

আসলে বড় ভাই হিসেবে তো কিছু দিতেই হয় তাই না৷