কতো স্নিগ্ধ কতো শুদ্ধ ছিল দিনগুলো!!! (১০% @shy-fox এর জন্য)

in hive-129948 •  2 years ago 

Picsart_22-08-21_19-59-54-921.jpg
লোকেশন

.নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।....

আজ ২ জানুয়ারি ২০২৩ ৷ যদিও ২০২৩ সালটা মুখে তেমন একটা আসছে না৷ আসলে সবকিছু কি নতুন তাই মানে নিতে বেশ কয়েকদিন সময় লাগবে এটাই স্বাভাবিক ৷ এখনো যে কোনো সময় যেকোনো বিষয়টা যে ২০২২ এর কথাটাই আগে ৷ দেখতে দেখতে ৩৬৫ টা দিন কেটে গেল ৷ আসলে সময় আর দিনগুলো যে খুব তাড়াতাড়ি এবং শীঘ্রই জীবন থেকে ফুরিয়ে যায় বা যাচ্ছে এটা বাস্তবিক৷ যা আমরা প্রতিনিয়তই অনুভব করছি ৷ এইতো মনে হল কয়েকদিন আগেই যেমনটা ছিলাম এখন তার থেকে অনেকটাই ডিফারেন্ট অর্থাৎ পরিবর্তনের পথে এগোচ্ছে৷ তবে জানি না আমি কতদূর পরিবর্তন হতে পারছি কি না ৷ সেটা হয়তো আমার কাছের মানুষজনেরাই বলতে পারবে ৷

চোখের নিমিষেই একটি বছর চলে গেল ৷ সেই সাথে জীবনের সাথে রয়ে গেল কিছু দুঃখ কষ্ট বেদনা আবার কিছু অনুপ্রেরণাদায়ক স্মৃতি বা কথা৷ যদিও সেই দিনগুলথাকব৷ আর কখনোই ফিরে পাবো না৷ কিন্তু সেই দিনের মুহূর্তগুলো কাটানো দিনগুলো প্রতিক্ষণ প্রতি মুহূর্ত জীবনের এক মনি কোঠায় রয়ে যাবে ৷ আবার হয়তো বা কিছু কিছু স্মৃতি হারিয়ে যাবে মনের মনিকোঠা থেকে৷

এ পর্যায়ে এসে মনে হয় জীবনটা আসলেই অতি ছোট্ট ৷৷ কিন্তু এই ছোট্ট জীবনের প্রতিটি পথ অনেক অনেক দীর্ঘ আর এই দীর্ঘ পদ অতিক্রম করার নামই হয়তো জীবন ৷ অনেকটা সময় এই দীর্ঘ পথ অতিক্রম করতে করতেই একটা সময় এসে ফুরিয়ে যায়৷ ঠিক যেমন একটি বছর কেটে গেল হয়তো এই বছর থেকে অনেক দীর্ঘ পথ অতিক্রম করেছি৷ জানি না সফলতা পেয়েছি কিনা৷

আর এভাবেই সামনের দিনগুলো অতিক্রম করতে করতে একটা সময় আসি ফুরিয়ে যাবে ৷ আর এভাবেই জীবনে যতদিন বেঁচে আছি এক একটি বছরের ফুরিয়ে যাওয়ার সাক্ষী এবং কি দীর্ঘ নাবিক হয়ে বেঁচে থাকব৷

IMG20221214083349_01.jpg

এইতো কয়েকদিনের ব্যবধান মাত্র৷ ঠিক যখন জানতাম না জীবনে আসল উদ্দেশ্য কি জীবনের সংজ্ঞা কি জীবন মানে কি??
সেটা হল সেই শৈশব জীবন৷ আমরা চাইলেও কি সেই শৈশব জীবনটা তাতে ফিরে যেতে পারবো৷ কত স্নিগ্ধ শুদ্ধ ছিল সেই সময়ের দিনগুলো৷ শুধু সারাদিন খেলাধুলা আর ব্যর্থ সময় কাটানো ব্যাস এতে করেই জীবনের কয়েকটি বছর কেটে গেল৷ আর এ পরে বাল্যকাল ৷ আর এরপর কৈশোর জীবনের কয়েকটি ধাপের মধ্যে শৈশব, বাল্যকাল ,কৈশোর, অনেক মধুর আর আনন্দের সাথে কাটলেও৷ যুবক বয়সে এসে জীবনের এক নতুন সংজ্ঞা তৈরি করে দিল ৷ জীবনকে চিনতে শেখালো জীবন মানে কি জীবনের উদ্দেশ্য কি৷
আর তখনই পড়ে গেলাম এক মায়ার বন্ধনে৷

এইতো এই কয়েকটি বছর কেটে গেলো৷ ব্যস এইমাত্র কয়েকটি বছর কাটামাত্রই জীবন টাকে অতি ছোট্ট ই মনে হয়৷ কিন্তু জীবনটা ছোট হলেও এখন জীবনের পথটা হয়ে গেছে দীর্ঘতর থেকে দীর্ঘ৷ এখন জীবন আর একার নয় ৷ জীবনের সঙ্গে জীবন ৷ পড়ে গেছে একটা মায়ার আবদ্ধ বন্ধনে যেখানে চাইলেও মায়া ছিন্ন করে চলে যাওয়া যায় না৷

IMG20221214083354_01.jpg

Picsart_22-08-21_19-58-44-311.jpg
লোকেশন

আসলে জীবন চলবেই অবিরাম৷ কোথায় যেন শুনেছিলাম যে জীবন হলো নদীর মত বয়ে নিয়ে যেতে হয়৷ আসলে এ জীবনের শেষ নেই অবিরাম চলবে ৷
তবে কারো কারো জীবন একটা সময় এসে ঠিক থেমে যাবে৷ তখন তাকে আর সেই দীর্ঘতর পথ অতিক্রম করতে হবে না ৷

যা হোক সর্বোপরি নতুন বছর সবার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠুক ৷ এমনটাই আশা প্রত্যাশা করি পরমেশ্বর ভগবানের কাছে৷ সেই সাথে জীবনের প্রত্যাশা গুলো পূর্ণতা পাক৷ জীবনে ফেলে আসা সমস্ত দুঃখ কষ্ট গ্লানি মুছে যাক৷ জীবনটাকে আবার নতুন করে শুরু করি এমন প্রত্যয় রেখে শুরু হোক এবারের নতুন বছর৷

আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

সবাইকে ধন্যবাদ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

image.png

আপনার পোস্ট দেখে সত্যিই আবেগ আপ্লুত হয়ে পড়লাম। আসলে শৈশবের সোনালী দিনগুলো খুবই মধুর ছিলো। বারবার ফিরে যেতে ইচ্ছা করে সেই সব দিনগুলোতে। আসলে কত আনন্দের দিনগুলো এখন বুঝতে পারছি। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার এই পোষ্টটি দেখে আমার ছোটবেলার অনেকগুলো কিছু মধুর স্মৃতির কথা মনে পড়ে গেল। কত সুন্দরই না ছিল সেই ছোটবেলার দিনগুলি। কত হেসে খেলে কাটিয়ে দিয়েছি। আর কখনো দিনগুলো ফিরে পাবো না ভাবতেই কেমন লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাই আপনার পোস্টটি পড়ে ক্ষনিকের জন্য হলেও যেন ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম ।শৈশবের সেই মধুর স্মৃতিগুলো মনের মনি কোঠায় ভেসে উঠছিল। সত্যি চমৎকার ছিল সে দিনগুলো। শত চেষ্টা করলেও সেই দিনগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয়। সময়ের গতিতে সবকিছুই পরিবর্তন হবে ।আগামী দিনগুলো সবার শুভ হোক এই কামনাই করি। ভালো থাকবেন।

ঠিক বলছেন আসলে ২০২২ সাল যে আমাদের জীবন থেকে চলে গেছে এখনও আমার মনে হচ্ছে ২০২২ সালে আছি।সময় গুলো কিভাবে জীবন থেকে চলে যাচ্ছে টেরও পাচ্ছিনা মনে হচ্ছে সেই আগের মতই আছি।ছোট কালের কথা খুব মনে পড়ে অনেক বেশি মিস করি খুব ভালো লেগেছে আপনার অনুভূতি পড়ে।

আসলেই সময় গুলো খুব তারাতারি ফুরিয়ে গেলো ৷ কিভাবে যে একটা বছর শেষ করলাম বুঝতেও পারছি না ৷ দেখতে দেখতেই চলে গেলো ২২ সালটা ৷ তবে শৈশবের সেই রঙ্গিন দিন গুলো আজও বেশ মনে পড়ে ৷ মনে হয় ফিরে যাই সেই ধুলো মাখা শৈশবে ৷ ভালো লাগলো তোর সুন্দর অনুভুতি পড়ে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

এইতো মনে হল সেদিন বন্ধুদের সঙ্গে গোল্লাছুট খেললাম। দেখতে দেখতে কেটে গেল প্রায় ১৫ বছর কিভাবে এই ১৫ বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এখনো যদি সেদিনের কথা মনে পরে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলতে হয় সত্যিই সেই দিনগুলো অনেক বেশি ভালো ছিল। আপনার এই পোস্ট পড়ে কিছুক্ষণের জন্য হলেও সেই দিনে ফিরে গিয়েছিলাম খুবই চমৎকারভাবে অনেকটা আবেগপ্রত হয়ে আপনি এই পোস্ট করেছেন বোঝাই যাচ্ছে। ধন্যবাদ এত চমৎকার একটি শৈশবের স্মৃতি মাখা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জীবনটা ছোট না ভাই, আপনি যদি সুন্দর করে পুরো জীবনটাকে উপভোগ করতে পারেন তাহলে দেখবেন জীবনটা অনেক বিস্তৃত।

এইতো কয়েকদিনের ব্যবধান মাত্র৷ ঠিক যখন জানতাম না জীবনে আসল উদ্দেশ্য কি জীবনের সংজ্ঞা কি জীবন মানে কি??

আপনার যদি জীবনের মানে জানা থাকে তাহলে আমাকে একটু বলবেন। এ ব্যাপারটা জানার খুব ইচ্ছা আমার।

তাছাড়াও আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ঠিক এভাবেই কেটেছে আমার ছোটবেলা টা।