নার্সারি তে কাটানো মুহূর্ত সেই সাথে কিছু আলোকচিত্র!! ( 10% shy-fox এর জন্য)

in hive-129948 •  2 years ago 

আজ - ২২শে, মাঘ ১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230121164136_01.jpg

নার্সারি তে কাটানো মুহূর্ত
প্রিয়, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো রয়েছেন এবং কি সুস্থ আছেন ৷ আর প্রতি মুহূর্ত আমার বাংলা ব্লক পরিবারের সাথে রয়েছেন ৷ আমিও পরমেশ্বর ভগবানের কৃপায় অনেক ভালো আছি ৷ আর এভাবেই প্রতিনিয়তই ভালো থাকতে চাই ৷

আস্তে আস্তে সময়ের গুটি গুটি পায়ে এগিয়ে চলছে ৷ আর জানান দিচ্ছে যে শীতের আমেজ খুব একটা বেশি দিন নেই৷ কোকিলের কুহু কুহু ডাকা আর দক্ষিণা বাতাস মনে বসন্তের আভাস দিয়ে আসছে ৷ ধুলোমাখা দুপুর আর চারদিকে শিমুল ফুলের গন্ধে যেন মন মাতোয়ার৷ সত্যি বলতে দেখতেই শীতের কুয়াশা ভরা আর সকালবেলা পিঠে পুলির খেজুরের রস সবকিছুকেই মুহূর্তের মধ্যেই হারিয়ে ফেলছি ৷ আরো প্রায় একটি বছর পর এই দিনগুলোকে ফিরে পাবো ৷ সত্যি সময় বড় অদ্ভুত যে সময় চলে যায় সে সময় কত আর কখনোই ফিরে পাবো না৷ তবে সময়ের কাটানো মুহূর্তগুলো স্মৃতিগুলো মনের পাতায় রয়ে যাবে মনের অগোচরে

যা হোক প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লক নিয়ে ৷ আর আমি প্রতিদিনই মেধা ,সৃজনশীলতা ,সবকিছুকেই নিংড়ে দিয়ে নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি প্রতিনিয়তই ৷ আজকের ব্লগে আপনাদের মাঝে নার্সারিতে কাটানো মুহূর্তের কিছু অভিজ্ঞতা ও আলোচিত্র ৷ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি৷ আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা রেখে শুরু করছি আমার আজকের ব্লগ৷

IMG20230121164146_01.jpg

IMG20230121165233.jpg

সময় যত যাচ্ছে সময়ের স্রোতে অনেক ব্যস্ত এবং কি ব্যস্ততাময় সময় পার করছি৷ আমি সাধারন একজন নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই বুঝি যে জীবনটা কী৷

আর অনেক ব্যস্ততার সময় থেকেও মাঝেমধ্যে অবসর সময়ে নিজেকে প্রফুল্ল প্রাণবন্ত রাখতে মাঝে মধ্যেই একটু ঘোরাঘুরি এসব করতেই বেশ স্বাচ্ছন্দাবোধ করি৷ গতকালকে হঠাৎ করেই বিকেল বেলা ইচ্ছে করছিল যে একটু প্রকৃতির সান্নিধ্য পাই৷ আর তাইতো এই প্রকৃতির সান্নিধ্য পেতেই ছুটে গেছি আমার প্রিয় একটি নার্সারীর বাগানে৷
আসলে এখন তো প্রকৃতির সান্নিধ্য পেতে তেমন কোন পরিবেশেই নেই বললেই চলে ৷ কারণ চারদিকে শুধু এখন বসবাস উপযোগী আর মানুষের সমাগম ৷ আর এসবের মাঝে প্রকৃতির সান্নিধ্য পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার৷ তাই আমি মনে করি যে, প্রকৃতির সান্নিধ্য পেতে এখন একমাত্র নার্সারিই আছে৷

তো যাই হোক বিকেলেই ছোট ভাইকে নিয়ে বেরুলুম আমার বাড়ির কাছেই একটি নার্সারীর বাগানে৷ যদিও নার্সারি মালিক ছিল না তারপরও আমরা সেখানে গিয়ে একটু সময় অতিবাহিত করেছি সেই সাথে কিছু আলোকচিত্র করেছি ৷ আর নার্সারি মানেই হলো নানা রকম বহু প্রজাতির গাছ ফুল আরও অন্যান্য প্রজাতির গাছ একমাত্র নার্সারিতেই পাওয়া যায়৷

চলুন নার্সারি থেকে ফটোগ্রাফ করা বিভিন্ন প্রজাতির উদ্ভিদের আলোকচিত্র গুলো ৷

বিভিন্ন প্রজাতির গাছ

IMG20230121165219_01.jpg

নার্সারি ভিতরে টিউবওয়েল যেটা দিয়ে নার্সারি গাছ গুলোর পরিচর্যা ও জল দেয় ৷

IMG20230121165113_01.jpg

প্লাস্টিক দিয়ে মোড়ানো নতুন বীজ মাটি দিয়ে বুনেছে ৷

IMG20230121164108_01.jpg

IMG20230121170026.jpg

IMG20230121165050_01.jpg

মাটির তৈরি পাত্রে বিভিন্ন প্রজাতির পাতা-বাহারি গাছ৷

IMG20230121165120_01.jpg

IMG20230121164113_01.jpg

এটা গাছটি যতটা মনে হয় ক্যাকটাস উদ্ভিদ হবে ৷ যদি কেও জানেন তাহলে কমেন্ট করে যানাবেন ৷



তো বন্ধুরা এই ছিল নার্সারি কাটানো মুহূর্ত তার সাথে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের ফটোগ্রাফি ৷ আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ৷ এই প্রতার্শা রেখে আজকের ব্লগ এখানেই শেষ করছি ৷

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শীতের আমেজ একদমই শেষের দিকে আর দক্ষিণা বাতাস বইছে বসন্তের ছোঁয়া হয়তো কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে সবাই । নার্সারিতে গিয়ে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন যেটা সত্যি পরিবেশ বান্ধব অনেক ভালো লেগেছে আমার কাছে।

হুম আর মাত্র কয়েকদিন অপেক্ষা ৷ কোকিলের ডাক কুহু কুহু আর দক্ষিণা বাতাস ৷


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

আপনি ঠিক বলছেন আসলে জীবন যতই যাচ্ছে তত ব্যস্ততা যেন ঘিরে ধরছে।অনেক ব্যস্ত থাকার পরেও চেষ্টা করি একটিভ থাকার।আপনি অনেক ব্যস্ততার ফাঁকেই অনেক সুন্দর ঘোরাফেরা করেছেন নার্সারিতে যেয়ে এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ।

হুম আপু জীবনের সময় গুলো যাচ্ছে ব্যস্ততা যেন বেড়েই চলেছে ৷ অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ৷

দেখতে দেখতে শীতকাল চলে যাচ্ছে। আর কোকিলের কুহু কুহু ডাক ও সেই সাথে দক্ষিণা বাতাস মনে বসন্তের আভাস দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে সময়টা বেশ ভালই কাটছে। যাই হোক ভাইয়া নার্সারিতে মাঝে মাঝে ঘুরতে গেলে ভালই লাগে। একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় তেমনি ফটোগ্রাফিও করা যায়। আপনার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। দেখে খুবই ভালো লাগলো।

জি আপু আর কিছু দিন মাত্র তাহলেই কোকিলের কুহু ডাক শুনবো ৷ আর নার্সারি গিয়ে আমার অনেক ভালো লেগেছে ৷ আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ ৷

আসলেই ঠিক বলেছেন, সময় চলে গেলে সেটা আর ফিরে পাওয়া সম্ভব না। তবে ছোট ভাইকে নিয়ে নার্সারিতে গেছেন এটা ভীষণ ভালো লাগলো। আমিও নার্সারিতে ঘুরতে বেশি পছন্দ করি। বেশ কিছু ফটোগ্রাফি করেছেন দেখছি দারুন লেগেছে। বিশেষ করে নার্সারিতে যখন চারাগাছ গুলো সারিবদ্ধভাবে রাখা হয় দেখতে ভালো লাগে।

হুম আপু যে সময় চলে যায় ৷ তাকে চাইলেও ফিরে পাবো না ৷

নার্সারি খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন জেনে খুব ভালো লাগলো। আসলে নার্সারিতে গেলে নানা রকমের গাছ-গাছালি ফুল ফল দেখে খুবই ভালো লাগে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়। আসলে আমি নার্সারিতে গেলে গাছ কিনতে খুবই ইচ্ছে হয়। আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো ছিল। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জি অনেক সুন্দর একটি মূহুর্ত অতিবাহিত করেছিলাম ৷ আর এই শীতকাল সময় নার্সারি যেন গাছে ভরপুর ৷ অনেক ধন্যবাদ ভাই

image.png

আসলেই শীত অনেকটা কমেছে ৷ বসন্তের অগমন শুরু হয়েছে ৷ যাই হোক ছোট ভাইয়ের সাথে নার্সারীতে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেস ৷ সাথে চমৎকার সব আলোকচিত্র ৷ বেশ ভালো লাগলো আলোকচিত্র গুলো দেখে এবং অনুভুতি পড়ে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

অনেক ধন্যবাদ বন্ধু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ৷

দেখেই বুঝতে পারছি নার্সারিতে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন। এরকম নার্সারি গুলোতে যেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করা যায় এবং বিভিন্ন প্রজাতির গাছের সাথে পরিচয় হওয়া যায়। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছে দেখে। আমার কাছে অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি এবং ক্যাকটাস গাছের ফটোগ্রাফ একটু বেশি ভালো লেগেছে।

জি ভাই এই সময়ে নার্সারি তে নানা প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় ৷ অনেক ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷

মনের ইচ্ছা পূরণ করার জন্য বিকেল বেলায় আপনি নার্সারিতে ঘুরতে গিয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আসলে নার্সারি এমনই একটা জায়গা যেখানে আমরা গেলে সেই না অচেনা অনেক ধরনের গাছ দেখতে পাই। আপনি শেষের দিকে যে কাজটার কথা বলেছেন আমার কাছেও মনে হয় সেটা ক্যাকটাস গাছ।

ভাই মতামতের জন্য ধন্যবাদ তবে কাজ নয় গাছ হবে ৷

সময় কারো জন্য থেমে থাকে না। এইতো কিছুদিন আগে শীতকাল আসলো। এখন সেই শীত শেষের দিকে। ভাইয়া নার্সারিতে মাঝে মাঝে ঘুরতে গেলে ভালই লাগে। নার্সারিতে অনেকগুলো গাছ এবং অনেক ফুলের গাছও দেখা যায় আসলে সব কিছু মিলে খুবই ভালো লাগে এগুলো দেখতে।আপনার নার্সারিতে ঘোরাফেরা করেছেন এবং কিছু আলোকচিত্র তুলেছেন। এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এটা ঠিক ভাই মাঝে মধ্যে নার্সারি তে গিয়ে অনেক ভালো লাগে ৷ বিশেষ করে এই শীতকাল সময়ে ৷ নাম না জানা বিভিন্ন প্রজাতির গাছ ফুল ৷ অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ৷

সবাই আমরা খুব বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি।ব্যস্ততা ঘিরে ধরলেও আপনি নার্সারীতে গেলেন, বেশ সুন্দর সময় কাটিয়েছেন। আর বেশকিছু ফটোগ্রাফি করেছেন, যা কিনা খুবই সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য ৷ ব্যস্ত জীবনের বড় একটা অংশ জুড়ে ৷

নার্সারিতে কোন কিছু কেনার উদ্দেশ্যে অথবা ঘুরতে গেলে যেন মনে হয় বিভিন্ন গাছ-গাছালি দেখে প্রাণ খুঁজে পেয়েছি। বিভিন্ন প্রকার গাছ যেন মন কেড়ে নেয়। নাম জানা না জানা অজানা অনেক প্রকার গাছের সন্ধান মেলে সেখানে। যাইহোক নার্সারিতে কাটানো কিছু মুহূর্তের দৃশ্য আমাদের মাঝে ক্যামেরাবন্দি করে এনে দেখিয়েছেন তাই ভালো লাগলো।

জি ভাই নার্সারি তে গিয়ে অনেক ভালো লাগে ৷ কারন এই সময়ে নার্সারি তে নানা প্রজাতির উদ্ভিদ নাম না জানা বিভিন্ন ফুল ৷ সব মিলে অনেক ভালো লাগে ৷