আজ ১০ই, ফাল্গুন |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
গতকাল থেকেই হালকা হালকা সর্দি গলা ব্যথা এবং কি জ্বর অনুভব করছি ৷ এতে নিজেই বুঝতে পারছি যে জীবনের জন্য সুস্থতা কতটা জরুরী ৷ জানিনা কালকে বা পরশু কি হবে শরীরের অবস্থা তবে অগ্রিম ওষুধ খাচ্ছি আশা করা যায় সুস্থ হলেও হতে পারি ৷ তবে চারিদিকে যে অবস্থা তাতে আসলে কয়েকদিন এ সমস্যা থাকবেই মনে হয়৷
যাহোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ তবে আজকের ব্লগে একটা ভিডিওগ্রাফি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি৷ ওই যে প্রথমেই বললাম যে গতকাল থেকেই বেশ অসুস্থতা টের পাচ্ছি ৷ তো যাহোক বিকেলবেলা হঠাৎ করেই অসুস্থতার শরীর নিয়েও একটু ঘোরাঘুরি করার চেষ্টা করছিলাম ৷ ঠিক সেই সময়ে গ্রামবাংলার এই বিকেল বেলা শেষে মুহূর্তে ছোট্ট একটি ভিডিও করার চেষ্টা করেছি ৷
আশা আশা করছি আপনাদের কাছে গ্রামীন পরিবেশের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে৷
ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে বর্তমান গ্রামীণ পরিবেশে চারদিকে সবুজ প্রকৃতির ছায়ার অন্তর্গত৷ আসলে ফাগুনের হাওয়ায় চারদিকে নতুন প্রাণবন্তর সঞ্চার করেছে৷ আর আমরা সবাই জানি যে আমাদের দেশ কৃষিভিত্তিক তাই গ্রামের কৃষকগণ প্রতিনিয়তই ব্যস্ততার সাথে সময় অতিবাহিত করে ৷ এই তো কিছুদিন আগেই হেমন্তের নতুন ধান কাটার মৌসুম তারপরেই শীতের আগমন এমনকি বর্তমানে নতুন ধান চারা রোপণ করার ব্যস্ততা সময় অতিবাহিত করছে ৷ আবার সেই সাথে বিভিন্ন রকম কৃষিভিত্তিক চাষাবাদ যেমন ধরুন আলু ভুট্টা সরিষা ইত্যাদি৷ আরো অন্যান্য শীতের শাকসবজি সব মিলে গ্রামের চারদিকে পরিবেশটা বেশ মনোমুগ্ধ করার প্রাণবন্তর ৷
ঠিক শহরের মানুষের যেমন তাদের ব্যস্ত সময় অতিবাহিত ৷ তেমনি গ্রামের মানুষও তাদের কৃষি ভিত্তিক চাষাবাদ এসব নিয়েই প্রতিনিয়তই ব্যস্ততার জীবন যাপন করছে৷ সবমিলিয়ে জীবন জীবিকার তাগিদের সবাই প্রতিনিয়তই ব্যস্ততার সময় অতিবাহিত ৷ সব মিলিয়ে জীবন যুদ্ধে সবাই প্রতিনিয়তই লড়াই করে যাচ্ছে৷
যাহোক আজকে বিকেল বেলা হঠাৎ করে ঘোরাঘুরি করার মুহূর্তে ইচ্ছে করলো একে গ্রামের পরিবেশের ভিডিওগ্রাফি শেয়ার করা যায় ৷ আর সেই ধারায় বা সেই চিন্তা ধারা থেকেই ভিডিওগ্রাফিটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম ৷
আশা করি আপনাদের কাছে সবার এ গ্রামের পরিবেশের এ গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা রেখে ৷বআমার আজকের এই ভিডিওগ্রাফি সেই সাথে আমার লেখায় গ্রাম বাংলার বর্তমান প্রেক্ষাপট সব মিলিয়ে আপনাদের কাছে ভালো লাগবে এমনটাই চাওয়া পাওয়া রেখে ৷ আজকের ব্লগটি এখানেই শেষ করছি৷
সর্বপরি আশা করছি আপনাদের সবার কাছে ভিডিওগ্রাফি টি ভালোই লাগবে।
আজকে এখানে শেষ করছি আবার হাজির হব নতুন কোন ইউনিক ভিডিওগ্রাফি ব্লগ নিয়ে। এই আশা ব্যক্ত রেখে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
বিবরন
বিষয় | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | Realme c12 |
ভিডিও ক্লিক | @gopiray |
লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্যগুলো যেন আমাদের রক্তে মিশে আছে। আমরা গ্রামবাংলায় বেড়ে ওঠা মানুষ। যার কারণে গ্রামের দৃশ্য গুলো দেখতে যেন মনের ভিতরে আনন্দ লাগে। আপনি গ্রামের এই ফসলের মাঠের দৃশ্যগুলো সুন্দরভাবে ফটোগ্রাফি করে শেয়ার করলেন। দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও শুনে ভালো লাগলো যে আপনিও গ্রামে বড় হয়েছেন ৷আসলে গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতির রুপ সৌন্দর্যে মাঝে হারিযে যেতে ইচ্ছে করে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বোঝা যাচ্ছে আপনি অনেকটাই অসুস্থ তারপরেও দারুণ একটা ভিডিওগ্রাফি নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। গ্রাম বাংলার প্রকৃতি যে কতটা সুন্দর সেটা একমাত্র যারা গ্রামে থেকে উপলব্ধি করতে পেরেছে তারাই বলতে পারবে। একজন শহর অঞ্চলের মানুষ কখনোই বুঝতে পারবে না যে গ্রাম বাংলার প্রকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর এই সৌন্দর্যের মাঝে থাকতেও অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ দারুন একটা ভিডিওগ্রাফি তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এখন বেশ সুস্থ ৷ আপনি ঠিক বলেছেন যে গ্রামের বিষয়ে তারাই উপলদ্ধি করতে পারবে ৷ যাদের শৈশব গ্রামে ৷ অনেক সুন্দর সময় নিয়ে ভিডিও টি দেখার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতির রুপের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভিডিওগ্রাফি মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভালো লাগলো। বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনে ভালো লাগলো যে ভিডিও টি দেখে মুগ্ধ হয়েছেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit