আজকে ব্লগ ফটোগ্রাফি 📸 || (10% beneficiaries to shy-fox 🦊

in hive-129948 •  2 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @gopiray
আজ সোমবার ,০৮/৮/২০২২ইং

IMG_20220808_213022.jpg



নমস্কার -আদাব প্রিয় আমার বাংলা ব্লগের সকল ভাই বোন বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷ আমি ও ঈশ্বরের কৃপায় ভালো আছি ৷ বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম৷ একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে৷ বন্ধুরা আজ সকাল থেকেই প্রচন্ড রোদ আর এমনিতেই শরীর টা খারাপ লাগতেছে ৷ যাই হোক আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করবো৷ সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছি যেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করবো৷ আশা করছি আপনাদের ভালো লাগবে ৷
তো চলুন বন্ধুরা সাতটি ফটোগ্রাফি দেখে আসা যাক!!

ফটোগ্রাফি-০১

Picsart_22-08-08_19-39-09-272.jpg

এটি একটি ফুলের ফটোগ্রাফি ফুলটির নাম হলো কচুরিপানা৷ এ কচুরিপানা ফুলগুলো বেশিরভাগ গ্রামের ডোবা পুকুর ইত্যাদি এসব জায়গায় দেখা যায়৷ কচুরিপানা ফুলটি দেখতে বেশ সুন্দর ফুলটি বেশ বড়৷ এই কুচুরিপানা ফুল গুলো পুকুরের মধ্যে অনেকগুলো ফুটে৷ অর্থাৎ চাক বেধে থাকে ৷ফুলটি আমার বাড়ির পাশের পুকুর থেকে তুলেছি

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি-০২

Picsart_22-08-08_19-31-18-082.jpg

Picsart_22-08-08_19-33-07-493.jpg

এই ফটোগ্রাফি দেখুন যদিও গ্রামের সবাই এবং আমিও এটাকে ব্যাঙের ছাতা বলি ৷ কিন্তু আসলে মাশরুম দিতে বেশ চমৎকার ৷একদম ছাতার মত চারিদিকে ছাতার মত মোড়ানো৷ এই মাশরুম গুলো আবার বড় হয় তখন দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে৷ এগুলো দেখতে এবার অনেক ধরনের কোনো টা সাদা ফিটফিটে আবার কোনো টার রং লালচে হয়৷ আজ বিকেল বেলা সবুজ ঘাসের সাথে ব্যাঙের খাতা দেখতে পেয়ে কাছে গিয়ে ছবি তুলি৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

.
ফটোগ্রাফি-০৩

Picsart_22-08-08_19-41-37-914.jpg

Picsart_22-08-08_19-40-23-878.jpg

এই ফটোগ্রাফি টি দেখুন কমবেশি তো সবারই চেনার কথা৷ কবুতর যাকে আবার পায়রাও বলা হয় ৷গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই পায়রা রয়েছে আর কবুতর কে বলা হয় কি শান্তির খবর৷ অর্থাৎ আদি যুগের রাজা বাদশাগণ চিঠি পৌঁছে দিতো৷ এই কবুতরের মাধ্যমে কোনো সুখের খবর বা দুঃখের খবর সবকিছুই কবুতরের পায়ে বেধে উড়িয়ে দিতো৷ আর কবুতর তার গন্তব্য স্থানে গিয়ে চিঠিটা পৌঁছে দেয়৷ আর সত্যি বলতে আমারও কবুতর অনেক ভালো লাগে৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি -০৪

Picsart_22-08-08_19-37-46-389.jpg

Picsart_22-08-08_19-36-11-357.jpg

এই ফুলটি দেখুন কি চমৎকার দেখতে ৷ ফুলটি দেখতে বেশ বড় লম্বা যদিও ফুলটির নাম ঠিক আমি জানিনা তবে আমার কাছে ফুলটি অনেক ভালো লেগেছে৷ ফুলের গাছটি বেশ বড় হয় তবে শুনেছি এই ফুলটিকে কটব ফুল বলে অনেকে৷ তবে আমি সেরকম ভাবে জানি না এই ফুলটি নাম কি৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

.
ফটোগ্রাফি-০৫

IMG20220526180210_01.jpg

ঘাসের সাথে সূর্য অস্ত যাওয়ার সময় তোলা ফটোগ্রাফি আজ ঠিক সন্ধ্যার মাঝামাঝি সময়ে আকাশের দিকে তাকালে দেখতে পেলাম সূর্যেটা লাল টকটকে ডিমের মতো আকার ধারণ করেছে৷ আমার কাছে দেখতে বেশ চমৎকার লাগছিল ৷আর ঠিক তখনই হাতে থাকা মোবাইল ফোনটি নিয়ে ফটোগ্রাফি করি৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি-০৬

Picsart_22-08-08_19-28-11-660.jpg

এই ছবিটি হাইওয়ে রোডে ধান শুকানোর দৃশ্য৷আসলে বর্তমান আকাশ শুধু বৃষ্টি আর বৃষ্টি আর একটু আকাশটা ভালো করলে ৷সাধারন মানুষ রোডে ধান নিয়ে আসে শুকানোর জন্য ৷আজ বিকেল বাজার যাওয়ার সময় তোলা ছবি ৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি-০৭

Picsart_22-08-08_20-55-00-915.jpg

এই ফুলটিও বেশ সুন্দর দেখতে লাল রঙ আকার ঠিক তারার মতো দেখতে ৷এই ফুলটির নাম ঠিক জানি না ৷তবে আমার কাছে অনেক ভালো লেগেছে ফুলটি ৷কয়েকদিন আগে নার্সারি হতে তুলেছি ৷

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

তো বন্ধুরা আজকের আমার ব্লগ এতো টুকুই৷ আজকে আমি আমার তুলা সাধারন কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ আশা করবো আপনাদের সবাইরে ভালো লাগবে ৷আর আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে ৷তাই যে জিনিস টাই ভালো লাগে সেটাই ক্যামরা বন্দি করে থাকি ৷যদিও আমার কোনো ক্যামরা নাই তবুও আমার মোবাইল ফোন দিয়েই ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷

আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ৷আবারও হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে ৷

পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷

@gopiray

"ফটোগ্রাফি বিবরন"

মোবাইলফটোগ্রাফি
ডিভাইসrealme C12
ছবি লোকেশনhttps://w3w.co/
তারিখ০৮/০ ৮/ ২০২২ইং
ফটোগ্রাফার@gopiray

অসংখ্য ধন্যবাদ

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddYh7tBg4fkniwUSfKT1ArcGEHuGc2zGMQRehBhHakDqGjooTKUyaGevyKytij...vUvYJXyYtQGeKnLsMJ1fNzRivCgcRL6daj2KcTL5uBii2dmPp45U9JxS7PzBZtZNy6bWcJpZTvJBoj2VVWF3yNMaq89Tit49G9LP71CY32SPdoXdvRtAVpWDzN (1).png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...adsuTwBF9wksHjMjvs27NiDLYuhT8yfGKyrKRhGEvXGAhpNKzgbZrCWjoidCDcFRekPKDNe1rZVh3tzMJi9EngMN8upiWcXBdi2KXtq9QRJ4doNmLzxzyZ7MJD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলা তো অনেক সুন্দর হয়েছে।
তবে কবুতর গুলোকে বন্দী দেখে একটু খারাপ লাগলো😢

আসলে ভাইয়া নতুন কবুতর বাড়িতে আনছি তাই

সাতটি ফটোগ্রাফি নিয়ে আপনি চমৎকার একটি অ্যালবাম তৈরি করেছেন ভাইয়া। প্রতিটি ছবি দেখতে দারুন লাগছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ আপু খুব যত্নের সঙ্গে মন্তব্য করার জন্য

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা তবে যদি বেষ্ট ফটোগ্রাফির কথা বলি তাহলে সবুজ উদ্ভিদের মাঝে ফুলগুলোর ছবি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

ধন্যবাদ আপু

অসাধারণ কিছু ছবি ফটোগ্রাফি করেছেন। সবগুলো ছবি দারুন হয়েছে। ঘাসের সাথে সূর্য অস্ত যাওয়ার সময় তোলা ছবিটি চমৎকার হয়েছে।আর ফুলের ছবি গুলো তো আমার কাছে ভিশন ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য।

আপনার কাছে ছবি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ধন্যবাদ ভাই

আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর করে ক্যাপচার করেছেন। সাথে খুব সুন্দর উপস্থাপনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোকগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু আপনি খুব চমৎকার ভাবে মন্তব্য করেছেন

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটির ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। এছাড়াও অন্যান্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু

আজকের ফটোগ্রাফিতে বেশ অনেকগুলো ছবি ছিল কচুরিপানা ব্যাঙের ছাতা কিংবা সেই পড়ন্ত বিকেল সব গুলো ছবি ছিল মনমুগ্ধকর, শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই সুন্দর উৎসাহিত মন্তব্য করার জন্য

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ছবি খুব দারুণভাবে আপনি তুলেছেন।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর উৎসাহিত মন্তব্য করার জন্য

প্রতিটি ফটোগ্রাফ ছিলো দেখার মতো। আপনার ফটোগ্রাফির হাত অনেক পাকা। আমার কাছে বেশি ভালো লাগলো কবুতরের ছবিটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে শেষ বিকেলের সূর্যাস্তের ছবি অসাধারণ ছিল। এছাড়া ফুলের ছবিটিও ভালো ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ উৎসাহিত মন্তব্য করার জন্য

আমি বলব গাছের পেছন থেকে যে সূর্যাস্তের ফটোগ্রাফিটা করা হয়েছে তা জাস্ট অসাধারণ হয়েছে। আর মাশরুমকে আমরা ব্যাঙের ছাতা বলে থাকি। কচুরিপানার ফটোগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপু

আসলে আপনি আজকে আমাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে কচুরিপানার ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব ভালো লাগলো আমার। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই আপনার অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু ধন্যবাদ

সবুজ প্রকৃতি দেখতে সবসময় খুব ভালো লাগে। আর আমার অনেক পছন্দের। আজকে আপনি দারুন সবুজ প্রকৃতির কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই দেখার মতো ছিলো। যে কবুতরের ফটোগ্রাফি করেছিলেন সেটাও কিন্তু দেখতে সত্যিই ভালো লেগেছে

ধন্যবাদ বড় ভাই

আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি পোস্ট করেছেন দেখে বোঝা যাচ্ছে। সব থেকে ফুলের ফটোগ্রাফি গুলো আমার বেশি ভালো লেগেছে কারণ ফুল হচ্ছে পবিত্র জিনিস ভালোবাসার প্রতীক ফুলকে বলা হয়। এত সুন্দর ভাবে আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে পোস্ট করার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করি।

ধন্যবাদ জানাই আপনি খুব সুন্দর করে মন্তব্য করার জন্য