✴২৬শে মার্চ উপলক্ষে একটি পার্কে বেড়াতে গিয়ে কিছু আলোকচিত্র ও অভিজ্ঞতা✴ ||(10% beneficiaries to shy-fox 🦊 ||or 5% abb-school)||

in hive-129948 •  3 years ago  (edited)

আমার বাংলা ব্লগ

২৬ শে মার্চ উপলক্ষে একটি পার্কে বেড়াতে গিয়ে কিছু আলোকচিত্র ও অনুভুতি

IMG20220326214527_01.jpg

https://w3w.co/

হ্যালো

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷ বন্ধুরা আজকে আমি আপনাদের আবারও একটি নতুন পোষ্ট নিয়ে হাজির হয়েছি ৷ আশা করছি আপনাদের ভালো লাগবে ৷

গতকাল ২৬শে মার্চ আমি হুট করে একটি পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেই৷সন্ধা ঠিক সাত টায় আমি রওনা দেই ৷পার্কটি আমার বাড়ি থেকে অনেক অনেকটা দুরে পার্কটি বোদা উপজেলায় বোদা শহরে অবস্থিত৷৷সেখানে গিয়ে আমি সত্যি মুগ্ধ হয়েছি ৷তা বলে বোঝাতে পারব না৷পার্কটিতে ঢুকুতেই তার পাশে একটি বড় ভবন ভবনটি যে লাল সবুজ বাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছে সত্যি বলতে অসাধারণ
Picsart_22-03-26_23-46-39-407.jpg

https://w3w.co/

পার্কের চারদিকে শুধু লাইট আর লাইটিংকে ভরপুর ৷২৬ শে মার্চ উপলক্ষে পার্কটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি সুন্দর করে আর্ট করে রেখেছে ৷তার আরেকটু পাশে একটি শহীদ মিনার যেখানে সকালে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা বা বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে ৷ এবং ছোট ছোট গাছ গুলোতে লাইট বাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছে

নিচে ছবি গুলো দেওয়া হলো

IMG20220326214221_01.jpg

IMG20220326215308_01.jpg

IMG20220326215326_01.jpg

IMG20220326215245.jpg

IMG20220326214202_01.jpg
IMG20220326214158_01.jpg

পার্কের ভিতরে পুকুর পুকুরে চারপাশ দিয়ে রাস্তা বানিয়েছে ও সাদা লাল সবুজ নানান রঙের ল্যাম্পপোস্ট বাতি দিয়ে পুকুরে চারপাশ ঘেরা৷ আর ল্যাম্পপোস্টের বাতি গুলো পুকুরে পানিতে টলমল করে৷ দেখে মনে হয় নিচে আরকটা নতুন পার্ক৷
সত্যি বলতে কি ভালো লেগেছে তা আমি আপনাদের মাঝে বলে বোঝাতে পারব না

পার্কের চারদিকে কিছু ফটোগ্রাফি

Picsart_22-03-27_15-45-28-485.jpg

Picsart_22-03-27_15-44-36-262.jpg

IMG20220326214743.jpg

IMG20220326214556.jpg

IMG20220326214534_01.jpg

IMG20220326214531_01.jpg

IMG20220326214521_01.jpg

IMG20220326214321.jpg
তো প্রিয় বন্ধুরা এই ছিলো ২৬শে মার্চ উপলক্ষে বোদা উপজেলায় ঘুড়তে যাওযার কিছু অনুভুতি ৷সত্যি বলতে আমার কাছে পার্কটির সবকিছু অনেক সুন্দর লেগেছে ৷তাই আজ আপনাদের মাঝে উপস্থাপন করলাম ৷ জানি না আপনাদের কতটুক ভালো লাগবে

  • আজকের পোষ্ট এই পযন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ও নিরাপদে চলুন ৷

ফটোগ্রাফির বিবরন

মোবাইলফটোগ্রাফি
ডিভাইসrealme C12
ছবি লোকেশনhttps://w3w.co/
তারিখ২৭শেমার্চ ২০২২
ছবি ক্লিক@gopiray

সবাইকে ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

চারদিকে আলোক সজ্জার এই সুন্দর পরিবেশে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আপনারা আলোকচিত্র চিত্র গুলো খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব চমৎকারভাবে ঘুরাঘুরির অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এত অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য শুভকামনা রইল আপনারাও জন্য

বাহ 26 শে মার্চ উপলক্ষে পার্ক টিকে খুব সুন্দর আলোকসজ্জায় সাজিয়েছে দেখে অনেক ভালো। এবং আপনার উপস্থাপনা ও খুব সুন্দর সাবলীল ছিল। ভালোবাসা রইলো আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য

ভাই তো দারুণ দারুণ ছবি তুলেন। প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে। নিখুঁত ভাবে ছবি গুলো তুলেছেন। খুব ভালো লাগলো আপনার তোলা প্রতিটা ছবি দেখে। পাক্কা হাতের কাজ একদম। ধন্যবাদ এতো সুন্দর কিছু ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো।

ছবি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

আপনি 26 শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পার্কে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। তাছাড়াও আপনার পার্কে ঘোরাঘুরি অভিজ্ঞতা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরলেন। আমার কাছে অনেক ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আপনি 26 মার্চ উপলক্ষে পার্কে সুন্দর সময় কাটিয়েছেন এবং রাতের পরিবেশে পার্কের ফটোগ্রাফির গুলো বেশ দারুন লাগছে ।শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই

ভাইয়া সর্বপ্রথম বলবো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনি স্বাধীনতা দিবসে একটি পার্কে গিয়ে অনেক মজা করেছেন দেখে বোঝা যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছেন আপনি ওখানে গিয়ে। সত্যি ছবিগুলো খুবই ইউনিক ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই ছবিগুলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

অসংখ্য ধন্যবাদ আপু আপনারাও জন্য শুভকামনা রইল

দেখেই বোঝা যাচ্ছে 26 শে মার্চ উপলক্ষে পার্কের মধ্যে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন রাতের বেলায়। রাতের বেলায় এরকম পার্ক ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে, আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি ও আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য

আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দাদা।এই দিন সকল বাঙালির গর্বের ও আনন্দের দিন।আশা করি আপনার ভ্রমন ভালোই হয়েছে।ধন্যবাদ দাদা।

হুম দিদি
অসংখ্য ধন্যবাদ দিদি