আমার গ্রামের ধারনকৃত সাধারণ কিছু ফটোগ্রাফি|| [10% @shy-fox beneficiaries]

in hive-129948 •  3 years ago 

আমার বাংলা ব্লগ


বাংলাদেশ 🇧🇩

আজ ২১শে মাঘ১৪২৮৪ ফ্রেব্রুয়ারি ২০২২

হ্যালো,

আমার বাংলা ব্লগের এপার ওপার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করছি ভালোই আছেন ৷আমি ও ঈশ্বরের কৃপায় ভালো আছি ৷
জানি না আজ কথায় কথায় বৃষ্টি হচ্ছে ৷ তবে বাংলাদেশের প্রায় জায়গায় বৃষ্টি পড়তেছে ৷
মাঘ মাসে বৃষ্টি বিষয়টা একটু অন্যরকম ৷
তো বন্ধুরা বৃষ্টিতে ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছিলো না ৷ তাই আমার বাংলা ব্লগে চলে এলাম৷
আজকে আমি আবারও কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ৷ আর যে ফটোগ্রাফি গুলো আপানাদের কাছে শেয়ার করব আমার গ্রামের সাধারণ কিছু ফটোগ্রাফি ৷আসলে আমার গ্রামেই শৈশব কিশোর গ্রামেই কেটেছে৷ গ্রামের মাট ঘাট প্রতিটি জায়গা যেনো প্রান৷.আমার গ্রাম কে আমি অনেক ভালোবাসি ৷ ভালোবাসি গ্রামের সকল মানুষ কে ৷যারা একে অন্যের বিপদে এগিয়ে আসে৷
নেই কোনো ভেদাভেদ হিন্দু মুসলিম সকল একে অপরের সুখ দুঃখ এবং কি সবসময় পাশে থাকে

তো বন্ধরা আজকে আমি যে ফটোগ্রাফি গুলো নিয়ে হাজির হয়েছি ও আপনাদের মাঝে উপস্থাপন করব ৷আশা করি আপনাদের ভালো লাগবে ৷




ফটোগ্রাফি০১

IMG_20220202_180928-01.jpeg

মই দেওয়ার সময় ছবিটি তে দেখা যাচ্ছে একজন টানছে আর আরেকজন কোনোকিছু একটা দিয়ে ধরেছে৷ যাতে জমিটা সমতল বা সমান হয়৷ অথাৎ জমিতে চারা রপন করার আগে সমতল করছে৷যাতে পানিটা সমান ভাবে থাকে ৷
ছবিটি গতকালকে তুলেছিলাম ৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি০২

PicsArt_02-02-06.18.06.jpg

এই ছবিটি তে দেখা যাচ্ছে এক কৃষক কোদাল দিয়ে জমিতে আলের কাঁদা গুলো টেনে দিচ্ছে৷ গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে ৷ এই ছবিটিও গতকাল তুলেছি ৷
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি০৩

IMG20210808161406_00-01.jpeg

ছবিতে দেখা যাচ্ছে চারজন ছেলে সিপ দিয়ে নদীতে মাছ ধরতেছে৷ তার মধ্যে একজন মক নিয়ে আসে৷ গ্রামের শৈশব জীবনটা সত্যিই অনেক আনন্দের ৷
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি০৪

PicsArt_02-04-12.34.51.jpg

ছবিতে দেখা যাচ্ছে দুটি কুকুর একটি লাল আরেকটি কালো ৷গ্রামের কুকুর এগুলো ৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি০৫

PicsArt_02-04-01.05.25.jpg

ফটোগ্রাফি০৬

PicsArt_02-04-12.36.40.jpg

এটি আমাদের গ্রামের কাচা রাস্তা
রাস্তার দুই ধারে বাঁশের ঝাড় এবং একটি মহিলা রাস্তার ধারে বাঁশের খড়-কুটো কুড়াচ্ছে৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ফটোগ্রাফি০৭

IMG20210819175244-01.jpeg

ছবিতে দেখা যাচ্ছে নৌকা করে পারাপার হচ্ছে ৷গ্রামের সবচেয়ে চলার পথ নৌপথ কারন অনেক জায়গা আছে চলার কোনো পথ নেই ৷নদীপথ দিয়ে চলাচল করে ৷এই ছবিটি কয়েকদিন আগে তুলেছিলাম ৷

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

তো এই ছিলো আজকের ফটোগ্রাফি আমার গ্রামের ধারনকৃত ছবি ৷জানি না ছবিগুলো আপনাদের কেমন লাগবে ৷আসলে আমার কোনো ক্যামরা নাই আমার মুঠোফোনে তুলেছি ৷আশা করছি আপনাদের ভালো লাগবে ৷
আজ এই পযন্ত আবার কোনো একদিন নতুন কোনো ফটোগ্রাফি নিয়ে হাজির হবো ৷

আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

মোবাইলফটোগ্রাফি
ডিভাইসRealme 12
ক্যামরা8 megapixel
লোকেশনhttps://w3w.co/
তারিখ৪ ফ্রেব্রুয়ারি২০২২
ছবি ক্লিক@gopiray28

সবাইকে ধন্যবাদ

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztxNkWZNBCTxqF3xwXUTQenK21xtRxARWS4hidigrrHE6jjq1gq94KEHMLQ2riCuWNkFCb8gNA1HabmLA.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রাম বাংলার অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই।খুব ভালো লাগলো প্রতিটি ছবি।বিশেষ করে জমিতে নাংগল দিয়ে মাটি গুল সমান করার চিত্রটি।বাকি সব গুলাও ভালো ছিল।শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ৷ নাংগল নয় মোই বলে

আপনার ধারণকৃত গ্রামের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনি গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন আমাদের মাঝে তুলে ধরেছেন। কৃষক তার জমিতে ফসল ফলানো নদী শিশুদের ও প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

  • অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার প্রত্যেকটি ছবি। বিশেষ করে প্রথম ছবিটা দেখে খুব কষ্ট লেগেছে। দুজন বৃদ্ধ লোক কিভাবে কাজ করতেসে দেখে আসলে অনেক খারাপ লেগেছে। কিন্তু আপনার তোলা প্রত্যেকটি ছবি খুব দক্ষতার সহিত তুলেছেন।

আপনার গ্রামের অসাধারন কিছু আলোকচিত্র আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে বাচ্চাদের মাছ ধরার দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেল এরকমভাবে আমিও বড়শি দিয়ে পুকুরে মাছ ধরেছি ।।শুভেচ্ছা রইল আপনার জন্য

ওয়াও কি দারুন দারুন ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আমার কাছে তো আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগলো। প্রথম দিকের ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো আমার। মানুষ অনেক কষ্ট করে জীবন যাপন করে। অনেক পরিশ্রম করে কাজ করলে সফলতা পাওয়া যায় একদিন না একদিন। আপনার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

আপনি খুব সুন্দর করে গ্ৰামণী দৃশ্যপট আলোচিত মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে।বিশেষ করে কৃষকের কাজ করা এবং নৌকা ভ্রমণ দৃশ্যটি খুবই অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ মন্তব্য করার জন্য

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন। আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

মাত্র ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা দিয়ে দারুন সব ছবি ধারণ করেছেন আপনি। 5 এবং 6 নং ছবিতে যে মেঠো পথ দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম বাংলাদেশ থেকে এগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। প্রতিটি ছবি আমার কাছে খুবই ভালো লাগলো। গ্রামীন পরিবেশের একেবারে বাস্তব ছবি তুলে নিয়েছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য