আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৫ || 🍹নিজ হাতে তৈরি লেবু ও কমলা দিয়ে শরবত 🍹 🍹|(10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school)|

in hive-129948 •  3 years ago 

নিজ হাতে বানানো শরবত

Picsart_22-04-14_09-44-35-615.jpg

হ্যালো

প্রথমে ধন্যবাদ জানাই আমার বাংলা কমিউনিটিকে এতো সুন্দর প্রতিযোগিতা দেওয়ার ও আরো জানাই বাংলা পহেলা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ৷আমি নিজেকে ধন্য মনে করতেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে৷ বর্তমান সময় প্রচন্ড গরমের দিন আর এই গরমে শান্তি ও ক্লান্তি দূর করার জন্য শরবত আমাদের অনেক প্রশান্তি দেয়৷ বর্তমান সময়ে দিনগুলো রোদে ভরপুর সূর্যটা যেন মাথার উপর বসেছে এমন যেন মনে হয় ৷ আর গরমে মানুষ তার ক্লান্তি দুর করার জন্য শরবত তৈরি করে খেয়ে থাকে ৷

আজ পহেলা বৈশাখের ১তারিখ ও ১৪ই এপ্রিল ২০২২ ইংরেজি

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ৷একটি নতুন ব্লগ নিয়ে আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ১৫|| আমার নিজ হাতে বানানো লেবু কমলা দিয়ে শরবত জানিনা আপনাদের কতটা ভালো লাগবে তবে আশা করছি আমার নিজ হাতে বানানো শরবত টা ভালোই লাগবে৷

তাহলে চলুন দেখা যাক আজকের বানানো শরবত বানানোর ধাপ গুলো :

Picsart_22-04-14_09-54-42-133.jpg

প্রথমে উপকরন গুলো

লেবু২ টি
কমলা১ টি
পানিপরিমাণ মতো
গ্লাশ২টি
চামচ১টি
চিনিপরিমান মতো
লবনপরিমান মতো

ধাপ-০১

Picsart_22-04-14_09-55-58-745.jpg

Picsart_22-04-14_09-57-23-858.jpgPicsart_22-04-14_09-53-37-416.jpg

প্রথমে লেবু দুটি ও কমলা একটি ভালো করে নিয়ে ছুরি বা অন্য কোনো দিয়ে চেছিয়ে নিব ৷ এর পর ছুরি দিয়ে কেটে কেটে রাখবো৷

ধাপ-০২

Picsart_22-04-14_09-51-05-972.jpg

এবার দুটি গ্লাস ভালো ভাবে পরিষ্কার করে নিয়ে বিশুদ্ধ পানি দুই গ্লাসে পরিমান মতো নিলাম ৷

ধাপ-০৩

Picsart_22-04-14_09-48-54-618.jpgPicsart_22-04-14_09-49-57-278.jpg

এরপর দুটি গ্লাসে পরিমান মতো পানি নেওয়ার পর দুটি গ্লাসে কাটা লেবু ও কমলা গুলো হাত দিয়ে চিপে চিপে রস টা নিয়ে গ্লাসে দিলাম

ধাপ-০৪

Picsart_22-04-14_09-47-16-549.jpg

লেবু কমলার রস দেওয়ার পর দুই গ্লাসে পরিমান মতো চামচ দিয়ে লবন ও চিনি দিলাম ৷

ধাপ-০৫

Picsart_22-04-14_09-58-31-011.jpgIMG20220414093700_01.jpg

লেবু কমলা রস চিনি লবন সবকিছু দেওয়ার পর এবার চামচ দিয়ে ভালো ভাবে নারিয়ে নিলাম যাতে সবকিছু মিশ্রন হয় ৷ও চামচ দিয়ে লেবু ও কমলার ছাল গুলো উঠিয়ে নিলাম ৷ব্যাস তৈরি হয়ে গেল আমার বানানো শরবত

Picsart_22-04-14_09-44-35-615.jpg

তো বন্ধুরা এই ছিল আজকের আমার নিজ হাতে বানানো শরবত৷আর আমি অনেক আনন্দিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ৷ আশা করি

বানানো শরবতটা আপনাদের ভালো লাগবে৷

আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷

পোস্টটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য

অসংখ্য ধন্যবাদ

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G (1).png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আপনার নিজের হাতে অনেক মজাদার শরবত তৈরি করেছেন ভাইয়া। আপনারা শরবত দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফলের জুস আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপু অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য আর আপনার ও জন্য শুভকামনা

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে জানাই আমার পক্ষ থেকে স্বাগতম। লেবুর শরবত আমার খুবই প্রিয়। বিশেষ করে গরমের দিনে লেবু এবং চিনি দিয়ে তৈরি শরবত যেমন উপকারী তেমনি সুস্বাদু। ধন্যবাদ শেয়ার করার জন্য

অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে জানাই অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। লেবু এবং কমলা দিয়ে আপনি অনেক সুন্দর শরবত তৈরি করেছেন যা দেখে আমার লোভ পেয়ে গেছে। লেবুর শরবত আমার খুবই প্রিয়। আমরা প্রতিদিন ইফতারের সময় লেবুর শরবত তৈরি করে থাকি। কিন্তু কখনো কমলা ব্যবহার করা হয় না। একদিন কমলা ব্যবহার করে দেখবো খেতে কেমন হয়। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

হুম আপু একদিন কমলা দিয়ে শরবত তৈরি করে দেখতে পারেন ৷ভালোই লাগবে ৷আর অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

লুবু ও কমলা দিয়ে শরবত তৈরি করা যায় এটাই জানতাম না। আপনি আজ তা করে দেখিয়েছেন। নিশ্চয়ই অনেক মজা হয়েছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি শরবত বানিয়ে শেয়ার করার জন্য

আপু আপনাকেও অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য ৷

আপনার নিজ হাতে তৈরি কমলা ও লেবুর শরবত দেখতে খুবই লোভনীয় লাগছে।। আপনি পুরো শরবত তৈরির প্রক্রিয়া টা সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন।।
শুভকামনা রইল আপনার জন্য।।

ধন্যবাদ ভাইয়া

খুব সহজে ঝটপট লেবু আর কমলা দিয়ে জুস তৈরি করেছেন। তবে কমলালেবু আর লেবুর শরবত আমাদের শরীরের জন্য বেশ উপকারী। লোভনীয় শরবত বা জুস এর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

নিজ হাতে তৈরি লেবু কমলা দিয়ে শরবত অনেক সুন্দর হয়েছে। যেটা এই রমজান মাসে সবাই খেতে পছন্দ করে। দেহকে ঠাণ্ডা করে ফেলে সুন্দর উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে আমি যেনে খুসি হলাম।আপনার জন্য সুভকামনা রইল।লেবুর শরবত খেতে অনেক ভালো লাগে।আর এই গরম এর সময় লেবুর শরবত প্রায় খাওয়া হচ্ছে।আপনি অনেক সুন্দর ভাবে শরবতটি তৈরি করেছেন।আপনেকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে শরবত তৈরি করে আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

দুই রকম লেবুর শরবত ,দারুণ হয়েছে দাদা।খুবই মজার ছিল।আসলে গরমে যেকোনো শরবত খেতে খুবই ভালো লাগে, ধন্যবাদ দাদা।

অনেক ধন্যবাদ দিদি মন্তব্য করার জন্য

ভাইয়া,নিজ হাতে তৈরি করে দেখালেন লেবু ও কমলা দিয়ে শরবত। আসলে নিজের হাতে কোন কিছু তৈরি করে খেলে তার তৃপ্তি অন্যরকম হয়ে থাকে। আপনার হাতের লেবু ও কমলা দিয়ে শরবত তৈরির পদ্ধতি দেখে নিলাম। বেশ ভালই লেগেছে। শরবত খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে শরবত তৈরির প্রক্রিয়া তুলে ধরার জন্য ধন্যবাদ।

লেবু ও কমলা দিয়ে অসাধারণ একটি জুসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের জুস গুলো অনেক খেতে সুস্বাদু হয়ে থাকে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি জুসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

লেবু এবং কমলা একত্রিত করে খুবই সুন্দর একটা শরবত তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। গরমের দিনে প্রশান্তি দেবার জন্য আপনার তৈরি করা এই শরবত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি লেবু ও কমলা দিয়ে শরবতটি অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।