✴সরিষা ফুলের গল্প✴||১৭ জানুয়ারি ২০২২||(10% beneficiaries for @shy-fox)

in hive-129948 •  3 years ago  (edited)

❤স্বাগতম❤

আমার বাংলা ব্লগ

IMG20220115165609_01-01.jpeg

হ্যালো

আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের জানাই সন্ধা বেলার শুভেচ্ছা ৷
আশা করছি আপনার সবাই ভালো আছেন?
আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি ৷
আমি @gopiray28 বাংলাদেশ থেকে ৷আমি একজন আমার বাংলা ব্লগের নতুন সদস্য ৷
গত কয়েকদিন ধরে খুব ব্যাস্ত আছি ৷আজ একটু বাড়িতেই বসে আছি৷ সকালে অনেক ঠান্ডা তাই একটু দেরিতে ঘুম থেকে উঠে খাওয়া করলাম ৷ তারপর একটু রোদ উঠার পর বাইরে গেলাম ৷আমার বাড়ির উত্তর পাশে নদীর ধারে সরিষা ফুল গুলো অনেক সুন্দর লাগলো ৷ কয়েকদিন আগেই ফুল ফুটে নি ৷ আজ বের হতেই দেখালাম অনেক সুন্দর ৷ সেখানে গিয়ে কয়েকটা ছবি তুললাম৷ আমার ক্যামরা নাই মোবাইল ফোন দিয়ে তুলেছি৷
আশা করছি আপনাদের ভালো-ই লাগবে ৷

চলুন শুরু করি

PicsArt_01-16-07.15.19-01.jpeg

PicsArt_01-16-07.13.30.jpg

যতদুর চোখ যায় চারদিকে শুধু হলুদ আর হলুদ
মাঘের রোদ মাখা ও শীত আর সরিষা ফুল যেন একে অন্যের পরিপরুক ৷
ঝলমলে রোদে ফুল গুলো এক অন্য অনুভুতি ৷
ভ্রমর ছুটে বেড়ায় এখানে থেকে সেখানে৷ মোমাছি আনাগোনা মধু আহরনের দৃশ্য বড়ই চমৎকার ৷


PicsArt_01-16-06.58.32-01.jpeg

PicsArt_01-16-06.57.10-01.jpeg
মধু আহরনে ব্যস্ত মৌমাছি


দেখে মনে পড়ে গেলো ছোট্ট বেলার কবিতা

মৌমাছি,মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাড়াও না একবার ভাই
ওই ফুল ফুটে বোনে৷যাই মধু আহরনে
দাড়াবার সময় তো নাই

PicsArt_01-16-07.24.58-01.jpeg


মোবাইলফটোগ্রাফি
ডিভাইসRealme 12
ক্যামরা8 megapixel
লোকেশনbangladesh
তারিখ১৭জানুয়ারি ২০২২
ছবি ক্লিক@gopiray28

পরিশেষে বলবো ছবিগুলো কেমন হয়েছে মন্তব্য করে বলবেন ৷

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সরিষা ফুলের ছবি দেখে মনে হচ্ছে,আপনাদের বাড়ির পাশের নদীর ধার, ভরে উঠেছে হলুদের সমারোহে।সত্যিই গ্রামীন, এমন পরিবেশ খুবই উপভোগ্য।সেই সাথে মধু আহরনে যাওয়া মৌমাছির দৃশ্য, এটিকে আরো প্রানবন্ত করে তুলছে।ধন্যবাদ, চমৎকারভাবে এমন একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ৷

শুভকামনা ও ভালবাসা রইলো আপনার জন্য।

ক্লাসের এর মাধ্যমে ১০% বেনিফিশিয়ারি কিভাবে দিতে হয় পোস্টে এবং মার্ক ডাউন এর কাজ শিখে নিবেন।

হুম আপু আগামী ক্লাসে শিখে নিব ধন্যবাদ

অসাধারণ সরিষা ফুলের কিছু ফটোগ্রাফি করেছেন। এর সাথে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

  ·  3 years ago (edited)

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য
আপনারও জন্য শুভ কামনা রইল