||আজকের ফটোগ্রাফি|| ✴১০%বেনিফিশিয়ারী shy-fox এর জন্য✴

in hive-129948 •  3 years ago  (edited)

আমার বাংলা ব্লগ

ফুলের ফটোগ্রাফি

বাংলাদেশ🇧🇩

হ্যালো,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷আমিও ইশ্বরের কৃপায় ভালোই আছি

আজ ফাল্গুন মাসের ২৫ তারিখ রোজ বৃহস্পতিবার ৷আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ৷যেহেতু এখন বসন্তকাল আর এই বসন্তকালে অনেক রকমের ফুল ফুটে৷অনেক ফুল ফুটে নাম জানা না জানা অনেক ফুল যেগুলোর নাম আমরা সবাই জানি না৷তো বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আজকের বসন্তের কিছু ফুলের ফটোগ্রাফি ৷আর আশা করছি আপনাদের ভালো লাগবে ৷



ছবি

IMG20220303171353_01-01.jpeg

IMG20220303171335_01.jpg

IMG20220303171343_01.jpg

ফুলটি কমবেশি অনেকে জানে বা চিনে ৷গেন্দা ফুল দেখতে অনেক সুন্দর রঙ হলুদ৷ ফুলটি আমি গতকাল এক নার্সারী থেকে তুলেছি ৷আশা করছি আপনাদের ভালো লাগবে

ছবি

IMG20220306080055_01-01-01.jpeg

IMG20220306080114_01-02.jpeg

IMG20220306080108_01-02.jpeg

ছোট্ট জাতীয় ফুল ফুলটির নাম টগর ফুল দেখতে সাদা রঙের ফুলটি৷ এই ফুলটি গ্রামের আশে পাশে এই টগর ফুল ফুটে ৷ফুলটি আমার বাড়ির ফুল

ছবি

IMG20220306155531-01.jpeg

IMG20220306155541-01.jpeg

ফুলটির নাম ঠিক জানা নেই তবে ফুলটি দেখতে বেশ বড় বলতে গেলে সূর্যমুখী ফুলের মতো দেখতে ৷ফুলটি আজ বিকেল বেলা এক নার্সারী থেকে তুলেছি ৷আশা করছি আপনাদের ভালো লাগবে

ছবি

IMG20220223174707_01-01.jpeg

IMG20220223174713_01-01.jpeg

মিষ্টি কুমড়ার ফুল এটি মূলুত উদ্ভিদ জাতীয় ফুল ৷ এই ফুলটি ফুটে ফল দেওয়ার আগে ৷দেখতে ফুলটি বেশ সুন্দর দেখতে অনেক টা হলুদ রঙের মতো ৷আজ বিকেল বেলা নদীর বালুচরে এই মিষ্টি কুমড়ার ফুলটি তুলেছি

ছবি

IMG20220306155607-01.jpeg

IMG20220306155614.jpg

এই ফুলটির নাম আমার জানা নেই ৷তবে ফুলটি অসাধারণ দেখতে তা বলার অপেক্ষা রাখে না ৷ফুলটির চারটি পাতা আর এই চারটি ভিন্ন রঙের অনেক সুন্দর একটি ফুল


তো বন্ধরা এই ছিলো আজকের আমার তুলা ফটোগ্রাফি ৷ প্রত্যেকটা ছবি বা ফটোগ্রাফি আমার মোবাইল ফোন দিয়ে তুলেছি ৷জানি না আপনাদের কতটা ভালো লাগবে ৷তবে আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে ৷ আর আজ সারাদিন ঘুরে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম ৷ আশা করছি আপনাদের ভালোই লাগবে৷ ফটোগ্রাফি কি রকম লেগেছে মন্তব্য করে বলবেন ৷

ফটোগ্রাফির বিবরণ

মোবাইলফটোগ্রাফি
ডিভাইসRealme 12
ক্যামরা8 megapixel
লোকেশনhttps://w3w.co/
তারিখ১০ই মার্চ ২০২২
ছবি ক্লিক@gopiray28

সবাইকে অসংখ্য ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলো সত্যি অনেক চমৎকার ছিল। তবে ফুল গুলোর নাম জানতে পারলে আরো ভালো লাগতো। যদিও বা আমারও জানা নেই ফুল গুলোর নাম তবে দেখতে অনেক সুন্দর লাগছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ মন্তব্য করার জন্য

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ছিল, তবে একটা কথা বলব সেটি হচ্ছে, ফটোগুলো যদি আপনি এডিটিং করে আরেকটু সেচুরেশন বাড়িয়ে দিতেন।তাহলে ফটোগ্রাফি গুলো দেখতে আরোও আকর্ষণীয় হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।

ধন্যবাদ ভাই এতো সুন্দর করে মন্তব্য করার জন্য

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি করতে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে। আমিও মাঝে মাঝে ফটোগ্রাফি করে থাকি শখের বশে। ধন্যবাদ আপনাকে এরকম একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

ফুলের ফটোগ্রাফি দেখলে কখনো এড়িয়ে যেতে মন চায় না। ফুলের ফটোগ্রফি দেখলে এমনি মন ভালো হয়ে যায়
অনেক সুন্দর হয়েছে আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর করে করেছেন। ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই আপনার ও জন্য শুভকামনা

আসলে আপনি বলছেন সূর্যমুখী ফুলের মতো হচ্ছে ডালিয়া ফুল। আমাদের সকলেরই প্রিয়। আসলে আপনি গাধা ফুল দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন এবং টগর ফুল সাদা অসাধারণ লাগছে এবং প্রতিটি ফুলের সাথে সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন এবং আপনার ফটোগ্রাফি করার দক্ষতা বেশ ভালো। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ফুলটির নাম টি বলার জন্য আর অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

বসন্ত মানেই চারদিকের ফুলের সমারোহ ।আপনি বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।
শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে। ফুলের ফটোগ্রাফি দেখতে আসলে অনেক ভালো লাগে। আপনি সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে কুমড়ো ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর। যখন সবুজ কাছে এরকম হলুদ ফুল ফুটে থাকে দেখতে দারুন লাগে অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

ফুল আমার অনেক পছন্দের সেটা যে ফুলে হয়ে থাকুক না কেন। আপনি আজ অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তিন নাম্বার ফুলের ফটোগ্রাফি গুলো এবং আপনি ফুল সম্পর্কে খুবই সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার তিন নাম্বার ফুলটি ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ধন্যবাদ মন্তব্য করার জন্য

অসাধারন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার মাধ্যমে ভাই। অসাধারন ছবি তুলেন আপনি। খুব ভালো হয় আপনার তোলা ছবি গুলো। আপনার ছবি গুলায় পর্যাপ্ত ডিটেইলস থাকায় বেশি ভালো হয়। এভাবেই এগিয়ে যান ভাই। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

ধন্যবাদ মন্তব্য করার জন্য

আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো ঋএমনিতেই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে ।বসন্তের মুহূর্তে বিভিন্ন ধরনের ফুলের সমাহার ঘটে। আপনি ফুলগুলো সম্পর্কে সুন্দর বর্ণনা উপস্থাপনার মাধ্যমে শেয়ার করলেন আপনার জন্য শুভকামনা রইল।

অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন আজকের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে কুমড়া ফুলটা নজর কেড়ে নিয়েছে

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটো ফটো আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে গাদা এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফির আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর করে মন্তব্য করার জন্য