দাদা আর মাত্র সাত দিন দেখতে দেখতে টিনটিন কত বড় হয়ে গেল ৷একজন বাবা হওয়ার যে কি অনুভুতি সেটা নিশ্চই বুঝেছেন ৷
আর একটা কথা বাবা মার কাছে সন্তান কখনো বড় হয় না ৷
আমি আমার কথা বলি এখনো সেই আগের ছোট্ট বেলার মতোই করে ৷যদিও মাঝে মাঝে আমার বিরক্তি লাগে ৷পরেক্ষনে আবার চিন্তা বাবা মা এটাই ৷ শেষে আমাকে একটা কথা বলেছে যেদিন তুই বাবা হবি ৷সেদিন তোর বাবার হওয়ার যে স্বাদ বুঝবি ৷
যাই হোক যদিও এখনো বাবা হয় নি তাই সেসব বুঝি না ৷
তবে দাদা আপনার ছোট্ট কথাটা পড়ে ৷আমার মনে একটু বিবেক জাগ্রত হলো ৷ পৃথিবীর সমস্ত বাবা ভালো থাকুক ৷
RE: আর মাত্র এক সপ্তাহ, টিনটিন চার বছরে পদার্পণ করতে যাচ্ছে
You are viewing a single comment's thread from:
আর মাত্র এক সপ্তাহ, টিনটিন চার বছরে পদার্পণ করতে যাচ্ছে
Hey there please follow me and upvote my content And I follow you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit