একটি পালতোলা নৌকার⛵ চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  2 years ago 
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি পালতোলা নৌকার⛵ চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

20221016_121106.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি নৌকার অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম। এরপর পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত সূর্য আকারে অঙ্কন করে নিলাম।

20221016_112021.jpg

ধাপ - 2

এরপর নৌকাটির উপর উড়ন্ত দুই ধরনের পাল অঙ্কন করে নিলাম। পালগুলো আটকানোর মতো লাঠি অঙ্কন করে নিলাম। এবং লাঠির সর্ব চূড়ায় নৌকার জন্য একটি ছোট পতাকা অঙ্কন করে নিলাম।

20221016_112445.jpg20221016_112830.jpg

ধাপ - 3

এরপর বৃত্তটির ভিতর দুটি উড়ন্ত পাখি অঙ্কন করে নিলাম। এবং পুরো বৃত্তটি হালকা বাদামি কালারের জল রঙের সাহায্যে রং করে নিলাম। এই দৃশ্যে আকাশে একটি ডুবন্ত সূর্যের মাঝ দিয়ে দুটি পাখি উড়ে যাচ্ছে এমনটা বোঝানোর চেষ্টা করেছি।

20221016_114632.jpg

ধাপ - 4

এরপর পুরো চিত্রাংকন টি গাঢ় করতে শুরু করলাম। প্রথমে নৌকার অংশটুকু পেন্সিলের সাহায্যে খুব ভালোভাবে গাঢ় করে নিলাম। এরপর পালতোলা অংশটুকু কালো মার্কার পেনের সাহায্যে গাঢ় করতে শুরু করলাম।

20221016_115421.jpg

ধাপ - 5

এরপর চিত্রাংকন এর সবটুকু অংশ ভালোভাবে গাঢ় করা সম্পূর্ণ করলাম। এবং সেই সাথে পাল তোলা অংশ গুলোর ভিতরে কিছু ডিজাইন করে নিলাম। নদীর পানির ঢেউ গুলোতেও কিছু ডিজাইন করে নিলাম। সবশেষে লাঠিগুলোর সাথে যে পালগুলো আটকানো রয়েছে সেজন্য কিছু দড়ি অংকন করে নিলাম।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকনটি সম্পন্ন করলাম।

20221016_120311.jpg20221016_120720.jpg

চূড়ান্ত পদক্ষেপ
20221016_121117.jpg
20221016_121122.jpg20221016_121112.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং অক্টোবর ১৬, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

আপু আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। আপনি সব সময় ইউনিক আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন। আপনার আর্ট দেখতে সত্যি প্রাণবন্ত মনে হয়। প্রতিটি আর্ট এত সুন্দর ও নিখুঁতভাবে করেন যা দেখে মুগ্ধ হয়ে যাই। আজকের আর্ট আরো সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে ধাপগুলো বর্ণনা করছেন। আমার কাছে আপনার আর্ট অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু। সত্যি বলতে আমি সবসময় চেষ্টা করি আমার যে চিত্রাংকন গুলোতে বাস্তব রূপ দেওয়ার। আপনার কমেন্টটি পড়ে মনে হচ্ছে এই কাজে আমি কিছুটা হলেও সফল হতে পেরেছি। দোয়া করবেন আপু যাতে সব সময় এমন ইউনিক আর্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং আপনাদেরকে মুগ্ধ করে দিতে পারি।

ছোট সময়ে নদীর পাড় গেলে এরকম পালতোলা নৌকা অনেক দেখা যেত। কিন্তু কালের পরিবর্তনে এখন আরা পাল তোলা নৌকা দেখা যায় না ।এখন ইঞ্জিন চালিত নৌকা দেখা যায় ।আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম ।খুবই সুন্দর লাগলো ।কালার কম্বিনেশনটাও দারুন ছিল ।।ধন্যবাদ শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন ভাইয়া এখন এই পালতোলা নৌকাগুলো নাই বললেই চলে। চারপাশে সব ইঞ্জিন চালিত নৌকা। আগের মত বাতাসের দিক অনুসরণ করে এখন আর নৌকা চলে না। চেষ্টা করেছি সুন্দরভাবে পাল তোলা নৌকার চিত্রাঙ্কন টি অঙ্কন করে ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করার। আপনাদের এত সুন্দর মন্তব্য পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।

আপনি অংকন করতে ভালোবাসেন আর আমি আপনার অংকন দেখতে অনেক বেশি পছন্দ করি। আপনার অংকন গুলো আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে আপনার অংকন গুলো অনেক বেশি ইউনিক হয়ে থাকে। এত চমৎকার একটি অংকন আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

একদম ঠিক বলেছেন ভাইয়া আমি অংকন করতে খুব ভালোবাসি। ভালোবেসে যে কোন কাজ করলে সেটা খুব সুন্দর হয়। এ কারণেই হয়তো আমার অংকন গুলো আপনি এত পছন্দ করেন। এভাবেই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন ভাইয়া এবং অনেক ভালোবাসা রইল আপনার জন্য।

প্রিয় আপু আপনার একটি পালতোলা নৌকার⛵ চিত্রাংকন ঠিক যেন মনের মাধুরী মিশিয়ে করেছেন।আপনি আর্ট করতে অনেক বেশি ভালোবাসেন।আর সে ভালোবাসার রং দিয়ে আজকে চিত্রাংকন টি অনেক বেশি সৌন্দর্য ছড়িয়ে ছে।♥♥

ধন্যবাদ আপু সত্যি বলছি আপনাদের এই মন্তব্য গুলো পড়লে মন খুব ভালো হয়ে যায়। মনে হয় যে পরবর্তীতে আমার এর থেকেও ভালো কাজ আপনাদের সাথে শেয়ার করতে হবে। যাতে করে সবসময় এমন সুন্দর প্রশংসা গুলো পেতে পারি। অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য।

আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন সব সময়।♥♥

আপনার চমৎকার অংকন বেশ কিছুদিন পর দেখলাম মনে হচ্ছে। তবে যাই বলুন পাল তোলা নৌকা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমার তো ইচ্ছে করছিল, দূরে কোথাও ঘুরে আসি এটা নিয়ে।
ধন্যবাদ আপু চমৎকার শিল্পকর্ম উপহার দেয়ার জন্য।

জ্বী ভাইয়া নৌকা অংকন করে তো আপনাদেরকে দিয়েই দিলাম। আপনি এটা নিয়ে যে কোন কোথাও ঘুরে আসতে পারেন।হিহিহি। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন যাতে সব সময় আপনাদের মাঝে এমন ভালো কাজগুলো শেয়ার করে যেতে পারি।

আপনার চিত্র অংকন গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে অনেক সুন্দর চিত্রাংকন করেছেন আপনি। পাল তোলা নৌকার চিত্রাংকন টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর্টের ধাপ গুলো সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার চিত্র অংকনের খুব সুন্দর করে প্রশংসা করেছেন। আপনাদের মধ্যে করতে পারলেই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। এভাবেই পাশে থাকবেন এবং আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

আপনার মত আমিও আর্ট করতে অনেক ভালোবাসি তবে আর্ট করতে আমি তেমন একটা ভাল পারি না 🥰, তবু আপু আপনাদের মত ক্রিয়েটিভিটিশীল মানুষের হাতের আর্ট গুলো দেখে আর্ট করা মানসিকতা আরো সুন্দর হয়ে ওঠে। আপনি পালতলা নৌকার আর্টটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিশেষ করে সূর্যের জন্য দেখতে অনেক সুন্দর লাগছে।

ভাইয়া আপনি যদি আর্ট করতে ভালোবেসে থাকেন। তবে একটা সময় আপনি খুব ভালো আর্ট করতে পারবেন শুধুমাত্র চেষ্টা করে যান। অনেক বেশি প্র্যাকটিস করলে আস্তে আস্তে আর্টের প্রতি আপনিও অনেক ক্রিয়েটিভ হয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে এত উৎসাহ মুলক একটি কমেন্ট করার জন্য।

পালতোলা নৌকার অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। সত্যি আপনার চিত্রাঙ্কন দেখতে প্রেমে মুগ্ধ হলাম। এত সুন্দরভাবে উপস্থাপন অসাধারণ ছিল।

ধন্যবাদ ভাইয়া। আপনাদের মুগ্ধ করতে পারলেই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। আমি চেষ্টা করে যাব সব সময় এমন সুন্দর আপনাদের মাঝে উপহার দিয়ে সামনে এগিয়ে যাওয়ার এবং আপনাদের কাছ থেকে এমন সুন্দর প্রশংসা গুলো আদায় করে নেওয়ার। ভালো থাকবেন ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

আপু অনেক দিন পর আপনার আর্ট দেখলাম মনে হচ্ছে। খুব সুন্দর হয়েছে পালতোলা নৌকাটা।বিশেষ করে পিছনের সূর্যের কালারটা বেশ দারুন হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার চিত্রাংকনের প্রশংসা করার জন্য। আমি সবসময় চেষ্টা করবো এমন সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে শেয়ার করে আপনাদের কাছ থেকে সুন্দর প্রশংসা গুলো আদায় করে নেওয়ার। ভালো থাকবেন আপু এবং আশা করছি সব সময় এমন সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করে যাবেন।

ওয়াও খুবই অসাধারণ পালতোলা নৌকার চিত্রাংকনটি। আপনার চিত্র অংকনটি খুবই অসাধারণ লাগলো আমার। বিশেষ করে সূর্যের সাথে পাখি দুটি খুব ভালো লাগলো আমার। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য। আপনার গুছিয়ে করা কমেন্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগছে। এটা অবশ্য ঠিক বলেছেন এই চিত্রাঙ্কনটি ফুটিয়ে তোলার পেছনে সূর্য এবং এর সাথে থাকা দুটি উড়ন্ত পাখি সবচেয়ে বেশি সাহায্য করেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য আপু।

পেন্সিল ,কাগজ, জলরং এবং পেন দিয়ে অসাধারণ চিত্র অঙ্কন করেছেন আপু। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সত্যিকারের একটি পালতোলা নৌকার থেকে কোন অংশে কম নয়। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর এই আর্ট টি শেয়ার করার জন্য।

আমি সবসময় চেষ্টা করি আমার চিত্রাংকন গুলোতে বাস্তব রূপ ফুটিয়ে তোলার। আপনাদের এই কমেন্টগুলো পড়লে ভালো কাজ করার প্রতি তাগিদ আরো অনেক বেড়ে যায় আপু। এভাবেই সুন্দর মন্তব্য গুলো নিয়ে পাশে থাকবেন এবং আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাবেন।

আপনি চিত্রাঙ্কনে অনেক দক্ষ এবং পরিশ্রমী তা না হলে এত সুন্দর একটি চিত্র অংকন সম্ভব ছিল না। প্রথমে ছবিটি দেখে মনে হয়েছিল এটি কোন ফটোগ্রাফি কিন্তু পরে আপনার প্রতিটি ধাপ ছবি সহ বর্ণনা পড়ে বুঝতে পারলাম এটি আপনার হাতে অংকন করা জাস্ট ওয়াও।

যে আপু চিত্রাংকনে অনেক দক্ষ হতে হয় পরিশ্রমী হতে হয়। এমনকি যে চিত্রাংকন যে আপনি করবেন সেটার প্রতি খুব ভালোবাসা থাকতে হয়। নইলে পেন্সিল এবং রঙের মধ্যে চিত্রাংকন গুলো ফুটিয়ে তোলা সম্ভব হতো না এবং বাস্তব রূপ দেওয়াও সম্ভব হতো না। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য আপু।

আপনার আর্টের ফ্যান আমি আগে থেকেই। প্রতিটা আর্ট যেন বাঁধাই করে রাখা যাবে 👌। পেছনের সূর্যটার জন্য বেশি ভালো লাগছে পুরো কাজ টা। আর পুরো ছবিটা অনেকটা এমন লাগছে যেন পুরোনো দিনের ইংলিশ মুভিতে যেমন পাল তোলা নৌকা দেখা যেত। চমৎকার ছিল সত্যি আপু।

আপনার মন্তব্যটি পড়ে সত্যিই খুব ভালো লাগছে ভাইয়া। অনেক সুন্দর করে প্রশংসা করেছেন আপনি। এই কমেন্টগুলো পড়লে মনে হয় যে আরো ভালো কাজ করতে হবে আমাকে এবং আরো ভালো ভালো কাজ আপনাদের মাঝে শেয়ার করতে হবে। দোয়া করবেন ভাইয়া যেন এভাবেই আপনাদের কাছ থেকে সুন্দর প্রশংসা প্রতিনিয়ত পেতে পারি। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

ড্রইং টি অসাধারণ হয়েছে। গতকাল দেখেছিলাম কিন্তু সময়ের কারনে কমেন্ট করতে পারি নি যাইহোক এরকম আরো ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করবেন এটাই কামনা করছি।।

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। অবশ্যই আমি সব সময় চেষ্টা করব এমন আরো সুন্দর সুন্দর চিত্রাংকন আপনাদের মাঝে শেয়ার করার।আশা করছি আপনারাও এমন সুন্দর মন্তব্য নিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করে যাবেন।

Asole ki bolbo ato valo legeche paltola nouka.apni onk sundhor art paren to.khub e valo laglo

আপু বাংলা ভাষায় এই মন্তব্যটি লিখলে অনেক ভালো লাগতো। আশা করছি পরবর্তীতে বাংলা ভাষায় এমনই সুন্দর এবং প্রশংসা জনক কমেন্ট পাবো আপনার কাছ থেকে। আপনার কাছে আমার চিত্রাংকন টি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

আপু আপনার আর্ট দেখতে আমার সবসময় খুব ভালো লাগে। আপনি সব সময় ভিন্ন রকম কিছু উপস্থাপন করার চেষ্টা করেন। পালতোলা নৌকার আর্টটি অনেক সুন্দর হয়েছে। আমি মনের মাধুরী মিশিয়ে অংকনটি সম্পন্ন করেছেন। খুব নিখুঁতভাবে ড্রাইয়ের প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন। যা দেখি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে গুছিয়ে প্রশংসা জনক একটি কমেন্ট করার জন্য। আমি সব সময় চেষ্টা করব এমন ভালোভালো কাজ করলেও খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপু আপনার জন্য।

একটি পাল তোলা নৌকার খুব সুন্দর চিত্র অংকন করেছেন আপু।আপনার অংকন গুলো অনেক সুন্দর হয়।বেশ গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা।

আমি চেষ্টা করেছি পালতোলা নৌকার সুন্দর একটি চিত্রাঙ্কন করার। আপনার সুন্দর মন্তব্য করে সত্যিই খুব ভালো লাগলো ভাইয়া। দোয়া করবেন যাতে সব সময় এমন সুন্দর উপস্থাপনা দিয়ে সুন্দর পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনার জন্য শুভকামনা রইল।