❤️হ্যালো সবাইকে❤️
সবাই কেমন আছেন?? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমরা সবাই জানি গাছ আমাদের প্রকৃত বন্ধু। এই কারণে অনেক বেশি গাছ রোপন করা উচিত।হোক নিজের বারান্দায়,ছাদে কিংবা ঘরে। একেক জন একেক জায়গায় গাছ লাগাতে বেশি পছন্দ করে। যেমন আমার কাছে খুবই ভালো লাগে ঘরের ভেতরে গাছ লাগানো ব্যাপারটা। তাই আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট কেনার এবং ঘর সাজিয়ে তোলার। প্রতিবারই কমবেশি চেষ্টা করি আপনাদের সাথে এই ধরনের পোস্টগুলো শেয়ার করার। তাই এবারও ইন্ডোর প্লান্ট কেনার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি যারা গাছ পছন্দ করেন নাই কিংবা পছন্দ করলেও খুব একটা কেনা হয় না। তারা আমার এই পোস্ট দেখে অনুপ্রাণিত হবেন। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।
নার্সারি টা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো ছিল।এই নার্সারিটা আমার বাসার খুব কাছে ছিল। বলা যায় এ নার্সারিটি আগে বেশ ছোটখাটো ছিল। এ কারণে আমি বেশিরভাগ সময় দূরের কিংবা আমার ইউনিভার্সিটির পাশের বড় বড় নার্সারি গুলো থেকে গাছ কিনতাম। কিন্তু বেশ কয়েকদিন যাবত আসা-যাওয়ার পথে দেখছি যে এই নার্সারিতেও বিভিন্ন ধরনের গাছ এসেছে এবং নার্সারিটা অনেক জায়গা জুড়ে বড় করে নিয়েছে। সবচেয়ে ভালো লেগেছে রাস্তার পাশ ধরে অনেক দূর পর্যন্ত নার্সারি সাজিয়েছে। যার কারণে সেই ফুটপাত দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে।
এই নার্সারিতে সব ধরনের গাছ পাওয়া যায়। কিন্তু আমাকে সব সময় মুগ্ধ করে ইনডোর প্লান্টগুলো। অর্থাৎ ঘরের ভেতরে সাজিয়ে রাখা যায় এমন গাছ। যেহেতু আমার কিছু গাছ ছিল ঘরের ভেতরে রাখার মত। তাই আমি ঘুরে ঘুরে আরো দেখছিলাম যে এমন কোন গাছ আছে, যেটা আমার এখন অব্দি কেনা হয়নি।
এই নার্সারীর আরো আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর কাউন্টার। আশেপাশে উনি বিভিন্ন ধরনের গাছ বিক্রি করছিল এবং ক্যাশ কাউন্টারে বিভিন্ন মাটির জিনিসপত্র যেমন- গাছের টব , ব্যাঙ্ক আরো অনেক কিছু। এ ব্যাপারটা আমাকে বেশ আকর্ষণ করেছে।
এরপর খুব খুঁজে আমার দুটি গাছ পছন্দ হলো। একটি হলো ক্যাকটাস।এই ক্যাকটাস গাছে ফুল ধরবে। এবং অন্যটি হলো - এগলাওনিমা। এই গাছটি যদিও এখন মাটিতে লাগানো আছে। পেতে চাইলে আমি মাটিতেও লাগিয়ে রাখতে পারবো। আবার চাইলে পানিতেও রাখতে পারব।
এরপর আমি ক্যাকটাস গাছটি সুন্দর হয় পরিষ্কার করে কিছু রঙিন পাথর দিয়ে সাজিয়ে ঘরে রেখে দিলাম। সেই সাথে এগলাওনিমা গাছটি মাটি থেকে তুলে এর গোড়া ভালোভাবে পরিষ্কার করে পানিতে রেখে দিলাম। আমার দুটি গাছ ই বেশ চমৎকার লাগছে। এবং অন্য গাছ গুলোর মত এগুলো আমার ঘরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং অক্টোবর ২৬, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী পোস্ট জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
আপু আপনি তো শিল্পপ্রেমি একজন মানুষ । তাই ঘর সাজানোর কাজে খুব দক্ষ হবেন এটাই স্বাভাবিক। কথাটা এই জন্য বললাম কারণ এই গাছগুলো ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। ক্যাকটাস গাছ তো আগে থেকেই চিনি। তবে এগলাওনিমা এই নাম টা নতুন জানলাম। মজার ব্যাপার এই গাছ টা অনেক দেখেছি কিন্তু নাম জানতাম না। নার্সারি তে গেলে নানান ধরনের গাছ দেখা যায়। মনটা বেশ ভালো লাগে। ভালো লাগলো আপনার অনুভূতি গুলো জানতে পেরে আপু। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নার্সারিতে যেতে আমারও ভীষণ ভালো লাগে কেননা গাছ পছন্দ করি যে । আপনার মত আমিও না নার্সারী তে গেলে খুঁজতে থাকি কোনটা আমার নেই, সেটা এখান থেকে নেয়া যায় কিনা । আপনার অনুভূতিটা পরে বেশ ভালো লাগলো ।আসলে ইনডোর প্লান্টস ঘরের অনেক সৌন্দর্য বৃদ্ধি করে ।তবে এগলাওনিমা গাছটির নাম প্রথম শুনলাম । হয়তো গাছটি দেখেছি নামটাই জানতাম না । বেশ ভাল ছিল ।ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গাছ কেনার শখ দেখে ভাল লাগলো। আমিও ইনডোর প্ল্যান্ট খুজি কিন্তু কি গাছ কিনব তা ডিসিশন নিতে পারি না। আপনার ক্যাকটাস এবং এগলাওনিমা গাছ দেখে আমারও ডিসিশন নিতে সুবিধা হয়েছে। আমিও এই গাছগুলো পেলে এনে লাগাব। নার্সারির ছবিগুলো খুব সুন্দর লাগছে। নার্সারিতে গেলে এত গাছ দেখলে কোনটা রেখে কোনটা কিনব ইনডিসিশনে ভুগতে হয়। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের ঘরকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য চমৎকার একটি জিনিস। বেশ কয়েকটি গাছের নাম জেনে গেলাম ওখানে পোষ্টের মাধ্যমে, ঘরের ভেতরে গাছে থাকলে সেটা বেশ সুন্দর লাগে একটা সৌখিনতার বিষয়, বিশেষ করে পাথর দিয়ে সাজানোর ফলে আপনার গাছগুলো কিন্তু আরো বেশী সুন্দর লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit