আমার বাংলা ব্লগ এর বর্ষপূর্তি উদযাপন লাজুক খ্যাকের সাথে || ১০% লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  3 years ago 
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আসলে আজকের দিনটা অনেক বেশি ভালো থাকার মতই। কারণ আজকের দিনে আমার বাংলা ব্লগ কমিউনিটির এক বছর পূর্ণ হল। সত্যি বলতে এই এক বছরে এই কমিউনিটি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। যা লিখে এবং ভাষায় প্রকাশ করা হয় তো শেষ করতে পারবো না। কখনোই ভাবতে পারিনি নিজের ভাষায় লিখে ব্লগ তৈরি করতে পারব।

কিন্তু আমাদের প্রিয় দাদার কারণে এটা সম্ভব হয়েছে। এবং তিনি সেটা সম্ভব করেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে। মনেই হচ্ছে না যে এই কমিউনিটিতে কাজ করছি প্রায় এক বছর ধরে।সবার সাথে আন্তরিকতা এতটাই বেড়ে গেছে যে, সময়টা কোন দিক দিয়ে গেছে টের পাওয়া যায়নি। আমার বাংলা ব্লগ এর বর্ষপূর্তি উদযাপন আমার খুবই ছোট্ট একটি প্রচেষ্টা এই চিত্রাংকন। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদেরকে যা দিয়েছে। এর তুলনায় এটি কিছুই নয়।

তবুও ভালোবাসা থেকে এবং নিজের সৃজনশীলতা থেকে এতটুকু উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমার বাংলা ব্লগ আমাদেরকে লাজুক খ্যাকের মাধ্যমে অনেক বেশি কিছু দিয়েছে। এজন্য মূলত তাকে সাথে করে নিয়েই এই বর্ষপূর্তি উদযাপন করতে চেয়েছি আমি। আমার বাংলা ব্লগ কমিউনিটি বর্ষপূর্তি উদযাপন করব। আর সেখানে লাজুক খ্যাক আমন্ত্রিত থাকবে না সেটা তো হতেই পারে না। আমি চেষ্টা করেছি অনেক ভালোবেসে কাজটি করার। সেইসাথে হাফিজুল্লাহ ভাইকে মন থেকে ধন্যবাদ এত সুন্দর কনটেস্ট এর আয়োজন করার জন্য। এত সুন্দর কনটেস্ট এর মাধ্যমে মূলত মনের মধ্যে উৎসবে উৎসব বোধ হচ্ছে। যারা এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন।

আমি মনে করি এই কনটেস্টে অংশগ্রহণ করা মানেই আমার বাংলা ব্লগকে কিছু উপহার দেওয়া। আশা করছি আমার এই ছোট্ট প্রচেষ্টা এবং উপহার আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক পছন্দ হবে। দাদার প্রতি এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর এবং ইউজার দের প্রতি অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করছি আমরা এভাবেই একসাথে অনেকগুলো বছর কাটিয়ে দিতে পারব 💞।

285944798_5039139106203462_7508397329303132405_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিল এর সাহায্যে লাজুক খেকশিয়ালের শরীরের অবয়ব অংকন করে নিলাম। এরপর তার চোখ এবং শরীরের বাকি সব অংশ ভালোভাবে অঙ্কন করে নিলাম।

286003669_594950355155423_8560090897374677739_n.jpg286316811_770521017272865_2184184231979554525_n.jpg

ধাপ - 2

এরপর লাজুক খেকশিয়ালের সামনে একটি উদযাপন করার কেক অঙ্কন করে নিলাম পেন্সিল এর সাহায্যে। লাজুক খেকশিয়াল এমন ভাবে অংকন করলাম।যাতে মনে হয় যে,সে কেকটির দিকে খুবই লোভনীয় ভাবে তাকিয়ে আছে।


285840659_3230725917172999_1913703173111540938_n.jpg


ধাপ - 3

এরপর লাজুক খেকশিয়ালের সম্পূর্ণ অবয়ব কালো জেল পেন দ্বারা গাঢ় করে নিলাম। এমনভাবে গাঢ় করলাম যাতে তার শরীরের কিছু লোম বোঝা যায়।


285805827_1068350544097379_4463467070320193050_n.jpg


ধাপ - 4

এরপর কালো জেল পেন দ্বারা তার শরীরের সম্পূর্ণ অংশে হালকা হালকা লোম অঙ্কন করে নিলাম। এবং লেজটি তে ডিজাইন করে নিলাম। এবং সেইসাথে কেকের উপর হালকা সবুজ রঙের জল রং দ্বারা রং করে নিলাম।


286017630_781389956564170_3491631381266317202_n.jpg


ধাপ - 5

এরপর উপর থেকে ঝুলন্ত আমার বাংলা ব্লগ লেখা টি লিখে নিলাম। তিন কালারের রং ব্যবহার করে। এরপর ঐ একই রঙ এর সাথে উপর থেকে কিছু রঙ নিচে লাজুক খেকশিয়াল এর উপর এবং কেকের উপর পড়ছে এমনভাবে রং করে নিলাম।

286502760_527717348837103_3222257875321964489_n.jpg286027831_3131598933837197_1858096537705541001_n.jpg

ধাপ - 6

যেহেতু আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উদযাপন করছি। এই কারণে আশেপাশে কিছু রং বেরঙ্গের তারা অঙ্কন করে নিলাম। উৎসব বোঝানোর জন্য বিভিন্ন রং ব্যবহার করলাম।
এবং এভাবেই আমি আমার পুরো চিত্রাংকন টি সম্পন্ন করলাম।


286057021_364037472385590_7361320107166814035_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
286842335_717513722798007_795290640510503414_n.jpg285994703_569014391404996_1867557320215105335_n.jpg
286232581_345267257687338_3746596628688765231_n.jpg285923735_693532518384973_6147579283261220414_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুন 11, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ আজকে এক বছর পূর্ণ করে ফেলেছে তা ভেবে সত্যিই অনেক ভালো লাগছে। আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দের একটি দিন খুবই আবেগময় একটি দিন। আপনি এই দিনটি উপলক্ষে খুবই সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন। লাজুক খ্যাকের সাথে কেক নিয়ে বর্ষপূর্তি উদযাপন এর খুবই সুন্দর একটি চিত্র এঁকেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

আসলেই ভাইয়া আপনি ঠিক বলেছেন মনের ভিতর অনেক অনুভূতি জন্মাচ্ছে যা সম্পূর্ণ আমার বাংলা ব্লগের জন্য। দেখতে দেখতে এক বছর চলে গেল সফলতার সাথেই। আশা করছি আমরা সকলে একসাথে এভাবে কাজ করতে পারবো আমার এই প্রিয় ব্লগে।

দাদার প্রতি এবং এই বাংলা ব্লগের প্রতি কৃতজ্ঞতা যতই প্রকাশ করা হোক না কেন কম হয়ে যাবে । আর সাইফক্সের কথা কি আর বলব। আমাদের সকলের ভালোবাসার কেন্দ্রবিন্দু। আপনি সেই সাইফক্সের সঙ্গে খুব সুন্দর করে আমার বাংলাব্লগের জন্মদিন উদযাপন করেছেন। আর্টটি খুব চমৎকার হয়েছে।

একদম ঠিক বলেছেন আপু দাদার প্রতি আর আমার বাংলা ব্লগের প্রতি যতই কৃতজ্ঞতা প্রকাশ করা হোক না কেন ততোই কম হবে বলে আমার মনে হয়। তারপরও প্রথম বর্ষ উদযাপন করার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা।

ড্রয়িং টি দেখে মনে হচ্ছে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার জন্য লাজুক-খ্যঁক অপেক্ষা করছে। আর্ট টি সত্যিই অসাধারণ হয়েছে। বিশেষ করে আমার বাংলা ব্লগ লেখা টি খুব আকর্ষণীয় লাগছে দেখতে। আপনার ড্রইং বরাবরই সবার পছন্দ। বর্ষপূর্তি উপলক্ষে এত সুন্দর একটি ড্রয়িং শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনি একদম ঠিক ধরেছেন আমি ড্রইং মূলত এই জিনিসটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে ভিন্ন কিছু করার চেষ্টা থেকে এটা করেছি আর আপনাদের কাছে এটা ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ওয়াও আপু দারুন লাগছে আপনি বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আমাদের প্রিয় লাজুক খ্যাক এর চিত্র অংকন। অনেক আনন্দ অনুভব করছি আপনার লাজুক খ্যাক এর চিত্র অংকন। এবং চিত্র অংকন এর মাধ্যমে আপনি আপনার সৃজনশীলতা প্রকাশ করেছেন। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন।

লাজুক খ্যাক শুধু একটা নাম নয় এটা আমাদের সকলের অনুভূতির মূল কেন্দ্রবিন্দু যার কারণেই মূলত আমি তাকে নিয়ে এধরনের চিত্রাংকন করার চেষ্টা করেছি। আপনার কাছে আমার কাজ ভালো লেগেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া শুভেচ্ছা রইল আপনার জন্য।

ওয়াও সত্যিই অসম্ভব সুন্দর একটি করেছেন বর্ষপূর্তি উপলক্ষে। আপনার আর্টি দেখে আমি মুগ্ধ লাজুক খ্যাক কেক নিয়ে অপেক্ষা করছে আমার বাংলা ব্লগের প্রথম বর্ষপূর্তি উদযাপন করার জন্য। সত্যিই অসাধারণ একটি আর্ট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

বর্ষপূর্তি উপলক্ষে অনেক কিছু করার পরিকল্পনা করেছিলাম এরপর ভাবলাম যে একটু ভিন্ন কিছু যদি করি তাহলে হয়তোবা উদযাপন টা একটু ভিন্নভাবে করা যাবে যার কারণেই মূলত চিত্রাংকন করেছি ধন্যবাদ আপনাকে।

আসলে দাদার প্রতি আমাদের এখন যত ভালোবাসা রয়েছে তা কিন্তু বলে প্রকাশ করা সম্ভব না। আর আপনিতো দেখছি একদম আমাদের প্রিয় সাই ফক্সের চিত্রাংকন করে ফেললেন। আমিতো প্রথম থেকেই আপনার আর্ট এর ভক্ত। বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটা চমক নিয়ে এসেছেন। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।

আপনি একদম ঠিক বলেছেন প্রিয় আপু দাদার প্রতি আমাদের ভালোবাসা আসলেই এ ধরনের ছোটখাট জিনিস দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তারপরও একটু ছোটো করে করার চেষ্টা আর কিছুই নয়। কারণ দাদার প্রতি আমাদের ভালোবাসা অপরিসীম।

সাই ফক্স আমার বাংলা ব্লগে একটা নতুন দিগন্তের সূচনা করেছে। আর সেই শিয়াল মামাকে নিয়ে অসাধারণ চিত্রকল্পে মেতে উঠেছেন আপু । সৃজনশীলতা হয়তো একেই বলে 😊। চমৎকার হয়েছে পুরো আয়োজনটি।

সাই ফক্স আমার বাংলা ব্লগের যেমন একটি নতুন দিগন্ত ঠিক তেমনি আমি বিশ্বাস করি এটি পুরো স্টিমিটি এর নতুন দিগন্ত। কারণ এমন ভাবে এই প্লাটফর্মে কোথাও ইউজারদের সৃজনশীলতায় সঠিক মূল্যায়ন করা হয় না যেটা আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ইউজাররা পাচ্ছে সাই ফক্স এর মাধ্যমে। যার কারনে আমার এই ছোট্ট প্রচেষ্টা।

প্রথমেই দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমিউনিটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার এই আর্ট এর প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। জাস্ট অসাধারণ হয়েছে আপনার এই চিত্রাংকন টি।

আপনার জন্য শুভকামনা রইল আপু।

আসলেই এই কমিউনিটি আমাদের সকলের জন্য অনেক বড় একটি উপহার এর মত। তাই দাদাকে এবং এ কমিটিতে যারা সংশ্লিষ্ট রয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং সকলের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকব চিরকাল। আপনার কাছে আমার চিত্রাংকন ভালো লেগেছে যেটা আমাকে অনেক উৎসাহিত করেছে। অসংখ্য ধন্যবাদ রইল আপনার জন্য ‌‌

বর্ষপূর্তি উপলক্ষে অনেক সৃজনশীল একটি কাজ আপনি শেয়ার করেছেন, যেখানে কেক কাটার জন্য বা বর্ষপূর্তি উদযাপন এর জন্য লাজুক-খ্যঁক অপেক্ষা করতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আমি বিশ্বাস করি আমাদের এ ধরনের ছোট প্রচেষ্টা দাদাকে এবং আমার বাংলা ব্লগকে অনেক উৎসাহিত করবে।

জি আমি আপনার সাথে একমত, অসম্ভব সুন্দর ছিল আপনার পার্টিসিপেন্ট ধন্যবাদ আপনাকে।

আপনার সৃজনশীলতা দেখে আমি একদমই অবাক হয়ে গেলাম আপু ।এত সুন্দর করে আপনি কেক খাওয়ার জন্য বসে থাকা লাজুক শিয়ালের চিত্রটি ফুটিয়ে তুলেছেন ।সত্যি অভাবনীয় ।আপনার আর্টের কথা না বললেই নয় ,খুব দারুণ আর্ট করতে পারেন আপনি।

আমি যদি কোন সৃজনশীল মানুষ হয়ে থাকি তাহলে আমি বলব এ সবকিছু সম্ভব হয়েছে আমার প্রিয় এই কমিউনিটির জন্য। কারণ এই কমিউনিটি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় মুখ্য ভূমিকা পালন করছে এবং আশা করছি সামনে ও করবে। ধন্যবাদ আপনাকে ‌।

বর্ষপূর্তি উপলক্ষে আপনি লাজুক খ্যাঁকের অসাধারন একটি আর্ট করেছেন আপনি। নিজের ভালবাসা প্রকাশ করেছেন এই আর্ট এর মাধ্যমে। অনেক ভাল লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে

সাই ফক্স হচ্ছে আমাদের এই প্রিয় কমিউনিটির সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস গুলোর মধ্যে অন্যতম একটি নাম। যার কারণেই মূলত আমি আমার সৃজনশীলতার মধ্যে সাই ফক্সকে অন্তর্ভুক্ত করেছি।

আপনার এই সুন্দর আর্ট দেখে মনে হচ্ছে লাজুক খ্যাঁক কেক খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আপু আপনার আর্ট সবসময় ভালো লাগে আজকে বিশেষ দিনে আপনি এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। লাজুক খ্যাঁকের সাথে আপনি খুব সুন্দরভাবে আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উদযাপন করেছেন যা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আমার মনে হয় আমাদের সাই ফক্স কেক খেতে অনেক ভালোবাসে যার কারনে যেহেতু আমাদের বছর পূর্তি উদযাপন তাই আমাদের সাই ফক্স আর কেকের সমন্বয়ে এই চিত্রাঙ্কন টি করেছি। যেন একের ভিতর সব টুকু পাওয়া যায় ‌।

ভীষণ চমৎকার একটি উপহার দিয়েছেন আপু।
পুরো ছবিটি ভীষণ মিষ্টি একটা গল্পের প্রতিচ্ছবি মনে হয়েছে আমার কাছে।
আর আমার বাংলা ব্লগ নিয়ে চমৎকার মনের অনুভূতি প্রকাশ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো।
দোয়া রইল আপু এগিয়ে যান।

আমারও তাই মনে হয় এই চিত্রাংকন নিয়ে ছোট্ট একটি গল্প তৈরি করা যায়। যাইহোক ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে এটা আমাকে অনেক ভালো লেগেছে। আশা করছি সামনে এমন আরো ভালো কিছু চিত্রাংকন আপনাদেরকে উপহার দিতে পারব।

জাস্ট অসাধারণ আপনি খুবই চমৎকার ভাবে বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করেছেন যে অংকন দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছি। বিশেষ করে লাজুক শিয়ালের অংকন টা অনেক বেশি আকর্ষণীয় ছিল।

আসলে অসাধারণ সবকিছু অসাধারণ জিনিস ছাড়া অসম্পূর্ণ। যার কারণে আমার এই চিত্রাংকন করার পরিকল্পনা এসেছিল মাথায়। আর তাই ঝটপট একে ফেলেছিলাম সবকিছুকে গুছিয়ে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার কাছে ভাল লেগেছে শুনে আমার ভালো লাগছে।

দারুন চিত্র অঙ্কন করেছেন আপু। লাজুক খ্যাকটি কেক খাওয়ার জন্য বসে আছে। বর্ষপূর্তি উপলক্ষে এঁকেছেন তার জন্য ম্যাচিং হয়েছে ভালো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 🥰

হিহিহি ঠিক বলেছেন ভাইয়া আমাদের প্রিয় লাজুক খ্যাক কেক খাওয়ার জন্য জিব্বা বের করে বসে আছে যেটা আসলেই আমার কাছেও অনেক ভালো লেগেছে। আপনাকেও আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা।

খুব কিউট একটা চিন্তা ভাবনা। সত্যি অনেক সুন্দর হয়েছে। আমাদের শিয়াল বাবুকে ছাড়া যায় নাকি, তারই তো কেক খাওয়ার দরকার, ভীষণ ভালো।

আমার চিন্তা ভাবনা কতটা কিউট তা জানিনা কিন্তু আপু আপনার চিন্তা ভাবনার অনেক বড় ফ্যান হয়ে গেছি আমি। আপনার প্রত্যেকটি কাজ আমার এখন অনেক বেশি ভালো লাগে। অসংখ্য শুভেচ্ছা রইল আপু আপনার।