সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আমার গাওয়া সুন্দর একটি গান শেয়ার করছি। কলকাতার সিনেমা জগতের গান গুলো আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে এসব গান শুনে বড় হওয়া। টিভিতে সঙ্গীত বাংলা চ্যানেলটি আমার সবচেয়ে পছন্দের ছিল। জোরে সাউন্ড দিয়ে ওই চ্যানেলে অনেক ধরনের বাংলা গান শুনতাম। খুব ভালো লাগতো তখন। এখন অবশ্যই এগুলা সবই স্মৃতি। সময় হয়ে উঠেনা এসবের জন্য। কিন্তু তাও বাসায় তো সেই সব গান গুনগুন করা হয়। তাই ভাবলাম আজকে আমার পছন্দের একটি গান গেয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি।
আমার গানের ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি কিছুটা হলেও গানটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।
গানের নাম : "উড়ে গেছে"
শিল্পী : অ্যাশ কিং & মোনালি ঠাকুর
সঙ্গীতঃ ইন্দ্রদীপ দাশগুপ্ত
মুভিঃ পারবো না আমি ছাড়তে তোকে
উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ
উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ
এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন
উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ
এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন
খেয়ালি এ হাওয়া তোকে কিছু বলছে না আর
নিজেরই মনে সে একা একা ভাঙছে পাহাড়
খেয়ালি এ হাওয়া তোকে কিছু বলছে না আর
নিজেরই মনে সে একা একা ভাঙছে পাহাড়
এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন
না যদি সে আসে ভাসে কিনা দু'চোখের কোণ
সেই গাঁথা সেই ব্যথা হাসিদের কাছে গিয়ে শুন
না যদি সে আসে ভাসে কিনা দু'চোখের কোণ
সেই গাঁথা সেই ব্যথা হাসি দের কাছে গিয়ে শুন
এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন
উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ
এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন
Source
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং অক্টোবর ১৮, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
আপনার কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। সত্যি আপনার কন্ঠ খুবই সুন্দর। আসলে আমি মাঝে মাঝে গানটি আগে শুনতাম। আজকে আপনার কন্ঠে শুনে অনেক ভালো লাগলো। এত মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post was selected for Curación Manual (Manual Curation)
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোন সময় আপনার কন্ঠে গান শুনেছিলাম না ,এবারই প্রথমবার শুনতে পেলাম। দারুন ভাবে কভার করেছেন আপনি, আপনি যদি প্রতিনিয়ত চেষ্টা করেন তাহলে আরো ভালো গান গাইতে পারবেন বলে আমি মনে করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গানটি আমার অনেক পছন্দের গান।এতো দিন আপনার রেসিপি, ড্রইং, ডাই বিভিন্ন পোস্ট দেখেছি আজএক ভিন্ন ধরনের পোস্ট দেখলাম।আর আপনার গানটি শুনে আমার খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু চমৎকার একটি গান কভার করেছেন চমৎকার ভাবে ৷ সত্যিই অসাধারণ লাগছে আপনার গলায় উড়ে গেছে গানটি ৷ আসলেই কলকাতার সিনেমা জগতের গান গুলো আমার ও ভীষণ ভালো লাগে ৷ যদিও এখন তেমন শোনা হয়না ৷ যাই হোক চমৎকার গেয়েছেন ৷ অনেক ভালো লাগলো আপনার গলায় গানটি ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি গান গেয়ে শেয়ার করেছেন। আপনার গানের লিরিক্স গুলো আমার কাছে অনেক দারুন লেগেছে। আপনার এত সুন্দর কন্ঠ থাকতেও আপনি আমাদের মাঝে গান গেয়ে শেয়ার করেন না হয়তো এই প্রথমবার আপনার কন্ঠে গান শুনলাম আপু। আশা করি এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনার কন্ঠে একটি করে গান শুনতে পারব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু এই রাত্রি বেলা কি চমৎকার একটি গান পরিবেশনা করলেন ৷ ঠিক বলেছেন আপু কলকাতার মুভির গান গুলো অনেক ভালো লাগে ৷ বিশেষ করে গান গুলো ভাঙ্গা মনকে চাঙ্গা করে ৷ ভালো লাগলো এই রাত্রি বেলা গানটি শুনে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। সত্যি আপনার কন্ঠ খুবই সুন্দর। আসলে আমি মাঝে মাঝে গানটি আগে শুনতাম। আজকে আপনার কন্ঠে শুনে অনেক ভালো লাগলো। এত মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কন্ঠে গানটি খুব ভালো লেগেছে। এই গানটি আমারও খুব পছন্দ। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এভাবে সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই চমৎকার একটি গান কভার করেছেন। এই গানটা আমি বেশ কয়েকবার শুনেছিলাম খুবই ভালো গানটি। আপনার কন্ঠে শুনে বেশ ভালো লাগলো। সত্যি আপনার মিষ্টি কন্ঠে খুবই ভালো লেগেছে আমার কাছে এই গানটি। এরকম আরেকটি গান দেখার অপেক্ষায় থাকবো আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভারতীয় বাংলা অনেক গান আমার ভাল লাগে। মোনালি ঠাকুর এর হিন্দি এবং বাংলা দুটি ভাষার গানই খুব ভাল লাগে আমার। খুবই ভাল লাগলো আপনার গান শুনে। আপনার কন্ঠও বেশ ভাল। গুনগুন করে সবাই গান গায় কিন্তু সবাই প্রকাশ করতে চায় না, আসলে ইতস্তত বোধ করে। আমি নিজেও করি। আপনি কোন সংকোচ না রেখে খুব সুন্দর করে গানের কাভার করেছেন। সত্যিই ভাল লেগেছে আপু। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলেছেন ভারতীয় বাংলা গান গুলো একটু অন্যরকম হয়ে থাকে যা সহজেই মানুষের হৃদয়ে দোলা দিতে পারে। অনেকদিন পরে আপনার কন্ঠে গান শুনলাম বেশ ভালো গেয়েছেন এবং এই গানটা আমার খুবই পছন্দের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দিন পর আপনার গান শুনলাম আপু। আপনি সব দিকেই একদম এক্সপার্ট 👌। পছন্দের একটা গেয়েছেন। আর শুনতে খুব সুন্দর লাগছিল। আমার কাছে মনে হয় আপনার গলা টা অন্য মেয়েদের থেকে একটু আলাদা। কিছুটা নেশা ধরানো ভয়েস। যেটা সবার হয় না। আপনার গলায় সফট রোমান্টিক গান গুলো সব সময় দারুন লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কন্ঠ বেশ দারুন আপনি চাইলে এভাবে আরো অনেক গান আমাদের মাঝে শেয়ার করতে পারেন। পুনরায় গান শোনার প্রত্যাশায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit