"একই প্রজাতির ভিন্ন ভিন্ন পাতাবাহার গাছের আলোকচিত্র"

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে।ফটোগ্রাফী করতে আমার এখন বেশ ভালো লাগে।আর সেই ভালো লাগা থেকেই আমি আজকেও কয়েকটি ফটোগ্রাফী নিয়ে চলে আসলাম আপনাদের সামনে।তাছাড়া অনেকদিন হয়ে গেল কোনো গাছের ছবি শেয়ার করা হয়না।তাই যখন সকালে কলেজ গিয়েছিলাম তখনই গাছগুলির ছবি সংগ্রহ করলাম।এখন সবে ছোট ছোট বিভিন্ন ফুল ও পাতাবাহারগাছ বসানো হয়েছে টবে।যাইহোক তো চলুন দেখে নেওয়া যাক-----

একই প্রজাতির ভিন্ন ভিন্ন পাতাবাহার গাছের আলোকচিত্র:

IMG_20221220_102653.jpg
লোকেশন

ছোটবেলা থেকেই আমরা এগুলিকে পাতাবাহার বলেই চিনি।তবে এর প্রকৃত নাম আমার জানা নেই।অবশ্য নাম দিয়ে কি আসে যায়, যদি তার অফুরন্ত সৌন্দর্য্য ও রূপ থাকে।এই পাতাবাহারটি দুটি রং এর সমন্বয়ে গঠিত। টিয়ে রংয়ের পাতার মাঝে মেরুন রংয়ের কালারটি খুবই সুন্দর লাগছিলো দেখতে।

IMG_20221220_143758.jpg
লোকেশন

প্রত্যেকটি পাতাবাহার দুটি রংয়ের দ্বারা গঠিত।এই পাতাবাহারটি আবার ভিন্ন ধরনের।কালো মেরুন রঙের পাতার মাঝে হালকা পিঙ্ক কালার চমৎকারভাবে ফুটে উঠেছে।এগুলো দেখতে আসলেই আকর্ষণীয়।

IMG_20221220_102708.jpg
লোকেশন

আসলে প্রতিটা পাতাবাহার একই প্রজাতির হলেও রূপে তারা ভিন্ন ভিন্ন।যা আমাদের মুগ্ধতা দান করে।এটা আবার সবুজ রঙের পাতার মাঝে কালো খয়েরি রং ফুটে উঠেছে।

IMG_20221220_102156.jpg
লোকেশন

এটি হলো সম্পূর্ণ ভিন্ন ধরনের পাতাবাহার গাছ।এইগুলো আকারে অনেক বড় হয়।বিশেষ করে এই পাতাবাহার গাছের পাতা বেশ আকর্ষণীয়।এটিও দুটি রং এ সমাদৃত।এই পাতাবাহার গাছের পাতা কুচানো অবস্থায় থাকে।একটি পাতার তিনটি ভাগ থাকে।

IMG_20221220_102106.jpg
লোকেশন

পাতাবাহারের নানান রং দেখেই চোখ ফেরানো দায়।প্রত্যেকটি গাছেরই আলাদা বৈচিত্র্য ও বৈশিষ্ট্য রয়েছে।যা দেখে অদ্ভুত ধরনের আনন্দ দেয় আমাদের।

IMG_20221220_102123.jpg
লোকেশন

এই পাতাবাহার গাছগুলো গেটের সামনে কিংবা পথেই বেশি লাগানো হয়।এগুলো খুবই ডালপালাযুক্ত হয়ে থাকে।মাঝে মাঝেই ডালপালা ছেটে কমিয়ে রাখতে হয় এই পাতাবাহারগুলির।

IMG_20221220_102214.jpg
লোকেশন

পাতাবাহার মানেই পাতাতেই তার সব সৌন্দর্য।পাতাতে থাকা বিভিন্ন রং দেখলে মন ভরে যায়।সকালবেলা কলেজের এক কর্মকর্তা এগুলিতে জল দিচ্ছিল।ভীষণ সুন্দর ও সতেজ লাগছিল গাছগুলো দেখতে।

IMG_20221220_102328.jpg
লোকেশন

বর্ষার সময় এই পাতাবাহারের ডাল কেটে মাটিতে পুঁতে দিলে নতুন গাছ জন্মায় খুব সহজেই।আমাদের গ্রামের বাড়িতে এই ধরনের পাতাবাহারের অনেক কয়টি গাছ ছিল।যেগুলো দেখতে বেশ সৌন্দর্যময়।

IMG_20221220_102309.jpg
লোকেশন

এটা সম্ভবত বাঁশজাতীয় কোনকিছু।তবে এই বাঁশ আকারে খুবই ছোট ও সরু হয়ে থাকে।শুধুমাত্র সুন্দরতার জন্যই এটি ঘরের মধ্যে ও লাগানো হয়।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পাতাবাহার গাছের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।পরের দিন আবারো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো।ততক্ষণ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸ধন্যবাদ সকলকে🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিদি সত্যি আপনার পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ দেখতে পেলাম। আমার কাছে এই পাতাবাহার গাছ দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আমি বাস্তবে দু'য়েকটি গাছ দেখেছি। আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতেও পেলাম। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার কাছে ভালো লেগেছে ফটোগ্রাফীগুলি জেনে খুশি হলাম আপু।অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি অনেকগুলো ভিন্ন ভিন্ন প্রজাতির পাতাবাহারের গাছ আমাদের সাথে শেয়ার করেছেন ফটোগ্রাফির মাধ্যমে।চারা গুলো এখনো ছোট হলেও বড় হলে অনেক সুন্দর হবে আশা করি।আপনি ঠিক বলছেন মাঝেমধ্যে গাছপালার ফটোগ্রাফি দিতে ভালো লাগে।আপনার ফটোগ্রফি গুলো দেখতে ভালো লেগেছে।

ঠিক বলেছেন আপু,পাতাবাহার গাছের ডাল ছাড়লে অনেক ভালো লাগে দেখতে।ধন্যবাদ আপনাকে।

আসলে পাতা বাহারি গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। রংবেরঙ্গের পাতার সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। যাইহোক আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপু। আমি বাস্তবে এতগুলো পাতাবাহারী গাছ দেখিনি।

আপনাদের জন্যই তো আমার ফটোগ্রাফী করা আপু।আজ দেখে নিলেন😊,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দিদি নমস্কার
আসলে এগুলো মূলুত পাতা বাহারি গাছ ৷ যে গাছের পাতা গুলো বেশ সুন্দর এবং কি নানা রঙের হয়ে থাকে ৷ আর বিশেষ করে এই পাতা গুলো কেটে বিয়ে বাড়িতে বরন করে ৷
যা হোক অনেক ভালো লাগলো

একদম তাই,বিয়েবাড়ি বা শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এই পাতাবাহার দিয়ে সাজানো হয়।অসংখ্য ধন্যবাদ দাদা।

একই প্রজাতির ভিন্ন ভিন্ন পাতাবাহার গাছের আলোকচিত্র দেখতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি প্রত্যেকটি পাতাবাহার গাছই অসাধারণ দেখতে। আপনার পোস্টের মাধ্যমে আজকে অনেক রকমের পাতাবাহার গাছ দেখতে পেরে খুবই ভালো লেগেছে যা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি গাছগুলোর বর্ণনা খুবই সুন্দর ভাবে লিখেছেন যার জন্য বুঝতে অনেক সুবিধা হয়েছে। ধন্যবাদ সুন্দর পোস্ট এর জন্য।

আপনাদের কাছে ভালো লাগলেই আমার ছবি তোলা সার্থক ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে,আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

অনেক রকমের পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে পাতাবাহার গাছগুলো এমনিতে খুবই ভালো লাগে। কারণ গাছগুলোর পাতা বিভিন্ন কালার এর হয়ে থাকে। আপনার প্রত্যেকটি পাতাবাহার গাছ অসাধারণ ছিল। আমার কাছে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে তাই তো যখনই এরকম সুন্দর সুন্দর কিছু দেখি ফটোগ্রাফি করে ফেলি। সত্যি বলেছেন আপনি এরকম মাঝেমধ্যে গাছপালার ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে।

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপু।

সকাল বেলা কলেজে গিয়ে আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে একই প্রজাতের বিভিন্ন পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সকলের ফটোগ্রাফি দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। সত্যিই আপনার এই পাতাবাহার গাছের আলোকচিত্র গুলো অসাধারণ ছিল।

সত্যিই তাই,ভিন্ন ধরনের ফটোগ্রাফীগুলি আমাদের মুগ্ধ করে।ধন্যবাদ আপনাকে।