নমস্কার
বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন।আজ আমি @rme দাদার আয়োজিত শারদীয়া ১৪৩১ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আসলে এই বছর দুর্গাপূজা দেখবার অতটা ইচ্ছে ছিল না আমার।তবুও একদিন বের হয়ে ছিলাম দুর্গাপূজা দেখতে।তবে আমি ভেবেছিলাম পুসের চক্করে হয়তো এই কন্টেস্টের কথা সবাই ভুলেই গিয়েছে।কিন্তু দেরিতে হলেও শারদীয়া কন্টেস্টের আয়োজন করা হয়েছে দেখে ভীষণ-ই ভালো লেগেছে।এইজন্য দাদাকে জানাই অশেষ ধন্যবাদ।
★অষ্টমী/নবমী দুর্গাপূজা দেখার জন্য যাত্রা:
★বর্ধমানের পূজা প্যান্ডেল ,ক্লাব ও থিমের নামসহ কিছু সংক্ষিপ্ত বর্ণনা :(তারিখ ও সময়সহ)
বর্ধমান স্টেশনে বাজে প্রতাপপুরের পূজা দেখা শেষ করে আমরা বাস ধরে জিডি রোড দিয়ে পূজা মন্ডপে পৌছালাম।বাস থেকে নেমে তারপর জিডি রোড পার করেই চলে গেলাম সবুজ সংঘ ক্লাবের দুর্গামা দর্শন করতে।
সবুজ সংঘ ক্লাবের দুর্গামা দর্শন
◆থিমের নাম: (স্বামীনারায়ন মন্দির)
এই ক্লাবের প্যান্ডেলটি রাজপ্রাসাদের আদলে তৈরি করা হয়েছে।পান্ডেলের বাইরের পুরো কারুকাজ যেমন অপূর্ব ছিল তেমনি ভিতরের সৌন্দর্য্যও।এই প্যান্ডেলের সমস্ত কারুকাজ তৈরি করা হয়েছিল সোলা দিয়ে।ভারতের অনেক স্থানেই স্বামীনারায়ন মন্দিরের অসম্ভব সুন্দর ভাস্কর্য এর উল্লেখ পাওয়া যায়।
প্যান্ডেলের ভিতরে ঢুকলেই মনে হচ্ছিলো কোনো এক রাজপ্রাসাদে প্রবেশ করেছি যেন।পুরো প্যান্ডেলের ভিতরে নীল রঙের আলোকসজ্জা ছিল।বিভিন্ন ধরনের দেব-দেবীর ভাস্কর্য ও হাতি,পাখি ইত্যাদি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভিতরের দেওয়ালে ও স্তম্ভের উপর।
এটা হচ্ছে দূর্গামায়ের অপূর্ব মূর্তি।অনেকেই মায়ের সামনে বসে গানের আসর জমিয়েছিলো।এই ফুলের দৃশ্যটি ছিল পান্ডেলের ভিতরে উপরের যেটাও সোলা দিয়ে তৈরি ছিল।সম্পূর্ণ কাজ খুবই নিখুঁত ও সুন্দর দেখতে ছিল।প্রত্যেক বছরের মতো এই বছরও মানুষের মন কেড়ে নিয়েছিলো এই প্যান্ডেলের দৃশ্যগুলি।
দিনের বেলাও বেশ ভিড় ছিল প্যান্ডেলের মধ্যে।সবাই ভিডিও ও নিজেদের ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছিলো।আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম তাই অনেকটা সময় নিয়ে প্যান্ডেলগুলি দর্শন করতে পেরেছিলাম।
সবশেষে এই বিরাট আকারের সমুচা দুটি রাখা হয়েছিলো আমাদের দর্শকদের জন্য।আমাদের দেশে পূজা প্যান্ডেল ও আলোকসজ্জাকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাই রাতেরবেলা এগুলো বেশি সুন্দর দেখতে লাগে।যদিও আমি দিনের বেলা গিয়েছিলাম পূজা দেখতে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 ও redmi note 10 pro max |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টুইটার লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শারদীয়া দূর্গা পূজার বেশ কিছু ফটোগ্রাফি দিয়ে শারদীয়া কনটেস্টে অংশগ্রহণ করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী অসাধারণ হয়েছে আপু। আপনি বেশ দারুন ভাবে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন কয়েকটি পূজা মন্ডপের ছবি সুন্দর ব্যাখ্যা সমেত পোস্ট করলে বোন। তোমার এই পোষ্টের কল্যাণে অনেকগুলি নতুন প্যান্ডেলের ছবি দেখতে পেলাম। আবার যেন দুর্গাপূজা ফিরে পেলাম।। প্রতিযোগিতার জন্য তোমার অংশগ্রহণ প্রত্যাশিতই ছিল। তোমার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা ,এখনো আরো দুটি প্যান্ডেল শেয়ার করবো।আশা করি এভাবেই পাশে থেকে উৎসাহ দিবেন সুন্দর মন্তব্য দ্বারা,অনেক ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit