"প্রজাপতি ও মৌমাছির কিছু সুন্দর আলোকচিত্র"

in hive-129948 •  2 years ago 

নমস্কার

GridArt_20230426_155327017.jpg

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অনেকদিন হলো কোনো ফটোগ্রাফি পোষ্ট করা হয় নি।আজ আমি শেয়ার করবো কিছু পতঙ্গের ফটোগ্রাফি।যাইহোক তো চলুন দেখে নেওয়া যাক----

প্রজাপতি

IMG_20230424_215445.jpg

IMG_20230426_154520.jpg
লোকেশন

এটা একটি প্রজাপতি। আমার খুবই পছন্দের একটি ছোট্ট প্রাণী প্রজাপতি।ছোটবেলায় কতই না ছুটেছি এই প্রজাপতি ধরার জন্য।সুন্দর ডানার আকর্ষণে মুগ্ধ করে সবাইকে।এই প্রজাপতিটি ডানা মেলে বসে ছিল একটি অপরিষ্কার স্থানে।তবুও এর অপরূপ সৌন্দর্যে অপরিষ্কার জায়গাও যেন চোখে পড়ে না।মনে হচ্ছে যেন দুটি জ্বলন্ত চোখ তাকিয়ে রয়েছে সবিস্ময়ে।

IMG_20230426_154350.jpg

IMG_20230426_154320.jpg
লোকেশন

আসলে প্রজাপতির ডানায় নানা ধরনের রং এর বাহার থাকে।যেগুলো বেশ চোখ ধাঁধানো হয়।এই প্রজাপতির গায়ের রং তেমন উজ্জ্বল নয় কিন্তু এর অপূর্ব চোখের মতো অঙ্কিত দৃশ্যটি মন ছুঁয়ে যাওয়ার মতো।ময়ূরের পালকের মতোই সুন্দর।সব রংয়ের মিশেল যেন এই প্রজাপতির ডানাগুলিতে।

মৌমাছি

IMG_20230426_154807.jpg

IMG_20230426_154752.jpg
লোকেশন

সকালে উঠানে দাঁত ব্রাশ করতে করতেই মৌমাছির গুঞ্জন শুনতে পেলাম।জামরুল ফুলের কাছে যেতেই চোখে পড়লো এক ঝাঁক মৌমাছি।সব মৌমাছিরা মধু সংগ্রহ করছে আলাদা আলাদা ফুলের মধ্যে দিয়ে।যদিও উড়ন্ত জীবের ছবি তোলা বেশ কঠিন।তাই আমি ম্যাক্রো শট নিলাম দুটি মৌমাছির।ছোট ছোট পতঙ্গের এই দৃশ্যগুলো দেখলে মন ছুঁয়ে যায়।

IMG_20230426_154714.jpg

IMG_20230426_154736.jpg
লোকেশন

সবথেকে আমার কাছে মৌমাছির এই দৃশ্যগুলি বেশ ভালো লেগেছে। মৌমাছি উড়ে গিয়ে প্রথমে ফুলের উপর বসে,তারপর ধীরে ধীরে ফুলের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়।সবশেষে পুরো শরীর জামরুল ফুলের মধ্যে দিয়ে মৌমাছি তার সূক্ষ্ম হুল দিয়ে মধু সংগ্রহ করে চলেছে।জামরুল ফুলগুলি বেশ বড় সাইজের হয়ে থাকে।

দুলন্ত জামরুল ফুল

IMG_20230426_154636.jpg
লোকেশন

এটা জামরুল ফুল।অনেকের কাছেই নতুন মনে হতে পারে, তবে অনেকে একে আমরুল বলে ও চিনে থাকেন।জামরুল ফুলগুলি গুচ্ছাকারে সাজানো থাকে ,অনেকগুলো ফুল একটি বোটায় নির্ভর করে বেড়ে ওঠে।এই ফুলগুলিও দুলন্ত অবস্থায় নীচে মুখ করে আছে।

বড় টগর ফুল

IMG_20230426_154611.jpg
লোকেশন

এটা বড় টগর ফুল।টগর ফুল মূলত দুই প্রকার।এই টগর ফুলটি বেশ অনেকগুলো পাপড়ি দ্বারা বেষ্টিত থাকে এবং ফুলের ডাটি বেশ মোটা।ফুলটির গঠন কিছুটা গোলাপ ফুলের মতো।ভিতরে সামান্য হলুদ রঙের অংশ এবং ফুলের পাপড়িগুলি ধবধবে সাদা রঙের।যেটা বেশ আকর্ষণীয় দেখতে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পতঙ্গের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

ধন্যবাদ সকলকে

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রজাপতি গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু। দেখেই মনে হচ্ছে একটু ছুয়ে দেখি। আর ফুলের উপর বসা মৌমাছি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এই ফটোগ্রাফি গুলো করেছেন। দারুন সব ফটোগ্রাফি গুলো আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদ আপু,উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।

দিদি প্রজাতি অনেক দেখেছি ৷ তবে এমন প্রজাপতি আজকে প্রথম দেখলাম ৷ দেখতে কেমন যেন এছাড়াও মৌমাছির ছবিটি ও জামরুল ফুলের ফটোগ্রাফি টি সত্যি অসাধারণ ছিল৷ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন ৷

আপনার সুন্দর মন্তব্যের জন্য,ধন্যবাদ দাদা।

দিদি আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার ছিল। তবে প্রজাপতিটা আর মৌমাছির মধু সংগ্রহ করার ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ দাদা

আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হলাম। প্রজাপতি ফটোগ্রাফি টি খুব বেশি সুন্দর হয়েছে। জামরুল ফুলের মধ্যে মৌমাছি সহজে ফটোগ্রাফিটি করেছেন এটা আপনি কিভাবে তুলেন আপু খুবই দারুণ হয়েছে। আসলে এই মুহূর্তে ফটোগ্রাফিটা করা তো অনেক কঠিন। যাইহোক সব মিলে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আসলেই উড়ন্ত জীবের ফটোগ্রাফি করাটা কঠিন, ধন্যবাদ আপনাকে।

বাহ্ খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন তো আপনি। প্রজাপতি এবং ফুলের আলোকচিত্র দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এক একটা ফুল এবং প্রজাপতির সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো।

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে ও।

প্রজাপতি ও মৌমাছির আলোকচিত্র আপনার এই পোষ্টের মাধ্যমে দেখে ভালোই লাগলো। প্রত্যেকটা ফুল এবং মৌমাছির আলোকচিত্র খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমার কাছে বড় টগর ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে। সাদা রঙের হওয়ার কারণে একটু বেশি ভালো লাগলো। আর বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে।

  ·  2 years ago (edited)

টগর ফুল সাদা রঙেরই হয় ,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।