"আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in hive-129948 •  3 years ago 

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।সেটি হলো-"আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপি"।

টেংরা মাছ আমার খুবই প্রিয়।আর এই সময়ে বাজারে প্রচুর পরিমানে টাটকা টেংরা মাছ পাওয়া যায়।কারণ টেংরা মাছ এই সময়ে বেশি বংশবৃদ্ধি করে।প্রত্যেকটি টেংরা মাছের পেটে ডিমে ঠাসা ,যেটি খেতে আমার খুবই মজা লাগে।আমাদের গাছে অসময়ে একটি পেঁপে ধরেছিল।কিন্তু সেটি সাইজে বেশ ছোট ,কিছুতেই বড়ো হচ্ছিল না।অথচ ভিতরে লাল হয়ে পেকে যাওয়ার জোগাড়।তাই গাছ থেকে নামিয়ে আলুর সঙ্গে টেংরা মাছ দিয়ে রান্না করে ফেললাম।পেঁপে গরমের সময় খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী ,কারন এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।টেংরা মাছ খেতে সবসময়ই খুব সুস্বাদু হয়ে থাকে।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক----

IMG_20220507_105013.jpg

◆উপকরনসমূহ◆

ক্রমিক নংউপকরণপরিমাণ
1টেংরা মাছ8 পিচ
2পেঁপে1 টি
3আলু3 টি
4পেঁয়াজ কুচি2 টি
5রসুন কুচি6 কোয়া
6কাঁচা মরিচ7 টি
7সরিষার তেল100 গ্রাম
8জিরা,শুকনা মরিচ ও আদা বাটা1/2 বাটি
9লবণ2 টেবিল চামচ
10হলুদ1.5 টেবিল চামচ
11জলপরিমাণ মতো

প্রস্তুত প্রণালি:

ধাপঃ 1

IMG_20220507_102251.jpg

●প্রথমে আমি কিছু গোটা টাটকা টেংরা মাছ নিয়ে নেব এবং বটির সাহায্যে কেটে নেব।এরপর জল দিয়ে ভালোভাবে ধুয়েপরিষ্কার করে নেব।

ধাপঃ 2

CollageMaker_20220507_102501523.jpg

●এবারে টেংরা মাছের মধ্যে লবণ ও হলুদ নিয়ে নেব স্বাদ মতো।তারপর লবণ ও হলুদ মিশিয়ে নেব মাছের গায়ে হাত দিয়ে।

ধাপঃ 3

CollageMaker_20220507_102354429.jpg

●এরপর মিডিয়াম আঁচে একটি পরিস্কার কড়াই বসিয়ে দেব।কড়াইটি হালকা গরম করে তেল দিয়ে আবারও গরম করে নেব কিছুসময় ।এরপর মাছগুলি নেড়েচেড়ে ভালোভাবে ভেঁজে নেব বাদামি রঙের করে।

ধাপঃ 4

IMG_20220507_104006.jpg

●ভেঁজে নেওয়া টেংরা মাছগুলো একটি পাত্রে তুলে নেব।তো আমার টেংরা মাছগুলো ভাজি করা হয়ে গেল।

ধাপঃ 5

CollageMaker_20220507_102549438.jpg

●এবারে আমি আমাদের গাছে ধরা ছোট্ট পেঁপেটিও সঙ্গে কিছু আলু নিয়ে নেব।এরপর বটির সাহায্যে মিডিয়াম সাইজ করে কেটে নেব।

ধাপঃ 6

IMG_20220507_104346.jpg

●এবারে আমি কিছু লঙ্কা নিয়ে নেব।

ধাপঃ 7

CollageMaker_20220507_102813274.jpg

●বটির সাহায্যে একে একে সব উপকরণগুলি কেটে নেব।যেমন-পেঁয়াজ কুচি, রসুন কুচি ও লঙ্কাগুলি কেটে নিয়েছি।
এরপর জিরা,শুকনা মরিচ ও আদা একত্রে শীল ও নোরার মাধ্যমে মিহি করে বেঁটে নেব।

ধাপঃ 8

IMG_20220507_104305.jpg

●সবজিটি কেটে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব।

ধাপঃ 9

IMG_20220507_105337.jpg

●পুনরায় কড়াইটি চুলাতে বসিয়ে সামান্য তেল দিয়ে নেব।এরপর কেটে রাখা সবজি দিয়ে নেড়েচেড়ে হালকা ভেঁজে নেব।

ধাপঃ 10

IMG_20220507_104405.jpg

●তো আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে 5-7 মিনিট ধরে সবজিটি ভালো করে ভেঁজে নিলাম নেড়েচেড়ে।

ধাপঃ 11

IMG_20220507_105354.jpg

●এরপর কেটে রাখা লঙ্কা ও জল দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো।এবারে 15-20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পেঁপে ও আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভেঁজে রাখা মাছগুলি দিয়ে দেব তরকারীর মধ্যে।এরপর একটি পাত্রে নেড়েচেড়ে নামিয়ে নেব।

ধাপঃ 12

IMG_20220507_104646.jpg

●এবারে কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেব।

ধাপঃ 13

IMG_20220507_104713.jpg

●পেঁয়াজ হালকা ভেঁজে নেওয়ার পর বেঁটে রাখা মসলাগুলি দিয়ে দেব ।এরপর কষিয়ে নেব নেড়েচেড়ে।

ধাপঃ 14

IMG_20220507_104748.jpg

●সামান্য জল ছিটিয়ে মসলাটি ভালোভাবে নেড়েচেড়ে নেব।

ধাপঃ 15

IMG_20220507_104837.jpg

●এবারে পুনরায় তরকারীটি আবার ঢেলে দেব কষিয়ে নেওয়া মসলার মধ্যে।তারপর 5 মিনিট ধরে ফুটিয়ে ছোট ছোট বলক চলে আসলে নামিয়ে নেব তরকারীটি একটি পাত্রে।

ধাপঃ 16

IMG_20220507_104908.jpg

●তো আমার তৈরি করা হয়ে গেল "আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপিটি"।এবারে এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই সুস্বাদু।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2 এবং redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

টেংরা মাছ খেতে আমি অনেক পছন্দ করি। ডিমওয়ালা টেংরা মাছ খেতে বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের মজার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।

আমার ও খুব ভালো লাগে ডিমওয়ালা টেংরা মাছ খেতে ভাইয়া।হ্যাঁ, খুবই সুস্বাদু হয়েছিল রেসিপিটা।ধন্যবাদ আপনাকে।

আলু এবং পেপে দিয়ে টেংরা মাছের খুব দারুন সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি খুবই দারুন হয়েছে বেশ সাজিয়ে গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

আপনার জন্য ও শুভকামনা ও ধন্যবাদ রইলো ভাইয়া।

টেংরা মাছ গুলোর সাইজ তো বেশ ভালোই মনে হচ্ছে। এই সাইজের টেংরা মাছ খেতে খুবই ভালো লাগে। তবে আপনি টেংরা মাছ রান্নার আগে ভেজে নিয়েছেন। আমাদের এখানে অবশ্য টেংরা মাছ ভাজা হয় না। তবে আপনার রান্নাটা দেখে মনে হচ্ছে খেতে খুব মজা হয়েছে। একবার এইভাবে চেষ্টা করে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে ।

আসলে ভাইয়া ,বাজার থেকে আমরা যে টেংরা মাছগুলো এনেছিলাম এগুলো তার ছোট সাইজ।এর থেকে বড় সাইজের গুলো অন্য একটি রেসিপি তৈরি করেছি।আর আমরা সব মাছ ভেঁজে খাই,কারণ কাঁচা মাছ না ভেঁজে সরাসরি রান্না করলে যেন কেমন কেমন লাগে খেতে।এভাবে খেয়ে দেখবেন একদিন ,ভালোই স্বাদ লাগবে।অনেক ধন্যবাদ আপনাকে।

টেংরা মাছ খুবই সুস্বাদু একটি মাছ, এবং এটির যখন বর্ষাকালে পেটের ভিতর ডিম থাকে তখন খেতে আরো বেশি মজা লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য।

এই মাছের পেট ও ডিমে ঠাসা ছিল ভাইয়া, আর সামনেই তো বর্ষাকাল।ধন্যবাদ আপনাকে।

সত্যি আপু অনেক লোভনীয় একটি রেসিপি ছিল। সামনে বর্ষাকালে টিম টিমে ডিমে ভরা টেংরা মাছ পাওয়া যাবে। তখন অনায়াসে খাওয়া যাবে ধন্যবাদ আপনাকে।

👍

টেংরা মাছ আমার ভিষন প্রিয়। আপনার রেসিপি দেখে জিবে পানি এসে গেছে।আপনার রেসিপির কালার টা অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনাকে ও ধন্যবাদ ও স্বাগতম।

আলু এবং পেঁপে দিয়ে টেংরা মাছের লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন টেংরা মাছ আমার খুব প্রিয় এবারের দেখে লোভ হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল ফটোগ্রাফি গুলো দেখেই বোধহয় সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল 🌹

ভাইয়া, আপনার মন্তব্যটি সুন্দর ছিল কিন্তু সঠিকভাবে দাড়ি ও বাক্যের ব্যবহার না হওয়ার জন্য পড়তে কেমন লাগছিল।যাইহোক ধন্যবাদ আপনাকে।

আপু আপনি আলু পেঁপে দিয়ে টেংরা মাছের অসাধারণ একটি রেসিপি করেছেন। টেংরা মাছ আমার খুবই পছন্দ। কিন্তু এইভাবে করে কখনো খাওয়া হয়নি। আমি ট্যাংরা মাছ সবসময় ভেজে খেয়েছি। আপনার কাছ থেকে নতুনভাবে রান্না করা শিখে নিয়েছে। আমি এটি বাসায় করে দেখব। অপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।

এইভাবে একদিন খেয়ে দেখবেন আপু ভারী মজার খেতে।ধন্যবাদ আপনাকে।

পেঁপের তরকারি গুলো যেমন সাধের হয়ে থাকে তেমনি শরীরের জন্য অনেক উপকারী। পেপে ভাজি আমার বেশি ভালো লাগে। টেংরা মাছ তো এমনি অনেক স্বাদের। এটা নিয়ে তেমন কিছু বলার নাই৷ 😌

ঠিক বলেছেন ভাইয়া, পেঁপে ভাজি আমার কাছেও খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

দারুন একটি রান্না করেছেন আপু। রান্নার রেসিপি দেখে খুবই ভালো লাগলো ।আর সর্বশেষ যা দেখলাম তা দেখে লোভ লেগে গেলো। আশাকরি রান্নাটি খেতে অসাধারণ হয়েছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

হা আপু,অসাধারণ হয়েছিল রেসিপিটা খেতে।আপনি ও খেয়ে দেখবেন এভাবে।ধন্যবাদ আপনাকে।

আপনার মাছ রান্নার একটা জিনিস লক্ষ্য করলাম আপনি প্রায় সব মাছই ভেজেআচ্ছা রান্না করেন। কিন্তু আমরা ছোট মাছ ভেজে রান্না করি না। তাই আপনার রেসিপিটি আমার কাছে একটু ইউনিক লাগলো। টেংরা মাছ আমার খুবই পছন্দের। এভাবে ভেজে আলু ও পেঁপে দিয়ে যদিও কখনো রান্না করে খাই নি তবে মনে হচ্ছে রান্না করে খেয়ে দেখতে হবে কারণ আপনার তরকারিতে খুব সুন্দর একটি কালার এসেছে যা দেখে মনে হচ্ছে তরকারিটি অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ সুস্বাদু রেসিপি টি আমাদের সাথে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

ঠিক ধরেছেন আপু,আমরা সব মাছ ভেঁজে খাই।কারণ কাঁচা মাছ না ভেঁজে সরাসরি রান্না করলে যেন কেমন কেমন লাগে খেতে।এভাবে আপনি ও খেয়ে দেখবেন একদিন ,ভালোই স্বাদ লাগবে।তাছাড়া আমাদের এখানে সবাই সব ধরনের মাছ ভেঁজেই রান্না করে থাকে।অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আপনি অনেক সুন্দর করে আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আপু। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করতেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে৷ সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার কাছে রেসিপিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে ভাইয়া।

চমৎকার একটি রেসিপি এবং একটি কম্বিনেশন আলু ও পেঁপে দিয়ে টেংরা , বেশ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং ধাপগুলো বেশ গোছানো ছিল, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো ভাইয়া।

আপু আপনার রেসিপি আমার কাছে একটু নতুন লাগলো। আলু দিয়ে টেংরা মাছের অনেক রেসিপি খেয়েছি এছাড়াও অনেক সবজি দিয়ে খাওয়া হয়েছে। তবে পেঁপে দিয়ে একটু নতুন লাগছে। এর আগে কখনো পেঁপে দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি করিনি। তাই এর স্বাদ আমার জানা নেই। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু।

পেঁপের স্বাদ তো সবসময় দারুণ আপু ও পুষ্টিকর ও।একদিন খেয়ে দেখবেন টেংরা মাছ দিয়ে, দারুণ লাগে খেতে।ধন্যবাদ আপনাকে।

আলু পেপে এবং টেংরা মাছ । সাধারন রেসিপি কিন্তু খেতে অসাধারন লাগে। পেপে সবসময় পেটের জন্য ভাল। টেংরা মাছ কিংবা অন্যান্য ছোট মাছ আমার ভালই লাগে। যদিও আমার কাছে টেংরা মাছ টমেটো দিয়ে রান্না করলে বেশী ভাল লাগে। যাই হোক বোন রেসিপি টি দারুন ছিল। ভাল থাকবেন বোন শুভেচ্ছা রইল।

দাদা ,আসলে আমাদের বাড়িতে শুধু টমেটো দিয়ে রান্না তরকারী খেতে কম পছন্দ করে।বিশেষ করে পাকা টমেটোকে।যাইহোক আপনার অনুভূতি জেনে ভালো লাগলো।আপনি ও ভালো থাকবেন দাদা।

দিদি আপনার আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছ রেসিপি দেখতে অসাধারণ হয়েছে। আপনি কত সুন্দর হবে আলু ও মাছ ভেজে তারপরে রান্না করেছেন। আমার কাছে এই জিনিসটি খুব ভালো লেগেছে। আমি রান্না করলে কখনো এভাবে ভেজে রান্না করিনি। একদিন অবশ্যই এভাবে ভেজে রান্না করে দেখব। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার রেসিপির কালার দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে টেংরা মাছ রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ দিদি এতো সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ঠিক বলেছেন আপু,আমরা মাছ ভেঁজে খাই।কারণ কাঁচা মাছ না ভেঁজে সরাসরি রান্না করলে যেন কেমন কেমন লাগে খেতে।এভাবে আপনি ও রান্না করে খেয়ে দেখবেন একদিন ,ভালোই স্বাদ লাগবে।অনেক ধন্যবাদ আপনাকে।

দিদি ওয়াও আপনার তৈরি করা আজকের আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপিটি দেখতে সেই লাগছে,মনে হয় খেতে অনেক মজা আর সুস্বাদু হয়েছে। রেসিপির কালার বেশ চমৎকার।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরছেন।তবে আমি টেংরা মাছ খায় না।দেখতে জানি কি রকম লাগে আমার । অনেক ধন্যবাদ দিদি।

তবে আমি টেংরা মাছ খায় না।দেখতে জানি কি রকম লাগে আমার ।

দাদা,বলেন কি!এটি সকলের পছন্দের মাছ ও সবাই মজার সহিত খেয়ে থাকেন।শুধু আপনার কাছেই জানলাম যে আপনি টেংরা মাছটি খান না।একদিন খেয়ে দেখবেন এভাবে,দারুণ স্বাদের খেতে।সত্যিই, সুস্বাদু হয়েছিল রেসিপিটা।ধন্যবাদ আপনাকে।

আলু পেঁপে দিয়ে আপনারা চমৎকারভাবে টেংরা মাছ রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। টেংরা মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে ।তবে টেংরা মাছ ভুনা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনার এই টেংরা মাছ রান্নার রেসিপি দেখে আমার জিভে জল এসে যাচ্ছে ।শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ ভাইয়া, টেংরা মাছ ভুনা আমার কাছে ও খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছ 😋😋
টেংরা মাছ দেখলেই খিদে চেপে যায়।
লোভনীয় দেখাচ্ছে আপনার রেসিপি 😋

টেংরা মাছ দেখলেই খিদে চেপে যায়।

ঠিক বলেছেন ভাইয়া, হি হি😋😋।ধন্যবাদ আপনাকে।

টেংরা মাছ খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে।। কারণ এই মাছে অন্যরকম একটা টেস্ট থাকে। আপনি খুবই সুন্দর ভাবে আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি করেছেন ।দেখতে খুবই লোভনীয় লাগছে।। আপনার রান্নার ধরনটা আমার কাছে বেশ ভালো লাগলো ।।শুভকামনা রইল আপনার জন্য।।

ঠিক বলেছেন ভাইয়া, টেংরা মাছে সত্যিই অন্যরকম টেস্ট হয় যেটা খেতে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে,সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

আপু আপনার বানানো টেংরা মাছের ঝোল রেসিপিটা দেখে অনেক সুস্বাদু লাগছে। মনে হচ্ছে এটি খেতে অনেক ভালো লাগবে।আর আমারও টেংরা মাছ খেতে ভালোলাগে।আপনার এই পুরো রেসিপি টা দেখে আমার মনে হচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হবে। আপনার জন্য শুভকামনা রইল আরো নতুন কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু,খুবই সুস্বাদু হয়েছিল রেসিপিটা।আপনাকে স্বাগতম আপু💐।

আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে খুব লোভ লাগছে। শুভকামনা রইল আপনার

লোভ লাগলে আপনিও বানিয়ে ফেলুন রেসিপিটা,হি হি😊।ধন্যবাদ ভাইয়া।

আপনি আজকে আমাদের সাথে আলু ও পেঁপে দিয়ে টেংরা মাছের সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন, দেখে কিন্তু খুবই ভালো লাগলো এবং দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। টেংরা মাছ আমি অনেক বেশি পছন্দ করে থাকি, শুধু আমি না আমার পরিবারের সবাই টেংরা মাছ পছন্দ করে করে থাকে। টেংরা মাছ খেতে আসলেই অনেক মজা।

আমার পরিবারের সবাই ও এই মাছ খেতে খুব ভালোবাসে ভাইয়া।ধন্যবাদ আপনাকে, সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।