🐟"দেশি কইমাছ দিয়ে কালো কচুশাকের ডাটার মাখা মাখা ঝোল রেসিপি "🐟(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in hive-129948 •  3 years ago  (edited)

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঠান্ডা বরফের মধ্যে ও সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সঙ্গে আবারো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম।সেটি হলো"দেশি কই মাছ দিয়ে কালো কচুশাকের মাখা মাখা ঝোল রেসিপি "।

IMG_20220120_071838.jpg

দেশি কই মাছ 🐟🐟 খেতে খুবই সুস্বাদু যদিও একটু কাঁটা বেশি।আমরা সকলেই জানি বেশি কাঁটাযুক্ত মাছ বেশি স্বাদের হয়ে থাকে।তাছাড়া এইসব মাছগুলির বাজারে প্রচুর চাহিদা থাকে এবং দামও বেশি থাকে।বৃষ্টির সময় কই মাছ বেশি পাওয়া যায় ও জন্মায় তবে ওই কই মাছগুলো এখন বেশ বড়ো সাইজের হয়।বড়ো সাইজের কই মাছ খুবই স্বাদের হয় খেতে শীতের সময় ,শীতে একটু তেলযুক্ত হয় মাছগুলিতে।এই কই মাছগুলি দেশি অর্থাৎ খালে- বিলে জন্মানো।অনেকদিন ধরে কই মাছ খেতে খুবই মন চাইছিল তাই বাজার থেকে কিছু দেশি কই মাছ কিনলাম।এগুলি দীর্ঘদিন বেঁচে থাকে ফলে বাড়িতে এনে জল দিয়ে জীবিত অবস্থায় রেখে ও অনেকদিন ধরে খাওয়া যায়।এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ,আমি এটি কচুশাক দিয়ে রান্না করবো।কচুশাক আমার খুবই ভালো লাগে মাখা মাখা ঝোল করে খেতে মাছ দিয়ে।কচুশাক বর্ষাকালে বেশি জন্মায়, এখন খুবই কম পাওয়া যায় কচুশাক তবুও কিছু সংগ্রহ করলাম আমাদের বাড়ি থেকে।অসময়ের কিছু খাওয়ার মজাই আলাদা।তো চলুন শুরু করা যাক----

IMG_20220120_074814.jpg

উপকরণসমূহ

ক্রমিক নংউপকরণপরিমাণ
1দেশি কই মাছ4টি
2কচুশাকের ডাটা6 টি
3কাঁচা মরিচ7টি
4পেঁয়াজ কুচি2 টি
5রসুন ও আদা বাটা1টেবিল চামচ
6জিরা বাটা2টেবিল চামচ
7শুকনো লঙ্কা বাটা1.5টেবিল চামচ
8লবণ2 টেবিল চামচ
9হলুদ1.5 টেবিল চামচ
10সরিষার তেল100 গ্রাম
11জলপরিমাণ মতো


প্রস্তুত প্রনালী

ধাপঃ 1

IMG_20220120_070032.jpg

প্রথমে আমি কিছু দেশি জ্যান্ত কইমাছ নেব।

ধাপঃ 2

IMG_20220120_070047.jpg

একটি বটির সাহায্যে কই মাছগুলির আশ ছাড়িয়ে কেটে নেব ভালোভাবে।

ধাপঃ 3

IMG_20220120_070058.jpg

এরপর ভালভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে কইমাছগুলি হালকা গরম জল দিয়ে ধুয়ে নেব।যাতে এর গায়ের নালাযুক্ত ভাব কেটে যায়।

ধাপঃ 4

IMG_20220120_074838.jpg

এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে নেব ভালোভাবে মাছের গায়ে।

ধাপঃ 5

IMG_20220120_074953.jpg

এরপর চুলায় একটি পরিষ্কার কড়া ধুয়ে বসিয়ে দেব।তার মধ্যে তেল দেব পরিমাণ মতো ,তেল নেড়েচেড়ে গরম করে নিয়ে নেব ভালোভাবে ।তারপর লবণ ও হলুদ মিশ্রিত মাছ দিয়ে দেব তেলের মধ্যে।

ধাপঃ 6

IMG_20220120_070117.jpg

এরপর মাছগুলি উল্টেপাল্টে বাদামি রঙের করে ভেজে নেব।

ধাপঃ 7

IMG_20220120_070133.jpg

মাছ ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নেব একটি পাত্রে।

ধাপঃ 8

IMG_20220120_070316.jpg

এরপর অসময়ের কচুশাক সংগ্রহ করে নেব।

ধাপঃ 9

IMG_20220120_065351.jpg

কচুশাকের কয়েকটি ডাগ কেটে নিয়ে কাস্তে দিয়ে পরিষ্কার করে নেব।

ধাপঃ 10

IMG_20220120_074911.jpg

এরপর কচুশাকগুলি জল দিয়ে ধুয়ে নিয়ে বটির সাহায্যে মিডিয়াম সাইজ করে কেটে নেব।

ধাপঃ 11

IMG_20220120_074942.jpg

একইসঙ্গে কাঁচা মরিচ কেটে নিয়ে পেঁয়াজ কুচি করে কেটে নেব।

ধাপঃ 12

IMG_20220120_074928.jpg

শিল ও নোড়ার সাহায্যে জিরা,শুকনা মরিচ ,আদা ও রসুন বেঁটে নেব মিহি করে।

ধাপঃ 13

IMG_20220120_070209.jpg

পুনরায় আবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব।

ধাপঃ 14

IMG_20220120_070222.jpg

এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের মধ্যে তারপর নেড়েচেড়ে ভেঁজে নেব হালকা করে।

ধাপঃ 15

IMG_20220120_070233.jpg

বেঁটে নেওয়া মসলা দিয়ে দেব ভেঁজে নেওয়া পেঁয়াজের মধ্যে।

ধাপঃ 16

IMG_20220120_070339.jpg

তারপর নেড়েচেড়ে কষিয়ে নেব সব মসলাগুলি।

ধাপঃ 17

IMG_20220120_070357.jpg

এবারে কেটে রাখা কচুশাকগুলি কষানো মসলার মধ্যে দিয়ে দেব।

ধাপঃ 18

CollageMaker_20220120_070449703.jpg

কচুশাকগুলি নেড়েচেড়ে তাঁর মধ্যে কাঁচা মরিচ ও সামান্য লবণ ও হলুদ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব।

ধাপঃ 19

IMG_20220120_070638.jpg

এরপর অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10মিনিট মতো।

ধাপঃ 20

CollageMaker_20220120_070615931.jpg

10 মিনিট পর ভেঁজে রাখা মাছগুলি দিয়ে নেড়েচেড়ে আরো 10 মিনিট ফুটিয়ে নেব।

ধাপঃ 21

IMG_20220120_070653.jpg

IMG_20220120_070715.jpg

10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তরকারীটি নামীয়ে নেব একটি পাত্রে।তো তৈরি করা হয়ে গেল আমার "দেশি কই মাছ দিয়ে কালো কচুশাকের সুস্বাদু মাখা মাখা ঝোল রেসিপি"।এইবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2 এবং redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

দেশি কৈ মাছ মানেই এক আলাদা মজা। যা চাষের হাইব্রিড কৈ খেয়ে সেই মজা পাওয়া যাবে না। কালো কচুর ডাটা দিয়ে কৈ মাছের রেসিপি দেখে এখনি খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপির উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

যা চাষের হাইব্রিড কৈ খেয়ে সেই মজা পাওয়া যাবে না।

👍একদম ঠিক বলেছেন ভাইয়া।আমিও হাইব্রিড কই মাছ পছন্দ করি না এইজন্য পুরোনো বছরের বড়ো সাইজের দেশি কই মাছ কিনলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

কচু দিয়ে চিংড়ি খেয়েছি কিন্তু কখনো কৈ মাছ খাওয়া হয়নি। রেসিপিটি নতুন লাগলো আমার কাছে। রন্ধন প্রক্রিয়া দারুন। তবে দেশি কৈ এখন খুঁজেই পাইনা। ধন্যবাদ বোন ।

দাদা গতবছর আমাদের ক্যানেলে প্রচুর দেশি কইমাছ হয়েছিল কিন্তু এইবছর কোথায় বিলুপ্ত হয়ে গেছে।এগুলি বাজার থেকে কিনে এনেছি,এভাবে কচুশাকের ডাটা দিয়ে মাখা মাখা ঝোল খেতে ভালোই লাগে ট্রাই করে দেখবেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

কচু শাক বলেন আর কচু বলেন আর কচুর ছড়া বলেন এগুলো দিয়ে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে বেশ দারুন লাগে। কৈ মাছ দিয়ে কখনো এভাবে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছে। আর কৈ মাছ গুলো দেখে মনে হচ্ছে না যে এগুলা দেশী কৈ মাছ মনে হচ্ছে যেগুলো চাষের কৈ মাছের মজাটাই আলাদা। আপনি অনেক সুন্দর করে আপনার কৈ মাছের মাখামাখা ঝোলের রেসিপি টা আমাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

কৈ মাছ গুলো দেখে মনে হচ্ছে না যে এগুলা দেশী কৈ মাছ।

ভাইয়া, এগুলো দেশি কই মাছ।এগুলো পুরোনো বছরের তাই এইরকম সাইজে বড়ো হয়েছে।ঠিক বলেছেন কচুশাক দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ ,কই মাছ খুবই স্বাদের হয় খেতে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

কই মাছ আমার খুবই পছন্দের একটি মাছ দিদি। বিশেষ করে দেশি হলে তো কথাই নেই খাওয়ার মজা টা দিগুণ বেরে যায়। আপনার রান্না করা কচুর ডাটা দিয়ে কই মাছের রেসিপি টি দারুণ হয়েছে দিদি। দেখে খুবই লোভনীয় লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

কই মাছ আপনার পছন্দের মাছ জেনে ভালো লাগলো ভাইয়া।হ্যাঁ, দেশি কই মাছ বেশি টেস্টি খেতে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ।

ওয়াও আপু খুব সুন্দর একটি রেসিপি করেছেন দেখতে খুবই লোভনীয় লাগছে খেতেও মনে হয় খুব সুস্বাদু হয়েছে। তবে আপু এখনও দেশী কৈ মাছ তেমন একটা পাওয়া যায় না আপনার দেশি কৈ মাছ গুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

তবে আপু এখনও দেশী কৈ মাছ তেমন একটা পাওয়া যায় না ।

আপু আমাদের এদিকে গতবছর খুবই কই মাছ পাওয়া গিয়েছিল,এইবছর তুলনামূলকভাবে একটু কম পাওয়া যাচ্ছে।তবে এগুলো গতবছরের দেশী কই তাই এইরকম সাইজে বড়ো হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য আপু।

আপু সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।৷ অনেক সুন্দর করে দেশি কইমাছ দিয়ে কালো কচুশাকের ডাটার মাখা মাখা ঝোল রেসিপি তৈরি করছেন আমার দেখে খুব ভালো লাগলো। মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। যদি একটু খাইতে পারতাম আপু তাহলে ভালো লাগতো। শুভকামনা রইল আপনার জন্য।

হ্যাঁ ভাইয়া, খুবই মজার হয়েছিল।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

কচুর সাথে ইলিশ ও চিংড়ি মাছের দারুন সম্পর্ক আছে কিন্তু কই মাছের সাথে তা জানতাম না। পোস্টটি পড়ে একদম ইউনিক মনে হল। তবে রেসিপিটি দেখে খুব সুস্বাদু মনে হচ্ছে। 😋😋

দাদা কচুশাকের ডাটা আর কচু কিন্তু সম্পূর্ণ আলাদা।হ্যাঁ রেসিপিটা সুস্বাদু হয়েছিল।অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি ঠিকই বলেছেন আপু দেশী কৈ মাছ খেতে খুবই সুস্বাদু হয়। যদিও এই মাছে প্রচুর কাঁটা থেকে ।তবুও ভালই লাগে খেতে। আর আপনি কচুর শাকের ডাটা দিয়ে খুবই সুন্দর করে রান্নাটি করেছেন ।সেটি দেখে খেতে ইচ্ছে করছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন সেটি আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপু রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম ও অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

➡️ বর্তমানে আমাদের এলাকায় কৈ মাছ এত বেশি দেখা যায় না। আপনি কৈ মাছ দিয়ে রেসিপিটি তৈরি করেছেন এটি দেখতে খুবই ভালো লাগতেছে। এটি খেতে খুবই সুস্বাদু হবে মনে হয়। কৈ মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলে তা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনি খুব সুন্দর করে এটি তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া, কই মাছ খুবই টেস্টি।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আমার প্রিয় আপু দেখছি আজকের রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছে। সত্যিই অনেক ভালো লাগলো।কৈ মাছ দিয়ে কালো কচু শাকের ডাটার মাখা মাথার ঝোল রেসিপি অনেক সুন্দরভাবে করেছেন এবং কচুশাক আমার এমনিতেই অনেক ভালো লাগে। আপনি দারুণভাবে রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু


IMG_20220106_113311.png

অসংখ্য ধন্যবাদ প্ৰিয় ভাইয়া,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

বাহ আপু অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আপনি। কৈ মাছ আমার অনেক পছন্দের মাছ। এর স্বাদ আমার কাছে অনেক ভালো লাগে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ছিল। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

কই মাছ আপনার পছন্দের মাছ জেনে ভালো লাগলো ভাইয়া।হ্যাঁ, দেশি কই মাছ বেশি টেস্টি খেতে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ।

দেশীয় মাছ গুলোর মধ্যে কৈ মাছ সবচেয়ে পছন্দের আমার। কারণ কই মাছের স্বাদ খুবই দারুন অসাধারণ। খুব সুন্দর করে কচু শাক দিয়ে কৈ মাছ রান্না করেছেন যদি আসলেই সুস্বাদু চমৎকার একটি রেসিপি। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন ভাইয়া, কই মাছ খুবই টেস্টি।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

অসাধারণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।খুব ভালো লাগলো। কৈ মাছ আমার খুব ভালো লাগে। আপনি সুন্দর করে কৈ মাছ আর কচুশাক রান্না করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

কই মাছ কখনো কচু দিয়ে খাওয়া হয়নি আমার। কিন্তু আপনার রেসিপি টা দেখে খুব ভালো লাগছে। রেসিপি কালার টা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু খেতে হয়েছিল। কচুর শাক দিয়ে যেকোনো কিছু রান্না করলেই খুব টেস্টি হয় আপনার এই মাছ রান্না করাতেও মনে হয় খুবই সুস্বাদু হয়েছিল খেতে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

দিদি কচুশাকের ডাটা আর কচু কিন্তু সম্পূর্ণ আলাদা।হ্যাঁ রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল।অনেক ধন্যবাদ আপনাকে।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

এটাতে খুব মজার রেসিপি হবে সেটা কিন্তু আমি টাইটেল দেখেই বুঝতে পেরেছিলাম। কেননা দেশী কৈ মাছ তার সাথে আবার কচুর ডাটা খেতে তো ভীষণ মজার হবে। সেটা তো বোঝাই যাচ্ছে আর আপনার রান্নাটাও অনেক মজা মনে হচ্ছে। দেখেই বোঝা যায় যে এটা কত মজার হবে। ধন্যবাদ আপনাকে এত মজার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্যম।

হ্যাঁ ভাইয়া, খুবই মজার হয়েছিল।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

কৈ দিয়ে কচু খাওয়া হয়নি। তবে রুই পাঙ্গাস মাছ খেয়েছিলাম কচু দিয়ে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব মজার হয়েছে। রেসিপির শুরু থেকে শেষ অবধি সুন্দর বর্ননা দিয়েছেন দিদি। আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া কচুশাকের ডাটা আর কচু কিন্তু সম্পূর্ণ আলাদা।হ্যাঁ রেসিপিটা সুস্বাদু হয়েছিল।অনেক ধন্যবাদ আপনাকে।

এই কচু আর কই মাছ দুটোই আমার বেশ লাগে ☺️
এই তরকারি দিয়ে দুপ্লেট ভাত পেট ভরে খাওয়া যাবে। ভালো ছিল সবকিছু 🥀
আর আপনার উপস্থাপনা বেশ ভালোই ছিল।
দোয়া রইল দিদি 💚

ভাইয়া কচুশাকের ডাটা আর কচু কিন্তু সম্পূর্ণ আলাদা।

এই তরকারি দিয়ে দুপ্লেট ভাত পেট ভরে খাওয়া যাবে।

মজা পেলাম ভাইয়া😊😊.অনেক ধন্যবাদ আপনাকে।💐