"আমার তৈরি করা সমস্ত উলের সুতার পোষ্টের রিভিউ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in hive-129948 •  2 years ago 

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আমার তৈরি করা কয়েকটি উলের সুতার কাজ শেয়ার করবো আপনাদের সঙ্গে।অনেক কষ্টে একত্রে করে সেই diy পোষ্টগুলির রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

CollageMaker_20220426_110729330.jpg

বন্ধুরা, এই পর্যন্ত আমি নানাধরনের অনেক diy পোষ্ট শেয়ার করেছি।তাই আজ আমি diy পোষ্টের একটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি।আসলে আমি আমার সমস্ত উলের সুতা দিয়ে তৈরি diy পোষ্টগুলি রিভিউ করতে চলে আসলাম। অনেক দিন ধরে আমার ইচ্ছে পোষ্টগুলি রিভিউ করবো।যাতে পরবর্তীতে আমি আমার পছন্দের সমস্ত উলের সুতার কাজগুলিকে একত্রে পাই।আমার প্রত্যেকটি রিভিউ করা diy পোষ্টের লিংক নীচে দেওয়া রয়েছে।চাইলে আপনারা দেখে নিতেও পারবেন।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

কিউট পমপম টেডি বিয়ার

IMG_20220426_110449.jpg
পোষ্টের লিংক
আমি একটি টম বা সহজ ভাষায় বলতে গেলে কিউট কুকুরের টেডি বিয়ার তৈরি করেছিলাম উলের সুতা দিয়ে।কারণ আমার মনে হয়েছিল বিভিন্ন ধরনের জীবজন্তুর টেডিবিয়ার থাকলেও কুকুর ছানার টেডিবিয়ারগুলি মানুষ বেশি পছন্দ করেন অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক সবাই।তাছাড়া এটি তৈরির শেষ মুহূর্তে যখন আমি কালো পুঁতি দিয়ে টমের নাক ও চোখ তৈরি করে দিয়েছিলাম।তখন এই টমের নাক ও চোখ দেখেই আমার মনে হয়েছিল আমি টেডিবিয়ারটি তৈরি করতে সফল হয়েছি।মনে মনে অদ্ভুত ভালোলাগা কাজ করছিল,আসলে নিজের হাতে কিছু তৈরির আনন্দটাই অন্যরকম।

পমপম মুরগির বাচ্চা

IMG_20220426_110331.jpg
পোষ্টের লিংক
আমার জীবনের প্রথম উলের সুতার কাজ এটি।আমাদের সকলের প্রিয় দাদা যখন সপ্তাহব্যাপী diy প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তখন প্রথম আমিই এই পমপম মুরগির বাচ্চাটি তৈরি করেছিলাম।জীবনের প্রথম সুতার কাজটি করতে পেরে এবং কমিউনিটির সকলের কাজ থেকে অনেক উৎসাহ, অনুপ্রেরণা,প্রশংসা ও ভালোবাসা পেয়ে সত্যিই খুশিতে আমার মন ভরে গিয়েছিল।আর এটি দেখতে সত্যিকারের মুরগির বাচ্চার মতোই হয়েছিল।

কিশোর লাজুক খ্যাক

IMG_20220426_110348.jpg
পোষ্টের লিংক
আমাদের প্রিয় লাজুক খ্যাক শিশু থেকে ধীরে ধীরে যখন বড়ো হচ্ছিল অর্থাৎ শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছিল তখন আমি এটি তৈরি করেছিলাম।সবে লাজুক খ্যাক তখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উত্তীর্ণ হয়েছে।আমাদের কমিউনিটির কল্যানে এবং কমিউনিটির স্বচ্ছতার কাজে লাজুক খ্যাক ব্যাপক কাজ করে চলেছে প্রতিনিয়ত।এটি আমাদের জন্য একাধারে গর্ব ও আনন্দের বিষয়।এই কারনে প্রিয় লাজুক খ্যাককে ভালোবেসে আমি এটি তৈরি করেছিলাম।তবে এটির চোখ তৈরির সময় ভারী মুশকিলে পড়তে হয়েছিল আমার।তবুও শেষমেশ আমি দ্বিতীয়বার সফল হয়েছিলাম প্রিয় ও ভালোবাসার কিশোর লাজুক খ্যাক তৈরি করতে।

বন্ধু বৃক্ষ

IMG_20220426_110429.jpg
পোষ্টের লিংক
উলের সুতা দিয়ে বৃক্ষ তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছিল।কারণ এটি দেখে সহজ মনে হলেও এটি আমার জন্য বেশ কঠিন কাজ ছিল।প্রথমে সুতাগুলিকে কুচি কুচি করে কেটে তারপর একটা একটা টুকরো নিয়ে আলাদা আলাদা করে সাজিয়ে আঠা দিয়ে আটকানো ভারী মুশকিল ছিল।তবুও কোনো কাজ শুরু করলে শেষ তো করতেই হবে তাইনা!তাই বানিয়ে ফেললাম একটি বড় বৃক্ষ।কিছুটা বট বৃক্ষের মতো দেখতে।

কিউট পুতুল

IMG_20220426_110412.jpg
পোষ্টের লিংক
পুতুল সকলের খুবই প্রিয়।এটি তৈরি করতে আমি মাস্কের ও ব্যবহার করেছিলাম।ঘুমন্ত পুতুলের বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস আমাকে তৈরি করতে হয়েছিল।যেমন পুতুলের জামা,হাত,পা,চুল, ওড়না ও মাথায় লাগানো সুন্দর ফুল।সবশেষে পেন দিয়ে একে দিয়েছিলাম পুতুলের মুখের গঠন যেটি করার পর একটা মিষ্টি পুতুলে রূপান্তরিত হয়েছিল এটি।

তো এই ছিল আমার তৈরি করা সমস্ত উলের সুতার কাজ।আশা করি আমার উলের সুতা দিয়ে তৈরি diyগুলির রিভিউ আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোষ্টগুলো রিভিউ দেখে একদম ভালো লেগেছে আপু। প্রত্যেকটা পোস্ট এর কোয়ালিটি সর্বোচ্চ মানের হয়েছে। প্রতিনিয়ত আপনার পোস্ট গুলো আমার খুব ভালো লাগে। এভাবে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

আমি চেষ্টা করি ভাইয়া, সবসময় সর্বোচ্চ মানের পোষ্ট করার।ভালো থাকবেন ভাইয়া।

দিদি মনি আপনার তৈরি করা প্রতেকটি পোস্ট অসম্ভব সুন্দর হয়েছে, সব থেকে কিউট পমপম টেডি বিয়ার আমার খুবই ভালো লেগেছে, তাছাড়াও সব পোস্ট গুলোই অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইল আপনার জন্য।

এত প্রশংসার জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার উলের সুতার রিভিউ পোস্ট গুলো দেখে আমি তো অবাক হয়ে গেলাম। উলের সুতা দিয়ে এত দারুন দারুন জিনিস তৈরি করা যায় আপনার পোস্টটা দেখে জানতাম না। কিউট পমপম টেডি বিয়ার এবং পমপম মুরগির বাচ্চাকে দেখতে খুবই কিউট লাগছে।আপনার হাতের কাজ খুবই ভালো তাই প্রশংসা না করে পারছি না। ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল

উলের সুতা দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আপু,ধন্যবাদ আপনাকে।

সত্যি অসাধারণ ছিল আপনার প্রত্যেকটি ডাই পোস্ট। আপনি অনেক দক্ষতার সাথে এই কাজগুলো করে থাকেন। আমার কাছে কিশোর লাজুক খ্যাক, পমপম মুরগির বাচ্চা টেডি বিয়ার সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক কিউট লাগছে তাদের দেখতে। আপনাকে ধন্যবাদ দিদি রিভিউ পোষ্টের মাধ্যমে আমাদের আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

লাজুক খ্যাক সকলের প্রিয়,ভালো তো লাগবেই।ধন্যবাদ আপু।

উলের সুতার পোষ্টের রিভিউ দেখে খুব ভালো লাগলো। আসলে আমাদের এই দিকে উল সুতা দেখায় যায় না‌। আগে ঘরে ঘরে উল সুতা তৈরি হতো বা পাওয়া যেত এখন এ ধরনের উলের সুতা খুঁজে পাওয়া খুব মুশকিল । আপনি খুব সুন্দর করে উলের সুতা দিয়ে বিভিন্ন ধরনের পুতুল, মুরগি, খেকশিয়াল তৈরি করেছেন অসাধারণ হয়েছে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

কি বলেন ভাইয়া, যেকোনো কাপড়ের দোকানে গেলেই উল সুতা খুঁজে পাবেন।ধন্যবাদ ভাইয়া।

উলের সুতা দিয়ে তৈরি প্রত্যেকটি পুতুল আমার খুবই ভালো লেগেছে। আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি আরও সুন্দর সুন্দর উল সুতার পুতুল বা নকশা আমাদের মাঝে উপহার দিবেন।

আপনাদের মুগ্ধতা আমার কাজের উদ্দীপনা যোগায় ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

ওয়াও কী অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি পুতুল তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার দক্ষতা দেখে আমি অবাক।কী চমৎকার হয়েছে সব গুলা। আপনার এই রিভিউ পোস্ট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ আপনাকে, চমৎকার মন্তব্যের জন্য ভাইয়া।

ওরে বাবা এ কি দেখালেন, ওলের সুতা দিয়ে আপনি অনেক সুন্দর কয়েকটি পুতুল ও গাছ তৈরি করেছেন। এর আগে আমি আপনার ওলের সুতা দিয়ে তৈরি এই পুতুল গুলো দেখিনি। আজ আপনার পোস্টের মাধ্যমে প্রথম দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ওলের সুতার তৈরি পুতুল এর রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু,এই উলের সুতার কাজ তেমন কেউ করেনা,আমি করি কমিউনিটিতে বেশি।ধন্যবাদ আপু।

আপু আপনার তৈরি করা উলের সুতার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে উলের সুতা দিয়ে তৈরিকৃত কিশোর লাজুক খ্যাক এবং কিউট পমপম টেডিবিয়ার টি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে উলের সুতা দিয়ে তৈরিকৃত হাতের কাজগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

হাতের কাজগুলো সত্যিই অনেক ভালো লাগে দেখতে, ধন্যবাদ ভাইয়া।

উলের সুতার কাজ গুলো একত্রে রাখার জন্য সুন্দর একটি আইডিয়া আপনার এই রিভিউ পোস্টটি। আপনি উলের সুতা দিয়ে বেশ কয়েকটি কাজ সম্পন্ন করেছেন। আমিও উলের সুতা দিয়ে কিছু তৈরি করতে পারি না। অনেকগুলো সুন্দর সুন্দর ক্রাফট একত্রে দেখে বেশ ভালই লাগলো।ভালোবাসা নিবেন আপু।

আমার হাতের কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই জড়ো করলাম।ভালো থাকুন ভাইয়া।

সমস্ত উলের পোস্টের রিভিউ একসঙ্গে দেখে বেশ ভালো লাগলো। আসলে আপনি বিশেষ করে উলের পমপম টেডি বিয়ার এটা আমার সবথেকে ভালো লেগেছে তথাপি পমপম মুরগির বাচ্চা এটাও দুর্দান্ত ছিল সর্বোপরি সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

মুরগির বাচ্চাটি প্রথম তৈরি করেছিলাম ভাইয়া,আপনি ও ভালো থাকবেন।

আপনার উলের সুতার কাজ গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের কাজ আমি আগে দেখেছি বলে মনে হয় না। তবে সবচেয়ে ভালো লাগলো যে আপনি সবগুলো কাজকে একসাথে তুলে ধরে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সবগুলো উলেরকাজ এর ভিতর পমপম টেডি বিয়ার এবং পমপম মুরগির ছানা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর কিছু কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

আসলে এই উলের সুতার কাজ তেমন কেউ করেনা,আমি করি কমিউনিটিতে বেশি।ধন্যবাদ ভাইয়া।

উলের সুতা দিয়ে তৈরি প্রত্যেকটি পুতুলের দেখতে দৃষ্টিনন্দন হয়েছে যে কেউই দেখে অবাক হবে আপনার এই সৃজীনশীল কাজ দেখে।আপনার জন্য শুভ কামনা রইল।

আপনি অবাক হয়েছেন জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর পোস্ট করেন আপনার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার উলের সুতার পোষ্টের রিভিউ গুলো খুবই সুন্দর হয়েছে। আপনার এই পোস্ট গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কিউট পমপম টেডি বিয়ারটি ।

টেডি বিয়ারটি সত্যিই খুব কিউট হয়েছিল।ধন্যবাদ ভাইয়া

দিদি আপনি আজকে চমৎকার ভাবে উলের সুতার পোষ্টের রিভিউ করেছেন। সব গুলো পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার ভিশন ভালো লেগেছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

সব গুলো পোস্ট এক সাথে দেখে চোখ সরাতে পারছি না। আপনি খুন সুন্দর কিছু প্রজেক্ট তোরি করেছেন। আমি আপনার প্রতিটি পোস্ট ফলো করি। কিউট পুতুল টি আমাদের কাছে বেশি ভালো লাগছে

আমি জানি ভাইয়া, আপনি আমার প্রত্যেকটি পোষ্ট ফলো করেন,এইজন্য আমি খুবই খুশি।তবে বানানের প্রতি একটু লক্ষ্য রাখুন,ধন্যবাদ আপনাকে।

এই প্রত্যেকটি ডাই প্রজেক্ট ছিল আপনার মেধার প্রকাশ। সত্যি বলতে সবগুলোর ডাই প্রজেক্ট আমার দেখা হয়ে ওঠেনি। কিশোর লাজুক খ্যাকঁ সত্যি কিউট লাগছে। আপনার প্রথম ডাই প্রজেক্ট পমপম মুরগির বাচ্চা, এটিও দারুন। নামটিও খুব মজার। ধন্যবাদ বোন সবগুলো একসাথে শেয়ার করার জন্য ভাল থাকবেন।

দাদা,আপনার যেহেতু সবগুলো দেখা হয়ে ওঠেনি সেহেতু আজ দেখে নিলেন।সত্যিই এগুলো মজার, আপনি ও ভালো থাকবেন।

সুতা দিয়ে প্রস্তুত করা আপনার অরিগামি গুলো সত্যি নজর কারণও ছিল প্রত্যেকটা পোস্টে আমি দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছিল বিশেষ করে কালার কম্বিনেশন গুলো সুন্দর ফুটিয়ে তুলেছিলেন সেইসাথে উপস্থাপনার কথা না বললেই নয়

এইসব কাজে কালার কম্বিনেশন খুবই জরুরি ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার সবগুলো ডাই প্রজেক্ট অনেক ভাল ছিল আপু। আমি সব গুলো দেখি নি কয়েকটি দেখেছিলাম আগে। তবে আজকে আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে সবগুলো দেখতে পারলাম। আমার কাছে মুরগির ছানা এবং লাজুক খ্যাক কে সবচেয়ে বেশি ভালো। ধন্যবাদ আপু সবগুলো পোস্ট একসাথে দেওয়ার জন্য। শুভকামনা অবিরাম।

আপনার যেহেতু সবগুলো দেখা হয়ে ওঠেনি সেহেতু আজ দেখে নিলেন ভাইয়া।সত্যিই এগুলো মজার, আপনি ও ভালো থাকবেন।

সত্যিই আপু ‌আপনি অনেক গুণবতী একটি মেয়ে। যেমন মজার রেসিপি তৈরি করেন,তেমন সুন্দর আর্ট করেন,আবার তেমন সুন্দর ক্রাফট তৈরি করেন। আমি তো কখনই উলের সুতা দিয়ে এসব জিনিস তৈরি করতে পারবোই না। ভালো লাগলো আপনার এত অসাধারণ কাজ গুলো আবার ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে। এভাবেই ভালো কাজগুলো করে যান আপু। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

এত প্রশংসা কোথায় রাখি আপু,এইসব আপনাদের অনুপ্রেরণাতেই সম্ভব হয়।আপনি ও চেষ্টা করলে পারবেন আপু,ভালোবাসা অবিরাম💝।

আপু আপনার উল সুতার তৈরি প্রত্যেকটি পোস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটি পোস্টেই এত সুন্দর সব জিনিস গুলো উপস্থাপন করেছেন যা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সময় সংকীর্ণতার কারণে হয়তোবা আপনার সবগুলো পোস্ট আমার দেখা হয়নি। কিন্তু আজ পোস্টে রিভিউ দেওয়ার কারণে অসম্ভব সুন্দর উল সুতার তৈরি, কিউট পমপম টেডি বিয়ার, পমপম মুরগির বাচ্চা, কিশোর লাজুক খ্যাক, বন্ধু বৃক্ষ এবং কিউট পুতুল দেখার সৌভাগ্য হলো আমার। পোস্টে রিভিউ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার যেহেতু সবগুলো দেখা হয়ে ওঠেনি সেহেতু আজ দেখে নিলেন ভাইয়া।সৌভাগ্য কেন ভাইয়া, যখন খুশি তখন আপনি আমার পিছনের পোষ্টগুলি ও দেখতে পারেন।অনেক ধন্যবাদ আপনাকে ও।

আপনার বানানো উলের সুতার কাজ গুলো কোনটি থেকে কোনটি সুনাম করবো সেটাই ভেবে পাচ্ছি না। কারণ একেকটি গর্জিয়াস লেভেলের কাজ করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কাজ রিভিউর মাধ্যমে উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

এত প্রশংসা শুনে সত্যিই আমি উৎসাহ পাই,আপনি ও ভালো থাকবেন ভাইয়া।

আপনার তৈরী করা উলের সুতার বিভিন্ন কাজ অনেক ভাল লাগলো। বিশেস করে পমপম মুরগির বাচ্চাটি অনেক ভাল লেগেছে দেখতে। সব পোস্ট এক সাথে পেয়ে গেলাম এই পোস্টের মাধ্যমে । অনেক ধন্যবাদ আপনাকে আপু

হ্যাঁ ভাইয়া, সবগুলো পোষ্ট জড়ো করতে পেরে আমার ও ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ।

আপনার তৈরি করা উলের সুতার কিছু পোস্ট রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোস্ট গুলো দেখলেই বোঝা যায় আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে এগুলো তৈরি করে থাকেন। প্রতিটি পোস্ট আমি এর আগেও দেখেছিলাম খুব ভালো লেগেছিল তবে বিশেষ করে শেষের কিউট পুতুল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

ঠিক বলেছেন ভাইয়া, এই কাজগুলো ধৈর্য্য ধরেই করতে হয়।ধন্যবাদ আপনাকে ও।

ওয়াও আপু উলের সুতা ব্যবহার করে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার ওলের সুতা দিয়ে তৈরি জিনিসপত্র। আপনি অনেক দক্ষতার সাথে এগুলো তৈরি করে আমাদের উপহার দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উলের সুতা দিয়ে তৈরি জিনিসপত্র আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দক্ষতা আছে কিনা জানিনা, তবে মন থেকে করি কাজগুলো।অনেক ধন্যবাদ আপু।😊

আপনার এই রুলের হাতের কাজগুলো ভীষণ সুন্দর ছিল। আমি আপনার প্রত্যেকটি ওলের হাতের কাজ দেখেছি খুব ভালো লেগেছে। আসলে বোঝা যায় এগুলো আপনি খুব যত্নসহকারে তৈরি করেছেন। আজকে সবগুলো উলেরকাজ একসাথে দেখতে পেয়ে ভালোই লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

ছড়িয়ে ছিটিয়ে ছিল হাতের কাজগুলো ভাইয়া, তাই জড়ো করলাম।আপনার জন্য ও শুভকামনা রইলো।

আপনার উল সুতার পোষ্টের রিভিউ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এই পোস্টগুলো আবারো দেখতে পেয়ে খুবি ভালো লাগছে। একসাথে পোস্ট গুলো দেখে ভাল লাগলো। বিশেষ করে 1 নাম্বার 2 নাম্বার পোস্ট আমার বেশি ভালো লেগেছে।

অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ ভাইয়া।