প্রতিযোগিতা-৩৯ || "মুখরোচক টক-ঝাল কাঁচালঙ্কা ভর্তা রেসিপি"

in hive-129948 •  last year  (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।



যেকোনো প্রতিযোগিতা মানেই আলাদা অনুভূতির কিছু।প্রথমত আমি ভেবেছিলাম প্রজেক্ট করার চাপে হয়তো এইবারের প্রতিযোগিতায় অংশ নিতেই পারবো না।উপকরণ সংগ্রহ করা থাকলেও সময় আর হয়েই উঠছিল না।তবুও আমি যেহেতু রেসিপি তৈরি করতে খুবই ভালোবাসি তাই শেষ মুহূর্তে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে পারলাম না। যদিও বেশ চাপের হয়ে গিয়েছিল তবুও প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি খুবই খুশি।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় @rme দাদাকে।এছাড়া অনেক ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

মুখরোচক টক-ঝাল কাঁচালঙ্কা ভর্তা রেসিপি:

IMG_20230712_141528.jpg

IMG_20230712_141555.jpg

ভারতে আমরা যাকে কাঁচালঙ্কা বলি বাংলাদেশের ভাষায় সেটা আবার কাঁচা মরিচ।যাইহোক না কেন ঝাল তো ঝালই তাইনা!আর আমি একজন ভীষণ ঝালপ্রেমী মানুষ সঙ্গে আমার পরিবারও।এখন চারিদিকে কাঁচালঙ্কা নিয়ে হট্টগোল পড়ে গেছে।কাঁচালঙ্কার দাম যা বেড়েছে তাতে নাকি কাঁচালঙ্কা খাওয়াটা অনেকটা বিলাসিতার মতোই।তো সেই কাঁচালঙ্কা নিয়েই চলে আসলাম সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ভর্তা রেসিপি প্রস্তুত করে আপনাদের সঙ্গে শেয়ার করতে।প্রথমত আমি কাঁচালঙ্কাগুলি 350 টাকা কিলো দরে কিনে এনেছি।এরপর আমি কাঁচালঙ্কার সঙ্গে ব্যবহার করেছি সাড়ে 7 বছরের পুরোনো তেঁতুল।

কাঁচা মরিচের অনেক গুনাগুন রয়েছে।এটিতে ভিটামিন এ থাকায় এটি দৃষ্টিশক্তি ভালো রাখে।হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং ফুসফুসকে সুস্থ রাখে।পুরোনো তেঁতুলে রয়েছে অনেক পুষ্টি উপাদান।তেঁতুল শরীরের জন্য খুবই উপকারী এবং বিভিন্ন রোগ প্রতিরোধে ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।যেমন- পুরনো তেঁতুল খেলে আমাশয়, কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার পাওয়া যায়। পুরনো তেঁতুল খেলে কাশি সারে।তেঁতুলের শরবত কোষ্ঠকাঠিন্য দূর করে।এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও সাহায্য করে।তো কাঁচালঙ্কা ও পুরোনো তেতুলের যুগলবন্দিতে ভর্তা রেসিপিটি খুবই মুখরোচক ও টেস্টি খেতে হয়েছিল।আশা করি আমার তৈরি ভর্তা রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।তো চলুন রেসিপিটা শুরু করা যাক---

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20230712_135803.jpg

IMG_20230712_162002.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
1কাঁচালঙ্কা150 গ্রাম
2পুরোনো তেঁতুলের কাঁথ3 টেবিল চামচ
3পেঁয়াজ কুচি2 টি
4রসুন8 কোয়া
5লবণ1/2 টেবিল চামচ
6সরিষার তেল4 টেবিল চামচ
7জলসামান্য পরিমাণ

প্রস্তুতপ্রণালি:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20230712_135859.jpg

প্রথমে আমি পুরোনো তেঁতুলগুলি একটি পাত্রে নিয়ে নিলাম।এরপর 2-3 চামচ জল দিয়ে তেঁতুল ভিজিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20230712_135952.jpg

এখন ভালোভাবে হাত দিয়ে পুরোনো তেতুলের কাঁথ বের করে নিলাম।

ধাপঃ 3

IMG_20230712_140332.jpg

এখন তেঁতুলের শক্ত অংশগুলি বেছে ফেলে দিলাম।তো তেঁতুলের সফট কাঁথগুলি আমার বের করে নেওয়া হয়ে গেছে।

ধাপঃ 4

IMG_20230712_135921.jpg

এবারে আমি কিছু কাঁচালঙ্কার বোটা ছাড়িয়ে ধুয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20230712_140300.jpg

কাঁচালঙ্কাগুলি একটি বটির সাহায্যে ফালি ফালি করে কেটে নিলাম।

ধাপঃ 6

IMG_20230712_140217.jpg

এরপর কাঁচালঙ্কার ভিতর থেকে সমস্ত দানা ছুড়ির সাহায্যে বের করে ফেলে দিলাম।

ধাপঃ 7

IMG_20230712_140430.jpg

তো কাঁচালঙ্কাগুলি থেকে এভাবে আমি সমস্ত দানা পরিষ্কার করে নিলাম।

ধাপঃ 8

IMG_20230712_140451.jpg

এখন চুলার মিডিয়াম আঁচে একটি পরিষ্কার কড়াই বসিয়ে দিলাম।কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিলাম।

ধাপঃ 9

IMG_20230712_140506.jpg

এবারে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

ধাপঃ 10

IMG_20230712_141913.jpg

পেঁয়াজ হালকা নেড়েচেড়ে তার মধ্যে গোটা রসুনের খোসা ছাড়ানো কোয়াগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 11

IMG_20230712_140604.jpg

এরপর পেঁয়াজ কুচি ও রসুন হালকা বাদামি রঙের করে ভেঁজে নিলাম।

ধাপঃ 12

IMG_20230712_140902.jpg

এখন একটি পাত্রে ভেঁজে নেওয়া পেঁয়াজ কুচি ও রসুনগুলি তুলে নেব।

ধাপঃ 13

IMG_20230712_141900.jpg

এরপর আমি পুনরায় কড়াইতে তেল দিয়ে কাঁচালঙ্কা দিয়ে দিলাম।

ধাপঃ 14

IMG_20230712_140931.jpg

কাঁচালঙ্কাগুলি নেড়েচেড়ে ভেঁজে নিলাম কয়েক মিনিট ধরে।

ধাপঃ 15

IMG_20230712_140948.jpg

এখন ভেঁজে নেওয়া কাঁচালঙ্কাগুলি নামিয়ে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 16

IMG_20230712_141013.jpg

এবারে আমি শীল-পাটা নিয়ে নিলাম।শীল-পাটা ধুয়ে নিয়ে ভাঁজা পেঁয়াজ-রসুন নিয়ে নেব।

ধাপঃ 17

IMG_20230712_141052.jpg

এখানে আমি পেঁয়াজ-রসুনগুলি মিহি করে শীল-পাটার সাহায্যে হাত দিয়ে বেঁটে নিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি।

ধাপঃ 18

IMG_20230712_141107.jpg

এখন ভেঁজে নেওয়া কাঁচালঙ্কাগুলি নিয়ে নিলাম এবং পরিমাণ মতো লবন নিয়ে নিলাম।

ধাপঃ 19

IMG_20230712_141125.jpg

লবণ ও কাঁচালঙ্কাগুলি একইভাবে মিহি করে বেঁটে নিলাম শীল-পাটার সাহায্যে।

ধাপঃ 20

IMG_20230712_141201.jpg

এরপর আমি সবগুলো বেঁটে নেওয়া উপকরণ একটি পাত্রে নিয়ে নিলাম।

ধাপঃ 21

IMG_20230712_141223.jpg

সবশেষে আমি সরিষার তেল নিয়ে নিলাম এক চামচ।

ধাপঃ 22

IMG_20230712_141242.jpg

এরপর সবগুলো উপকরণ একত্রে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20230712_141313.jpg

IMG_20230712_141635.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার "মুখরোচক টক-ঝাল কাঁচালঙ্কা ভর্তা রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20230712_141343.jpg

IMG_20230712_141617.jpg

IMG_20230712_141555.jpg

এবারে এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।রেসিপিটি খুবই মুখরোচক ও সুস্বাদু হয়েছিল খেতে।এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমারও খুবই ভালো লেগেছে।আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের ভর্তা রেসিপিটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়মুখরোচক টক-ঝাল কাঁচালঙ্কা ভর্তা
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাপরে বাপ দিদি কাঁচা লঙ্কার যে দাম। এত দাম দিয়ে কি আর কাচাঁ লঙ্কা খাওয়া যায়? বেশ সুন্দর একটি রেসিপি আজ আপনি শেয়ার করেছেন। মনে হচ্ছে এ রকমের রেসিপি দিয়ে নিমিষেই দুই প্লেট ভাত খাওয়া যাবে। হি হি হি

ঠিক বলেছেন আপু,দাম যাই হোক না কেন রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

ওরে বাবারে....😰 সাড়ে সাত বছরের পুরনো তেঁতুল কই পেয়েছো তুমি.....?

আসলে আমি যখন ছোটবেলা তেঁতুল খেতে যেতাম তখন ঠাকুর দাদা বলতো যে তেঁতুল খাস না ব্রেন নষ্ট হয়ে যায়। কিন্তু তেতুলের যে এত গুণ সেটা যদি তখন ঠাকুর দাদাকে বোঝাতে পারতাম তাহলে হয়তো তেঁতুল খেয়ে মজা করতে পারতাম ছোটবেলায়।

তোমার তৈরি করা ভর্তাটা আমার কাছে নতুন নয়, কমন। কারণ ছোটবেলায় দেখতাম ঠাকুরমা ঠিক এরকম করে তেঁতুল ভর্তা করতো।

দাদা,এই তেঁতুলগুলি মামা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল।তাই মাঝে মাঝেই একটু করে খাই,এভাবে সাড়ে সাত বছর হয়ে গেছে।তেঁতুল যত পুরোনো হয় তার উপকারীতা ততই বেড়ে যায়।ধন্যবাদ দাদা।

কাঁচা মরিচের দাম যেভাবে বেড়েছে কমার কোন নাম নেই। আপনি তো দেখছি ৩৫০ টাকা দিয়ে কাঁচা মরিচের কিলো কিনে এনে, এই ভর্তাটা তৈরি করেছেন। কাঁচা মরিচ দিয়ে যদি এরকম ঝাল ভর্তা তৈরি করা হয় তাহলে কি রকম ঝাল হবে আমি তো তা ভাবছি। মনে হচ্ছে এই রেসিপিটা অনেক বেশি ঝাল হয়েছিল। ঝাল ভর্তা রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সম্পূর্ণটা দেখে ভালো লেগেছে আমার কাছে।

সত্যিই আপু,খুবই ঝাল হয়েছিল।কিন্তু টক-ঝালের কম্বিনেশন দারুণ টেস্টি লেগেছিল খেতে।ধন্যবাদ আপনাকে।

কাঁচামরিচের দাম যেভাবে বেড়েছে, কাঁচামরিচ খাওয়া একেবারে মুশকিলের ব্যাপার হয়ে পড়েছে দিদি। তবে আপনি তো দেখছি কাঁচা মরিচ দিয়ে শেষ পর্যন্ত ভর্তা রেসিপি তৈরি করেছেন। ঝাল আমার অনেক বেশি পছন্দের। আপনি তো শুধুমাত্র কাঁচামরিচ দিয়েছেন। ভাবতেই অবাক লাগছে এখানে কতটাই না ঝাল হয়েছে তাহলে। রেসিপিটা দেখে আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে আপনার অংশগ্রহণ দেখে ভালো লাগলো।

হ্যাঁ ভাইয়া, অনেক ঝাল হয়েছিল।চেষ্টা করেছি নিয়ম মেনে ঝাল ঝাল করার ।আপনার ঝাল পছন্দের জেনে খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।