নমস্কার
পাকা বড়ই মাখা:
যেকোনো মাখামাখি রেসিপির নাম শুনলেই জিভে জল চলে আসে।তার উপরে যদি হয় মজাদার বড়ই মাখা তাহলে তো কথাই নেই।কয়েক দিন আগে আমি আপনাদের সঙ্গে কাঁচা বড়ই মাখা শেয়ার করেছিলাম।আর তাতে অনেকগুলো উপকরণ যুক্ত করেছিলাম,কিন্তু এগুলো যেহেতু পাকা বড়ই তাই একেবারে সিম্পলভাবে মাখা করার চেষ্টা করেছি।আমি এখানে কাঁচা মরিচ,হলুদ,লেবুপাতা,সরিষার তেল ইত্যাদি উপকরণগুলি বাদ দিয়েছি।যাইহোক তবে এটি তৈরির পর দেখতে যেমন দারুণ লাগছিলো,খেতেও বেশ মজার হয়েছিলো।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.কাসুন্দি -2.5 টেবিল চামচ
3.জিরা গুঁড়া-1.5 টেবিল চামচ
4.লবণ- 1 টেবিল চামচ
5.লাল মরিচ গুঁড়া-1 টেবিল চামচ
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি আমাদের গাছ থেকে কিছু বড়ই নামিয়ে রেখেছিলাম।তো দুইদিন পর সেগুলো বেশ পেকে গিয়েছে, তাই সেগুলো ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম।
ধাপঃ 2
এখন একটি পাত্রে উপকরণগুলি নিয়ে পাকা বড়ইগুলি একটি একটি করে চিপে নেব।তো এভাবে সবগুলো পাকা বড়ইয়ের মুখ আমি ফাটিয়ে নিয়েছি।
ধাপঃ 3
এরপর একটি পাত্রে পরিমাণ মতো লবণ,জিরা গুঁড়া,লাল মরিচ গুঁড়া ও কাসুন্দি নিয়ে নিলাম।তারপর হালকা করে ফাটিয়ে নেওয়া পাকা বড়ইটি হাত দিয়ে মেখে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে এটি এখন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে।
পরিবেশন:
তো তৈরি করা হয়ে গেল আমার "পাকা বড়ই মাখা"।এটি দেখতে যেমন লোভনীয় হয়েছিলো খেতেও বেশ মজাদার হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুদিন আগে আপনার তৈরি করা কাঁচা বড়ই মাখা রেসিপিটা দেখেছিলাম দারুন হয়েছিলো। তবে আজকে পাকা বড়ই মাখা রেসিপিটা ভীষণ লোভনীয় হয়েছে। আপনি সঠিক বলেছেন বিভিন্ন রেসিপি মাখামাখির কথা শুনলেন জিভে যেনো জল চলে আসে। পাকা বড়াই মাখা রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম পাকা বড়ই আমার খুবই পছন্দ। বড়ই আনলে পাকা গুলো খুঁজে খুঁজে আগে খেয়ে ফেলি আমি। বড়ই মাখা আমার বেশ পছন্দের তবে এরকম শুধু পাকা বড়ই মাখা কখনো খাওয়া হয়নি। বেশ লোভনীয় লাগছে আপনার আজকের রেসিপি টা দেখে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাকা বড়ই মাখা রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয় ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমি মিষ্টি বড়োই গুলো খেতে বেশ পছন্দি করি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পাকা বড়ই মাখা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরই রোদে শুকিয়ে এভাবে মাখা করলে খেতে ভীষণই ভালো লাগে। আমার তো খুবই পছন্দের। আপনার বরই মাখা রেসিপিটা দেখেই তো খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু পাঁকা বরই মাখা রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাকা বড়াই মাখা রেসিপিটি দেখে লোভ লেগে গেলো।আপনি ভীষণ লোভনীয় করে বড়াই মাখা করেছে। গতকাল আমিও বড়াই মাখা খেয়েছি বেশ ভালো লেগেছে। আপনার রেসিপিটি দেখে খেতে মন চাচ্ছে। ধাপে ধাপে বড়াই মাখা পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লভনীয় রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুদিন আগে কাঁচা বরই মাখাটা খেয়েছিলাম। তবে আজকে পাকা বড়ই মাখা দেখে তো একদম জিভে পানি চলে এসেছে আপু। এত সুন্দর করে মাখা তৈরি করেছেন যে লোভ লাগছে। আসলে বড়ই এর সিজনে এভাবে মাখা তৈরি করে না খেলে ভালোই লাগে না। কাসুন্দি দেয়ার কারণে এটা আরো অনেক বেশি ফ্লেভার ফুল হয়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরই আমার অনেক পছন্দের এবং প্রিয় ফল। এখন এটা বাজারে বেশি দেখতে পাওয়া যায়। আমাদের গ্রামের বাসাতে এই ফল রয়েছে। অনেক ভালো লাগলো আপনার বরই মাখা দেখে। এই জাতীয় রেসিপিগুলো দেখলেই জীবিতে জল চলে আসে। এত সুন্দর রেসিপি নিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit