"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৭ ||"চিংড়ি মাছের স্প্রিং রোল রেসিপি"

in hive-129948 •  2 years ago 

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।তাই আজ আবারো আমি চলে আসলাম বরাবরের মতোই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।আর আমার যেকোনো রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে।তাই সেই ভালো লাগা থেকেই ইউনিক চিংড়ি মাছের রোল রেসিপি তৈরি করার চেষ্টা করলাম।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় @rme দাদাকে এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটরদেরকে এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।এছাড়া আমাদের প্রিয় এডমিন @swagata21 দিদিকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রতিযোগিতার বিষয় নির্বাচন করার জন্য।

চিংড়ি মাছের স্প্রিং রোল রেসিপি:🦐🦐🦐🦐🦐🦐

IMG_20221130_084101.jpg

IMG_20221130_084205.jpg

চিংড়ি আসলে কোনো মাছ নয়,বরং এক ধরনের জলপোকা।তবুও চিংড়িকে সবাই মাছ হিসেবেই গণ্য করে।আর চিংড়ি মাছ পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর।আমার চিংড়ি মাছ খুবই প্রিয়।তাছাড়া চিংড়ি মাছের অনেক রেসিপি রয়েছে যার অফুরন্ত স্বাদ সম্পর্কে বলে শেষ করা যাবে না।যেকোনো ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি দারুণ জমে।তাই আজ আমি তৈরি করেছি চিংড়ি মাছের স্প্রিং রোল রেসিপি।এটি চিংড়ি মাছের পুর ভরে তৈরি করা হয়।এটা মুচমুচে ও খুবই স্বাদের খেতে হয় এবং খুবই সুন্দর একটি সন্ধ্যার জলখাবার হিসেবে কাজ করে।এটি চায়ের সঙ্গেও খাওয়া যায় এবং মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের খেতে হয়।এটি তৈরি করা কিছুটা সময়সাপেক্ষ।আমি এই রেসিপিটি প্রথম তৈরি করলাম।যাইহোক এটি দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে অনেক বেশি মজার।

■চিংড়ির উপকারীতা:

IMG_20221130_072216.jpg

চিংড়ি মাছ অনেক উপকারী হলেও এর কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে।আমার যদিও সামান্য এলার্জির সমস্যা আছে তবুও আমি চিংড়ি মাছ খাওয়া ছাড়ি না।চিংড়ি মাছে প্রচুর পরিমানে পুষ্টিগুণ রয়েছে।যেমন--
◆◆চিংড়িতে প্রোটিন ও ফ্যাট থাকায় শরীরের পক্ষে খুবই ভাল।
◆◆চিংড়ি মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য হওয়ার ফলে হৃৎপিণ্ড ভাল রাখতে সাহায্য করে ।
◆◆নিয়মিত চিংড়ি খেলে ভিটামিন-এ এর চাহিদা পূরণ হয়।
◆◆চিংড়ি মাছে মিনারেলস থাকায় আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
তাই আমাদের বেশি বেশি চিংড়ি মাছ খাওয়া উচিত।তো চলুন রেসিপিটা শুরু করা যাক---

■উপকরণসমূহ:

IMG_20221130_072307.jpg

IMG_20221130_072330.jpg

উপকরণপরিমাণ
চিংড়ি মাছ কুচি250 গ্রাম
বাঁধাকপি কুচি1 কাপ
ময়দা2 কাপ
পেঁয়াজ কলি কুচি1/2 কাপ
পেঁয়াজ কুচি2 টি
রসুন কুচি1 টি
কাঁচা মরিচ কুচি7 টি
লবণ1 টেবিল চামচ
লাল মরিচ গুঁড়া1/2 টেবিল চামচ
চিনি1/3 টেবিল চামচ
টমেটো সস1.5 টেবিল চামচ
সয়া সস1 টেবিল চামচ
টক দই2.5 টেবিল চামচ
সাদা তেল200 গ্রাম
জল1/2 কাপ

■প্রস্তুতপ্রণালি:

ধাপঃ 1

IMG_20221130_072236.jpg
প্রথমে আমি চিংড়ি মাছগুলির খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব।

ধাপঃ 2

CollageMaker_20221130_072621012.jpg
এবারে চিংড়ি মাছের মধ্যে টক দই, সয়া সস, চিনি ইত্যাদি উপকরণ একত্রে যোগ করে নেব।

ধাপঃ 3

IMG_20221130_083621.jpg
তো আমি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম চিংড়ি মাছে।

ধাপঃ 4

IMG_20221130_073542.jpg
এরপর একটি পরিষ্কার কড়াই চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দেব।কড়াই হালকা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তেলের মধ্যে পেঁয়াজ ও রসুন কুচি হালকা ভেঁজে নেব।

ধাপঃ 5

IMG_20221130_073611.jpg
এবারে বাঁধাকপি কুচি ও পেঁয়াজ কলির কুচিসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে নেব নেড়েচেড়ে।

ধাপঃ 6

IMG_20221130_083652.jpg
সবজিগুলো ভালোভাবে ভেঁজে নিয়ে চিংড়ি মাছের টুকরো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ভেঁজে নেব।

ধাপঃ 7

IMG_20221130_083709.jpg
এখানে সবজি ও চিংড়ি মাছগুলো শুকনো করে ভেঁজে নিয়ে নামিয়ে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 8

IMG_20221130_083905.jpg
আমি এখানে চিংড়ি মাছের পুর তৈরি করে নিলাম।

ধাপঃ 9

IMG_20221130_073517.jpg
এবারে আমি ডো তৈরি করে নেওয়ার জন্য ময়দা ও সামান্য লবণ নিয়ে নেব।তারপর শুকনো ময়দা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে ও পরিমাণ মতো জল মিশিয়ে দিয়ে মেখে নেব।

ধাপঃ 10

IMG_20221130_083525.jpg
এখানে আমি নরম একটি ডো তৈরি করে নিলাম এবং 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে।

ধাপঃ 11

CollageMaker_20221130_072518855.jpg
10 মিনিট পর ডো আবারও মেখে নেব।তারপর ছোট ছোট লেচি কেটে নেব।

ধাপঃ 12

IMG_20221130_083543.jpg
লেচিগুলি একে একে সবগুলো বেলে নেব বেলন চাকি দিয়ে, একটু লম্বাটে করে লুচির মতো করে।

ধাপঃ 13

IMG_20221130_083739.jpg
এবারে আমি একটা স্প্রিং রোল সিড নিয়ে নেব ।তার একপাশে চিংড়ি মাছের পুর দিয়ে দেব।

ধাপঃ 14

IMG_20221130_083845.jpg
এরপর আমি একটা পাত্রে সামান্য পরিমাণ ময়দা জল দিয়ে গুলে নেব ঘন করে।

ধাপঃ 15

IMG_20221130_083808.jpg
এবারে ময়দা নিয়ে স্প্রিং রোল সিডের দুইপাশে ও উপরের দিকে লাগিয়ে নেব অল্প করে।

ধাপঃ 16

IMG_20221130_073635.jpg
এরপর আমি দুপাশ মুড়ে স্প্রিং রোলগুলি তৈরি করে নেব।

ধাপঃ 17

IMG_20221130_083824.jpg
একইভাবে প্রত্যেকটি স্প্রিং রোল আমি তৈরি করে নিলাম।

ধাপঃ 18

IMG_20221130_073701.jpg
এবারে কড়াইতে বেশি করে সাদা তেল দিয়ে গরম করে নেব ভালোভাবে মিডিয়াম আঁচে।এরপর আমি স্প্রিং রোলগুলি আস্তে করে ছেড়ে দেব তেলের মধ্যে।

ধাপঃ 19

IMG_20221130_073722.jpg
এখন সব স্প্রিং রোলগুলি উল্টেপাল্টে ভেঁজে নেব বাদামি রঙের করে।

ধাপঃ 20

IMG_20221130_084043.jpg
তো আমার সবগুলো স্প্রিং রোল ভেঁজে নেওয়া হয়ে গেছে ।এখন একটি পাত্রে সাজিয়ে তুলে নিলাম।

পরিবেশন

IMG_20221130_084458.jpg

IMG_20221130_084101.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার "চিংড়ি মাছের স্প্রিং রোল রেসিপি"।এবারে এটি পরিবেশন করতে হবে গরম গরম এমনি কিংবা টমেটো সস দিয়ে।এটি খুবই স্বাদের ও মজার খেতে।আপনারা চাইলে এভাবে এটি ট্রাই করে দেখতে পারেন।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের চিংড়ি মাছের রেসিপিটা অনেক ভালো লাগবে।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আপনি চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটি স্প্রিং রোল করেছেন।রেসিপিটি অনেক দক্ষতার সাথে ধাপে ধাপে দেখিয়ে শেয়ার করেছেন আমাদের সাথে।আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আমার বাংলা ব্লগ সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করেছি। যাই হোক আপনার চিংড়ি মাছের স্প্রিং রোল রেসিপি আমার খুব পছন্দ হয়েছে। যেকোন প্রকার রোল খেতেই আমার ভাল লাগে । তবে চিংড়ির রোল খাওয়া হয়নি। তাই আমার খুব আগ্রহ আপনার এই রেসিপি ফলো করে রোল বানিয়ে খাব। ধন্যবাদ দিদি।

অবশ্যই ,চিংড়ির রোল রেসিপি বানিয়ে খাবেন ভাইয়া।আশা করি বেশ মজা লাগবে, ধন্যবাদ আপনাকে।

চিংড়ি মাছের স্প্রিং রোল খুবই লোভনীয় লাগছে দেখতে। চিংড়ি মাছ দিয়ে স্প্রিং রোল, তৈরির আইডিয়াটা অস্থির ছিল। এত মজাদার একটি রেসিপি দেখে লোভ সামলানোটা খুবই কঠিন। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। বিকেলে নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, রেসিপিটা শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া, আপনার চমৎকার মন্তব্যের জন্য।

চিংড়ি মাছের স্প্রিং রোল রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। সত্যিই আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করলেন।রেসিপি পরিবেশন অনেক ভালো হয়েছে। অসাধারণ রেসিপি ছিল।

সত্যিই,এটা খুবই মজাদার ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য ধন্যবাদ। আপনার তৈরি করা স্প্রিংরোল্টি দেখতে বেশ আকর্ষনীয় লাগছে। খেতেও মজা হবে মনে হচ্ছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

হ্যাঁ আপু,খুবই মজার হয়েছিল।ধন্যবাদ আপনাকে।