নমস্কার
শৈশবের স্মৃতিতে: মার্বেল খেলা
(কোলাজমেকার দিয়ে তৈরি ছবিটি)
আমরা সবাই ফিরে পেতে চাই আমাদের শৈশবের কিছু সুন্দর মুহূর্তগুলিকে।কিন্তু কিছু মুহূর্ত এমন স্মৃতি হয়ে যায় যেটির সম্মুখীন আমরা দ্বিতীয়বার হতে চাই না।তেমনি একটি শৈশবের বাস্তবধর্মী গল্প বলবো আজ আপনাদের সঙ্গে।তবে আজকের বলা শৈশবের অনুভূতিগুলি একটু ব্যতিক্রম। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা শৈশবের ছোট গল্পখানি।তো চলুন শুরু করা যাক--
গ্রীষ্মের বিকেল।ফুরফুরে আবহাওয়াতে কতশত খেলার সমাহার হতো।তার মধ্যে বেশ জনপ্রিয় এই মার্বেল খেলা।অনেকেই আবার এটাকে গুলি খেলা বলে।তো আমি এই খেলা কোনো সময়েই খেলতাম না ,শুধু দর্শক হয়ে উপভোগ করতাম।দেখতাম মানুষের গুলি ছোড়ার কায়দাগুলি, বেশ ভালোই লাগতো।
ইচ্ছে হতো খেলতে কিন্তু বাড়ি থেকে মানা ছিল মার্বেল খেলা না করতে।যাইহোক গ্রামের লাট্টু ও গোপী একদিন মার্বেল খেলায় মেতে উঠেছে দুজনে।লাট্টু বরাবরই ভালো খেলে,সবসময় কৌটো ভর্তি মার্বেল বাড়িতে থাকে।অথচ নিজে খুব কমই কেনে গুলি,সবই জিতে হাসিল করেছে সে।
একবার বোতল ভর্তি মার্বেল নিয়ে লাট্টু গোপীর সঙ্গে মার্বেল খেলার সিদ্ধান্ত নিলো।গোপী একটু অন্য রকমের ছেলে খেলা করার পর জিতলে মার্বেল দিতেই চায় না।তাই লাট্টু গোপীর সঙ্গে খেলতে রাজী হয় না।কিন্তু গোপী জোর করে খেলার কথা বললো।তখন আগে থেকেই লাট্টু বলে নিলো যে,,আজ খেলা শেষে যে জিতবে তাকে সব মার্বেল দিতে হবে।যেহেতু গোপীর কাছেও বেশ মার্বেল ছিল তখন সে এইকথায় রাজি হয়ে গেল।
খেলা শুরু হলো,তুমুল খেলা হচ্ছে দুইজনের মধ্যে।অনেকেই তাদের উৎসাহ দিচ্ছে দর্শক হয়ে।একের পর এক গুলি মেরে লাট্টু মার্বেল জিততে লাগলো।সবাই লাট্টুর খেলা খুবই পছন্দ করতো।এক পর্যায়ে লাট্টু সব মার্বেল জিতে নিলো,আর গোপী হেরে গেল।
গোপীর কাছে আর একটিও মার্বেল অবশিষ্ট নেই।তখন গোপী লাট্টুর কাছে তার মার্বেল ফেরত চাইলো।লাট্টু তো খেলা জিতে মার্বেল হাসিল করেছে তাই সে দিতে নারাজ।তাছাড়া সে খেলা শুরুর আগে থেকেই বলে নিয়েছিলো।তখন গোপী রাজি হয়েছিল কিন্তু গোপী এখন অন্যরকম পাগলামি শুরু করেছে।খেলার সময় দর্শক বন্ধুরাও সবাই লাট্টুর পক্ষে ছিল।
গোপী তখন জোরে জোরে কাঁদতে কাঁদতে খালি মার্বেলের বোতল নিয়ে বাড়ি ফিরে গেল।তারপর তার বাবা-মাকে নালিশ জানালো,তার বাবা এই কথা শুনে লাট্টুদের বাড়ি চলে এলো।লাট্টুর পরিবার খুবই নামকরা ও লাট্টুর বাবা খুবই শাসনপ্রিয়।সে এমন ঝামেলায় অন্যের ছেলেকে দোষারোপ না করে নিজের নির্দোষ ছেলেকেই শাস্তি দিবেন।তাই লাট্টু তার বাবাকে ভয় পেত কিন্তু লাট্টুর মনে আলাদা সাহস ছিল সত্য বলার।তাই সে বললো,,,আমি তো খেলায় জিতেছি তাহলে আমি মার্বেল কেন ফেরত দেব!
কিন্তু গোপী যেমন তার বাবাও তেমনি,,গোপী কান্নায় গড়াগড়ির নাটক শুরু করলো।লাট্টু আবার একটু জেদী ছেলে, তাই এক প্রকার রাগ করেই সে তার জেতা সমস্ত মার্বেল গোপিকে তো দিয়ে দিলো-ই সঙ্গে তার যে এক বোতল মার্বেল ছিল সেগুলোও ছুঁড়ে দিলো সেখানে।গোপী নির্লজ্জের মতো সমস্ত মার্বেল কুড়িয়ে নিয়ে চলে গেল।তখন থেকেই রাগে,অপমানে সেই যে লাট্টু পণ করে বসলো,,আর কোনোদিন মার্বেল খেলবে না।
তো সেই থেকে লাট্টু আর কোনোদিন মার্বেল খেলায় যোগ দেয়নি,এমনকি বাড়িতেও একটা মার্বেলের গুলিও রাখেনি নিজের কাছে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | শৈশবের গল্প |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টুইটার লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবের মার্বেল খেলার দারুন ঘটনা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সত্যি বলতে আজকে আপনার এই শৈশবের মার্বেল খেলার লেখাগুলো পড়ে আমার শৈশব জীবনের কথা বেশ মনে পড়ে গেল। তবে গোপী ও লাট্টুর মতো এরকম ঘটনা অনেকের শৈশব জীবনেই রয়েছে। দারুন একটি শৈশবের স্মৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবের সময়গুলোতে আমরাও মার্বেল খেলতাম। মার্বেল আবার কয়েক ধরনের খেলা যায়। অনেকজন একসাথে। আবার একটা গুটি বা মারবেন দিয়ে। তবে আপনি শৈশবের এত সুন্দর স্মৃতি স্মরণ করে আমাদের জানার সুযোগ করে দিয়েছেন জেনে ভালো লাগলো অনেক। জীবনের সোনালী অধ্যায় গুলো আমি অনেক অনেক মিস করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মার্বেল খেলার অনেক প্রকারভেদ রয়েছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গোপী তো দেখতেছি বেজায় দুষ্ট প্রকৃতির ছেলে ছিলো। আর তার বাবাও দেখতেছি তার সাথে যোগ দিয়েছিল।লাট্টু যেহেতু মার্বেল খেলায় জিতেছিলো নিয়ম অনুযায়ী তার সবগুলো মার্বেল পাওয়ার কথা ছিলো। কিন্তু জেদ করে সমস্ত মার্বেল গুলি গোপীকে দিয়ে দেয় এমনকি নিজের মার্বেলগুলি সহ।লাট্টু তাহলে মনে বেশ কষ্ট পেয়েছিলো। এরই মধ্যে দিয়ে নিজেকে এই খেলা থেকে সরিয়ে নিয়েছে। অবশ্য ভালোই করেছে লাট্টু। যাইহোক আপনার পোস্ট পড়ে শৈশবের একটি স্মৃতিচারণ হয়ে গেলো। বেশ ভালই লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া, লাট্টু রাগে ও অভিমানে মার্বেল খেলা ছেড়েই দিয়েছিল।যেটা একজন বাচ্চার শৈশব মনে দাগ কাটে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit