প্রতিযোগিতা -৬৫ ||"তালের আঁটির ফোপরার লুচি পিঠা রেসিপি"

in hive-129948 •  2 months ago 

নমস্কার

বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন।আমিও ভালো আছি তবে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে।কারণ গ্রামের দিকে মাঠের কাজ শুরু হয়েছে তাই প্রচুর কাজ এখন,তারপরও কী প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে হয়!তাই আজ আমি @green015 প্রতিযোগিতা -৬৫ তে অংশগ্রহণ করেই ফেললাম।আমার সামান্য দক্ষতা দিয়েও রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে আমার।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @swagata21 বৌদিসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে।

তালের আঁটির ফোপরার লুচি পিঠা রেসিপি:

IMG_20241127_022049.jpg

শীতকাল আমার খুবই প্রিয়।আর এই শীতকালে পিঠা ছাড়া ঠিক জমেই না।তাছাড়া তাল খুবই জনপ্রিয় একটি ফল।যে ফল খুবই সুস্বাদু, ঘ্রানযুক্ত এবং সবকিছুই খাওয়ার উপযুক্ত।তাল কাঁচা ও পাকা অবস্থায় যেমন খাওয়া যায় তেমনি এর আটির ভিতরের শাঁস বা ফোপরাও খাওয়া যায়।যেটা অসম্ভব মজার খেতে।তাই আমি আজ তৈরি করেছি তালের আঁটির ফোপরার লুচি পিঠা রেসিপি।এই রেসিপিটি খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এবং খেতে খুবই মজাদার হয়ে থাকে।যখন এটি তৈরি করা হয় তখন আলাদা একটা মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ে সারা বাড়িতে।তবে এই তালের আটি কাটা সহজ বিষয় নয়, এটা খুবই কষ্টের ও সময়সাপেক্ষ একটি কাজ।তাই আমি আমার বাবার সাহায্য নিয়েছিলাম।যাইহোক রেসিপিটি খাওয়ার পর সেই কষ্ট কিন্তু মিলিয়ে যায়।তাছাড়া মজার বিষয় হচ্ছে, এতে কোনোরকম মিষ্টি উপকরণ ব্যবহার করতে হয়নি কারণ তালের ফোপরা এমনিই মিষ্টি জাতীয় স্বাদের।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন শুরু করা যাক ভিন্নধর্মী রেসিপিটি---

IMG_20241127_022008.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.তালের আঁটির ফোপরা- 1/2 থালি
2.ময়দা- 2.5 কাপ
3.ঘি-2 টেবিল চামচ
4.সাদা তেল-1 কাপ

IMG_20241127_021127.jpg

IMG_20241127_021424.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20241127_021127.jpg
প্রথমে দা দিয়ে তালের আঁটিগুলি কেটে নেব।তারপর একটি চামচের সাহায্যে বের করে নেব আটি থেকে শাঁসগুলি।এরপর বের করে নেওয়া ফোপরাগুলি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব।

ধাপঃ 2

IMG_20241127_021512.jpg
এখন একটি শীল -পাটা নিয়ে নিয়েছি,এরপর এর সাহায্যে বেঁটে নেব ফোপরাগুলি।

ধাপঃ 3

IMG_20241127_021527.jpg
তো আমি এগুলো একেবারে মিহি করে বেঁটে নিলাম।

ধাপঃ 4

IMG_20241127_021547.jpg
এরপর সবগুলো ফোপরা মিহি করে বেঁটে নিয়ে একটি প্লেটে তুলে নিলাম।

ধাপঃ 5

IMG_20241127_021600.jpg
এবারে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো,তারপর ময়দার মধ্যে ঘি দিয়ে একত্রে মিশিয়ে এমনভাবে দলা করে দেখে নেব।

ধাপঃ 6

IMG_20241127_021616.jpg
এরপর ঘি মাখানো ময়দার মধ্যে বেঁটে নেওয়া ফোপরাগুলি দিয়ে দিলাম, এতে কোনো জল ব্যবহার করবো না।

ধাপঃ 7

IMG_20241127_021625.jpg
এখন সবকিছু একত্রে হাত দিয়ে মিশিয়ে নিলাম।

ধাপঃ 8

IMG_20241127_021644.jpg
এবারে একটি নরম ডো তৈরি করে নিলাম।

ধাপঃ 9

IMG_20241127_021656.jpg
এরপর 10 মিনিট অপেক্ষা করবো ডো টি ঢাকনা দিয়ে ঢেকে
রেখে।অপেক্ষার পর ছোট ছোট লেচি কেটে নিলাম।

ধাপঃ 10

IMG_20241127_021712.jpg
এখন একটি করে লেচি থালার অপর পাশে নিয়ে নেব।

ধাপঃ 11

IMG_20241127_021724.jpg
এরপর বেলনের সাহায্যে বেলে নেব গোল করে।

ধাপঃ 12

IMG_20241127_021735.jpg
এবারে একটি পরিস্কার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নেব।

ধাপঃ 13

IMG_20241127_021751.jpg
এখন বেলে নেওয়া লুচি একটি করে গরম তেলে দিয়ে দেব।

ধাপঃ 14

IMG_20241127_021815.jpg
এরপর লুচি ফুলে উঠলে উল্টেপাল্টে ভেজে নেব হালকা বাদামি রঙের করে।

শেষ ধাপঃ

IMG_20241127_021841.jpg
এভাবে সবগুলো লুচি ভেজে নিলাম।সবশেষে তুলে নিলাম একটি পাত্রে,লুচিগুলি বেশ ফুলে ফেঁপে উঠেছিল।

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png
IMG_20241127_022024.jpg

IMG_20241127_022113.jpg

IMG_20241127_021906.jpg

IMG_20241127_021945.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার তালের আঁটির ফোপরার লুচি পিঠা রেসিপি।এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে।খুবই সুস্বাদু ও মজার খেতে হয়েছিল লুচি পিঠাগুলি।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়প্রতিযোগিতা -৬৫তালের আঁটির ফোপরার লুচি পিঠা
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাস্ক প্রুফ:

GridArt_20241127_214914756.jpg

প্রথমে আপনাকে জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তালের আঁটির ফোপরার লুচি পিঠা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসলেই এটা অত্যন্ত মজাদার খেতে ভাইয়া, ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ আপনাকে।

দিদি এটাকে সন্ধ্যার নাস্তা বলা যায় কিন্তু আমার মনে হচ্ছে শীতের পিঠার মধ্যে এই রেসিপি পড়ে না। তবে এটা ঠিক আপনি একদম ভিন্ন ধরনের লুচি তৈরি করেছেন। যা কখনও খাওয়া তো দূরের কথা নামও শুনা হয়নি। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। সন্ধ্যার নাস্তায় এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ দিদি মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

আপু,শীতের পিঠার মধ্যে পড়ুক আর নাই পড়ুক,তালের ফোপরা থাকলে সবসময় তৈরি করা সম্ভব।আর তা এই সময়েই হয়ে থাকে, ধন্যবাদ আপনাকে।

দিদি শীতের পিঠার প্রতিযোগিতায় এই ধরনের রেসিপি দিয়েছেন বলে বললাম।

কোনো ব্যাপার নয় আপু,পিঠা-ই তো।এটা সকাল ও সন্ধ্যার জলখাবার হিসেবে দারুণ জমবে ঠিক বলেছেন আপনি, ধন্যবাদ আপনাকে।

আপনি তো দেখছি একদম ভিন্ন আইটেমের একটি লুচি রেসিপি শেয়ার করলেন। যেহেতু তালের ভিতরের অংশ দিয়ে আপনি লুচি তৈরি করলেন। নিশ্চয়ই খেতে ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যাবে। আর এত সুন্দর একটি রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

একেবারেই ঠিক বলেছেন আপু,ভিন্ন ধরনের স্বাদ যেমন তেমনি মিষ্টি ঘ্রাণ।ধন্যবাদ আপনাকে।

অসাধারণ বানিয়েছো তো। লুচির মত পিঠে। কখনো খাইনি আগে তো। সামনে থাকলে দু একটা খেয়েই নিতাম। ভীষণ সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনা করেছো বোন। খুব আনকমন একটা পদ।

হুম দাদা,সত্যিই এটা ইউনিক একটি রেসিপি আর খেতেও দুর্দান্ত।ধন্যবাদ আপনাকে।

তালের আঁটির ফোপরার লুচি পিঠা রেসিপি দুর্দান্ত হয়েছে। এই পিঠা কখনো খাওয়া হয়নি। নতুন একটি পিঠা সম্পর্কে জানতে পারলাম আপু। অনেক ভালো লেগেছে এই রেসিপি।

আপনাদের কাছে ভালো লাগলেই আমার সার্থকতা আপু,ধন্যবাদ আপনাকে।

তালের আটির লুচি পিঠা রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। পিঠাটি দেখেই বোঝা যাচ্ছে অনেক মজাদার ছিল। তালের আঁটি ফোপরা দিয়ে পিঠা আগে কখনো খাওয়া হয়নি তবে আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে। ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

সত্যিই এটা ইউনিক রেসিপি, ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

তালের আঁটির ফোপরার লুচি পিঠা রেসিপি দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। এই ধরনের পিঠা আগে কখনো তৈরি করে খাওয়া হয়নি। আপনার কাছ থেকে শিখে নিলাম। একদিন তৈরি করে দেখব। নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

হ্যাঁ আপু,খুবই সুস্বাদু খেতে এটি।তবে আপনি একটু হলেও শিখতে পেরেছেন আমার রেসিপি দেখে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

প্রথমে আপনাকে অনেক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আজকে আপনি খুবই সুস্বাদু দেখতে একটি পিঠা রেসিপি শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি পিঠা রেসিপি দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি ধাপে ধাপে এটি খুব সুন্দর ভাবে শেয়ার করবেন তাও খুবই ভালো হয়েছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, আপনাদের কাছে ভালো লাগলেই আমার রেসিপি তৈরি সার্থক।ধন্যবাদ ভাইয়া।

এইবার বাড়ি গিয়ে যখন এই আটির ফোপরা পেয়েছিলাম তখন একবার ভাবলাম এটা দিয়ে পায়েস বানাই। তুমি তো দেখছি দারুন লুচি পিঠা বানিয়ে ফেলেছ। ফোপরা খেতে এত ভালো যে এই লুচি পিঠা খেতে কতই না সুস্বাদু সেটা ভাবছি। আহা!

হুম দিদি,এটা দিয়ে যা কিছু তৈরি করা হোক না কেন খুবই মজাদার খেতে হয়।ধন্যবাদ তোমাকে।