"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ ||"স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ রেসিপি"

in hive-129948 •  2 years ago 

নমস্কার

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
আশা করি, ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আবারো " শীতকালীন সবজি রেসিপি" প্রতিযোগিতা - ৩০ এ অংশগ্রহণ করতে যাচ্ছি।এত সুন্দর প্রতিযোগিতা আয়োজনের জন্য @kingporos দাদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।এছাড়া "আমার বাংলা ব্লগের"সকল শ্রদ্ধেয় ভাইয়াদেরকে ,আপুদেরকে ও কমিউনিটির সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।আমার খুবই ভালো লাগে যখন আমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।আমি সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু করার।তাইতো আজ আবার চলে আসলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে-"স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ রেসিপি" নিয়ে।

স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ রেসিপি:

IMG_20230207_174444.jpg

"শীতকাল" মানেই আলাদা এক অনুভূতি।আর খাওয়া-দাওয়া ও ভ্রমণের জন্য শীতকাল একদম পারফেক্ট সময়।যাইহোক শীতকালে প্রচুর পরিমানে শাক-সবজি চাষ করা হয় ।ফলে আমরা প্রচুর টাটকা সবজি পাই বাজারগুলোতে।এই ধরনের শাক-সবজিতে প্রচুর পরিমানে ভিটামিন ও পুষ্টিকর উপাদান রয়েছে।যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী।এছাড়া অন্যান্য সময়ের তুলনায় শীতকালের শাক-সবজি খেতে অনেক বেশি সুস্বাদু।শীতকালে বেশ কিছু সবজি খুবই জনপ্রিয়। যেমন-বাঁধাকপি, ফুলকপি,মুলা,গাজর ,ওলকপি ,টমেটো, সিম,বেগুন,বিন,মটরশুঁটি ইত্যাদি।বাঙালি মানেই যেকোনো কিছুর স্বাদ বেশি মাত্রায় গ্রহণ করা।এমনিতেই শাকসবজি বেশিমাত্রায় খেতে আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেন।আসলে শীতকালের অনেক সবজিই আমার পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।তাই সবথেকে প্রিয় সবজি খুঁজে বের করা খুবই মুশকিল।

IMG_20230207_174352.jpg

তাই আমি কিছু শীতকালীন জনপ্রিয় সবজি রেসিপির জন্য বেছে নিয়েছি।যেগুলো খেতে আমার অনেক মজা ও রুচিসম্পন্ন লাগে।চিকেন স্যুপ তো আপনারা সকলেই খেয়ে থাকেন কিন্তু ভেজিটেবল স্যুপ কেও খায় কিনা আমি জানিনা। তবে আমি আজকেই নিজের মতো করে বানালাম একটু ভিন্নভাবে।আর শীতের সন্ধ্যায় এই ধরনের গরম গরম এক বাটি স্যুপ খেতে ভীষণ মজার হয়।এটি বেশ স্বাস্থ্যকর ও বটে।তাই আজ আমি শেয়ার করবো "স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ রেসিপি"। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

★উপকরণসমূহ:

ক্রমিক নংউপকরনপরিমাণ
1বাঁধাকপি কুচি1 বাটি
2বিন কুচি1/2 বাটি
3গাজর কুচি1 বাটি
4পেঁয়াজপাতা কুচি1 বাটি
5ক্যাপসিকাম কুচি1 বাটি
6লেবুর রস1/2 টেবিল চামচ
7কাঁচা মরিচ কুচি4 টি
8পেঁয়াজ কুচি3 টি
9রসুন কুচি1.5 টেবিল চামচ
10গোলমরিচ গুঁড়া1.5 টেবিল চামচ
11আদা কুচি1/2 টেবিল চামচ
12লবণ1/2 টেবিল চামচ
13চিনি1 টেবিল চামচ
14সাদা তেল1 টেবিল চামচ
15ময়দা3 টেবিল চামচ
16ঘি1.5 টেবিল চামচ
17জলপরিমাণ মতো

IMG_20230207_171904.jpg

IMG_20230207_172139.jpg

IMG_20230207_172214.jpg
(আমি এখানে সবগুলো উপকরণ একটি বটির সাহায্যে মিহি করে কুচি করে নিয়েছি এবং কুচানোর পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি।)

★প্রস্তুত প্রনালী:

ধাপঃ 1

IMG_20230207_172637.jpg
●প্রথমেই আমি একটি পরিষ্কার কড়াই নিয়ে চুলায় লো আঁচে বসিয়ে দিলাম।এরপর কড়াইতে সাদা তেল ও ঘি দিয়ে দিলাম পরিমান মতো।

ধাপঃ 2

IMG_20230207_172655.jpg
●তেল হালকা গরম হয়ে গেলে কুচি করে রাখা আদা ও রসুন দিয়ে দিলাম।

ধাপঃ 3

IMG_20230207_172716.jpg
●এরপর 2 মিনিট মতো হালকা নেড়েচেড়ে ভেঁজে নিয়ে পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে।

ধাপঃ 4

IMG_20230207_174648.jpg
●পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা বাঁধাকপি, গাজর,বিন ও ক্যাপসিকাম একত্রে দিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20230207_172824.jpg

●সবগুলো সবজি একত্রে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।এবারে মিডিয়াম আঁচে 3-4 মিনিট হালকা করে ভেঁজে নিলাম।

ধাপঃ 6

IMG_20230207_172843.jpg
●এরপর পেঁয়াজ পাতার কুচি করা অংশ দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20230207_173021.jpg
●হালকা ভেঁজে নিলাম নেড়েচেড়ে সবগুলো সবজি।

ধাপঃ 8

IMG_20230207_173055.jpg
●এবারে সবজির মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো।

ধাপঃ 9

IMG_20230207_174717.jpg
●এখন পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে স্যুপটি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব।

ধাপঃ 10

IMG_20230207_173336.jpg
●এভাবে 10 মিনিট ধরে স্যুপটি ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিলাম।

ধাপঃ 11

CollageMaker_20230207_173608674.jpg
●এরপর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া ও লেবুর রস যুক্ত করলাম স্যুপের মধ্যে।

ধাপঃ 12

IMG_20230207_173646.jpg
●এরপর একটি বাটিতে আমি 1/2 কাপ জলের মধ্যে ময়দা নিয়ে নিলাম।

ধাপঃ 13

IMG_20230207_174734.jpg
●ময়দাটি ভালোভাবে গুলে নিয়ে স্যুপের মধ্যে যুক্ত করলাম।যাতে স্যুপটি একটু ঘন হয়।

ধাপঃ 14

IMG_20230207_174145.jpg
●এরপর আরো মিনিট দুয়েক ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব স্যুপটি।

ধাপঃ 15

IMG_20230207_174312.jpg
●তো স্যুপটি আমার রেডি হয়ে গেছে ।এখন একটি পাত্রে গরম গরম ঢেলে নিলাম।

পরিবেশন:

IMG_20230207_174241.jpg

●তো তৈরি করা হয়ে গেল "স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ রেসিপি"। এটি এখন গরম গরম পরিবেশন করতে হবে।স্যুপ খেতে ভীষণই মজার।এটি বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করেন।চাইলে আপনারা ও এভাবে ট্রাই করে দেখতে পারেন।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিঃসন্দেহে এই খাবারটি অনেক স্বাস্থ্যকর একটি খাবার । তবে আমি সবজি খেতে খুব একটা পছন্দ করি না । তবে যারা সবজি খেতে পছন্দ করে তাদের কাছে এই খাবারটি খুবই ভালো লাগবে ।সুপের ভিতরে আমি একমাত্র থাই সুপটা পছন্দ করি । তবে আপনার এই সুপ দেখে মনে হচ্ছে খেতে খারাপ হয়নি ।ধন্যবাদ আপনাকে ।

হ্যাঁ ভাইয়া, অনেক সবজির সমন্বয়ে মিশ্রিত স্যুপটি ভালোই হয়েছিল খেতে।আপনি ঠিকই বলেছেন ,সবজি প্রিয় মানুষের কাছে এটি বেশ পছন্দের রেসিপি।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

সকাল সকাল এমন সুন্দর একটি রেসিপি দেখে মন ভরে গেলো ৷ আসলে এই শীতকাল মানেই হলো নতুন নতুন শাখসবজি ৷ আপনি অনেক গুলো উপাদান দিয়ে বেশ সুন্দর করে রেসেপি তৈরি করেছেন ৷ অনেক ভালো লাগলো নিশ্চয়ই সুস্বাদু হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ

সত্যিই সকাল বেলা গরম গরম স্যুপ খেতে দারুণ মজার দাদা।ধন্যবাদ আপনাকে।

আহা এই সকাল বেলা এমন সুস্বাদু স্যুপের রেসিপি দেখলে কি ঠিক থাকা যায়? দারুন এক স্যুপ রেসিপি বানিয়েছেন এবারের প্রতিযোগিতায়। সত্যি এই স্যুপ রেসিপিটি মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।

হ্যাঁ ভাইয়া, খুবই সুস্বাদু হয়েছিল।পার্সেল করে পাঠিয়ে দেব নাকি!☺️

  ·  2 years ago (edited)

ভেজিটেবল স্যুপ সবথেকে বেশি ফেভারেট অন্যান্য স্যুপ এর মধ্যে।
সকাল সকাল স্টিমেট এ ঢুকে এত ফেভারিট একটি খাবার দেখতে পাব আসলে ভাবতেই পারিনি।।
আপনি ঠিকই বলেছেন এই ধরনের স্যুপ যেমন স্বাস্থ্যকর তেমন মজাদার।।
সুন্দর উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইলো আপনার জন্য

এটা আপনার প্রিয় একটি রেসিপি জেনে ভালো লাগলো,ধন্যবাদ আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য ভাইয়া।

সকাল সকাল ভেজিটেবল স্যুপ দেখে তো খিদে বেড়ে গেল। এ ধরনের সবগুলো অসুস্থ রোগীদের জন্য খুবই ভালো। আপনি শীতকালীন সব দিতে খুব সুন্দর ভাবে স্যুপ তৈরি করেছেন। আপনার তৈরি কৃত স্যুপ দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এ ধরনের সুখগুলো কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। আপনি অনেকগুলো উপাদান দিয়ে সুন্দর করে স্যুপ তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

এ ধরনের সবগুলো অসুস্থ রোগীদের জন্য খুবই ভালো।

একদমই তাই,বাচ্চা থেকে বয়স্করা সবাই এটা বেশ পছন্দ করেন।ধন্যবাদ আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য।

এটা নিঃসন্দেহে পুষ্টিকর রেসিপি। ভেজিটেবল স্যুপ খেতে দারুন লাগে আর বাসায় কেউ যদি অসুস্থ থাকে এটা নিঃসন্দেহে তার জন্য একটি দরকারি খাবার। আমরাও মাঝে মাঝেই বাসায় এটা তৈরি করে খেতে পছন্দ করি। আপনার উপকরণ সাজানো এবং ডেকোরেশন দারুন ছিল। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইলো 🤗

আপনার পরিবার এটা খেতে পছন্দ করে জেনে খুশি হলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

সকাল সকাল ভেজিটেবল স্যুপ দেখে বেশ ভালোই লাগছে।বিশেষ করে অসুস্থ রোগীদের জন্য একেবারে পারফেক্ট।আপনি এখানে ময়দা ব্যবহার করেছেন,আমি কনফ্লাওয়ার ব্যবহার করি।কিছু চিকেন দিলে খেতে আরো বেশি দারুণ লাগতো।যাই হোক সব মিলিয়ে বেশ দারুন হয়েছে। ধন্যবাদ

আপু,প্রতিযোগিতার বিষয় যেহেতু শীতকালীন সবজি নিয়ে তাই সব্জিকেই বেশি প্রাধান্য দিয়েছি।ধন্যবাদ আপনাকে।

বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করে স্যুপ তৈরি করার দারুন একটা পদ্ধতি আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন দিদি। আমি এর আগে অনেকবার চিকেন স্যুপ খেয়েছি কিন্তু কোন সময় এই ধরনের ভেজিটেবল স্যুপ খাওয়ার সৌভাগ্য আমার হয়নি।

একবার অবশ্যই ভেজিটেবল স্যুপ খেয়ে দেখবেন আশা করি বেশ মজা লাগবে।ধন্যবাদ আপনাকে।

শীতকালীন সবজি সবারই খুবই পছন্দের ।যেমন পছন্দের তেমন পুষ্টিকর গুনাগুন সম্পূর্ণ শীতকালেই পাওয়া যায়। এই প্রতিযোগিতার মাধ্যমে ইউনিক কিছু রেসিপি দেখতে পেয়েছি যেগুলো অনেক ভালো লেগেছে। আপনার সবজির সুপ রেসিপি তৈরি অনেক সুন্দর ছিল।

আপনার কাছে রেসিপিটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ

সুপ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে ভেজিটেবল সুপ আগে কখনো খাইনি। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপিটি আমি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

অবশ্যই ট্রাই করে দেখবেন আপু,বেশ সুস্বাদু খেতে।এছাড়া এটি খুবই উপকারী, ধন্যবাদ আপনাকে।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শীতকালীন সবজিতে প্রচুর পুষ্টি আছে। আপনি খুবই সুন্দর করে পুষ্টিগুনে ভরা স্যুপ রান্না করেছেন। যেটা দেখতে ভীষণ লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই মজা হয়েছে।

হ্যাঁ ভাইয়া, খেতে খুবই মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

দিদি আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আপনি ভেজিটেবল স্যুপ করেছেন, খুব স্বাস্থ্যকর এই খাবার। রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরেছেন, দেখে অনেক ভাল লাগলো। মজার এই স্যুপ রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাদের কাছে ভালো লাগলেই আমার রেসিপি তৈরি সার্থক আপু।ধন্যবাদ আপনাকে।

বাহ দিদি সকাল সকাল স্বাস্থ্যকর খাবার নিয়ে হাজির হয়েছেন। আপনার রেসিপি দেখে বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছে। আমার কাছে স্যুপ খেতে অনেক ভালো লাগে। আপনি শীতকালীন সবজি দিয়ে খুব সুন্দর ভাবে স্যুপ তৈরি করেছেন। এভাবে সকাল বেলা একবাটি স্যুপ খেতে পারলে অনেক ভালো হতো।ধাপগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

পার্সেল করে পাঠিয়ে দেব নাকি আপু😊।হি হি ,সত্যিই বেশ সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

ভেজিটেবল স্যুপ রেসিপি দারুন হয়েছে আপু। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক ভালো হয়েছিল। আসলে এইভাবে রান্না করলে খেতে যেমন ভালো লাগে তেমনি অনেক স্বাস্থ্যকর হয়। শরীরের জন্য এটা নিঃসন্দেহে খুবই উপকারী। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্যের জন্য।