"পেন দিয়ে আল্পনার ডিজাইন অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in hive-129948 •  2 years ago 

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও বেশ ভালো আছি।তবে কিছুটা ব্যস্ত সময়ের মধ্যে দিন পার করতে হচ্ছে।যদিও এই ব্যস্ততা আমার জন্য আনন্দের ও বেশ উপভোগ্য।আমি প্রতিসপ্তাহে একটি করে অঙ্কন পোষ্ট করার চেষ্টা করি।তাই আমি আজ চলে আসলাম নতুন একটি অঙ্কন নিয়ে আপনাদের মাঝে।

পেন দিয়ে আল্পনার ডিজাইন অঙ্কন:

IMG_20221219_184116.jpg

বাঙালির রীতি ও রেওয়াজের শেষ নেই,যেটি বাঙালির ঐতিহ্যকে ধরে রাখে।তবে এই রীতি রেওয়াজ শুধু বাঙালির মধ্যে সীমাবদ্ধ নেই।বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে এই আল্পনা বা রঙ্গুলি দিতে দেখা যায়।আমরা বিভিন্ন ঘরের মেঝে ,দরজার সামনে কিংবা উঠানের সামনে আল্পনা দিয়ে থাকি।এই আল্পনা দেওয়া হয় পূজার সময় ও দীপাবলির সময়।ছোটবেলায় দেখতাম মায়েরা চাল ভিজিয়ে বেঁটে তা দিয়ে আল্পনা দিতেন বাড়ির উঠানে কিংবা ঘরের দেওয়ালে।অনেকদিন ধরে তা স্থায়ী থাকতো,এখনো গ্রামে এই প্রথা দেখা যায়।তাই আজ আমি একটি আল্পনা এঁকেছি,যেটি মূলত দরজার সামনে দেওয়া হয় । আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন দেখে নেওয়া যাক---

★উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো ও নীল রঙের বলপেন
3.ছোট স্কেল

IMG_20221219_183741.jpg

★অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20221219_183751.jpg

প্রথমে আমি স্কেল ও কালো রঙের বলপেন দিয়ে একটি লম্বা দাগ টেনে নিলাম।

ধাপঃ 2

IMG_20221219_183833.jpg

এরপর লম্বা দাগের দুই দিকের মাথা বেকিয়ে দিলাম এবং নীল রঙের বলপেন দিয়ে ছোট বক্সের নকশা একে নিলাম,একটি বক্স ফাঁকা অন্য বক্সটি ভরাট করে।

ধাপঃ 3

IMG_20221219_183814.jpg

এবারে লম্বা দাগের মাঝবরাবর অংশে পদ্মফুলের প্রতীক একে একটি অর্ধ বৃত্ত একে নিলাম হাতের সাহায্যে।তাতে ডবল দাগ দিয়ে ডিজাইন করে নিলাম।

ধাপঃ 4

IMG_20221219_183909.jpg

এরপর নীল রঙের পেন দিয়ে আবারো গোল ডিজাইন ফুলের পাপড়ি একে তার উপরে সরু ফুলের পাপড়ি একে নিলাম।

ধাপঃ 5

IMG_20221219_183930.jpg

গোল ডিজাইন ফুলের পাপড়ির মধ্যে ছোট ত্রিভুজ একে নিলাম এবং এরপর আমার হাতের ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 6

IMG_20221219_184010.jpg

এবারে সরু ফুলের পাপড়িগুলো ভরাট করে নিলাম পাতার মতো ডিজাইন করে।

ধাপঃ 7

IMG_20221219_184030.jpg

এরপর কালো রঙের বলপেন দিয়ে ফুলের পাপড়িগুলোর মাঝে বিন্দু বিন্দু একে ফুলের ডিজাইন একে নিলাম।লম্বা দাগের দুই দিকের মাথা ঘুরিয়ে ডিজাইন একে নেব।

সর্বশেষ ধাপঃ

IMG_20221219_184049.jpg
সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "পেন দিয়ে আল্পনার ডিজাইন"। এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুণ আলপনা এঁকেছেন এই রঙিন কলমের সাহায্যে। আর ঠিক বলেছেন পূর্বে অনেকেই আলপনা দিত,চাল বেটে। যদিও আমরা কখনো দেখিনি, কিন্তু শুনেছি। আর এইরকম আলপনা এখন কলম বা পেন্সিল দিয়েই অংকন করা হয়। আমার বাংলা ব্লগের কারণেই হয়তো বা এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখতে পাই। দারুন হয়েছে আপনার অংকনটি।

এখনো গ্রামে চাল বেটে আল্পনা দিতে দেখা যায় আপু,তবে খুবই কম।অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

পেন দিয়ে আল্পনার ডিজাইন অঙ্কনটি দারুণ হয়েছে। পেন দিয়ে একবার ভুল করলে সেটি আর ঠিক করার সুযোগ থাকে না। খুবই নিখুঁতভাবে অংকনটি শেষ করেছেন৷ অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

উৎসাহিত হলাম,অনেক ধন্যবাদ আপু।

আপনি ঠিক বলছেন আপু আসলে এখন কোন নির্দিষ্ট ধর্মের মধ্যে কোন কিছু নির্দিষ্ট স্থায়ীভাবে আবদ্ধ নেই সবাই সবকিছু পছন্দ করে।আল্পনা আমারও দেখতে বেশ ভালো লাগে।তবে আমাদের বিয়ের সময় বিয়ের বাড়িতে সুন্দর সুন্দর আল্পনা করা হয়।আপনি সপ্তাহে একটি আল্পনা পোস্ট করেন খুব ভালো হয়েছে আমাদের দেখার সুযোগ হয় ধন্যবাদ আপু।

আপনাদের বিয়ে বাড়িতে আল্পনা দেওয়া হয় জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

চাল ভিজিয়ে বেঁটে তা দিয়ে আল্পনা দেওয়ার ব্যাপারটি আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে। যদিও আমাদের বাসায় কখনো এগুলো করা হয় না। তবে আপনাদের ধর্মে এই কাজগুলো বেশি করা হয়। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আপনার ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে আপু। ভালো লাগলো ডিজাইনটি দেখে।

ঠিক বলেছেন আপু, আমাদের লক্ষ্মীপূজার সময় চাল ভিজিয়ে বেঁটে তা দিয়ে আল্পনা দেওয়া হয়।অনেক ধন্যবাদ আপনাকে।

আলপনা দেখতে এবং করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে আমিও এমন আর্ট করি। তবে আপনার আর্টটি আমার অনেক ভালো লেগেছে। আপনার আর্টের ধাপগুলিও অনেক সুন্দর ভাবে সাজানো ছিল। ধন্যবাদ আপু।

আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।