আমার স্বরচিত কবিতা"স্বপ্নপুরী"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in hive-129948 •  2 years ago 

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্ন কবিতা নিয়ে আপনাদের মাঝে।সেটি হলো -"স্বপ্নপুরী"

IMG_20221018_070020.jpg
সোর্স

প্রতিটি মানুষ স্বপ্ন দেখে।নিজের ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখাটা একান্তই ব্যক্তিগত একটি অধিকার বলা চলে।কিন্তু ফুরফুরে মেজাজের দিনে যদি কোনো উত্তাল হাওয়া বইতে শুরু করে তাহলে তার স্বপ্নগুলো সব ভেঙ্গে যায় আচমকাই।আবার মানুষ চাইলেই সব স্বপ্ন পূরণ হয় না কিছু স্বপ্ন শুধু দুঃখ দেওয়ার জন্যই জীবনে আসে।ভালোবাসার মানুষ যখন একা ফেলে না ফেরার দেশে চলে যায় তা সত্যিই অনেক ব্যথাতুর ।কিন্তু পুরোনো অভ্যাসগুলো অনেক সময় মনে করিয়ে দেয় নিঃস্বার্থ ভালোবাসার কথাগুলো।যাইহোক এই ভাবনায় লিখে ফেললাম কয়েকটি লাইন।আশা করি ভালো লাগবে কবিতাটি আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক----

স্বপ্নপুরী

সেদিন ছিল বসন্তের একদিন
শীত ও গরমের আভাষটা নেই
সকালটা বেশ মনরোম কাটছিল
কলেজ যাওয়ার ব্যাস্ততা ছিল একটু
দ্রুত রেডি হয়ে গেলাম পড়তে
আমি তখন কাঁচের জানালার পাশে
পড়ানো শুরু হলো
ঘড়িতে বাজল ১০ টা ৫!
বাইরে হাওয়ারা তখন উত্তাল
পড়ানো চলছে অবিরামধারায়
আকাশেতে বালু ওড়ে
পড়া সবার আগে !! কিন্তু !!
আচমকা সব কিছুর পরিবর্তন
আমি জানতেও পারলাম না
বিকেলটা কখন নষ্ট হলো
আমার স্বপ্নপুরীর রাজ্যে
সাজানো রাশি রাশি গল্পগুলো
কোথায় যেন থমকে দিলে তুমি
আকাশের জ্বলন্ত তারা হয়ে
আমাকে ছেড়ে একা সুখী তো
আকাশে কালো মেঘ জমে
হাওয়ারা আজও উত্তাল আন্দোলন করে
ছাদে উঠি পুরোনো অভ্যাসে
তোমার কথা ভীষণ মনে পড়ে
নিয়মের কারাগারে আবদ্ধ নয়
এতদিন পরেও আজ
নিঃস্বার্থ মনে আনাগোনা
ইতি তোমার স্বপ্নপুরীর দেশ।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমরা সবাই স্বপ্ন নিয়েই বেচে আছি। স্বপ্ন দেখা মানুষের জীবনের একটি অংশ বলে ধরা হয়। আপনার পোস্ট পড়ে যা বোঝলাম ভালবাসার মানুষকে নিয়ে দেখা স্বপ্নগুলো রঙিন হয়। আর সেই স্বপ্ন দেখায় যদি ঝড় আসে তাহলে সেই স্বপ্নগুলো আর পুরন হয় না। আবার কিছু স্বপ্ন আসে দুঃখ নিয়ে। যাই হোক আপনার স্বপ্নপুরী কবিতা পড়ে ভাল লেগেছে। ধন্যবাদ দিদি।

  ·  2 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

স্বপ্ন দেখতে প্রতিটি মানুষেই ভালোবাসে।আর নিজের পছন্দের মানুষ হলে তো স্বপ্ন দেখতে একেবারেই নেই মানা😂।আসলেই কিছু স্বপ্ন দুঃখ দেওয়ার জন্যই আসে।আপু কবিতাটা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ

mcwbn.com/af/3VcWL3Oz/Number01

আসলেই কিছু স্বপ্ন দুঃখ দেওয়ার জন্যই আসে।

ঠিকই বলেছেন আপু,ধন্যবাদ আপনাকে।

স্বপ্নে বিভোর হয়ে থাকতে খুবই ভালো লাগে। স্বপ্নগুলো যেন সবসময় এই রঙিন হয়। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

সব স্বপ্ন রঙিন হয় আমার এমন মনে হয় না।ধন্যবাদ ভাইয়া।

আসলে স্বপ্ন দেখাটা খারাপ কোন ব্যাপার না কিন্তু ভুল মানুষের সঙ্গে স্বপ্ন দেখাটা অবশ্যই এটা একটা খারাপ বিষয়। কারণ ভুল মানুষকে নিয়ে যদি আপনি স্বপ্ন দেখান তাহলে আপনি কষ্ট পাবেন দুঃখের সাগরে নিমজ্জিত হবেন কূলকিনারা না পেয়ে আপনি অচিরেই ডুবে যাবেন। তবে মানুষটি যদি সঠিক হয় তাহলে ভালোবাসা অবশ্যই সুন্দর। ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে খুবই ভালো লাগে প্রতিটা মুহূর্ত রোমাঞ্চকর মনে হয়। যাইহোক সুন্দর কিছু কথার সাথে সুন্দর একটি কবিতা ও আমাদের মাঝে রচনা করেছেন পড়ে খুবই ভালো লাগলো। পরবর্তীতেও এরকম সুন্দর কবিতা আপনার থেকে আশা করব।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

আসলে ঠিক বলেছেন স্বপ্ন প্রত্যেকটা মানুষের জীবনে আসে। কিন্তু কেউ ভালোবাসা নিয়ে স্বপ্ন দেখে আবার কেউ দুঃখ নিয়ে স্বপ্ন দেখে। এই ধরনের চিন্তা ভাবনা গুলো সবার মাঝে বিরাজমান। আপনাদের নিজের চিন্তা ভাবনা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন বেশ ভালো লাগলো। কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে।

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপু।

আপনার কবিতার কথাগুলো পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি কথা অনেক অর্থ বহন করে আর এত সুন্দর ভাবে কবিতার লাইনগুলো মিল করেছেন যা আসলে অনেক সুন্দর লেগেছে দিদি ।

আপনার মন্তব্য শুনে উৎসাহ পেলাম, অনেক ধন্যবাদ আপু।

স্বপ্ন দেখতে প্রতিটা মানুষই ভালোবাসে আর সেই স্বপ্ন বুকে রেখেই মানুষ তার জীবন পরিচালনা করে।। আমরা কমবেশি সবাই সাধ্যমত ভালোবাসার মানুষকে নিয়ে বিভিন্ন স্বপ্ন আগেই দুচোখে।। আসলে সব স্বপ্ন দেখি পূরণ হবে সেটা বড় কথা নয় তবে স্বপ্ন দেখাতে তো কোন দোষ নেই।।

আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে কবিতাটি সত্যি অনেক অর্থ বহন করে রয়েছে আর অর্থবোধক কবিতা পড়তে সবসময়ই আমার অনেক ভালো লাগে।।

আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনি ঠিক বলেছেন আপু প্রতিটি মানুষ স্বপ্ন দেখে কিন্তু প্রতিটি মানুষের স্বপ্ন সঠিকভাবে পূরণ হয় না। কিন্তু আমি মনে করি স্বপ্ন ছাড়া কখনো বড় হওয়া যায় না। আসলে আপনার কবিতাটি অনেক সহজ সরল ভাষায় লিখেছেন। কবিতাটি পড়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে।

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

ভালোবাসার মানুষ দূরে গেলে সেটার ব্যথা সহ্য করা অনেক বড় দায় ও অনেক বেশি কষ্টকর। আজকে কবিতাটি অনেক চমৎকার হয়েছে, অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অনেক অনেক স্বাগতম এবং আশা করি এরকম কবিতা আরো দেখতে পাবো।

অবশ্যই চেষ্টা করবো ভাইয়া।

আপু খুব সুন্দর করে স্বপ্নপুরী কবিতাটি রচনা করেছ। আসলে ঠিকই বলেছ। মানুষের সব স্বপ্ন সব সময় পূরণ হয় না। কিংবা সব স্বপ্ন সব সময় সুখের হয় না। দুঃখ বয়ে আনে।কোন কোন স্বপ্ন। বলে স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না কিন্তু।♥♥

একদমই তাই স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না।ধন্যবাদ আপু। ♥

খুব চমৎকার একটি কবিতা উপস্থাপন করেছেন ৷ আসলে প্রতিটি স্বপ্নই সফলতা আসে না৷ তবে স্বপ্ন দেখাটা ভালো কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে পরিশ্রম করতে হবে ৷
কারণ স্বপ্নের মানুষ কি বেঁচে থাকার আরেকটা ধাপ বাড়িয়ে দেয়৷

ধন্যবাদ দাদা,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

বা আপনি অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন আমাদের মাঝে। সত্যি প্রত্যেক মানুষে ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখে তাকে নিয়ে আলাদা করে অনুভূতি প্রকাশ করে। তবে আপনার কবিতার মাঝে ভালোবাসা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। পুরনো কথাগুলো ভালোবাসার মনে করিয়ে দেয়। তবে আপনি অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

@bdwomen আপু, আমি তো কবিতা আবৃত্তি করিনি।