"রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি"

in hive-129948 •  2 years ago 

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?জানি সবাই গরমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন।কিন্তু আমিও ভালো নেই,এই গরমে শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে।তার উপরে বৃষ্টির কোনো দেখা নেই।দিনে 2-3 বার স্নান করেও যেন শান্তি মেলে না।যাইহোক যেকোনো diy তৈরি করতে আমার খুবই ভালো লাগে।তাই সেই ভালো লাগা থেকেই কাগজ দিয়ে ইউনিক একটি diy তৈরি করার চেষ্টা করলাম।

রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি:

IMG_20230606_211849.jpg

IMG_20230606_211409.jpg
অনেকদিন হলো রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয়নি।তাই ভাবলাম রঙিন কাগজ দিয়ে একটা diy তৈরি করবো।ঘরে আঠা একদম শেষ হয়ে গিয়েছে তবুও বাদ দেওয়া কিছু আঠার বোতল জড়ো করে দেখলাম অল্প একটু আঠা নীচে জমেছে।সেগুলো দিয়েই মাছের অরিগামি তৈরি করে ফেললাম।যদিও রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামিটি দেখতে বেশ আকর্ষণীয় হয়েছে।তো চলুন diy টি তৈরি করা যাক---

উপকরণ:

◆রঙিন কাগজ(হলুদ ও আকাশি)
◆বলপেন(কালো)
◆কেচি
◆আঠা

IMG_20230606_205013.jpg

প্রস্তুত-প্রণালি:

ধাপঃ 1

IMG_20230606_211137.jpg
প্রথমে আমি সমস্ত উপকরণ নিয়ে নিলাম।এখন হলুদ ও আকাশি রঙের কাগজ কেচি দিয়ে কেটে নিলাম সরু ও লম্বা করে।

ধাপঃ 2

IMG_20230606_211155.jpg
এরপর হলুদ রঙের কাগজটি মাঝবরাবর ভাঁজ করে তার মধ্যে আঠা দিয়ে আকাশি রঙের কাগজ লাগিয়ে দিলাম ।এখন বেনুনির মতো কাগজগুলো জুড়তে থাকবো।

ধাপঃ 3

IMG_20230606_211211.jpg
এবারে কেচি দিয়ে কেটে নিলাম।কাগজের পিছন দিকে হালকা ডিজাইন করে নেব।

ধাপঃ 4

IMG_20230606_211228.jpg
এখন মাছের পাখনা তৈরি করে নেব কেচি দিয়ে কেটে।তারপর আকাশি রঙের ছোট্ট কাগজ আটকে নেব হলুদ রঙের কাগজের উপরে আঠা দিয়ে।

ধাপঃ 5

IMG_20230606_211247.jpg
এরপর আরো লেজ ও পাখনা তৈরি করে নিলাম একইভাবে।এখন মাছের চারিপাশে আঠা দিয়ে পাখনা ও লেজ আটকে নিলাম।

ধাপঃ 6

IMG_20230606_211300.jpg
এবারে কালো রঙের বলপেন দিয়ে মাছের চোখ,কান ও ঠোঁট একে নিলাম।এরপর লেজে ও পাখনায় একইভাবে হালকা দাগ দিয়ে নেব কালো রঙের বলপেন দিয়ে।

শেষ ধাপঃ

IMG_20230606_211336.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি"।এটি দেখতে খুব কিউট ও আকর্ষণীয় লাগছিল।

ছবি উপস্থাপনা:

IMG_20230606_211353.jpg

IMG_20230606_211321.jpg

IMG_20230606_211433.jpg

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের মাছের diy টি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি কথা বলতে, এই গরমে সবার অবস্থা একেবারে খারাপ। আর বৃষ্টিরও কোন দেখা মিলছে না আমাদের এদিকেও। একটু বৃষ্টি হলে তবুও কিছুটা ভালো লাগে। রঙিন কাগজের তৈরি গুলো দেখতে এবং তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা মাছের ডাই তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছিল, যা দেখেই বোঝা যাচ্ছে। আপনার দক্ষতার প্রশংসা তো করতেই হয়।

ওয়াও আপু আপনি দেখছি অনেক চমৎকার ভাবে। অনেক ধৈর্য এবং দক্ষতার সহিত আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ অসাধারণ ছিল ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে মাছের খুবই দারুণ একটি অরিগামি তৈরি করেছেন। প্রতিটা ধাপে খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুব সুন্দর বর্ণনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর করে যে কোন জিনিস তৈরি করতে পারলে দেখতে খুবই দুর্দান্ত লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করেছেন‌। বেশ অসাধারণ হয়েছে। কাগজ দিয়ে মাছ তৈরি করার প্রক্রিয়া চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মাছটি দেখতে খুবই সুন্দর লাগছে‌। আমাদের মাঝে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ‌

রঙিন কাগজ দিয়ে মাছের অরিগমি তৈরি করার চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের রঙিন মাছ গুলো একুরিয়াম জগতে সবথেকে বেশি পাওয়া যায়। গ্লাসের মধ্যে এই মাছগুলো খুবই সুন্দর দেখায়।

রঙিন কাগজ ব্যবহার করে মাছের খুব সুন্দর একটি অরিগামি প্রস্তুত করে ফেলেছেন।। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।।

মাছের অরিগামি দেখতে অনেক সুন্দর লাগতেছে। ইউনিক একটি মাছ তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে।

হ্যাঁ দিদি বর্তমান যা অবস্থা দিনে ৩ বার স্নান করেও শান্তি মেলে না ৷ এতো পরিমানে গরম তাতে জনজীবন অতিষ্ঠ ৷ যা হোক রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি দেখে ভালো লাগলো ৷ অনেক সুন্দর করে বানিয়েছেন ৷

এই গরমের মধ্যে অবস্থা সত্যি অনেক খারাপ। সত্যি কথা বলতে আপু এখন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। সবেমাত্র বৃষ্টি আরম্ভ হল। জানিনা কতক্ষণ থাকবে। এখন খুব একটা ভালো লাগছে, পরিবেশটাও ঠান্ডা হচ্ছে। যাইহোক রঙিন কাগজের তৈরি এই মাছের অরিগামী দেখে মুগ্ধ হলাম। হলুদ রঙের সাথে সাদা রঙের রঙিন কাগজ দেওয়ার কারণে, একটু সুন্দরভাবে ফুটে উঠেছে। খুব সুন্দর করে এটি তৈরি করলেন। সত্যি আপু আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর মাছের অরিগামি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে একদম মাছ।এতো সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

আপনি ঠিক বলছেন আপু আসলে গরমে সবাইকে অনেক বেশি দুর্বল করে ফেলতেছে। তাছাড়া এই গরমের তীব্রতা অনেক বেশি সেই সাথে লোডশেডিং এর মাত্রা অনেক বেশি। আপনি অনেক সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে অনেক ভালো লেগেছে। মাছের অরিগ্যামিটা অসাধারণ ছিল আপু।

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর মাছের অরিগামি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে করা মাছটি দেখতে খুবই দারুণ লাগছে। কালার কম্বিনেশন খুব ভালো হয়েছে। মাছের অরিগামি দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ধৈর্য ও সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঙিন কাগজের অরিগাম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে মাছ তৈরি করেছেন। রঙিন কাগজের বিভিন্ন জিনিস দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার তৈরি করার কাগজের মাছ টাও আমার কাছে খুব ভালো লেগেছে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর মাছ তৈরি করেছেন। আপনার মাছ তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি মাছের চমৎকার অরিগ্যামি তৈরি করেছেন। হলুদ রঙের রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে ৫ নাম্বার ধাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি সৃজনশীল মুলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।